General Knowledge Notes in BengaliNotes

বিজ্ঞানের বিভিন্ন শাখার নাম তালিকা – PDF

Branches of Different Science in Bengali

বিজ্ঞানের বিভিন্ন শাখার নাম তালিকা

দেওয়া রইলো বিজ্ঞানের বিভিন্ন শাখার নাম তালিকা ( Branches of Different Science in Bengali ) । মাঝে মধ্যেই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে বিজ্ঞানের বিভিন্ন শাখা থেকে প্রশ্ন এসেই থাকে। আমরা তাই এই টপিকটি বিস্তারিত ভাবে ছকের মাধ্যমে তোমাদের সুবিধার্থে তুলে ধরলাম। বিভিন্ন শাখার নামের তালিকাটি যথেষ্ট লম্বা। তাই যেগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিভিন্ন শাখার নামগুলি আমরা বোল্ড বা মোটা হরফে লিখে দিয়েছি।

বিজ্ঞানের বিভিন্ন শাখার নামের তালিকা

বিজ্ঞানের বিভিন্ন শাখার নামের তালিকা নিচে দেওয়া রইলো।

বিজ্ঞানের শাখাBranchesবর্ণনা
এ্যারোনটিক্সAeronauticsউড়ার বিজ্ঞান ও কলা
এ্যারোনমিAeronomyভূ-পৃষ্ঠের উপরিস্থিত বায়ুমন্ডল, তার গঠন, ঘনত্ব,উষ্ণতা প্রভৃতি উপগ্রহ ও রকেটের সাহায্যে জানার বিদ্যা
এগ্রোবায়োলজিAgrobiologyউদ্ভিদ জীবন এবং উদ্ভিদ পুষ্টি জানার বিজ্ঞান।
এগ্রোনমিAgronomyকৃষিবিদ্যা
এ্যাগ্রোস্টোলজিAgrostologyঘাস সংক্রান্ত বিজ্ঞান
এ্যালকেমিAlchemyপ্রাচীন যুগের রসায়ন
অ্যানাটমিAnatomyপ্রাণি, উদ্ভিদ ও মানুষের গঠন সংক্রান্ত বিজ্ঞান
অ্যানথোলজিAnthologyফুল ও ফুল গাছের অধ্যয়ন
অ্যানথ্রোপোলজিAnthropologyমানুষের সৃষ্টি, প্রাকৃতিক ও সংস্কৃতিক উন্নয়ন সংক্রান্ত বিজ্ঞান
এপিকালচারApiculture মৌমাছি পালন সংক্রান্ত বিজ্ঞান
আরবরীকালচারArboricultureগাছ ও শাকসজি চাষ সংক্রান্ত বিজ্ঞান
আরকিওলজিArchaeologyপ্রত্নতত্ত্ব সংক্রান্ত বিজ্ঞান
অ্যাস্ট্রোকেমিস্ট্রেAstrochemistryমহাজাগতিক ব্যাপার, ব্রহ্মাণ্ডের সৃষ্টি সংক্রান্ত বিষয়
অ্যাস্ট্রোলজিAstrologyস্বর্গীয় বিষয়ের সাহায্যে মানুষের ভবিষ্যৎ গণনা সংক্রান্ত বিষয়
অ্যাস্ট্রোনটিকস্Astronauticsমহাকাশ ভ্রমণ সংক্রান্ত বিজ্ঞান
অ্যাস্ট্রোনমিAstronomyস্বর্গীয় বস্তু (Heavenly bodies) সংক্রান্ত বিজ্ঞান
অ্যাস্ট্রোফিজিক্সAstrophysicsস্বর্গীয় বস্তুর প্রাকৃতিক প্রকৃতি নিয়ে বিজ্ঞান
অটোইকোলজিAutecologyপ্রজাতির বাস্তুতন্ত্র সংক্রান্ত বিজ্ঞান
ব্যাটিরিওলজিBacteriologyব্যাকটেরিয়া সংক্রান্ত বিজ্ঞান
বায়োকেমিস্ট্রিBiochemistryজীবন্ত বস্তুদের রাসায়নিক পদ্ধতি সংক্রান্ত বিজ্ঞান
বায়োক্লাইমেটোলজিBioclimetologyজীবন্ত প্রাণিদের ওপর জলবায়ুর প্রভার সংক্রান্ত বিজ্ঞান
বায়োলজিBiologyজীবন্ত বস্তু সম্পর্কিত বিজ্ঞান
