EconomyGeneral Knowledge Notes in Bengali
বিভিন্ন নোটের বৈশিষ্ট্য – কোন নোটের পেছনে কিসের ছবি
Color and Details of India New Notes
বিভিন্ন নোটের বৈশিষ্ট্য – কোন নোটের পেছনে কিসের ছবি
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো ভারতের বিভিন্ন নোটের বৈশিষ্ট্য নিয়ে। ভারতের কোন ব্যাঙ্ক নোট বা টাকার রং কি, কোন নোটের পেছনে কিসের ছবি , নোটগুলির সাইজ কি রকম – এরকম বিভিন্ন তথ্য আজকের এই পোস্টে তোমরা পেয়ে যাবে।
আরও দেখে নাও : ভারতীয় মুদ্রার প্রাদেশিক নাম
১০ টাকার নোট
নতুন ১০ টাকার নোট
- রং : চকলেট বাদামি
- মোটিফ : কোনারকের সূর্য মন্দির
- সাইজ : ৬৩ মিমি X ১২৩ মিমি
২০ টাকার নোট
নতুন ২০ টাকার নোট
- রং : সবুজ হলুদ
- মোটিফ : ইলোরা গুহা
- সাইজ : ৬৩ মিমি X ১২৯ মিমি
২০ টাকার নোট – পুরোনো
পুরোনো ২০ টাকার নোট
- রং : লাল কমলা
- মোটিফ : মাউন্ট হ্যারিয়ট
- সাইজ : ৬৩ মিমি X ১৪৭ মিমি
আরও দেখে নাও : ভারতীয় মুদ্রা সম্পর্কিত কিছু জানা-অজানা তথ্য
৫০ টাকার নোট
নতুন ৫০ টাকার নোট
- রং : ফ্লুরোসেন্ট ব্লু
- মোটিফ :হাম্পির রথ
- সাইজ : ৬৬ মিমি X ১৩৫মিমি
১০০ টাকার নোট
নতুন ১০০ টাকার নোট
- রং : লাল কমলা
- মোটিফ : রানী কি ভাব
- সাইজ : ৬৬ মিমি X ১৪২ মিমি
২০০ টাকার নোট
নতুন ২০০ টাকার নোট
- রং : উজ্জ্বল হলুদ
- মোটিফ : সাঁচীর স্তুপ
- সাইজ : ৬৬ মিমি X ১৪৬ মিমি
৫০০ টাকার নোট
নতুন ৫০০ টাকার নোট
- রং : স্টোন গ্রে
- মোটিফ : লাল কেল্লা
- সাইজ : ৬৬ মিমি X ১৫০ মিমি
২০০০ টাকার নোট
নতুন ২০০০ টাকার নোট
- রং : ম্যাজেন্টো
- মোটিফ : মঙ্গলযান
- সাইজ : ৬৬ মিমি X ১৬৬ মিমি
To check our latest Posts - Click Here