NotesGeneral Knowledge Notes in Bengali

ন্যাটো কী ? ন্যাটোর উদ্দেশ্য, গঠন, সদস্য ও অন্যান্য তথ্য

NATO : North Atlantic Treaty Organization

ন্যাটো কী ? ন্যাটোর উদ্দেশ্য, গঠন, সদস্য ও অন্যান্য তথ্য

প্রিয় পাঠকেরা, আজকে আমাদের আলোচ্য বিষয় ন্যাটো কী ? ন্যাটোর উদ্দেশ্য, গঠন, সদস্য ও অন্যান্য তথ্য

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের সঙ্গে সঙ্গে লোকমুখে এখন একটিই নাম – ন্যাটো (NATO) । সাথে ছাত্রের অনুরোধ এই সম্পর্কে কিছু পোস্ট করার। তাই আজকের পোস্টে আমরা ন্যাটো সম্পর্কে যে সমস্ত প্রশ্ন ছাত্রদের মধ্যে রয়েছে সেগুলি এক এক করে ব্যাখ্যা করার চেষ্টা করবো।

দেখে নাও : SAARC – সার্ক – দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা

প্রথমেই জেনে নেব –

ন্যাটো (NATO ) কী ?

ন্যাটো একটি সামরিক সহযোগিতার জোট যেটি ১৯৪৯ সালের ৪ই এপ্রিল আটলান্টিক মহাসাগরের দুই প্রান্তে অবস্থিত ১২টি দেশ নিয়ে গঠিত হয়েছিল।

দেখে নাও : UNESCO – ইউনেস্কো – জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা

NATO

  • NATO : North Atlantic Treaty Organization
    • ফরাসী (French) ভাষায় NATO-র নাম OTAN (Organisation du traité de l’Atlantique nord)
  • প্রতিষ্ঠা : ১৯৪৯ সালের ৪ই এপ্রিল
  • সদর দপ্তর : ব্রাসেলস (বেলজিয়াম)
  • নীতিবাক্য : Animus in consulendo liber (“মুক্ত মনে বিবেচনা”)
  • ধরণ : সামরিক জোট
  • প্রতিষ্ঠাকালীন সদস্য : ১২ টি
  • বর্তমান সদস্য : ৩০ টি

ন্যাটো গঠনের উদ্দেশ্য

ন্যাটো গঠনের মূল উদ্দেশ্য গুলি ছিল –

  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের হুমকি মোকাবেলায় ন্যাটো গঠন করা হয়েছিল। মূলত সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্যই ন্যাটো গঠন করা হয়েছিল।
  • ন্যাটোর প্রথম মহাসচিব ছিলেন লর্ড ইসমে। তাঁর মতে ন্যাটো গঠনের প্রধান উদ্দেশ্য ছিল – “রাশিয়ানদের দূরে রাখা, আমেরিকানদের কাছে আনা, এবং জার্মানদের দাবিয়ে রাখা”।
  • তবে ন্যাটোর উদ্দেশ্য হল উত্তর আটলান্টিক চুক্তিটি বাস্তবায়ন করা যা ৪ই এপ্রিল, ১৯৪৯ সালে স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি অনুসারে ন্যাটোর কোনো সদস্য রাষ্টের ওপর আক্রমণ ন্যাটোর ওপরে আক্রমণ হিসেবে বিবেচিত হবে এবং বাকি সদস্য দেশ মিলে তখন আক্রান্ত সদস্যকে তার নিরাপত্তা নিশ্চিন্ত করতে সাহায্য করবে। এটি ন্যাটোর আর্টিকেল-৫ হিসাবে পরিচিত।

দেখে নাও : বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর ও প্রতিষ্ঠা সাল

প্রতিষ্ঠাকালীন সদস্য দেশসমূহ

ন্যাটো প্রতিষ্ঠিত হয় মোট ১২টি দেশ নিয়ে। এদের মধ্যে ছিল ইউরোপের দশটি এবং উত্তর আমেরিকার দুটি দেশ। ন্যাটোর প্রতিষ্ঠাকালীন ১২টি দেশের তালিকা নিচে দেওয়া রইলো।