বায়োমেটিরিওলজিBiometeorologyজীবন্ত প্রাণিদের ওপর আবহমণ্ডলের প্রভাব সংক্রান্ত বিষয়
বায়োমেট্রিBiometryজীবন্ত প্রাণিদের ওপর গণিতের প্রভাব সংক্রান্ত বিজ্ঞান
বায়োনমিকস্Bionomicsপ্রাণীর সাথে তার পরিবেশের সম্পর্ক সংক্রান্ত বিজ্ঞান
বায়োনমিBionomyজীবনের আইন সংক্রান্ত বিজ্ঞান
বায়ো ফিজিক্সBiophysicsজীবিত প্রাণিদের Vital process-এর পদার্থবিদ্যা
বোটানিBotanyউদ্ভিদবিদ্যা
সেরামিকস্Ceramicsকাদা থেকে দ্রব্যাদি তৈরীর কলা ও প্রযুক্তিবিদ্যা
কেমোথেরাপীChemotherapyরাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করে রোগের চিকিৎসা
ক্রোনোবায়োলজিChronobiologyজীবনকাল সংক্রান্ত বিষয়
ক্রনোলজিChronologyপ্রাচীন ঐতিহাসিক ঘটনাগুলি কালভিত্তিক আলোচনা সংক্রান্ত বিজ্ঞান
কোন্কোলজিConchologyজুলজির শাখা যা মূলতঃ শাঁখ ও ঝিনুক সম্পর্কিত
কসমোগ্রাফিCosmographyবিশ্ব ব্রহ্মাণ্ডের বিভিন্ন বিষয়ের বর্ণনা ও মানচিত্রকরণবিদ্যা
কসমোলজিCosmologyপ্রকৃতির বিজ্ঞান ও বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি ও ইতিহাস।
ক্রিপটোগ্রাফিCryptographyগোপন লেখাপড়ার বিজ্ঞান
সাইটোকেমিষ্ট্রিCytochemistryকোশের রসায়ন নিয়ে পড়ার বিজ্ঞান
সাইটোলজিCytologyকোশ নিয়ে পড়া, মূলতঃ তাদের সৃষ্টি, গঠন এবং কার্যপ্রণালী
ডাকটাইলোগ্রাফিDactylographyফিংগারপ্রিন্ট এর দ্বারা চিহ্নিতকরণবিদ্যা
ডার্মাটোলজিDermatologyচর্ম ও চর্মরোগ সংক্রান্ত বিজ্ঞান
ইকোলজিEcologyপ্রাণি ও উদ্ভিদদের সম্পর্ক সংক্রান্ত বিজ্ঞান
ইকোনোমেট্রিকস্Econometricsইকোনমিক সূত্রগুলিতে গণিতের প্রয়োগ সংক্রান্ত বিজ্ঞান
ইকোনোমিকস্Economicsস্তুর বিস্তৃতি, উৎপাদন, খরচ সংক্রান্ত বিজ্ঞান
ইলেকট্রনিকস্Electronicsবৈদ্যুতিক সার্কিট ও ডিভাইস সংক্রান্ত বিজ্ঞান।
ইলেকট্রোস্ট্যাটিকস্Electrostaticsস্থির তড়িৎ সংক্রান্ত বিজ্ঞান
এমব্রায়োলজিEmbryologyভ্রূণের বিকাশ সংক্রান্ত বিজ্ঞান
এনটোমলজিEntomologyপতঙ্গ সংক্রান্ত বিজ্ঞান
এপিডেমাইয়োলজিEpidemiologyচিকিৎসা বিজ্ঞানের শাখা যা সংক্রামক রোগ সংক্রান্ত বিজ্ঞান
এথনোগ্রাফিEthnographyঅ্যানথ্রোপলজির শাখা যাতে ব্যক্তিগত সংস্কৃতি নিয়ে পড়া
এথনোলজিEthnologyঅ্যানথ্রোপলজিরশাখা যাতে মানবজাতির বৈশিষ্ট্য আলোচনা করা হয়
ইথোলজিEthologyপ্রাণিদের ব্যবহার সংক্রান্ত বিজ্ঞান
ফ্রাকটোগ্রাফিFractographyধাতব পাত্রের চিড় খাওয়া সংক্রান্ত বিজ্ঞান
জেনিয়ালজিGenealogyপরিবারের সৃষ্টি ও ইতিহাস সংক্রান্ত বিজ্ঞান
জেনিকোলজিGenecologyবাস্তুস্থানের সাথে সম্পর্কিত উদ্ভিকুলের বংশগত গঠন
জেনেসিওলজিGenesiologyবংশগতির বিজ্ঞান
