ন্যাটো কী ? ন্যাটোর উদ্দেশ্য, গঠন, সদস্য ও অন্যান্য তথ্য
NATO : North Atlantic Treaty Organization
ন্যাটো কী ? ন্যাটোর উদ্দেশ্য, গঠন, সদস্য ও অন্যান্য তথ্য
প্রিয় পাঠকেরা, আজকে আমাদের আলোচ্য বিষয় ন্যাটো কী ? ন্যাটোর উদ্দেশ্য, গঠন, সদস্য ও অন্যান্য তথ্য ।
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের সঙ্গে সঙ্গে লোকমুখে এখন একটিই নাম – ন্যাটো (NATO) । সাথে ছাত্রের অনুরোধ এই সম্পর্কে কিছু পোস্ট করার। তাই আজকের পোস্টে আমরা ন্যাটো সম্পর্কে যে সমস্ত প্রশ্ন ছাত্রদের মধ্যে রয়েছে সেগুলি এক এক করে ব্যাখ্যা করার চেষ্টা করবো।
দেখে নাও : SAARC – সার্ক – দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা
প্রথমেই জেনে নেব –
ন্যাটো (NATO ) কী ?
ন্যাটো একটি সামরিক সহযোগিতার জোট যেটি ১৯৪৯ সালের ৪ই এপ্রিল আটলান্টিক মহাসাগরের দুই প্রান্তে অবস্থিত ১২টি দেশ নিয়ে গঠিত হয়েছিল।
দেখে নাও : UNESCO – ইউনেস্কো – জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা
NATO
- NATO : North Atlantic Treaty Organization
- ফরাসী (French) ভাষায় NATO-র নাম OTAN (Organisation du traité de l’Atlantique nord)
- প্রতিষ্ঠা : ১৯৪৯ সালের ৪ই এপ্রিল
- সদর দপ্তর : ব্রাসেলস (বেলজিয়াম)
- নীতিবাক্য : Animus in consulendo liber (“মুক্ত মনে বিবেচনা”)
- ধরণ : সামরিক জোট
- প্রতিষ্ঠাকালীন সদস্য : ১২ টি
- বর্তমান সদস্য : ৩০ টি
ন্যাটো গঠনের উদ্দেশ্য
ন্যাটো গঠনের মূল উদ্দেশ্য গুলি ছিল –
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের হুমকি মোকাবেলায় ন্যাটো গঠন করা হয়েছিল। মূলত সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্যই ন্যাটো গঠন করা হয়েছিল।
- ন্যাটোর প্রথম মহাসচিব ছিলেন লর্ড ইসমে। তাঁর মতে ন্যাটো গঠনের প্রধান উদ্দেশ্য ছিল – “রাশিয়ানদের দূরে রাখা, আমেরিকানদের কাছে আনা, এবং জার্মানদের দাবিয়ে রাখা”।
- তবে ন্যাটোর উদ্দেশ্য হল উত্তর আটলান্টিক চুক্তিটি বাস্তবায়ন করা যা ৪ই এপ্রিল, ১৯৪৯ সালে স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি অনুসারে ন্যাটোর কোনো সদস্য রাষ্টের ওপর আক্রমণ ন্যাটোর ওপরে আক্রমণ হিসেবে বিবেচিত হবে এবং বাকি সদস্য দেশ মিলে তখন আক্রান্ত সদস্যকে তার নিরাপত্তা নিশ্চিন্ত করতে সাহায্য করবে। এটি ন্যাটোর আর্টিকেল-৫ হিসাবে পরিচিত।
দেখে নাও : বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর ও প্রতিষ্ঠা সাল
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশসমূহ
