Monthly Current AffairsCurrent Affairs

কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১ pdf । সাম্প্রতিকী

Current Affairs - April 2021 - PDF

১২১. এ কে ওয়ালিয়া ২০২১ সালের এপ্রিলে কোভিড -১৯ এর কারণে প্রয়াত হয়েছেন। তিনি নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে জড়িত ?

(A) অভিনয়
(B) রাজনীতি
(C) ক্রিকেট
(D) সাংবাদিকতা

উত্তর :
(B) রাজনীতি
কংগ্রেসের প্রবীণ নেতা এবং দিল্লির প্রাক্তন মন্ত্রী একে ওয়ালিয়া ২০২১ সালের এপ্রিলে কোভিড -১৯ এর কারণে প্রয়াত হয়েছেন।

১২২. ২০২১ সালের এপ্রিল মাসে মাওলানা ওয়াহিদউদ্দিন খান প্রয়াত হয়েছেন। কোন বছরে তিনি পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছিলেন ?

(A) ২০০০
(B) ২০০১
(C) ২০০২
(D) ২০০৪

উত্তর :
(A) ২০০০
বিশিষ্ট ইসলামী পন্ডিত মাওলানা ওয়াহিদউদ্দীন খান ২০২১ সালের এপ্রিল মাসে প্রয়াত হয়েছেন। তিনি ২০০০ সালে পদ্মভূষণে ভূষিত হন, ২০২১ সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন।

১২৩. ভারতীয় রিজার্ভ ব্যাংক কোন ব্যাংকের পার্ট টাইম চেয়ারম্যান হিসাবে অতনু চক্রবর্তীকে নিয়োগের অনুমোদন দিয়েছে?

(A) Yes Bank
(B) HDFC Bank
(C) SBI
(D) ICICI Bank

উত্তর :
(B) HDFC Bank
৫ই মে ২০২১ থেকে তিনি ৩ বছর এই পদে থাকতে চলেছেন ।

১২৪. মার্কেট ক্যাপিটিলাজশন এর হিসেবে নিম্নলিখিত কোন কোম্পানি সম্প্রতি ভারতের তৃতীয় বৃহত্তম IT services কোম্পানিতে পরিনত হয়েছে ?

(A) Cognizant
(B) Accenture
(C) ITC Limited
(D) Wipro Ltd

উত্তর :
(D) Wipro Ltd
HCL Technologies কে হারিয়ে ভারতের তৃতীয় বৃহত্তম IT services কোম্পানিতে পরিনত হয়েছে Wipro Ltd ।

১২৫. শ্রাবণ রাঠোর Covid-19-এর কারণে ২০২১ সালের এপ্রিল মাসে প্রয়াত হয়েছেন। তিনি নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত ছিলেন?

(A) অভিনয়
(B) সংগীত
(C) ক্রিকেট
(D) হকি

উত্তর :
(B) সংগীত
প্রয়াত সঙ্গীত পরিচালক শ্রাবণ রাঠোড় (Shravan Rathod) । Aashiqui, Sajan, Hum Hai Rahi Pyar Ke, Pardes, Raja Hindustani- প্রভৃতি গানগুলি তার বিখ্যাত সৃষ্টি

১২৬. ২০২১ সালে কোন দিনটিতে সম্পত্তি উইলিয়াম শেক্সপিয়ারের ৪০৫ মৃত্যুবার্ষিকী পালন করা হলো ?

(A) ২০ এপ্রিল
(B) ২১ এপ্রিল
(C) ২৫ এপ্রিল
(D) ২৩ এপ্রিল

উত্তর :
(D) ২৩ এপ্রিল
উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন একজন ইংরেজ কবি ও নাট্যকার। তিনি ১৬১৬ খ্রিস্টাব্দের ২৩ এপ্রিল প্রয়াত হয়েছিলেন।

১২৭. করোনার সংক্রমণে আক্রান্ত রাজ্যের অভাবী মানুষকে সাহায্যের জন্য কোন রাজ্য সেই রাজ্যের অফিসার ও কর্মচারীদের এক দিনের বেতন কেটে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অবদান করেছে ?

