Monthly Current AffairsCurrent Affairs

কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১ pdf । সাম্প্রতিকী

Current Affairs - April 2021 - PDF

৮১. ২০২১ সালের ১৪ই এপ্রিল স্বাধীনতা দিবস উদযাপনের সময় কোন দেশ ফাইজার ইন্স্ক্লুসিভের CEO অ্যালবার্ট বোরলাকে শ্রদ্ধা জানিয়েছে ?

(A) সিরিয়া
(B) ইরাক
(C) ইজরায়েল
(D) চীন

উত্তর :
(C) ইজরায়েল

ইজরায়েল

  • রাজধানী – জেরুজালেম
  • মুদ্রা – ইজরায়েলি শেকেল।
  • রাষ্ট্রপতি – রিউভেন রিভলিন।
  • প্রধানমন্ত্রী – বেঞ্জামিন নেতানিয়াহু
  • জাতীয় ক্রীড়া – অ্যাসোসিয়েশন ফুটবল।

৮২. ২০২১ সালের ১৫ই এপ্রিল নিম্নলিখিত কোন কোম্পানিটি ১ ট্রিলিয়ন মার্কেট ক্যাপিটালাইজেশন অর্জন করেছে ?

(A) Emami
(B) ITC Limited
(C) Nestlé India
(D) Dabur India Ltd

উত্তর :
(D) Dabur India Ltd

৮৩. লোকাল ফার্মের বায়ু বিদ্যুৎ প্রকল্প থেকে ভারতে নবায়নযোগ্য শক্তি কেনার জন্য নিচের কোনটি একটি চুক্তি স্বাক্ষর করেছে?

(A) LinkedIn
(B) Twitter
(C) Facebook
(D) Hike

উত্তর :
(C) Facebook
কর্ণাটকের একটি ফার্মের কাছ থেকে ৩২MW বায়ু বিদ্যুৎ নিতে ফেসবুক সেই ফার্মের সাথে চুক্তি স্বাক্ষর করেছে ।

৮৪. ২০২১ সালের এপ্রিলে প্রকাশিত ওয়ানডে ব্যাটসম্যানদের আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র‌্যাঙ্কিংয়ে বাবর আজমের স্থান কত ?

(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) তৃতীয়
(D) চতুর্থ

উত্তর :
(A) প্রথম
বিরাট কোহলীকে হারিয়ে প্রথম স্থানে চলে এসেছেন পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম।

৮৫. ২০২১ সালের [পয়লা বৈশাখ কোন দিনটিতে পালন করা হয়েছে ?

(A) ১২ এপ্রিল
(B) ১৩ এপ্রিল
(C) ১৪ এপ্রিল
(D) ১৫ এপ্রিল

উত্তর :
(D) ১৫ এপ্রিল
পয়লা বৈশাখ বাংলা নববর্ষ নামেও পরিচিত।

দেখে নাও ভারতের বিভিন্ন রাজ্যের নববর্ষের তালিকা – Click Here


৮৬. ২০২১ সালের এপ্রিল মাসে রঞ্জিত সিনহা প্রয়াত হয়েছেন। নিচের কোনটির প্রাক্তন পরিচালক (Director ) ছিলেন তিনি?

(A) Union Public Service Commission
(B) Central Bureau of Investigation
(C) National Investigation Agency
(D) Narcotics Control Bureau

উত্তর :
(B) Central Bureau of Investigation
তিনি তাঁর জীবদ্দশায় সিবিআই এর পরিচালক এবং ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (ITBP) মহাপরিচালক (Director General) সহ বেশ কয়েকটি সিনিয়র পদে অধিষ্ঠিত ছিলেন।

৮৭. ২০২১ সালের এপ্রিলে Larsen and Toubro Infotech Ltd (LTI) এর Chief Financial Officer (CFO) হিসেবে নিযুক্ত হয়েছেন

(A) অনিল রান্ডের
(B) বিকাশ সিনহা
(C) মনমীত এস সোনি
(D) অরুণ নায়ার

উত্তর :
(A) অনিল রান্ডের

৮৮. 2021 এপ্রিল মাসে অর্থ মন্ত্রকের Department of Economic Affairs এর নতুন সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন ?

(A) গার্গি কৌল
(B) অজয় শেঠ
(C) সি কে মিশ্র
(D) হর্ষ বর্ধন শ্রিংলা

উত্তর :
(B) অজয় শেঠ

৮৯. বিশিষ্ট তামিল চলচ্চিত্র অভিনেতা, বিবেক ২০২১ সালের এপ্রিল মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কোন বছর তিনি পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছিলেন ?

(A) ২০১০
(B) ২০০৯
(C) ২০১৫
(D) ২০১২

উত্তর :
(B) ২০০৯
২০০৯ সালে তিনি পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছিলেন। তাঁর পুরো নাম – বিবেকানন্দন ।

৯০. ২০২১ সালের এপ্রিল মাসে কাজাখস্তানের আলমাতিতে এশিয়ান চ্যাম্পিয়নশিপ এর মহিলা ইভেন্ট থেকে ভারত কতগুলি পদক জিতে নিয়েছে ?

(A)
(B)
(C)
(D) ১০

উত্তর :
(A)
ভারত ৪টি স্বর্ণপদক, ১টি রৌপ্য পদক এবং দুটি ব্রোঞ্জপদক জিতে নিয়েছে ।

৯১. ২০২১ সালের এপ্রিলে, এশিয়ান ওয়েললিফ্টিং চ্যাম্পিয়নশিপে ১১৯ কেজি তুলে ক্লিন অ্যান্ড জার্কে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন কে?