নংদেশ
বেলজিয়াম
কানাডা
ডেনমার্ক
ফ্রান্স
আইসল্যান্ড
ইটালি
লুক্সেমবার্গ
নেদারল্যান্ড
নরওয়ে
১০পর্তুগাল
১১যুক্তরাজ্য
১২যুক্তরাষ্ট্র
ন্যাটোর প্রতিষ্ঠাকালীন দেশসমূহ

ন্যাটোর বর্তমান সদস্য দেশসমূহ

বর্তমানে ন্যাটোর সদস্য দেশসংখ্যা – ৩০টি । এদের মধ্যে ২টি উত্তর আমেরিকার দেশ, ২৭ ইউরোপীয় দেশ, এবং ১টি ইউরেশীয় দেশ রয়েছে।

নীচের টেবিলে প্রতিষ্ঠাতা দেশগুলি বোল্ড অক্ষরে দেওয়া হল।

নংন্যাটো দেশরাজধানীমহাদেশসদস্যপদ সাল
আলবেনিয়াতিরানাইউরোপ২০০৯
বেলজিয়ামব্রাসেলসইউরোপ১৯৪৯
বুলগেরিয়াসোফিয়াইউরোপ২০০৪
কানাডাঅটোয়াউত্তর আমেরিকা১৯৪৯
ক্রোয়েশিয়াজাগ্রেবইউরোপ২০০৯
চেকিয়া (চেক প্রজাতন্ত্র)প্রাগইউরোপ১৯৯৯
ডেনমার্ককোপেনহাগেনইউরোপ১৯৪৯
এস্তোনিয়াতালিনইউরোপ২০০৪
ফ্রান্সপ্যারিসইউরোপ১৯৪৯
১০জার্মানিবার্লিনইউরোপ১৯৫৫
১১গ্রীসএথেন্সইউরোপ১৯৫২
১২হাঙ্গেরিবুদাপেস্টইউরোপ১৯৯৯
১৩আইসল্যান্ডরেইকয়াভিকইউরোপ১৯৪৯
১৪ইতালিরোমইউরোপ১৯৪৯
১৫লাটভিয়ারিগাইউরোপ২০০৪
১৬লিথুয়ানিয়াভিলনিয়াসইউরোপ২০০৪
১৭লুক্সেমবার্গলুক্সেমবার্গইউরোপ১৯৪৯
১৮মন্টিনিগ্রোপডগোরিকাইউরোপ২০১৭
১৯নেদারল্যান্ডসআমস্টারডামইউরোপ১৯৪৯
২০উত্তর ম্যাসিডোনিয়াস্কোপিইউরোপ২০২০
২১নরওয়েঅসলোইউরোপ১৯৪৯
২২পোল্যান্ডওয়ারশইউরোপ১৯৯৯
২৩পর্তুগাললিসবনইউরোপ১৯৪৯
২৪রোমানিয়াবুখারেস্টইউরোপ২০০৪
২৫স্লোভাকিয়াব্রাতিস্লাভাইউরোপ২০০৪
২৬স্লোভেনিয়ালুবলিয়ানাইউরোপ২০০৪
২৭স্পেনমাদ্রিদইউরোপ১৯৮২
২৮তুরস্ক (তুর্কি)আঙ্কারাএশিয়া-ইউরোপ১৯৫২
২৯যুক্তরাজ্য (UK)লণ্ডনইউরোপ১৯৪৯
৩০যুক্তরাষ্ট্র (USA)ওয়াশিংটন ডি.সি.উত্তর আমেরিকা১৯৪৯
ন্যাটোর সদস্য দেশসমূহ

ন্যাটোর সাম্প্রতিকতম সদস্য দেশটি হল – উত্তর ম্যাসিডোনিয়া

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button