(A) ছত্তিসগড়
(B) উত্তরাখন্ড
(C) পশ্চিমবঙ্গ
(D) গুজরাট

উত্তর :
(A) ছত্তিসগড়

ছত্তিশগড়:

  • মুখ্যমন্ত্রী – ভূপেশ বাঘেল।
  • রাজ্যপাল – আনুশুইয়া উকেই।
  • লোকসভা আসন – ১১ টি।
  • রাজ্যসভার আসন – ৫ টি।

১২৮. ২০১৫ সালের তুলনায় ভারতে ২০২০ সালে ম্যালেরিয়া কেস কত শতাংশ হ্রাস পেয়েছে?

(A) ৫৫
(B) ৭৬
(C) ৮৮
(D) ৮৪

উত্তর :
(D) ৮৪

১২৯. বিশ্ব ম্যালেরিয়া দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) এপ্রিল ২০
(B) এপ্রিল ২৩
(C) এপ্রিল ২৫
(D) এপ্রিল ৩০

উত্তর :
(C) এপ্রিল ২৫
প্রতিবছর ২৫শে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয়। ২০২১ সালের বিশ্ব ম্যালেরিয়া দিবসের থিম ছিল – “Reaching the Zero Malaria target”

১৩০. জাতীয় পঞ্চায়েতী রাজ দিবসটি কোন দিনে ভারতে পালিত হয়?

(A) এপ্রিল ২৫
(B) এপ্রিল ৩০
(C) এপ্রিল ১৯
(D) এপ্রিল ২৪

উত্তর :
(D) এপ্রিল ২৪

প্রতিবছর ভারতের ২৪শে এপ্রিল জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস পালন করা হয়। ২০১০ সালে এই দিনটিকে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস হিসেবে পালন করেছিলেন।

দেখে নাও ভারতের কোন জাতীয় দিবস কেন পালন করা হয় – Click Here


১৩১. বিচারপতি নুথলপতি ভেঙ্কট রমন ২০২১ সালের এপ্রিল মাসে ভারতের সুপ্রিমকোর্টের কততম মুখ্য বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন ?

(A) ৪৬
(B) ৪৮
(C) ৫০
(D) ৫২

উত্তর :
(B) ৪৮

তিনি ২৪শে এপ্রিল এস এ বোবাদে -এর স্থলাভিষিক্ত হলেন।

  • দেখে নাও সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি – তালিকা : Click Here
  • দেখে নাও সুপ্রিম কোর্টের গঠন, বিচারপতিদের নিয়োগ, ক্ষমতা, দায়িত্ব, অপসারণ পদ্ধতি ও বিভিন্ন তথ্য : Click Here

১৩২. সম্প্রতি বিজ্ঞানীরা এখনো পর্যন্ত ক্ষুদ্রতম ব্ল্যাকহোল-এর সন্ধান পেয়েছে ২০২১ সালের ২৪শে এপ্রিল। এই ব্লাকহোলটির ভর সূর্যের ভরের কতগুণ বলে অনুমান করা হয়েছে ?

(A)
(B)
(C)
(D)

উত্তর :
(A)
সূর্যের প্রায় ৩গুন্ ওজনের একটি ব্ল্যাকহোলের সন্ধান পেয়েছে সম্প্রতি বিজ্ঞানীরা। এটি এখনো পর্যন্ত আবিষ্কৃত ব্ল্যাকহোলগুলির মধ্যে ক্ষুদ্রতম। এই ব্লাকহোলটির নাম দেওয়া হয়েছে “The Unicorn”.

১৩৩. ২০২১ সালের এপ্রিল মাসে অশ্বিন যাদব প্রয়াত হয়েছেন। তিনি নিম্নলিখিত কোন খেলাধুলার সাথে সম্পর্কিত ছিলেন?

(A) দাবা
(B) ক্রিকেট
(C) ফুটবল
(D) পোলো

উত্তর :
(B) ক্রিকেট
মাত্র ৩৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছে হায়দ্রাবাদের তারকা পেসার অশ্বিন যাদব ।

১৩৪. ‘VARUNA-2021’ – নামক সামরিক নৌমহড়াটি সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে সম্পর্ণ হলো ?

