Daily Current Affairs in BengaliCurrent Affairs

3rd January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

3rd January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৩রা জানুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 3rd January Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 31st December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. গুজরাটের কোন শহর ভারতের প্রথম ইন ভিট্রো ফার্টিলাইজেশন (IVF) মোবাইল ডিভাইস পেয়েছে?

(A) রাজকোট
(B) আহমেদাবাদ
(C) আমরেলি
(D) ভাদোদরা

উত্তর
(C) আমরেলি

  • গুজরাটের আমরেলি, ভারতের প্রথম ইন ভিট্রো ফার্টিলাইজেশন (IVF) মোবাইল ডিভাইসটি ১লা জানুয়ারী, ২০২৩-এ পেয়েছে।
  • মোবাইল IVF ল্যাব চালু করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম রুপালা।

২. নতুন দিল্লিতে MPL ৫৯তম ন্যাশনাল সিনিয়র চেস চ্যাম্পিয়নশিপে কে ভারতের ৭৮তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন?

(A) প্রণব আনন্দ
(B) আদিত্য মিত্তল
(C) ভি প্রণব
(D) কৌস্তভ চ্যাটার্জি

উত্তর
(D) কৌস্তভ চ্যাটার্জি

  • কৌস্তভ চ্যাটার্জি নতুন দিল্লিতে MPL এর ৫৯ তম জাতীয় সিনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে ভারতের ৭৮তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন।
  • কলকাতার ১৯ বছর বয়সী কৌস্তভ চ্যাটার্জি, পশ্চিমবঙ্গের দশম গ্র্যান্ডমাস্টার হয়েছেন।

৩. রেলওয়ে মন্ত্রক কোন বছরের মধ্যে কার্বন-নিরপেক্ষ হওয়ার জন্য একটি পঞ্চ-মুখী পরিকল্পনার রূপরেখা দিয়েছে?

(A) ২০২৭
(B) ২০৩৫
(C) ২০৩২
(D) ২০৩০

উত্তর
(D) ২০৩০

  • রেল মন্ত্রক ২০৩০ সালের মধ্যে কার্বন-নিরপেক্ষ হওয়ার জন্য একটি পাঁচ-মুখী পরিকল্পনার রূপরেখা দিয়েছে।
  • পরিকল্পনার উপাদানগুলি হল সমস্ত রেলওয়ে প্রতিষ্ঠানে ছাদে সৌর প্যানেল স্থাপন, টেকসই বিল্ডিং, সরঞ্জাম এবং যন্ত্রপাতিগুলির শক্তি দক্ষতা এবং বিদ্যুতের গুণমান উন্নত করা।

৪. ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের ব্যবস্থাপনা পরিচালক এবং CEO হিসাবে উন্নীত হয়েছেন কে?

(A) সঞ্জয় সিং
(B) অজয় কুমার শ্রীবাস্তব
(C) শমসের সিং
(D) সন্তোষ কুমার যাদব

উত্তর
(B) অজয় কুমার শ্রীবাস্তব

  • অজয় কুমার শ্রীবাস্তব ১লা জানুয়ারী, ২০২৩ থেকে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসাবে উন্নীত হয়েছেন।
  • তিনি পার্থ প্রতিম সেনগুপ্তের স্থলাভিষিক্ত হলেন।
  • প্রতিষ্ঠিত: ১০ই ফেব্রুয়ারি ১৯৩৭
  • সদর দপ্তর: চেন্নাই

৫. সম্প্রতি IAF ওয়েস্টার্ন কমান্ডের কমান্ড গ্রহণ করলেন কে?

(A) অরবিন্দ ওয়ালিয়া
(B) এস এস মহল
(C) পঙ্কজ মোহন
(D) অমরদীপ সিং আউজলা

উত্তর
(C) পঙ্কজ মোহন

  • এয়ার মার্শাল পঙ্কজ মোহন IAF ওয়েস্টার্ন কমান্ডের কমান্ড গ্রহণ করেছেন।
  • তিনি ১৯৮৫ সালে ফাইটার পাইলট হিসেবে IAF-এ কমিশন লাভ করেছিলেন।
  • তিনি ‘বিশেষ সেবা পদক’ এবং ‘অতি বিশেষ সেবা পদক’ প্রাপ্ত।
  • এয়ার মার্শাল এস প্রভাকরণের স্থলাভিষিক্ত হলেন তিনি।

৬. লুলা দা সিলভা কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন?

(A) রাশিয়া
(B) পর্তুগাল
(C) মেক্সিকো
(D) ব্রাজিল

উত্তর
(D) ব্রাজিল

  • লুলা দা সিলভা তৃতীয়বারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন।
  • তিনি ৪ বছরের মেয়াদে ১লা জানুয়ারী ২০২৩ এ তৃতীয়বারের মতো রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন।
  • তিনি বর্তমান প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে পরাজিত করেছেন।
  • তিনি এর আগে ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত দেশের রাষ্ট্রপতি ছিলেন।

৭. ১০৮তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেস কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে?

(A) নাগপুর
(B) সুরাট
(C) কানপুর
(D) নতুন দিল্লি

উত্তর
(A) নাগপুর

  • নাগপুরে ১০৮তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে।
  • ৩-৭ই জানুয়ারী ২০২৩-এর মধ্যে রাষ্ট্রসন্ত তুকাদোজি মহারাজ নাগপুর বিশ্ববিদ্যালয়ে এটি আয়োজিত হচ্ছে।
  • ১০৭ ভারতীয় বিজ্ঞান কংগ্রেস ২০২২ বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছিল।
  • ১০৮তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেস ২০২৩-এর থিম: “Science and Technology for Sustainable Development with Women Empowerment”।

৮. সম্প্রতি কোন দেশ ইউরোকে তার মুদ্রা হিসেবে গ্রহণ করেছে?

(A) ক্রোয়েশিয়া
(B) ডেনমার্ক
(C) বেলারুশ
(D) আর্মেনিয়া

উত্তর
(A) ক্রোয়েশিয়া

  • ক্রোয়েশিয়া আনুষ্ঠানিকভাবে ইউরোকে তার মুদ্রা হিসাবে গ্রহণ করেছে এবং এটি ইউরোপীয় ইউনিয়নের ২০তম সদস্য রাষ্ট্রে পরিণত হয়েছে।
  • ক্রোয়েশিয়া :
  • রাজধানী: জাগরেব
  • প্রেসিডেন্ট : জোরান মিলানোভিচ

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button