Monthly Current AffairsCurrent Affairs

কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১ pdf । সাম্প্রতিকী

Current Affairs - April 2021 - PDF

২১. ২০২১ সালের এপ্রিলে কে ONGC এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা ম্যানেজিং ডিরেক্টর পদে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন?

(A) অরুণ গোয়েল
(B) ওম প্রকাশ গুপ্ত
(C) অভিনব কুমার
(D) সুভাষ কুমার

উত্তর :
(D) সুভাষ কুমার
ONGC এর ডিরেক্টর সুভাষ কুমার ONGC এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা ম্যানেজিং ডিরেক্টর পদে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন ।

২২. সম্প্রতি কোন দিন মুক্তিযোদ্ধা জগজীবন রামের ১১৪তম জন্মবার্ষিকী পালন করা হলো ?

(A) ২ এপ্রিল
(B) ৩ এপ্রিল
(C) ৪ এপ্রিল
(D) ৫ এপ্রিল

উত্তর :
(D) ৫ এপ্রিল
জগজীবন রাম ৫ই এপ্রিল ১৯০৮ সালে বিহারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বাবুজি নাম জনপ্রিয় ছিলেন ।

২৩. জম্মু ও কাশ্মীর সরকার ৩ এপ্রিল থেকে কোন শহরে পাঁচ দিনের দীর্ঘ টিউলিপ উৎসব আয়োজন করছে?

(A) বড়মুল্লা
(B) অনন্তনাগ
(C) উধমপুর
(D) শ্রীনগর

উত্তর :
(D) শ্রীনগর

২৪. ২০২১ সালের এপ্রিলে টেনিসে কে মিয়ামি ওপেন ফাইনাল জিতে নিলেন ?

(A) Stefanos Tsitsipas
(B) Hubert Hurkacz
(C) Lorenzo Sonego
(D) Jannik Sinner

উত্তর :
(B) Hubert Hurkacz
পোল্যান্ডের Hubert Hurkacz ফাইনালে ইতালির Jannik Sinner কে হারিয়ে মিয়ামি ওপেন ফাইনাল জিতে নিলেন ।

২৫. কোন ভারতীয় খেলোয়াড় ২০২১ সালে আয়োজিত তৃতীয় শেখ হামদান বিন আল মাকতুম দুবাই প্যারা-ব্যাডমিন্টন আন্তর্জাতিক টুর্নামেন্টে দুটি স্বর্ণপদক জিতেছেন ?

(A) সাই প্রণীথ
(B) প্রমোদ ভগত
(C) শ্রীকান্ত কিদাম্বী
(D) পারুপল্লী কাশ্যপ

উত্তর :
(B) প্রমোদ ভগত
এই টুর্নামেন্টে ভারত মোট ২০টি মেডেল জিতেছে ( ৪টি স্বর্ণ পদক, ৬ টি রৌপ্য পদক, ১০টি ব্রোন্জ পদক ) । ভারতের হয়ে অন্য দুটি স্বর্ণ পদক জিতেছেন কৃষ্ণ নগর এবং প্রেম কুমার আলে ।

২৬. ২০২১ সালের এপ্রিল মাসে উত্তরাখণ্ডের দাবানলে নিম্নলিখিত কোন জেতাটা ক্ষতিগ্রস্ত হয়েছে ?

(A) নৈনিতাল
(B) আলমোরা
(C) তেহরি
(D) সবগুলি

উত্তর :
(D) সবগুলি
উত্তরাখণ্ডের শৈলশহর নৈনিতাল, আলমোরা, তেহরি এবং পৌরি জেলাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে ।

২৭. ভারতীয় রেলওয়ে ২০২১ সালের এপ্রিল মাসে আইকনিক চেনাব ব্রিজের খিলান (Arch ) টি সম্পূর্ণ করেছে। এই সেতুটির দৈর্ঘ্য কত ?

