Monthly Current AffairsCurrent Affairs

কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১ pdf । সাম্প্রতিকী

Current Affairs - April 2021 - PDF

৬১. SportzXchange এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি নিযুক্ত হলেন কে?

(A) বিরাট কোহলি
(B) আর. অশ্বিন
(C) পৃথ্বী সাউ
(D) রোহিত শর্মা

উত্তর :
(C) পৃথ্বী সাউ

৬২. ভারতের প্রথম মহিলা ক্রিকেট ধারাভাষ্য়কার চন্দ্রা নাইডু। সম্প্রতি তিনি কত বছর বয়সে প্রয়াত হলেন ?

(A) ৮৮
(B) ৮৩
(C) ৭৯
(D) ৭৫

উত্তর :
(A) ৮৮
চলে গেলেন চন্দ্রা নাইডু (Chandra Nayudu)। ৮৮ বছরে প্রয়াত দেশের প্রথম মহিলা ক্রিকেট ধারাভাষ্য়কার। ইন্দোরে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।

৬৩. Vjosa Osmani সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন ?

(A) মাল্টা
(B) কসোভো
(C) ইয়েমেন
(D) জর্জিয়া

উত্তর :
(B) কসোভো

কসোভো

  • রাজধানী – প্রিস্টিনা
  • মুদ্রা – ইউরো

৬৪. পাঞ্জাবের অ্যান্টি-করোনভাইরাস টিকা কর্মসূচির ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে করা হয়েছে?

(A) দিশা পাটানি
(B) সোনু সুদ
(C) সুনন্দ শর্মা
(D) রণভীর সিং

উত্তর :
(B) সোনু সুদ
বলিউড অভিনেতা সোনু সুদকে পাঞ্জাবের অ্যান্টি-করোনভাইরাস টিকা কর্মসূচির ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে। ১১ এপ্রিল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এই ঘোষণা করেছেন।

৬৫. ২০২১ সালের এপ্রিলে কে ভারতের পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন ?

(A) টি.এস কৃষ্ণমূর্তি
(B) সুশীল চন্দ্র
(C) এন গোপালস্বামী
(D) হরিশঙ্কর ব্রহ্মা

উত্তর :
(B) সুশীল চন্দ্র
১৩ই এপ্রিল ২০২১ সালে তিনি সুনীল অরোরার কাছ থেকে এই চার্জ নিলেন ।

৬৬. প্রতি বছর বিশ্ব পার্কিনসন দিবস কোন দিনটিতে পালন করা হয়ে থাকে ?

(A) ১১ এপ্রিল
(B) ১২ এপ্রিল
(C) ১৩ এপ্রিল
(D) ১৪ এপ্রিল

উত্তর :
(A) ১১ এপ্রিল
প্রতি বছর ১১ এপ্রিল এই দিনটি পালিত হয়। এটি এমন একটি রোগ, যার কারণে ব্যক্তি চলাফেরা শক্তি হারিয়ে ফেলে, মাংসপেশী শক্ত হতে শুরু করে, হাতে-পায়ে এবং শরীরে কম্পন দেখা দেয়।

৬৭. ২০২১ সালের এপ্রিলে British Academy of Film and Television Arts (BAFTA) সম্মেলনে “Nomadland” কতগুলি পুরস্কার জিতেছে ?

(A)
(B)
(C)
(D)

উত্তর :
(B)
চীনা পরিচালক ক্লোয়ে ঝাও পরিচালিত “Nomadland” চারটি বাফটা পুরস্কার জিতে নিয়েছে । সম্প্রতি, ‘গোল্ডেন গ্লোব’ পুরস্কার জেতার পর ফের একবার ‘ বাফটা ‘-র মঞ্চ থেকে চার চারটি বিভাগে সেরা হয়ে ঘরে ফিরল এই ছবি!

