Daily Current Affairs in BengaliCurrent Affairs

30th September & 1st October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

30th September & 1st October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 30th September & 1st October Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 29th September Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ইন্দোনেশিয়ার যোগকার্তায় অনুষ্ঠিত তৃতীয় G-20 শেরপা বৈঠকে ভারতের শেরপা কে ছিলেন?

(A) অরবিন্দ সুব্রামানিয়াম
(B) অমিতাভ কান্ত
(C) ডাঃ কে সিভান
(D) সতীশ রেড্ডি

উত্তর
(B) অমিতাভ কান্ত

  • ভারতের G20 শেরপা অমিতাভ কান্ত ২৬ থেকে ২৯শে সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত ইন্দোনেশিয়ার যোগকার্তায় অনুষ্ঠিত তৃতীয় G20 শেরপা বৈঠকে যোগ দিয়েছিলেন।
  • G20-এর বর্তমান সভাপতিত্ব ইন্দোনেশিয়ার হাতে।
  • ইন্দোনেশিয়ান প্রেসিডেন্সির অধীনে প্রথম শেরপা সভা ২০২১ সালের ডিসেম্বরে এবং দ্বিতীয়টি ২০২২ সালের জুলাই মাসে অনুষ্ঠিত হয়েছিল।
  • ভারত ২০২২ সালের ডিসেম্বরে G20 সভাপতিত্ব গ্রহণ করতে প্রস্তুত এবং ২০২৩ সালে নয়াদিল্লিতে পরবর্তী শীর্ষ সম্মেলন আয়োজন করবে।

২. সম্প্রতি প্রকাশিত ‘IIFL Wealth Hurun India 40 and Under Self-Made Rich List 2022’-এর শীর্ষে কে রয়েছেন?

(A) ভাবীশ আগরওয়াল
(B) নিখিল কামাথ
(C) মনীশ গোয়েল
(D) শ্রেয়া বাজাজ

উত্তর
(B) নিখিল কামাথ

  • Zerodha-এর কো-ফাউন্ডার নিখিল কামাথের মোট সম্পত্তির পরিমাণ ১৭,৫০০ কোটি টাকা।
  • Ola এর প্রতিষ্ঠাতা ভবিশ আগরওয়াল এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন (মোট সম্পত্তি ১১,৭০০ কোটি টাকা)।
  • ২৮শে সেপ্টেম্বর ২০২২-এ প্রকাশিত এই তালিকায় ৪০ বছর বা তার কম বয়সী স্ব-নির্মিত ভারতীয় উদ্যোক্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।

৩. গুজরাটের আহমেদাবাদে ৩৬তম ন্যাশনাল গেমসে পুরুষদের র‌্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে সম্প্রতি কে স্বর্ণপদক জিতেছেন?

(A) অনীশ
(B) সতীশ গুপ্ত
(C) গুরমিত
(D) অঙ্কুর গয়াল

উত্তর
(A) অনীশ

  • ৩৬তম ন্যাশনাল গেমসে, হরিয়ানার অনীশ ৩০শে সেপ্টেম্বর ২০২২-এ গুজরাটের আহমেদাবাদে পুরুষদের র‌্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন।
  • উত্তরাখণ্ডের অঙ্কুর গোয়াল এবং পাঞ্জাবের গুরমিত যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জ জিতেছেন।
  • পুরুষদের ১৫০০ মিটার দৌড়ে পারভেজ খান স্বর্ণপদক জিতেছেন।
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৯শে সেপ্টেম্বর ২০২২এ গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৩৬তম জাতীয় গেমসের উদ্বোধন করেছিলেন।

৪. গান্ধীনগরে ৩৬তম ন্যাশনাল গেমসে মহিলাদের ৪৯ কেজি ভারোত্তোলনের বিভাগে সম্প্রতি কে সোনা জিতেছেন?

(A) কর্ণম মল্লেশ্বর
(B) কুঞ্জরানী দেবী
(C) মীরাবাই চানু
(D) রেনু বালা চানু

উত্তর
(C) মীরাবাই চানু

  • ভারতীয় ভারোত্তোলক মীরাবাই চানু ৩০শে সেপ্টেম্বর ২০২২-এ গান্ধীনগরে ৩৬ তম ন্যাশনাল গেমসে মহিলাদের ৪৯ কেজি বিভাগে সোনা জিতেছেন।
  • মীরাবাই তার মণিপুরের প্রতিদ্বন্দ্বী সঞ্জিতা চানুকে পরাজিত করেছেন।

৫. কোন দিনটিকে বিশ্ব নিরামিষ দিবস হিসেবে পালন করা হয়?

(A) ১২ই জুলাই
(B) ১লা অক্টোবর
(C) ৩০শে সেপ্টেম্বর
(D) ১৯শে আগস্ট

উত্তর
(B) ১লা অক্টোবর

  • প্রতি বছর ১লা অক্টোবর, বিশ্ব নিরামিষ দিবস পালন করা হয়।
  • লক্ষ্য: নিরামিষ খাওয়ার পরিবেশগত এবং স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা।
  • এই দিনটি ১৯৭৭ সালে নর্থ আমেরিকান ভেজিটেরিয়ান সোসাইটি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং ১৯৭৮ সালে International Vegetarian Union এটিকে আরও সমর্থন করেছিল।
  • অক্টোবরকে নিরামিষ সচেতনতা মাস হিসাবেও পালন করা হয়।

৬. সম্প্রতি প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইনডেক্সে ভারতের স্থান কত?