(A) ১০৩৪ মিটার
(B) ১৩১৫ মিটার
(C) ১২৪৫ মিটার
(D) ১৪৫৭ মিটার

উত্তর :
(B) ১৩১৫ মিটার
আইফেল টাওয়ার -এর থেকেও উঁচু এই ব্রিজটি বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ।

২৮. সদাবাহার নামক আমের একটি বিশেষ বামন জাতের বৃত্তাকার আমের উদ্ভাবন কে করেছেন ?

(A) শ্রীকিশন সুমন
(B) সুরেন্দ্র সিং
(C) গোপাল সিং
(D) রং লালজি

উত্তর :
(A) শ্রীকিশন সুমন
রাজস্থানের কোটার একটি কৃষক শ্রীকিশন সুমন এই আমটির উদ্ভাবন করেছেন ।

রাজস্থান:

  • মুখ্যমন্ত্রী – অশোক গেহলট।
  • রাজ্যপাল – কলরাজ মিশ্র।

২৯. নিম্নলিখিত কে খাদ্য এবং পানীয় স্টার্ট আপ কোম্পানি 7InkBrew এর শেয়ার হোল্ডার হয়েছেন ?

(A) শচীন টেন্ডুলকার
(B) মহেন্দ্র সিং ধোনি
(C) বিরাট কোহলি
(D) রোহিত শর্মা

উত্তর :
(B) মহেন্দ্র সিং ধোনি
কোম্পানিটি প্রতিষ্ঠা করেছেন মোহিত ভাগচন্দানী।

৩০. কোভিড -১৯ মামলার ক্রমবর্ধমান সংখ্যার পরিপ্রেক্ষিতে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী একদিনে কমপক্ষে এক লক্ষ নমুনা পরীক্ষা করতে স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দিয়েছেন?

(A) উত্তর প্রদেশ
(B) বিহার
(C) ঝাড়খণ্ড
(D) পশ্চিমবঙ্গ

উত্তর :
(B) বিহার
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই নির্দেশ দিয়েছেন ।

৩১. ২০২১ সালের এপ্রিল মাসে, নীচের কোন দেশের রাষ্ট্রপতি একটি বিল স্বাক্ষর করেছেন যেটি তাঁকে আবার পরবর্তী টার্মের জন্য রাষ্ট্রপতি হিসেবে স্থির করেছে ?

(A) আমেরিকা
(B) রাশিয়া
(C) চীন
(D) তুর্কি

উত্তর :
(B) রাশিয়া
ভ্লাদিমির পুতিন একটি বিল স্বাক্ষর করেছেন যেটি অনুসারে তিনি ২০৩৬ পর্যন্ত রাশিয়ার রাষ্ট্রপতি পদে আসীন থাকতে পারেন ।

৩২. রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভারতের ৪৮ তম মুখ্য বিচারপতি হিসাবে কাকে নিযুক্ত করেছেন ?

(A) উদয় ললিত
(B) রোহিংটন ফালি নারিমন
(C) নবীন সিনহা
(D) এন ভি রামানা

উত্তর :
(D) এন ভি রামানা
সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি(CJI) নিযুক্ত হলেন এন ভি রামানা।

৩৩. ২০২১ সালের প্রকাশিত Global Gender Gap Index-এ ভারতের স্থান কততম ?

(A) ৮৫
(B) ১১২
(C) ১৫৬
(D) ১৪০

উত্তর :
(D) ১৪০
এই তালিকায় প্রথমস্থানে আছে আইসল্যান্ড, দ্বিতীয়স্থানে ফিনল্যান্ড এবং তৃতীয়স্থানে নরওয়ে

৩৪. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল -এর নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন ?

