প্রজেক্ট এলিফ্যান্ট – হস্তী প্রকল্প – হস্তী সংরক্ষণ কেন্দ্র তালিকা – PDF
Project Elephant - List Of Elephant Reserves In India
প্রজেক্ট এলিফ্যান্ট – হস্তী প্রকল্প – হস্তী সংরক্ষণ কেন্দ্র তালিকা
প্রিয় পাঠকেরা, আজকে আমরা প্রজেক্ট এলিফ্যান্ট (Project Elephant) ও ভারতে হস্তী সংরক্ষণ কেন্দ্র তালিকা (List Of Elephant Reserves In India ) নিয়ে আলোচনা করবো।
প্রজেক্ট এলিফ্যান্ট (Project Elephant) কি ?
প্রজেক্ট এলিফ্যান্ট হলো ১৯৯২ ভারত সরকারের পরিবেশ ও বন মন্ত্রক দ্বারা চালু করার একটি প্রকল্প যেটির মূল উদ্দেশ্য হলো ভারতে এশীয় হাতিগুলির গবেষণা, পর্যবেক্ষণ, পরিচালনা এবং দীর্ঘমেয়াদি সংরক্ষণ। এই উদ্দেশ্যে প্রজেক্ট এলিফ্যান্টের অধীনে ভারতের বিভিন্ন রাজ্যগুলিকে সেই রাজ্যের হাতিদের সংরক্ষণের জন্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয়।
প্রজেক্ট এলিফ্যান্ট যখন ১৯৯২ সালে ভারতে চালু করা হয়েছিল তখন ভারতে মোট হাতির সংখ্যা ছিল প্রায় ১৫০০০। বর্তমানে প্রজেক্ট এলিফ্যান্টের অধীনে ভারত সরকার সেই সংখ্যা অনেকটাই বাড়াতে সক্ষম হয়েছে। বর্তমানে শুধুমাত্র কর্ণাটক, আসাম ও কেরালা – এই তিনটি রাজ্যেই প্রায় ১৫০০০ হাতি হয়েছে। পশ্চিমবঙ্গে হাতির সংখ্যা প্রায় ১৯৪টি (২০১৭-১৮ হাতি আদমশুমারি অনুযায়ী ) ।
প্রজেক্ট এলিফ্যান্ট বা হস্তী প্রকল্পের উদ্দেশ্য
( Project Elephant Objectives )
- গৃহপালিত হাতিগুলির কল্যাণ নিশ্চিত করা।
- হাতি, তাদের আবাসস্থল এবং হাতি করিডোর -এর সংরক্ষণ।
- মানব ও হাতির মধ্যে সংঘাত নিরসন ও প্রতিরোধ।
প্রজেক্ট এলিফ্যান্ট বা হস্তী প্রকল্পের লক্ষ্য
- হাতি সংরক্ষণের জন্য বৈজ্ঞানিক ও পরিকল্পিত বিভিন্ন কৌশল অবলম্বন এবং এর প্রচার।
- হাতির দাঁতের অবৈধ ব্যবসা বন্ধ করা।
- চোরাশিকারিদের হাত থেকে হাতিদের বাঁচানো।
- হাতিদের অস্বাভাবিক মৃত্যু প্রতিরোধ করা।
- হাতিদের প্রাকৃতিক আবাসের পুনরুদ্ধার।
- মানুষ ও হাতিদের মধ্যে সংঘাত কমানো।
- গৃহপালিত কাজে হাতিদের ব্যবহার কমানো।
- হাতি সম্পর্কিত বিভিন্ন গবেষণা ও হাতি সংরক্ষণ ও এর প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করা।
- গৃহপালিত হাতিদের যথাযথ প্রজনন এবং বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা প্রদান করা।
ভারতে হস্তী অভয়ারণ্য এবং হস্তী সংরক্ষণ কেন্দ্রের তালিকা
রাজ্য | হস্তী সংরক্ষণ কেন্দ্র |
---|---|
উত্তরাখণ্ড | শিবালিক এলিফ্যান্ট রিজার্ভ |
উত্তরপ্রদেশ | উত্তর প্রদেশ এলিফ্যান্ট রিজার্ভ |
পশ্চিমবঙ্গ | ময়ূরঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভ পূর্ব ডুয়ার্স এলিফ্যান্ট রিজার্ভ |
ঝাড়খণ্ড | সিংভূম এলিফ্যান্ট রিজার্ভ |
