Monthly Current AffairsCurrent Affairs

কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১ pdf । সাম্প্রতিকী

Current Affairs - April 2021 - PDF

১০১. ২০২১ সালের এপ্রিলে প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে ভারতের র‌্যাঙ্ক কত?

(A) ১২৮
(B) ১৩০
(C) ১৪৮
(D) ১৪২

উত্তর :
(D) ১৪২
১৮০টি দেশের মধ্যে ভারত রয়েছে ১৪২তম স্থানে। এই ইনডেক্সে শীর্ষে রয়েছে নরওয়ে এবং নরওয়ের ঠিক পরেই রয়েছে ফিনল্যাণ্ড ও ডেন্মার্ক্ ।

১০২. ২০২১ সালের ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট কোথায় অনুষ্ঠিত হবে?

(A) মুম্বাই
(B) নতুন দিল্লি
(C) জয়পুর
(D) জম্মু

উত্তর :
(B) নতুন দিল্লি
২০২১ সালের ১১ই মে, নয়াদিল্লির কে ডি যাদব ইন্ডোর হলে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা আবহে এই টুর্নামেন্টটি পিছিয়ে গিয়েছে ।

১০৩. ২০২১ সালের এপ্রিলে টুইটার ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন ?

(A) এইচ এন ঠাকুর
(B) সুকৃতি লিখি
(C) অপূর্ব দালাল
(D) নীলম এস কুমার

উত্তর :
(C) অপূর্ব দালাল
২০২১ সালের এপ্রিলে টুইটার ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন অপূর্ব দালাল ।

১০৪. ২৩শে এপ্রিল থেকে কোন রাজ্য সেই রাজ্যে বাইরের রাজ্যের পর্যটকদের নিষিদ্ধ ঘোষণা করেছে ?

(A) অরুণাচল প্রদেশ
(B) আসাম
(C) মেঘালয়
(D) সিকিম

উত্তর :
(C) মেঘালয়

মেঘালয়:

  • মুখ্যমন্ত্রী – কনরাড কে সংমা।
  • রাজ্যপাল – সত্য পাল মালিক।

১০৫. বিশ্ব শিল্প দিবস (World Art Day ) প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ১৪ই এপ্রিল
(B) ১৫ই এপ্রিল
(C) ১৬ই এপ্রিল
(D) ১৭ই এপ্রিল

উত্তর :
(B) ১৫ই এপ্রিল
বিশ্ব শিল্প দিবস উদযাপনের মূল উদ্দেশ্য হ’ল মানুষকে শিল্পের প্রতি উত্সাহিত করা।

১০৬. সম্প্রতি কোন দেশের ক্রিকেট টিমের প্রাক্তন ক্যাপ্টেন হিথ স্ট্রিককে ৮ বছরের নিষিদ্ধ ঘোষণা করেছে ICC ?

(A) নিউজিল্যান্ড
(B) জিম্বাবোয়ে
(C) অস্ট্রেলিয়া
(D) দক্ষিণ আফ্রিকা

উত্তর :
(B) জিম্বাবোয়ে
নিয়মভঙ্গের জন্য জিম্বাবোয়ের ক্রিকেটার হিথ স্ট্রিককে সমস্ত ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে ICC। জিম্বাবোয়ের জাতীয় দল, আইপিএল এবং আফগানিস্তান প্রিমিয়র লিগে কোচিং স্টাফের দায়িত্ব পালন করার সময় হিথ স্ট্রিক দলের অন্দমহলের খবর টাকার বিনিময়ে বুকিদের ফাঁস করে দিতেন।

১০৭. National Anti-Doping Agency(NADA)-এর নবনিযুক্ত ডিরেক্টর হলেন

(A) সিদ্ধার্থ মালহোত্রা
(B) গগন শর্মা
(C) সিদ্ধার্থ সিং লংজাম
(D) মনোজ তিওয়ারি

উত্তর :
(C) সিদ্ধার্থ সিং লংজাম
National Anti-Doping Agency(NADA) এর নবনিযুক্ত ডিরেক্টর হলেন সিদ্ধার্থ সিং লংজাম।
National Anti-Doping Agency(NADA) প্রতিষ্ঠিত হয়েছিল ২০০৫ সালের ২৪শে নভেম্বর । এর সদর দপ্তর রয়েছে – নতুন দিল্লিতে ।

১০৮. কোন রাজ্যের তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি সম্প্রতি বন্ধ হয়ে গিয়েছে ?

(A) ঝাড়খণ্ড
(B) মহারাষ্ট্র
(C) আসাম
(D) ওড়িশা

উত্তর :
(D) ওড়িশা

ওড়িশা

  • রাজধানী- ভুবনেশ্বর
  • মুখ্যমন্ত্রী- নবীন পটনায়েক
  • রাজ্যপাল- গনেশি লাল

দেখে নাও ভারতের বিভিন্ন রাজ্যের তাপবিদ্যুৎ কেন্দ্রের তালিকা – Click Here 


১০৯. ২০২১ সালে মার্চ মাসে “ICC Player of the Month” হিসেবে কে মনোনীত হলেন ?

(A) রোহিত শর্মা
(B) ক্রিস গেইল
(C) ভুবনেশ্বর কুমার
(D) বিরাট কোহলি

উত্তর :
(C) ভুবনেশ্বর কুমার
মহিলা “ICC Player of the Month” হিসেবে মনোনীত হলেন – দক্ষিণ আফ্রিকার লিজেল লি।

ICC Player of the Month

  • জানুয়ারি ২০২১ – ঋষভ পন্থ
  • ফেব্রুয়ারি ২০২১ – রবিচন্দ্রন অশ্বিন
  • মার্চ ২০২১ – ভুবনেশ্বর কুমার

১১০. সম্প্রতি প্রয়াত হয়েছেন বলবীর সিং জুনিয়র। তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?