(A) Dr. Agnès Callamard
(B) Antonio Texas
(C) George Barkley
(D) Robert Brown

উত্তর :
(A) Dr. Agnès Callamard
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (Amnesty International ) একটি মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারী সংস্থা। সংস্থাটি ১৯৬১ সালে যুক্তরাজ্যে স্থাপিত হয়। এর সদর দপ্তর লন্ডনে অবস্থিত। সংস্থাটিকে ১৯৭৭ সালে নোবেল শান্তি পুরস্কার এবং ১৯৭৮ সালে জাতিসংঘ মানবাধিকার পুরস্কার দেওয়া হয়।

৩৫. সম্প্রতি Eduard Heger কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন?

(A) ফিনল্যান্ড
(B) আয়ারল্যান্ড
(C) নেদারল্যান্ড
(D) স্লোভাকিয়া

উত্তর :
(D) স্লোভাকিয়া
স্লোভাকিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন Eduard Heger ।

৩৬. ভারতের প্রথম কোন রাজ্য সেই রাজ্যবাসীদের বিনামূল্যে স্বাস্থ্য বীমা পরিষেবা প্রদান করেছে ?

(A) কেরালা
(B) ছত্তিশগড়
(C) আসাম
(D) রাজস্থান

উত্তর :
(D) রাজস্থান

রাজস্থান সম্প্রতি চিরঞ্জিবী স্বাস্থ্য বীমা যোজনা লঞ্চ করেছে যেটি রাজ্যবাসীদের বিনামূল্যে স্বাস্থ্য বীমা পরিষেবা প্রদান করবে।

রাজস্থান

  • রাজধানী- জয়পুর
  • মুখ্যমন্ত্রী- অশোক গেহলট
  • রাজ্যপাল- কালরাজ মিশ্র

৩৭. BCCI-এর ‘দুর্নীতি দমন ইউনিট’ – এর প্রধান হিসাবে সম্প্রতি কে নিযুক্ত হলেন ?

(A) শাবির হুসেন
(B) রবি শাস্ত্রী
(C) সৌরভ গাঙ্গুলি
(D) জয় শাহ

উত্তর :
(A) শাবির হুসেন

BCCI – Board of Control for Cricket in India

  • হেড কোয়ার্টার- মুম্বাই
  • প্রতিষ্ঠা সাল- ডিসেম্বর,১৯২৮
  • প্রেসিডেন্ট- সৌরভ গাঙ্গুলি
  • সেক্রেটারী- জয় শা

৩৮. ২০২১ সালের জন্য ফোর্বসের বিশ্বের কোটিপতিদের তালিকায় কে শীর্ষে রয়েছেন?

(A) এলন মাস্ক
(B) জেফ বেজোস
(C) বিল গেটস
(D) ওয়ারেন বাফেট

উত্তর :
(B) জেফ বেজোস
জেফ বেজোস শীর্ষে রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন এলন মাস্ক।

৩৯. ২০২১ সালের এপ্রিলে কে এশিয়ার ধনীতম ব্যক্তি হিসাবে তার জায়গাটি পুনরুদ্ধার করলেন ?

(A) গৌতম আদানী
(B) মুকেশ আম্বানি
(C) ঝং শানশান
(D) জ্যাক মা

উত্তর :
(B) মুকেশ আম্বানি
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এশিয়ার ধনীতম ব্যক্তি হিসাবে নিজের জায়গাটি পুনরুদ্ধার করেছেন। এর আগে চীনা বিনিয়োগকারী জ্যাক মা এই স্থানে ছিলেন।

৪০. ২০২১ সালের এপ্রিল মাসে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রা নীতি কমিটি নতুন রেপো রেট কী নির্ধারণ করেছে ?

(A) ৩.৫০
(B) ৪.০০
(C) ৪.২৫
(D) ৪.৫০

উত্তর :
(B) ৪.০০
আগের রেপো রেট অপরিবর্তিত রাখা হয়েছে । বর্তমান রেপ রেট ৪.০০ এবং রিভার্স রেপো রেট ৩.৩৫

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8Next page
Telegram

Related Articles

One Comment

Back to top button