Daily Current Affairs in BengaliCurrent Affairs

22nd July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

22nd July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২২শে জুলাই – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 22nd July Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 21st July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. নিচের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ‘সশক্ত মহিলা ঋণ যোজনা’ প্রকল্প চালু করেছেন?

(A) হিমাচল প্রদেশ
(B) ছত্তিশগড়
(C) রাজস্থান
(D) উত্তরাখণ্ড

উত্তর
(A) হিমাচল প্রদেশ

  • হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ২০শে জুলাই ২০২৩ -এ মহিলাদের জন্য একটি জামানত-মুক্ত ঋণ প্রকল্প চালু করেন।
  • সশক্ত মহিলা ঋণ যোজনা’ নামে এই প্রকল্পটি হিমাচল প্রদেশ রাজ্য সমবায় ব্যাঙ্কের (HPSCB) একটি উদ্যোগ।

২. ৫০০টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলা ১০ম ক্রিকেটার হলেন –

(A) রোহিত শর্মা
(B) স্টিভ স্মিথ
(C) জেমস অ্যান্ডারসন
(D) বিরাট কোহলি

উত্তর
(D) বিরাট কোহলি

  • ২১শে জুলাই ২০২৩ তারিখে পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ চলাকালীন কোহলি ৫০০টি আন্তর্জাতিক খেলা ১০ম ক্রিকেটার হয়েছেন ।
  • কোহলিও এই তালিকায় যোগদানকারী চতুর্থ ভারতীয় হয়েছেন, বাকি তিনজন হলেন শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় এবং এমএস ধোনি।

৩. নিচের কোন কোম্পানি মুম্বাই-আহমেদাবাদ রেল প্রকল্পের জন্য ₹৭০০০ কোটি টাকার অর্ডার পেয়েছে?

(A) Tata
(B) Adani
(C) L&T
(D) Gammon India

উত্তর
(C) L&T
Larsen & Toubro এই কন্ট্রাক্ট পেয়েছে । মুম্বাই-আহমেদাবাদ হাই-স্পিড রেল প্রকল্পটি আনুমানিক 508 কিলোমিটার দীর্ঘ।

৪. নিম্নলিখিত কোন দিনে, পাই আনুমানিক দিবস ( Pi Approximation Day) পালিত হয়?

(A) ১৪ মার্চ
(B) ১৯ সেপ্টেম্বর
(C) ৭ ডিসেম্বর
(D) ২২ জুলাই

উত্তর
(D) ২২ জুলাই

  • পাই আনুমানিক দিবস ( Pi Approximation Day) ২২শে জুলাই পালন করা হয়।
  • এর কারণ হল পাই এর মান হল ২২/৭. উল্লেখ্য যে পাই দিবস কিন্তু ১৪ই মার্চ পালন করা হয় ।

৫. নিম্নলিখিত কোন দিনে জাতীয় আম দিবস পালিত হয়?

(A) ২০ জুলাই
(B) ২৩ জুলাই
(C) ১৯ জুলাই
(D) ২২ জুলাই

উত্তর
(D) ২২ জুলাই

  • প্রতি বছর ২২শে জুলাই জাতীয় আম দিবস পালিত হয়।
  • ভারতের জাতীয় উদ্যানপালন বোর্ড ১৯৮৭ সালে আমকে সম্মান জানানোর উপায় হিসাবে আন্তর্জাতিক আম উৎসবের ধারণা নিয়ে এসেছিল।

৬. সন্দীপ চক্রবর্তী নিচের কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন?

(A) শ্রীলংকা
(B) সিঙ্গাপুর
(C) বাংলাদেশ
(D) ইন্দোনেশিয়া

উত্তর
(D) ইন্দোনেশিয়া
সন্দীপ চক্রবর্তী, ১৯৯৬ ব্যাচের একজন ভারতীয় ফরেন সার্ভিস (IFS) অফিসার, ইন্দোনেশিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন৷

৭. নিচের কোন অভিনেতাকে ICC বিশ্বকাপ ২০২৩-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে?

(A) সালমান খান
(B) শাহরুখ খান
(C) আমির খান
(D) অক্ষয় কুমার

উত্তর
(B) শাহরুখ খান

  • বলিউড অভিনেতা শাহরুখ খানকে আইসিসি বিশ্বকাপ ২০২৩ -এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে।
  • তিনি তার আইকনিক ভয়েসওভারে ‘It takes one day’ বিশ্বকাপ ২০২৩ এর প্রচার শুরু করেছিলেন।
  • বিশ্বকাপ ২০২৩ ভারতে ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

দেখে নাও : Upcoming Sports Venue

৮. কোন রাজ্য সরকার সম্প্রতি ১ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ফসল ঋণ চালু করেছে ?

(A) ওড়িশা
(B) বিহার
(C) পশ্চিমবঙ্গ
(D) ঝাড়খণ্ড

উত্তর
(A) ওড়িশা
ওড়িশা ক্যাবিনেট সম্প্রতি এর অনুমোদন দিয়েছে।

৯. কোন দেশ অ্যাডমিরাল লিসা ফ্রাঞ্চেত্তিকে প্রথম নারী নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে?

(A) ব্রিটেন
(B) দক্ষিণ কোরিয়া
(C) জাপান
(D) মার্কিন যুক্তরাষ্ট্র

উত্তর
(D) মার্কিন যুক্তরাষ্ট্র
অ্যাডমিরাল লিসা ফ্রাঞ্চেত্তিকে মার্কিন নৌবাহিনীর প্রধান হিসাবে নিযুক্ত করলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। এই প্রথম কোন মহিলা মার্জকিন নৌসেনার সর্বচ্চ দায়িত্ব পালন করবেন।

১০. সোমালিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) নামগ্যা সি খাম্পা
(B) সন্দীপ চক্রবর্তী
(C) প্রদীপ কুমার রাওয়াত
(D) হর্ষ বর্ধন শ্রিংলা

উত্তর
(A) নামগ্যা সি খাম্পা

  • নামগ্যা সি খাম্পাকে সোমালিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে।
  • একই সাথে তিনি কেনিয়াতে ভারতের হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন।
  • তিনি ২০০০ ব্যাচের একজন ভারতীয় ফরেন সার্ভিস (IFS) অফিসার।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button