NotesGeneral Knowledge Notes in Bengali

ভারতের গুরুত্বপূর্ণ পরিবেশ আইন – Indian Environmental Act and Rules

Indian Environmental Act and Rules in Bengali

ভারতের গুরুত্বপূর্ণ পরিবেশ আইন – Indian Environmental Act and Rules

ভারতের গুরুত্বপূর্ণ পরিবেশ আইন : ভারতের কিছু গুরুত্বপূর্ণ পরিবেশ আইন তালিকা নিচে দেওয়া রইলো।

নংপরিবেশ আইনসাল
সর্বভারতীয় হাতি সংরক্ষণ আইন১৮৭৯
ভারতীয় বনভূমি আইন১৯২৭
পশ্চিমবঙ্গ বন্যপ্রাণী সংরক্ষণ আইন১৯৫৯
ভারতীয় জলাভূমি সংরক্ষণ আইন১৯৭১
ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন১৯৭২
ভারতীয় নগর ও দেশ পরিকল্পনা আইন১৯৭৯
ভারতীয় বনভূমি রক্ষা আইন১৯৮০
ভারতীয় জলদূষণ নিয়ন্ত্রণ আইন১৯৮১
ভারতীয় বায়ুদূষণ নিয়ন্ত্রণ আইন১৯৮১
১০দুর্যোগ ও বর্জ্য নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা আইন১৯৮১
১১পশ্চিমবঙ্গ অরণ্য আইন১৯৮২
১২ভারতীয় পরিবেশ রক্ষা আইন১৯৮৬
১৩গঙ্গা পরিকল্পনা১৯৮৬
১৪ন্যাশনাল ফরেস্ট পলিসি১৯৮৮
১৫পাবলিক লায়াবিলিটি ইন্সুরেন্স অ্যাক্ট১৯৯১
১৬ভারতীয় গন্ডার সংরক্ষণ আইন১৯৯২
১৭ভারতীয় আন্তর্দেশীয় মৎস্য সংরক্ষণ আইন১৯৯৩
১৮প্রটেকশন অফ প্ল্যান্ট ভ্যারাইটিস এন্ড ফারমার রাইট অ্যাক্ট২০০১
১৯ভারতীয় জীববৈচিত্র্য সুরক্ষা আইন২০০২
২০পশ্চিমবঙ্গ বৃক্ষ আইন২০০৬
২১ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল অ্যাক্ট২০১০
Indian Environmental Act and Rules

এই নোটটির PDF ডাউনলোড লিংক নিচে পেয়ে যাবে ।


Download Section

  • File Name : ভারতের গুরুত্বপূর্ণ পরিবেশ আইন – Indian Environmental Act and Rules
  • File Size : 947 KB
  • No. of Pages : 02
  • Format : PDF

এরকম আরও কিছু পোস্ট

ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা

ভারতের গুরুত্বপূর্ণ পরিবেশ আন্দোলন

পরিবেশ দূষণ ও তার প্রতিকার –  রচনা

পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর MCQ | Environmental Studies

ভারতের বিভিন্ন জাতীয় দিবস ও তার গুরুত্ব –  PDF

ভারতের পরিবেশ আইন সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

ভারতে পরিবেশ সুরক্ষা আইন কোন সালে পাস হয়?
ভারতে পরিবেশ সুরক্ষা আইন (EPA ) ১৯৮৬ সালে পাস হয়।

গঙ্গা অ্যাকশন প্ল্যান কোন সালে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেন ?
১৯৮৫ সালে।

নমামি গঙ্গে কী?
২০১৪ সালে ভারতের তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এই প্রকল্পের ঘোষণা করেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য গঙ্গা নদীর দূষণ কমানোর পাশাপাশি নদীর তীর সংরক্ষণ ও পুনর্জীবন করা।

জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইনটি ভারতে কবে কার্যকর করা হয়?
১৯৭৪ সালে। এই আইনকে জল আইনও বলা হয়।এই আইনটি সর্বশেষ 2003 সালে সংশোধিত হয়েছিল

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button