(A) রাশিয়া
(B) ফ্রান্স
(C) তাজাকস্তান
(D) জাপান

উত্তর :
(B) ফ্রান্স
ভারত ও ফ্রান্সের নৌবাহিনীর মধ্যে ২৫শে এপ্রিল আরব সাগরে ‘VARUNA-2021’ – নামক সামরিক নৌমহড়াটি সম্পন্ন হয়েছে ।

১৩৫. নিম্নলিখিত কোন দেশের গত ১০ মাসে COVID-19 সম্পর্কিত একটিও মৃত্যু হয়নি ?

(A) ইজরায়েল
(B) ইয়ামেন
(C) থাইল্যান্ড
(D) ইন্দোনেশিয়া

উত্তর :
(A) ইজরায়েল
সারা বিশ্বের মধ্যে ইজরায়েলে COVID-19 টিকাকরণের হার সর্বাধিক । ২৪শে এপ্রিলের মধ্যে সেই দেশের ৫৩% লোক COVID-19 টিকার দুটি ডোজ-ই পেয়ে গিয়েছে।

১৩৬. কনিষ্ঠতম মাইক্রোসফ্ট সার্টিফাইড প্রফেশনাল হয়ে ইতিহাস তৈরি করেছেন কে ?

(A) আলেনা মালিক
(B) ইনায়া খান
(C) আরিশ ফাতেমা
(D) আনাদিয়া মির্জা

উত্তর :
(C) আরিশ ফাতেমা
মাত্র ৪ বছর বয়সে করাচির আরিশ ফাতেমা মাইক্রোসফ্ট সার্টিফাইড প্রফেশনাল হয়ে ইতিহাস তৈরি করেছেন ।

১৩৭. ২০২১ সালের এপ্রিল মাসে চীন কোন দেশকে সিনোফর্ম (Sinopharm ) COVID-19 ভ্যাকসিনের দেড় লক্ষ ডোজ অনুদান হিসেবে পাঠিয়েছে?

(A) ইজরায়েল
(B) সিরিয়া
(C) ইরান
(D) ইয়ামেন

উত্তর :
(B) সিরিয়া
সিরিয়াতে চীন সম্প্রতি সিনোফর্ম (Sinopharm ) COVID-19 ভ্যাকসিনের দেড় লক্ষ ডোজ অনুদান হিসেবে পাঠিয়েছে। দামাস্কাসে এই টীকাগুলি ২৪শে এপ্রিল পৌঁচেছে।

১৩৮. ২০২১ সালের এপ্রিল মাসে বিজ্ঞানী ডঃ কৃষ্ণমূর্তি সান্থানাম প্রয়াত হয়েছেন। কোন বছর তাঁকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছিল ?

(A) ১৯৯৭
(B) ১৯৯৯
(C) ২০০৩
(D) ২০০১

উত্তর :
(B) ১৯৯৯
১৯৯৯ সালে তিনি পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছিলেন। তিনি একজন নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন এবং পোখরান II টেস্টিং -এর সময় তিনি Defence Research and Development Organization (DRDO) এর ফিল্ড ডিরেক্টর ছিলেন।

১৩৯. ২০২১ সালের ২৯ শে এপ্রিল থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কার্যালয়ের দায়িত্ব পালনের জন্য কাকে রাষ্ট্রপতি নিয়োগ করেছেন?

(A) শেখর বি সরফ
(B) রাজেশ বিন্দাল
(C) রাজর্ষি ভরদ্বাজ
(D) অরিন্দম মুখার্জি

উত্তর :
(B) রাজেশ বিন্দাল
বিচারপতি রাজেশ বিন্দালকে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিযুক্ত করা হয়েছে। ২৮শে এপ্রিল প্রধান বিচারপতি থোটাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণান অবসর গ্রহণ করেন ।

১৪০. ২০২১ সালের এপ্রিলে, ক্রিস্টোফার নোলানের স্পাই থ্রিলার টেনেটের জন্য সেরা ভিজ্যুয়াল এফেক্ট বিভাগে নিচের কোন কোম্পানি একাডেমি পুরষ্কার জিতেছে?

(A) Loyalty Prime India Pvt. Ltd.
(B) Prime Focus Ltd
(C) Allsec Technologies Limited
(D) Libra International Limited

উত্তর :
(B) Prime Focus Ltd

দেখে নাও ২০২১ সালের একাডেমি পুরস্কার ( অস্কার ) বিজেতাদের তালিকা – Click Here 


To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8Next page
Telegram

Related Articles

One Comment

Back to top button