(A) কাবাডি
(B) কুস্তি
(C) হকি
(D) দৌড়

উত্তর :
(C) হকি
৮৮ বছর বয়সে প্রয়াত হলেন প্রখ্যাত হকি প্লেয়ার বলবীর সিং জুনিয়র। তিনি ১৯৫৮ সালের ভারতের এশিয়ান গেমসে হকি টিমের সদস্য ছিলেন ।

১১১. সম্প্রতি কোন দেশের ৩ হাজার বছরের বেশী পুরোনো “লস্ট গোল্ডেন সিটি” আবিষ্কৃত হয়েছে ?

(A) মিশর
(B) ইরাক
(C) জর্ডান
(D) ইজিপ্ট

উত্তর :
(D) ইজিপ্ট
খ্রিস্টপূর্ব ১৩১১ থেকে ১৩৫৩ পর্যন্ত রাজত্ব করা আমেনহোটেপ তৃতীয় এর হারিয়ে যাওয়া স্বর্ণ শহর এর ধ্বংসাবশেষ সম্প্রতি আবিষ্কৃত হয়েছে ইজিপ্টের লাক্সর শহরে।

১১২. কোন দেশ সম্প্রতি ঘোষণা করেছে যে ২০২২ সালে তারা চাঁদে ‘রশিদ’ নামক এক রোভার পাঠাতে চলেছে ?

(A) সংযুক্ত আরব আমিরাত
(B) সৌদি আরব
(C) ইজরায়েল
(D) পাকিস্তান

উত্তর :
(A) সংযুক্ত আরব আমিরাত
জাপানের ispace কোম্পানির সাহায্যে সংযুক্ত আরব আমিরাত ২০২২ সালে চাঁদে ‘রশিদ’ নামক এক রোভার পাঠাতে চলেছে ।

১১৩. বিশ্ব হিমোফিলিয়া দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ১৫ই এপ্রিল
(B) ১৮ই এপ্রিল
(C) ১৭ই এপ্রিল
(D) ২০শে এপ্রিল

উত্তর :
(C) ১৭ই এপ্রিল

২০২১ সালের বিশ্ব হিমোফিলিয়া দিবস এর থিম ছিল Adapting to Change, sustaining care in a new world ।

দেখে নাও বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক দিবস তালিকা – Click Here 


১১৪. ২০২১ সালে আয়োজিত Moscow International Film Festival – এ “বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম” পুরস্কার জিতে নিলো কোন ভারতীয় চলচ্চিত্র ?

(A) Jallikattu
(B) Puglya
(C) Newton
(D) Village Rockstars

উত্তর :
(B) Puglya
বিনোদ সাম পিটার প্রযোজিত Puglya নামক মারাঠী চলচ্চিত্রটি ২০২১ সালে আয়োজিত Moscow International Film Festival – এ “বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম” পুরস্কার জিতে নিলো।

১১৫. সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটার Elista কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন ?

(A) সুরেশ রায়না
(B) বিরাট কোহলি
(C) রোহিত শর্মা
(D) এম এস ধোনী

উত্তর :
(A) সুরেশ রায়না

১১৬. বিশ্ব ঐতিহ্য দিবস (world heritage day ) প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ১৭ই এপ্রিল
(B) ১৮ই এপ্রিল
(C) ২০শে এপ্রিল
(D) ২৮শে এপ্রিল

উত্তর :
(B) ১৮ই এপ্রিল
১৯৮৩ সালে দিনটি ‘বিশ্ব ঐতিহ্য দিবস’ হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পায়। ২০২১ সালের বিশ্ব ঐতিহ্য দিবস এর থিম ছিল – ‘Complex Pasts: Diverse Futures.’

১১৭. কোন ক্রিকেটার সম্প্রতি What Life and Cricket Taught Me শিরোনামে আত্মজীবনী প্রকাশ করলেন ?

(A) কপিল দেব
(B) সুরেশ রায়না
(C) বিরাট কোহলি
(D) রোহিত শর্মা

উত্তর :
(B) সুরেশ রায়না

১১৮. স্মার্টফোন কোম্পানি Tecno এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?

(A) আয়ুষ্মান খুরানা
(B) আমির খান
(C) প্রিয়াঙ্কা চোপড়া জোনাস
(D) বরুণ ধাওয়ান

উত্তর :
(A) আয়ুষ্মান খুরানা
আয়ুষ্মান খুরানা সম্প্রতি স্মার্টফোন কোম্পানি Tecno এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন।

১১৯. ২০২১ সালে প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্সে ভারত কততম স্থানে রয়েছে ?

(A) ৭৩
(B) ৮৬
(C) ৭৭
(D) ৮৪

উত্তর :
(D) ৮৪
২০২১ সালে প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্সে ভারত রয়েছে ৮৪তম স্থানে। প্রথম স্থানে রয়েছে জাপান ও দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর ।

১২০. সম্প্রতি কোন গ্রহে সফলভাবে হেলিকপ্টার ওড়ালো NASA?

(A) বৃহস্পতি
(B) বুধ
(C) মঙ্গল
(D) শুক্র

উত্তর :
(C) মঙ্গল

এটি নাসার মার্স মিশন ২০২০ এর অংশ

  • NASA-র পুরো কথা- National Aeronautics and Space Administration
  • NASA-এর হেড কোয়ার্টার- ক্যালিফোর্নিয়া
  • প্রতিষ্ঠা সাল- ১৯৫৮ সালের ২৯শে জুলাই

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8Next page
Telegram

Related Articles

One Comment

Back to top button