(A) ঝিলি ডালবেহের
(B) মীরাবাই চানু
(C) পি অনুরাধা
(D) অচিন্তা শিউলি

উত্তর :
(B) মীরাবাই চানু
এর আগে ক্লিন অ্যান্ড জার্কে রেকর্ড ছিল ১১৮ কেজি । কিন্তু সম্প্রতি ভারতের মীরাবাই চানু ১১৯ কেজি তুলে এই রেকর্ড ভেঙে দিয়েছেন ।

৯২. নিম্নলিখিত কোন সংস্থা ভারতের প্রসিদ্ধ অনলাইন ভ্রমণ সংস্থা Cleartrip অধিগ্রহণ করতে চলেছে ?

(A) Amazon
(B) Flipkart
(C) Ajio
(D) Myntra

উত্তর :
(B) Flipkart

৯৩. ভারতীয় রেলওয়ে ট্রেন এবং স্টেশন চত্বরে ফেস মাস্ক না পরার জন্য কত টাকা জরিমানা আদায় করবে বলে ঘোষণা করেছে ?

(A) ৪০০
(B) ৫০০
(C) ৬০০
(D) ৭০০

উত্তর :
(B) ৫০০
ভারতীয় রেলওয়ে ট্রেন এবং স্টেশন চত্বরে ফেস মাস্ক না পরলে ৫০০ টাকা পর্যন্ত ফাইন করবে বলে সম্পত্তি নোটিস জারি করেছে ।

৯৪. ২০২১ সালের এপ্রিল মাসে হেলেন ম্যাকক্রি প্রয়াত হয়েছেন। নিচের কোন ক্ষেত্রে সাথে তিনি জড়িত ছিলেন?

(A) অভিনয়
(B) রাজনীতি
(C) সাংবাদিকতা
(D) ওষুধ

উত্তর :
(A) অভিনয়
তিনি হ্যারি পটার সিরিজেও অভিনয় করেছিলেন ।

৯৫. ২০২১ সালের এপ্রিল মাসে, বাকার্ডি ইন্ডিয়া কোম্পানির বিপণন পরিচালক (Marketing Director ) পদে কে নিযুক্ত হয়েছেন ?

(A) সরোশ শেঠি
(B) জিনাহ ভিলাকাসিম
(C) গৌরী শিন্ডে
(D) রশ্মি দুবে

উত্তর :
(B) জিনাহ ভিলাকাসিম
জিনাহ ভিলাকাসিম বাকার্ডি ইন্ডিয়া কোম্পানির বিপণন পরিচালক (Marketing Director ) পদে নিযুক্ত হয়েছেন |

৯৬. সিরাম ইনস্টিটিউ অফ ইন্ডিয়া (SII) বেসরকারী হাসপাতালের জন্য ডোজ প্রতি কত টাকায় কোভিশিল্ড ভ্যাকসিনের মূল্য নির্ধারণ করেছে?

(A) ৪০০
(B) ৫০০
(C) ৬০০
(D) ৭০০

উত্তর :
(C) ৬০০
কোভিশিল্ড ভ্যাকসিনের প্রতি ডোজের মূল্য সরকারি হাসপাতালের ক্ষেত্রে ৪০০ টাকা এবং বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে ৬০০ টাকা স্থির করেছে সিরাম ইনস্টিটিউ অফ ইন্ডিয়া (SII)।

৯৭. বিশিষ্ট বাঙালি কবি শঙ্খ ঘোষ ২০২১ সালের এপ্রিল মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি নিম্নলিখিত কোন পুরষ্কারে ভূষিত হয়েছিলেন ?

(A) রবীন্দ্র পুরস্কার
(B) সাহিত্য একাডেমি
(C) পদ্ম ভূষণ
(D) সবকটি

উত্তর :
(D) সবকটি

দেখে নাও কবি শঙ্খ ঘোষ সম্পর্কিত বিভিন্ন তথ্য, পুরস্কার তালিকা, গ্রন্থ তালিকা – Click Here 


৯৮. ২০২১ সালের এপ্রিল মাসে ওয়াল্টার মন্ডালে প্রয়াত হয়েছেন। তিনি কোন দেশের প্রাক্তন উপ-রাষ্ট্রপতি ছিলেন?

(A) কানাডা
(B) রাশিয়া
(C) যুক্তরাষ্ট্র
(D) ব্রাজিল

উত্তর :
(C) যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন উপ-রাষ্ট্রপতি ওয়াল্টার মন্ডালে সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি Fritz নাম সুপরিচিত ছিলেন ।

৯৯. ২০২১ সালে রাম নবমী দেশের বিভিন্ন জায়গায় কোন দিনটিতে পালন করা হয়েছে ?

(A) ১৯ এপ্রিল
(B) ২০ এপ্রিল
(C) ২১ এপ্রিল
(D) ২২ এপ্রিল

উত্তর :
(C) ২১ এপ্রিল
এই উৎসন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার ভগবান রামের জন্ম উপলক্ষে পালন করা হয়ে থাক। এটি প্রতি বছর চৈত্র মাসের নবরত্রির শেষ দিনে পালিত হয়।

১০০. মাইদাভোলু নরসিমহাম ২০২১ সালের এপ্রিল মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। নিম্নলিখিত কোন সংস্থার প্রাক্তন প্রধান হিসেবে তিনি কাজ করেছেন ?

(A) NABARD
(B) RBI
(C) SIDBI
(D) SEBI

উত্তর :
(B) RBI
তিনি ভারতের ব্যাঙ্কিং খাত সংস্কারের জনক (father of banking sector reforms ) হিসাবে পরিচিত ছিলেন।

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8Next page
Telegram

Related Articles

One Comment

Back to top button