ওড়িশা | ময়ূরভঞ্জ এলিফ্যান্ট রিজার্ভ মহানদী এলিফ্যান্ট রিজার্ভ সম্বলপুর এলিফ্যান্ট রিজার্ভ বাইতামি এলিফ্যান্ট রিজার্ভ দক্ষিণ ওড়িশা এলিফ্যান্ট রিজার্ভ |
ছত্তিসগড় | লেমরু এলিফ্যান্ট রিজার্ভ বাদলখোল-তামোর পিংলা এলিফ্যান্ট রিজার্ভ |
অরুণাচল প্রদেশ | কামেং এলিফ্যান্ট রিজার্ভ দক্ষিণ অরুণাচল এলিফ্যান্ট রিজার্ভ |
আসাম | কাজিরাঙ্গা-কার্বি অ্যাংলং এলিফ্যান্ট রিজার্ভ ধানসিরি-লুংডিং এলিফ্যান্ট রিজার্ভ সোনিতপুর এলিফ্যান্ট রিজার্ভ ডিহিং-পাটকাই এলিফ্যান্ট রিজার্ভ চিরং-রিপু এলিফ্যান্ট রিজার্ভ |
নাগাল্যান্ড | ইন্ট্যাঙ্কি এলিফ্যান্ট রিজার্ভ |
মেঘালয় | গারো হিলস এলিফ্যান্ট রিজার্ভ খাসি হিলস এলিফ্যান্ট রিজার্ভ |
কর্ণাটক | মাইসোর এলিফ্যান্ট রিজার্ভ |
কেরালা | ওয়ায়নাড এলিফ্যান্ট রিজার্ভ পেরিয়ার এলিফ্যান্ট রিজার্ভ নীলাম্বুর এলিফ্যান্ট রিজার্ভ আনামুদি এলিফ্যান্ট রিজার্ভ |
অন্ধ্র প্রদেশ | রায়ালা এলিফ্যান্ট রিজার্ভ |
তামিলনাড়ু | আন্নামালাই এলিফ্যান্ট রিজার্ভ সৃভিল্লিপুথুর এলিফ্যান্ট রিজার্ভ |
ভারতের প্রথম হস্তী সংরক্ষণ কেন্দ্র হলো – ঝাড়খণ্ডের সিংভূম এলিফ্যান্ট রিজার্ভ।
প্রজেক্ট এলিফ্যান্ট – MIKE প্রোগ্রাম
দক্ষিণ এশিয়াতে ২০০৩ সালে হাতিদের চোরাশিকারিদের হাত থেকে বাঁচানোর জন্য MIKE প্রোগ্রাম শুরু হয়। MIKE কথাটির পুরো অর্থ হলো – Monitoring of Illegal Killing of Elephants .
হাতি মেরে সাথী (Haathi Mere Saathi ) ক্যাম্পেইন
ভারতের পরিবেশ ও বন মন্ত্রক, ওয়াইল্ডলাইফ ট্রাস্টের সাথে পার্টনারশিপে এই ক্যাম্পেইনটি শুরু করেছে। ২০১১ সালের ২৪শে মে এই ক্যাম্পেইন শুরু হয়েছিল।
এই অভিযানের উদ্দেশ্য ছিল হাতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং হাতি ও স্থানীয় জনগণের মধ্যে বন্ধুত্ব বিকাশ করা।
ভারতে হাতির আদমশুমারি
ভারতে হাতির আদমশুমারি (Elephant Census )-টি ‘এলিফ্যান্ট প্রকল্প’-র অধীনে পাঁচ বছরে একবার পরিচালিত হয়। ভারতের শেষ হাতির আদমশুমারি হয়েছিল ২০১৭ সালে। এই আদমশুমারি অনুসারে ২০১৭-১৮ সালে ভারতের মোট হাতির সংখ্যা ছিল ২৯,৯৬৪ টি। প্রসঙ্গত উল্লেখ্য যে ভারতের বাঘের আদমশুমারি কিন্তু প্রতি চার বছর অন্তর সম্পন্ন হয়।
Download Section :
File Name : প্রজেক্ট এলিফ্যান্ট – হস্তী প্রকল্প – হস্তী সংরক্ষণ কেন্দ্র তালিকা – বাংলা কুইজ
File Size : 1.9 MB
No. of Pages : 04
Format : PDF
আরও দেখে নাও :
ভারতের জাতীয় উদ্যানের তালিকা – PDF | Download |
ভারতের রামসার সাইটের তালিকা – PDF | Download |
পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান তালিকা – PDF | Download |
ভারতের ব্যাঘ্র প্রকল্পের তালিকা – PDF | Download |
To check our latest Posts - Click Here