জিওবায়োলজিGeobiologyস্থলভাগের প্রাণিদের সংক্রান্ত বিজ্ঞান
জিওবোটানিGeobotanyপৃথিবী ও উদ্ভিদ সম্পর্কিত বিজ্ঞান
জিওকেমিস্ট্রিGeochemistryপৃথিবীর ভূ-ত্বক ও রাসায়নিক গঠন সংক্রান্ত বিজ্ঞান
জিওজেসিGeodesyভূ-তাত্ত্বিক, মাধ্যাকর্ষন ও চুম্বকীয় পরিমাপের সাহায্যে ভূ-পৃষ্ঠের জরিপকার্য ও মানচিত্র তৈরীর বিজ্ঞান
জিওগ্রাফিGeographyভূ-পৃষ্ঠ বায়ুমন্ডল, রাবিমন্ডল মানুষের জীবন সংস্কৃতি সংক্রান্ত বিদ্যা
জিওলজিGeologyপৃথিবীর প্রাকৃতিক ইতিহাস সংক্রান্ত বিদ্যা
জিওমেডিসিনGeomedicineমানুষের স্বাস্থ্যের ওপর জলবায়ু পরিবেশের প্রভাব সংক্রান্ত চিকিৎসাবিদ্যা
জিওমরফোলজিGeomorphologyভূমিরূপের বৈশিষ্ট্য, গঠন, সৃষ্টি সংক্রান্ত বিদ্যা
জিওফিজিক্সGeophysicsপৃথিবীর পদার্থবিদ্যা সম্পর্কিত বিদ্যা
গ্লেসিওলজিGlaciologyতুষার ও বরফ সংক্রান্ত বিজ্ঞান
গাইনেকোলজিGynaecologyমহিলাদের জননতন্ত্রের বিভিন্ন রোগ সংক্রান্ত বিজ্ঞান
হেমাটোলজিHematologyরক্ত সংক্রান্ত
হিসটোলজিHistologyকলা সংক্রান্ত বিদ্যা
হরটিকালচারHorticultureফুল, ফল, শাকসবজি এবং অলংকারী গাছের চাষ
হাইড্রোডায়নামিকসHydrodynamicsপ্রবাহিত তরলের চাপ, গতি, শক্তি, বেগ প্রভৃতির বিজ্ঞান
হাইড্রোগ্রাফিHydrographyপ্রধানত নেভিগেশনে ব্যবহৃত পৃথিবীস্থ জলের পরিমাপ সংক্রান্ত বিজ্ঞান
হাইড্রোলজিHydrologyবারিমন্ডল ও বায়ুমন্ডলস্থিত জলের ধর্ম, অবস্থান ইত্যাদি সংক্রান্তবিষয়
হাইড্রোমেটিরিওলজিHydrometerologyবায়ুমন্ডলস্থ জলের বিভিন্ন অবস্থায় পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞান।
হাইড্রোপ্যাথিHydropathyজলের আভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যবহারের সাহায্যে রোগের চিকিৎসা
হাইড্রোস্ট্যাটিকHydrostaticতরলের চাপ ও বেগ সংক্রান্ত বিজ্ঞান
লিমনোলজিLimnologyহ্রদ সংক্রান্ত বিজ্ঞান
লিথোলজিLithologyশিলা সংক্রান্ত বর্ণনা
ম্যামোগ্রাফিMammographyদুগ্ধগ্রন্থির রেডিওগ্রাফি করা
মেটালোগ্রাফিMetallographyআকরিক থেকে ধাতু নিষ্কাষণ পদ্ধতি
মেট্রোলজিMetrologyওজন ও পরিমাপের বিজ্ঞান
মাইক্রোবায়োলজিMicrobiologyব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ইত্যাদি সংক্রান্ত বিদ্যা
মলিকুলার বায়োলজিMolecular Biologyজীববিদ্যার প্রয়োজনীয় আনবিক গঠন সংক্রান্ত বিদ্যা।
মরফোলজিMorphologyগঠন ও জৈবিক রূপ সংক্রান্ত বিজ্ঞান
মাইকোলজিMycologyছত্রাক ও ছত্রাক ঘটিত রোগ সংক্রান্ত বিজ্ঞান
নিউরোলজিNeurologyস্নায়ুতন্ত্র, তার কার্য, ইত্যাদি সংক্রান্ত বিজ্ঞান
নিউরোপ্যাথোলজিNeuropathologyস্নায়ুতন্ত্রের বিভিন্ন রোগ সংক্রান্ত বিজ্ঞান