এক নজরে ২০২১ এর ‘বাফটা’র মূল বিভাগের বিজয়ীরা :

  1. সেরা ছবি  –  নোমাডল্যান্ড
  2. সেরা অভিনেতা – স্যার অ্যান্থনি হপকিন্স ( দ্য ফাদার )
  3. সেরা পরিচালক – ক্লোয়ে ঝাও ( নোমাডল্যান্ড )
  4. সেরা অভিনেত্রী – ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড  ( নোমাডল্যান্ড )
  5. সেরা সহ-অভিনেত্রী  – ইয়াহ জুন ইউং (‘মিনারি )
  6. সেরা সহ অভিনেতা – ড্যানিয়াল কালো য়া ( জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ )
  7. সেরা সিনেমাটোগ্রাফি – ‘ নোম্যাডল্যান্ড ‘

৬৮. ২০২১ সালের এপ্রিলে কোন দেশের প্রাক্তন এটর্নি জেনারেল রামসে ক্লার্ক প্রয়াত হয়েছেন ?

(A) আমেরিকা
(B) জার্মানি
(C) ফ্রান্স
(D) পোল্যান্ড

উত্তর :
(A) আমেরিকা

আমেরিকা:

  • রাজধানী – ওয়াশিংটন, ডিসি
  • মুদ্রা – মার্কিন ডলার
  • রাষ্ট্রপতি- জো বাইডেন ।

৬৯. কোন রাজ্যের প্রখ্যাত মহান্ত দাশমানি পরম্পরা মহা মণ্ডলেশ্বর শ্রী ভারতী বাপু সম্প্রতি প্রয়াত হয়েছে ?

(A) মহারাষ্ট্র
(B) রাজস্থান
(C) গুজরাট
(D) উত্তর প্রদেশ

উত্তর :
(C) গুজরাট
কোবিড ১৯ প্রোটোকল অনুসারে তাঁর সমাধি অনুষ্ঠানটি সৌরাষ্ট্রের জুনাগড় আশ্রমে অনুষ্ঠিত হয়েছিল।

৭০. কোন দিনটিতে সম্প্রতি মহাত্মা জ্যোতিবা ফুলের জন্মবার্ষিকী পালন করা হলো ?

(A) ১০ এপ্রিল
(B) ১১ এপ্রিল
(C) ১২ এপ্রিল
(D) ১৩ এপ্রিল

উত্তর :
(B) ১১ এপ্রিল
পুরো নাম জ্যোতিরাও গোবিন্দরাজ ফুলে। জন্ম ১৮২৭ সালের ১১ এপ্রিল

৭১. ২০২১ সালের এপ্রিল মাসে “আহার ক্রান্তি (Aahaar Kranti )” মিশন কে চালু করলেন?

(A) রাজনাথ সিং
(B) হর্ষ বর্ধন
(C) নরেন্দ্র মোদী
(D) পীযূষ গোয়েল

উত্তর :
(B) হর্ষ বর্ধন
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ১৩ই এপ্রিল ২০২১ সালে “আহার ক্রান্তি” মিশন চালু করেছেন।
এটি একটি মিশন যা পুষ্টিগতভাবে ভারসাম্যযুক্ত খাদ্যের প্রয়োজনীয়তার বার্তা ছড়িয়ে দেওয়া এবং স্থানীয় ফল এবং সবজির গুরুত্ব বোঝাতে সাহায্য করবে

৭২. ১৩ই এপ্রিল ২০২১ সালে জালিয়ানওয়ালাবাগ গণহত্যার কোন বার্ষিকী পালন করা হলো ?

(A) ১০০
(B) ১০১
(C) ১০২
(D) ১০৩

উত্তর :
(C) ১০২

দেখে নাও রাওলাট আইন ও জালিয়ানওয়ালা হত্যাকান্ড সম্পর্কিত বিস্তারিত তথ্য – Click Here


৭৩. ২০২১ সালের এপ্রিল মাসে অর্থ পাচার ও সন্ত্রাসের অর্থায়নের অভিযোগে কোন দেশ পাকিস্তানকে অনাকাঙ্ক্ষিত উচ্চ ঝুঁকিপূর্ণ ২১টি দেশের তালিকায় যুক্ত করেছে?