(A) ৩০তম
(B) দশম
(C) ২০তম
(D) ৪০তম

উত্তর
(D) ৪০তম

  • জেনেভা-ভিত্তিক ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের একটি প্রতিবেদন অনুসারে, ভারত গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২২-এ ৪০ তম অবস্থানে উঠে এসেছে।
  • টানা ১২ তম বছর র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড।
  • সূচকটি ২০০৭ সালে শুরু হয়েছিল।

৭. “টাইম ম্যাগাজিনের ১০০ জন উদীয়মান লিডারের তালিকায়” একমাত্র ভারতীয় হিসাবে কাকে স্থান দেওয়া হয়েছে?

(A) যশ দাহিয়া
(B) আকাশ আম্বানি
(C) অবনীশ গ্রোভার
(D) রাহুল বাজাজ

উত্তর
(B) আকাশ আম্বানি

  • ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা Jio-এর প্রধান আকাশ আম্বানি, টাইম ম্যাগাজিনের ১০০ জন উদীয়মান লিডারের তালিকায় একমাত্র ভারতীয় হিসাবে স্থান পেয়েছেন।
  • ২৮শে জুন ২০২২-এ, আকাশ আম্বানি রিলায়েন্স Jio-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

৮. কোন জায়গায়, আদানি গ্রীন এনার্জি লিমিটেড (AGEL) সম্প্রতি বিশ্বের বৃহত্তম বায়ু-সৌর হাইব্রিড বিদ্যুৎ কেন্দ্র চালু করেছে?

(A) জয়সলমীর
(B) যোধপুর
(C) জয়পুর
(D) গান্ধীনগর

উত্তর
(A) জয়সলমীর

  • আদানি গ্রীন এনার্জি লিমিটেড (AGEL) ২৯শে সেপ্টেম্বর ২০২২-এ রাজস্থানের জয়সালমীরে বিশ্বের বৃহত্তম বায়ু-সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করেছে।
  • এই প্রকল্পে ৬০০ মেগাওয়াট সোলার এবং ১৫০ মেগাওয়াট উইন্ড প্ল্যান্ট রয়েছে।
  • এর সাথে, AGEL-এর এখন মোট অপারেশনাল উৎপাদন ক্ষমতা ৬.৭ GW।

৯. কোন দিনটিতে প্রতিবছর ‘আন্তর্জাতিক অনুবাদ দিবস’ পালন করা হয়?

(A) ৩০শে সেপ্টেম্বর
(B) ২০শে অক্টোবর
(C) ২৫শে সেপ্টেম্বর
(D) ১লা অক্টোবর

উত্তর
(A) ৩০শে সেপ্টেম্বর

  • অনুবাদ পেশা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে প্রতি বছর ৩০শে সেপ্টেম্বর আন্তর্জাতিক অনুবাদ দিবস পালন করা হয়।
  • ২৪শে মে ২০১৭ তে জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিবসটি ঘোষণা করে।
  • ২০২২ সালের থিম: ‘A World Without Barriers’

১০. ভারতের কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম জঙ্গল সাফারি পার্ক গড়ে উঠবে?

(A) মহারাষ্ট্র
(B) হরিয়ানা
(C) গোয়া
(D) উত্তর প্রদেশ

উত্তর
(B) হরিয়ানা

  • হরিয়ানায় বিশ্বের বৃহত্তম সাফারি পার্ক তৈরি করা হবে।
  • হরিয়ানা আরাবল্লী রেঞ্জে বিশ্বের বৃহত্তম জঙ্গল সাফারি পার্কটি তৈরি করবে, রাজ্য সরকার।
  • ১০,০০০ একরের সাফারি পার্কটি গুরুগ্রাম এবং নুহ জেলাগুলিকে কভার করবে।
  • প্রকল্প পরিচালনার জন্য আরাবল্লী ফাউন্ডেশনও স্থাপন করা হবে।
  • বর্তমানে, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ সাফারি পার্ক (প্রায় ২,০০০ একর এলাকা জুড়ে রয়েছে) আফ্রিকার বাইরে বৃহত্তম কিউরেটেড সাফারি পার্ক।

১১. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১লা অক্টোবর ২০২২ কোন শহরে 5G পরিষেবা চালু করলেন?

(A) নতুন দিল্লি
(B) গান্ধীনগর
(C) চেন্নাই
(D) পুনে

উত্তর
(A) নতুন দিল্লি

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১লা অক্টোবর ২০২২এ নয়াদিল্লিতে 5G পরিষেবা চালু করেছেন।
  • সরকার দুই বছরের মধ্যে পুরো দেশকে 5G পরিষেবা দিয়ে কভার করার ঘোষণা করেছে।

১২. নয়াদিল্লিতে ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘সোরারাই পোত্রু’-র জন্য সম্প্রতি কে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন?

(A) অদিতি শঙ্কর
(B) অনুশ্রী নায়ার
(C) অপর্ণা বালামুরালি
(D) পবিত্র লোকেশ

উত্তর
(C) অপর্ণা বালামুরালি

  • রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৩০শে সেপ্টেম্বর ২০২২ এ নয়াদিল্লিতে ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করলেন।
  • ২০২০ সালের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয় অভিনেত্রী আশা পারেখকে।
  • সেরা ফিচার ফিল্মের পুরস্কার পেয়েছে তামিল ছবি সুরারাই পোত্রু।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button