নোসোলজিNosologyরোগের শ্রেণিবিভাগ
নিউমেরোলজিNumerologyসংখ্যা সংক্রান্ত বিদ্যা
ওডোনটোলজিOdontologyদাঁত সংক্রান্ত বিজ্ঞানভিত্তিক পড়াশুনা
অনকোলজিOncologyক্যান্সার সংক্রান্ত বিজ্ঞান
অপটিকস্Opticsআলোর প্রকৃতি ও ধর্ম সংক্রান্ত বিজ্ঞান
অর্নিথোলজিOrnithologyপক্ষী সংক্রান্ত বিজ্ঞান
অর্থোপেডিকOrthopedicsঅস্থিপেশী সংক্রান্ত চিকিৎসা, রোগ নির্ণয় সংক্রান্ত বিজ্ঞান
অস্টিওলজিOsteologyঅস্থি সংক্রান্ত পড়াশুনা
অটোলজিOtologyকর্ন সংক্রান্ত বিজ্ঞান
অটোরাইনোল্যারিংগোলজিOtorhinolaryngologyকান, নাক, গলার রোগ সংক্রান্ত বিজ্ঞান
প্যালিওনোটানীPaleobotanyজীবাশ্ম উদ্ভিদ সংক্রান্ত বিজ্ঞান
প্যালিওন্টোলজীPaleontologyজীবাশ্ম নিয়ে পড়া
প্যাথোলজিPathologyরোগ সংক্রান্ত বিজ্ঞান
পেডোলজিPedologyমৃত্তিকার অধ্যয়ন
ফিলোলজিPhilologyলিখিত রেকর্ডস এবং তাদের সত্যতা নিয়ে পড়া
ফোনেটিক্সPhoneticsবলা শব্দের প্রোডাকশন, ট্রান্সমিশন, রিসেপশন সংক্রান্তপোড়া
ফটো বায়োলজিPhoto-biologyপ্রাণিদের ওপর আলোর প্রভার সংক্রান্ত বিজ্ঞান
ফাইকোলজিPhycologyছত্রাক সংক্রান্ত বিদ্যা
ফিজিক্সPhysicsবস্তুর ধর্ম সংক্রান্ত বিদ্যা
ফিজিওগ্রাফিPhysiographyপ্রাকৃতিক ভূগোলের বিজ্ঞান
পিসিকালচারPiscicultureমাছ চাষ
প্ল্যানেটোলজিPlanetologyসৌরজগতের গ্রহ সংক্রান্ত বিদ্যা
পোমোলজিPomologyফল ও ফলের বৃদ্ধি সংক্রান্ত বিদ্যা
সাইকোলজিPsychologyমানুষ ও প্রাণী ব্যবহার সংক্রান্ত বিদ্যা
রেডিও অ্যাস্ট্রোনমিRadio Astronomyমহাজাগতিক বস্তু ও রেডিও ফ্রিকোয়েন্সী সংক্রান্ত পড়াশুনা
রেডিও বায়োলজিRadio Biologyবিকিরণের প্রাণীদেহের ওপর প্রভাব সংক্রান্ত বিজ্ঞান
রেডিওলজিRadiologyএক্স-রে ও তেজস্ক্রিয়তা সংক্রান্ত বিজ্ঞান
সিসমোলজিSeismologyভূমিকম্প ও তৎসংক্রান্ত পড়াশুনা
সেলেনোলজিSelenologyচাঁদ এর প্রকৃতি, সৃষ্টি, পরিক্রমণ সংক্রান্ত বিদ্যা
সেরিকালচারSericultureরেশম মথ উৎপাদন সংক্রান্ত বিদ্যা
সোসিওলজিSociologyমানব সমাজ সংক্রান্ত বিদ্যা
স্পেকট্রোস্কোপিSpectroscopyস্পেকট্রোম্পোপি দ্বারা বিষয় ও শক্তি সংক্রান্ত বিদ্যা
স্ট্যাটিসটিকস্Statisticsসংখ্যাত্বিক তথ্য দিয়ে পড়াশুনা
টেকটনিকসTectonicsভূ-ত্বকের গাঠনিক বিষয় নিয়ে পড়াশুনা
টেলিওলজিTeleologyপ্রকৃতির বিভিন্ন বিষয়ে প্রামাণাদি সংক্রান্ত বিদ্যা
টেলিপ্যাথিTelepathyমন সংক্রান্ত বিদ্যা
টোপোগ্রাফিTopographyকোন অঞ্চলের বিশেষ বর্ণনা
টক্সিকোলজিToxicologyবিষ নিয়ে পড়াশুনা
ভাইরোলজিVirologyভাইরাস সংক্রান্ত বিদ্যা
জুলজিZoologyপ্রাণীদের  জীবন নিয়ে পড়াশুনা
বিজ্ঞানের বিভিন্ন শাখা