(A) যুক্তরাজ্য
(B) ফ্রান্স
(C) স্পেন
(D) রাশিয়া

উত্তর :
(A) যুক্তরাজ্য
যুক্তরাজ্য বা ব্রিটেন সম্প্রতি এই ঘোষণা করেছে ।

ব্রিটেন

  • রাজধানী – লন্ডন
  • মুদ্রা – পাউন্ড স্টার্লিং।
  • প্রধানমন্ত্রী – বরিস জনসন।

৭৪. আম্বেদকর জয়ন্তী প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ১৪ই এপ্রিল
(B) ১৩ই এপ্রিল
(C) ১২ই এপ্রিল
(D) ১১ই এপ্রিল

উত্তর :
(A) ১৪ই এপ্রিল
আম্বেদকরের জন্মদিন ১৪ই এপ্রিল প্রতিবছর আম্বেদকর জয়ন্তী হিসেবে পালন করা হয়। ১৮৯১ সালে এই দিনে আম্বেদকর জন্মগ্রহণ করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য যে সম্প্রতি কেন্দ্র সরকার আম্বেদকর জয়ন্তীতে সরকারি ছুটি ঘোষনা করেছে ।

৭৫. IPL-এর ইতিহাসে প্রথম কোন ক্রিকেটার ৩৫০টি ছক্কা মেরে রেকর্ড সম্পন্ন করলেন ?

(A) বেন স্টোকস
(B) ক্রিস গেইল
(C) এম.এস. ধোনী
(D) রোহিত শর্মা

উত্তর :
(B) ক্রিস গেইল
প্রতীক্ষিত রেকর্ডটা করেই ফেললেন ক্রিস গেইল (Chris Gayle)। আইপিএলের প্রথম ব্যাটসম্যান হিসাবে ৩৫০ ছক্কা হাঁকানোর ইতিহাস লিখলেন গেইল।

৭৬. কোন কেন্দ্রশাসিত অঞ্চল সম্প্রতি যক্ষ্মা মুক্ত হিসাবে ঘোষিত হলো?

(A) জম্মু-কাশ্মীর
(B) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
(C) লাদাখ
(D) লাক্ষাদ্বীপ

উত্তর :
(D) লাক্ষাদ্বীপ

লাক্ষাদ্বীপ

  • রাজধানী- কাভারাত্তি
  • অ্যাডমিনিস্ট্রেটর – প্রফুল খোদা প্যাটেল

৭৭. World University Rankings 2020 তালিকায় প্রথম স্থানে আছে কোন ইউনিভার্সিটি?

(A) স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি
(B) হার্বাড ইউনিভার্সিটি
(C) কেমব্রিজ ইউনিভার্সিটি
(D) কোনোটিই নয়

উত্তর :
(A) স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি
এই তালিকায় ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে শীর্ষে রয়েছে Indian Institute of Science

৭৮. চীনের আলিবাবা কোম্পানিকে সম্প্রতি ২.৭৫ বিলিয়ন মার্কিন ডলার জরিমানা করলো কোন দেশ?

(A) আমেরিকা
(B) চীন
(C) রাশিয়া
(D) জাপান

উত্তর :
(B) চীন
চীনের “anti-monopoly” নির্দেশিকা না মানায় আলিবাবা কোম্পানিকে সম্প্রতি ২.৭৫ বিলিয়ন মার্কিন ডলার জরিমানা করলো চীন

৭৯. সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, কোন রাজ্যের প্রতি ১০০০ জন প্রেগন্যান্ট মহিলার মধ্যে ৩ জন HIV পজিটিভ?

(A) নাগাল্যান্ড
(B) মেঘালয়
(C) বিহার
(D) ত্রিপুরা

উত্তর :
(B) মেঘালয়

৮০. নওরা আল-মাতরোশি (Noura al-Matroushi ) কোন দেশের প্রথম মহিলা মহাকাশচারী?

(A) ইজিপ্ট
(B) সৌদি আরব
(C) ইরান
(D) সংযুক্ত আরব আমিরাত

উত্তর :
(D) সংযুক্ত আরব আমিরাত
নওরা আল-মাতরোশি হলেন সংযুক্ত আরব আমিরাতের প্রথম মহিলা নভোচারী/মহাকাশচারী।

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8Next page
Telegram

Related Articles

One Comment

Back to top button