Daily Current Affairs in BengaliCurrent Affairs

31st December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

31st December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৩১শে ডিসেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 31st December Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 30th December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ‘ধনু যাত্রা’ উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত?

(A) আসাম
(B) গুজরাট
(C) ওড়িশা
(D) গোয়া

উত্তর
(C) ওড়িশা

  • ওড়িশার বারগড়ে দুই বছরের ব্যবধানের পর শুরু হল ‘ধনু যাত্রা’ উৎসব।
  • এটি একটি বার্ষিক নাটক-ভিত্তিক উন্মুক্ত-এয়ার থিয়েটার পারফরমেন্স যা ওডিশায় উদযাপিত হয়।
  • এটিকে বিশ্বের বৃহত্তম ওপেন-এয়ার থিয়েটার হিসেবে বিবেচনা করা হয়।
  • পাঁচ বর্গ কিমি জুড়ে বিস্তৃত, পুরো বারগড় শহরটি যাত্রার মঞ্চে পরিণত হয়।

২. কোন রাজ্য সম্প্রতি BMLTA বিল, 2022 পাশ করেছে?

(A) কর্ণাটক
(B) বিহার
(C) গুজরাট
(D) ওড়িশা

উত্তর
(A) কর্ণাটক

  • কর্ণাটক বিধানসভা বেঙ্গালুরু মেট্রোপলিটন ল্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (BMLTA) বিল, ২০২২ পাস করেছে।
  • BMLTA বিল, 2022 বেঙ্গালুরুর আরবান মোবিলিটি অঞ্চলে প্রযোজ্য।

৩. কোন রাজ্যের মন্দিরে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে?

(A) তামিলনাড়ু
(B) উত্তর প্রদেশ
(C) অন্ধ্রপ্রদেশ
(D) কেরালা

উত্তর
(A) তামিলনাড়ু

  • মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ তামিলনাড়ুর মন্দিরে মোবাইল ফোন নিয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
  • বিচারপতি আর. মহাদেবন এবং জে সত্য নারায়ণ প্রসাদের ডিভিশন বেঞ্চ বলেছিল যে গ্যাজেটগুলি মন্দির দর্শনের উদ্দেশ্য থেকে ভক্তদের মনোযোগ সরিয়ে দেয়৷

৪. মহারাষ্ট্রের নতুন অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) অনিল কুমার লাহোতি
(B) কে ভি সাজি
(C) দীনেশ কুমার শুক্লা
(D) এন চন্দ্রশেখরন

উত্তর
(D) এন চন্দ্রশেখরন

  • মহারাষ্ট্র সরকার টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনকে মহারাষ্ট্রের নতুন অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের প্রধান নিযুক্ত করেছে।
  • ২৯শে ডিসেম্বর ২০২২-এ উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস এই ঘোষণা করেছেন।

৫. কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সম্প্রতি কর্ণাটকের কোন শহরে মেগা ডেইরি উদ্বোধন করেছেন?

(A) মাইসুরু
(B) শিমোগা
(C) মান্ড্যা
(D) বল্লারি

উত্তর
(C) মান্ড্যা

  • কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রী অমিত শাহ ৩০শে ডিসেম্বর কর্ণাটকের মান্ডায় মেগা ডেইরির উদ্বোধন করেছেন।
  • National Dairy Development Board (NDDB) আগামী তিন বছরে দেশের প্রতিটি পঞ্চায়েতে একটি প্রাথমিক ডেইরি স্থাপন করবে।

৬. ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) এর CEO হিসাবে নিযুক্ত হলেন কে?

(A) প্রবীণ কুমার শ্রীবাস্তব
(B) জি কমলা বর্ধন রাও
(C) সঞ্জয় সিং
(D) বাস্কর বাবু রামচন্দ্রন

উত্তর
(B) জি কমলা বর্ধন রাও

  • এর আগে তিনি ভারতীয় পর্যটন উন্নয়ন নিগমের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
  • তিনি কেরালার পর্যটন সচিব ছিলেন।
  • FSSAI সদর দফতর: নতুন দিল্লি

৭. ২০২২ সালের বর্ষসেরা মহিলা টি-টোয়েন্টি ক্রিকেটার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কে?

(A) হরমনপ্রীত কৌর
(B) দীপ্তি শর্মা
(C) স্মৃতি মান্ধানা
(D) শফালি ভার্মা

উত্তর
(C) স্মৃতি মান্ধানা

  • ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদব এবং স্মৃতি মান্ধানা ২৯শে ডিসেম্বর ২০২২-এ পুরুষ ও মহিলা টি-টোয়েন্টি ক্রিকেটার অফ দ্য ইয়ার পুরস্কার 2022-এর জন্য মনোনীত হন।
  • অন্যান্য মনোনীতদের মধ্যে রয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা, ইংল্যান্ডের স্যাম কুরান এবং পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।
  • আইসিসির চেয়ারম্যান: গ্রেগ বার্কলে

৮. অ্যান্টার্কটিকার এম্পেরার পেঙ্গুইন কোন বছরের মধ্যে বিলুপ্ত হতে পারে?

(A) ২০৫০
(B) ২১২৫
(C) ২১০০
(D) ২০৭৫

উত্তর
(C) ২১০০

  • অ্যান্টার্কটিকার সম্রাট পেঙ্গুইন ২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে।
  • এম্পেরর পেঙ্গুইন প্রজননের জন্য বরফের উপর নির্ভর করে, এটি অ্যান্টার্কটিকার প্রজাতির মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ।
  • এটি জীবিত পেঙ্গুইন প্রজাতির মধ্যে সবচেয়ে লম্বা এবং ভারী।।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button