এই নোটটির পিডিএফ ডাউনলোড লিংক নিচে দেওয়া রইলো ।


Downoad Section

  • File Name : বিজ্ঞানের বিভিন্ন শাখার নামের তালিকা – PDF – বাংলা কুইজ
  • Format : PDF
  • File Size : 4, 783 KB
  • No. of Pages : 10

আরো দেখে নাও :

বিভিন্ন ধরণের ভীতি বা ফোবিয়া | Common Phobia List

খাদ্য সংরক্ষণ ও সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি

গুরুত্বপূর্ণ আবিষ্কার ও আবিষ্কারক

বিভিন্ন বিদ্যা সম্পর্কিত প্রশ্ন ও উত্তর –

জীবাশ্ম বিদ্যা সংক্রান্ত বিষয় কে কি বলে ?

প্যালিওনটোলজি হল জীবাশ্ম বিদ্যা সংক্রান্ত বিষয়।

পক্ষী সংক্রান্ত বিদ্যাকে কি বলে ?

পক্ষী সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অর্নিথোলজি

হরোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা ?

হরোলজি হল সময় পরিমাপ সংক্রান্ত বিদ্যা।

ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে ?

ফল-বিষয়ক বিদ্যাকে পোমোলজি বলা হয়।

ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে কি বলে ?

ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলে অনকোলজি (oncology ) ।

মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে কি বলে ?

মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে বলা হয় নুমিসম্যাটিক্স ।

পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কি বলে ?

পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় এনটোমলজি ।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button