ন্যাটো প্রতিষ্ঠিত হয় মোট ১২টি দেশ নিয়ে। এদের মধ্যে ছিল ইউরোপের দশটি এবং উত্তর আমেরিকার দুটি দেশ। ন্যাটোর প্রতিষ্ঠাকালীন ১২টি দেশের তালিকা নিচে দেওয়া রইলো।
নং | দেশ |
---|---|
১ | বেলজিয়াম |
২ | কানাডা |
৩ | ডেনমার্ক |
৪ | ফ্রান্স |
৫ | আইসল্যান্ড |
৬ | ইটালি |
৭ | লুক্সেমবার্গ |
৮ | নেদারল্যান্ড |
৯ | নরওয়ে |
১০ | পর্তুগাল |
১১ | যুক্তরাজ্য |
১২ | যুক্তরাষ্ট্র |
ন্যাটোর বর্তমান সদস্য দেশসমূহ
বর্তমানে ন্যাটোর সদস্য দেশসংখ্যা – ৩০টি । এদের মধ্যে ২টি উত্তর আমেরিকার দেশ, ২৭ ইউরোপীয় দেশ, এবং ১টি ইউরেশীয় দেশ রয়েছে।
নীচের টেবিলে প্রতিষ্ঠাতা দেশগুলি বোল্ড অক্ষরে দেওয়া হল।
নং | ন্যাটো দেশ | রাজধানী | মহাদেশ | সদস্যপদ সাল |
---|---|---|---|---|
১ | আলবেনিয়া | তিরানা | ইউরোপ | ২০০৯ |
২ | বেলজিয়াম | ব্রাসেলস | ইউরোপ | ১৯৪৯ |
৩ | বুলগেরিয়া | সোফিয়া | ইউরোপ | ২০০৪ |
৪ | কানাডা | অটোয়া | উত্তর আমেরিকা | ১৯৪৯ |
৫ | ক্রোয়েশিয়া | জাগ্রেব | ইউরোপ | ২০০৯ |
৬ | চেকিয়া (চেক প্রজাতন্ত্র) | প্রাগ | ইউরোপ | ১৯৯৯ |
৭ | ডেনমার্ক | কোপেনহাগেন | ইউরোপ | ১৯৪৯ |
৮ | এস্তোনিয়া | তালিন | ইউরোপ | ২০০৪ |
৯ | ফ্রান্স | প্যারিস | ইউরোপ | ১৯৪৯ |
১০ | জার্মানি | বার্লিন | ইউরোপ | ১৯৫৫ |
১১ | গ্রীস | এথেন্স | ইউরোপ | ১৯৫২ |
১২ | হাঙ্গেরি | বুদাপেস্ট | ইউরোপ | ১৯৯৯ |
১৩ | আইসল্যান্ড | রেইকয়াভিক | ইউরোপ | ১৯৪৯ |
১৪ | ইতালি | রোম | ইউরোপ | ১৯৪৯ |
১৫ | লাটভিয়া | রিগা | ইউরোপ | ২০০৪ |
১৬ | লিথুয়ানিয়া | ভিলনিয়াস | ইউরোপ | ২০০৪ |
১৭ | লুক্সেমবার্গ | লুক্সেমবার্গ | ইউরোপ | ১৯৪৯ |
১৮ | মন্টিনিগ্রো | পডগোরিকা | ইউরোপ | ২০১৭ |
১৯ | নেদারল্যান্ডস | আমস্টারডাম | ইউরোপ | ১৯৪৯ |
২০ | উত্তর ম্যাসিডোনিয়া | স্কোপি | ইউরোপ | ২০২০ |
২১ | নরওয়ে | অসলো | ইউরোপ | ১৯৪৯ |
২২ | পোল্যান্ড | ওয়ারশ | ইউরোপ | ১৯৯৯ |
২৩ | পর্তুগাল | লিসবন | ইউরোপ | ১৯৪৯ |
২৪ | রোমানিয়া | বুখারেস্ট | ইউরোপ | ২০০৪ |
২৫ | স্লোভাকিয়া | ব্রাতিস্লাভা | ইউরোপ | ২০০৪ |
২৬ | স্লোভেনিয়া | লুবলিয়ানা | ইউরোপ | ২০০৪ |
২৭ | স্পেন | মাদ্রিদ | ইউরোপ | ১৯৮২ |
২৮ | তুরস্ক (তুর্কি) | আঙ্কারা | এশিয়া-ইউরোপ | ১৯৫২ |
২৯ | যুক্তরাজ্য (UK) | লণ্ডন | ইউরোপ | ১৯৪৯ |
৩০ | যুক্তরাষ্ট্র (USA) | ওয়াশিংটন ডি.সি. | উত্তর আমেরিকা | ১৯৪৯ |
ন্যাটোর সাম্প্রতিকতম সদস্য দেশটি হল – উত্তর ম্যাসিডোনিয়া।
To check our latest Posts - Click Here