Current AffairsMonthly Current Affairs

কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২১ pdf । সাম্প্রতিকী

Current Affairs - March 2021 - PDF

১০১. ‘জাতীয় টিকাকরণ দিবস’ প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ১৫ মার্চ
(B) ১৬ মার্চ
(C) ১৭ মার্চ
(D) ১৮ মার্চ

উত্তর :
(B) ১৬ মার্চ
এই দিনে ১৯৯৫ সালে প্রথম পোলিও ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছিল।

১০২. মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নী জেনারেল হিসাবে নিযুক্ত হলেন –

(A) Joseph seng
(B) Wilson Federar
(C) Monty Wilkinson
(D) Merrick Garland

উত্তর :
(D) Merrick Garland
মার্কিন যুক্তরাষ্ট্রের ৮৬তম অ্যাটর্নী জেনারেল হিসাবে নিযুক্ত হলেন Merrick Garland ।

১০৩. ভারতের প্রথম তলোয়ারবাজ (fencer ) হিসেবে অলিপিকে কোয়ালিফাই করলেন কে ?

(A) বামা দেবী
(B) ভবানী দেবী
(C) মনিকা বাত্রা
(D) সাগর লাগু

উত্তর :
(B) ভবানী দেবী
২০২১ সালের টোকিও অলিম্পিকে কোয়ালিফাই করেছেন ভবানী দেবী।

১০৪. সম্প্রতি প্রয়াত চেমানচেরী কুনহীরামন নাইয়ার, কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন?

(A) ভারতনাট্যম
(B) কত্থক
(C) মনিপুরি
(D) কথাকলি

উত্তর :
(D) কথাকলি
প্রখ্যাত কথাকলি নৃত্যশিল্পী চেমানচেরী কুনহীরামন নাইয়ার ১০৫ বছর বয়সে সম্প্রতি প্রয়াত হয়েছেন ।

১০৫. সামুদ্রিক প্লাস্টিক বর্জ্য দিয়ে কম্পিউটার বানালো কোন কোম্পানি ?

(A) Lenovo
(B) HP
(C) Apple Inc.
(D) Microsoft

উত্তর :
(B) HP
HP-এর হেডকোয়ার্টার- ক্যালিফোর্নিয়া, প্রতিষ্ঠিত – ১৯৩৯ সালের ১লা জানুয়ারী

১০৬. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান উপদেষ্টার পদ থেকে সম্প্রতি পদত্যাগ করলেন –

(A) পি.কে. সিনহা
(B) প্রশান্ত কিশোর
(C) মনোজ সিনহা
(D) বি.কে. রায়

উত্তর :
(A) পি.কে. সিনহা
নরেন্দ্র মোদির প্রধান উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিলেন পি কে সিনহা। জানালেন, ‘‌ব্যক্তিগত’‌ কারণেই এই সিদ্ধান্ত।‌
২০১৯ সালে এই প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদটি তৈরি হয়।

১০৭. JCB Prize 2020-এর জন্য মনোনীত হওয়া ‘Undertow’ শিরোনামে বইটি লিখেছেন –

(A) জাহ্নবী বড়ুয়া
(B) অরুন্ধতী রায়
(C) গৌরী মিত্র
(D) ঝুম্পা লাহিড়ি

উত্তর :
(A) জাহ্নবী বড়ুয়া
জাহ্নবী বড়ুয়া আসামের একজন স্বনামধন্য লেখিকা। তিনি বর্তমানে কর্ণাটকের বেঙ্গালুরুতে থাকেন। গুয়াহাটি মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেছিলেন তিনি।

১০৮. ‘2020 World Air Quality Report’ অনুযায়ী বিশ্বের সবথেকে দূষিত শহর কোনটি?

(A) সিনজিয়াং
(B) দিল্লি
(C) টোকিও
(D) গুরগাওঁ

উত্তর :
(A) সিনজিয়াং
চীনের সিনজিয়াং বিশ্বের সবচেয়ে দূষিত শহর । বিশ্বের ৪০ টি সবচেয়ে দূষিত শহরের মধ্যে ৩৭টি রয়েছে এশিয়াতে।

১০৯. মহাকাশে নজর রাখতে বিশ্বের গভীরতম হ্রদ বৈকালের গভীরে প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে একটি টেলিস্কোপ স্থাপন করেছে কোন দেশ ?

(A) চীন
(B) রাশিয়া
(C) মার্কিন যুক্তরাষ্ট্র
(D) ভারত

উত্তর :
(B) রাশিয়া
মহাকাশে নজর রাখতে বিশ্বের গভীরতম হ্রদ বৈকালের গভীরে প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে টেলিস্কোপ বসিয়েছে রাশিয়া। এই কাজ শুরু হয়েছিল ২০১৫ সালে। টেলিস্কোপটির নাম ‘বইকাল-জিভিডি’। টেলিস্কোপটিকে বৈকালের অতলান্ত জলের গভীরে ‘নিউট্রিনো’ নামের একটি ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা খোঁজার জন্য বসানো হয়েছে।

১১০. TIME ম্যাগাজিনের কভারে স্থান পাওয়া প্রথম রূপান্তরকামী ব্যক্তি হলেন –

(A) Elliot Page
(B) Laverne Cox
(C) Amard ledge
(D) Leo Pill

উত্তর :
(A) Elliot Page
অস্কার-মনোনীত অভিনেতা এলিয়ট পেজ প্রথম রূপান্তরকামী অভিনেতা যিনি টাইমস ম্যাগাজিনের কভার পেজে স্থান পেলেন।

১১১. আত্মজৈবনিক রচনা ‘একা একা একাশি’-র জন্য ২০২০-র সাহিত্য অ্যাকাদেমি পুরস্কার পেলেন কে ?

(A) প্রচেত গুপ্ত
(B) সমৃদ্ধ মজুমদার
(C) শংকর
(D) ব্রজেশ দাস

উত্তর :
(C) শংকর
২০২০-র সাহিত্য অকাদেমি পুরস্কার পেলেন শংকর। তাঁর আত্মজৈবনিক রচনা ‘একা একা একাশি’-র জন্য ওই পুরস্কার দেওয়া হচ্ছে। আসল নাম মণিশংকর মুখোপাধ্যায়। তবে শংকর নামেই তাঁর পরিচিতি। জন্ম ১৯৩৩ সালে। ‘চরণ ছুঁয়ে যাই’, ‘আশা-আকাঙ্খা’, ‘একদিন হঠাৎ’, ‘মানবসাগর তীরে’, ‘নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি’, ‘কত অজানারে’-সহ তাঁর বহু জনপ্রিয় গ্রন্থ রয়েছে। শংকরের ‘চৌরঙ্গী’ উপন্যাস নিয়ে সিনেমা হয়েছে।
একই সঙ্গে বাংলা কিশোর সাহিত্যে ২০২০ সালের অকাদেমি পুরস্কার পেলেন প্রচেত গুপ্ত।

১১২. প্রথম মুসলিম অভিনেতা হিসেবে অস্কারের জন্য নমিনেটেড হলেন –

(A) রিজ আহমেদ
(B) ইমরান মালিক
(C) পারভেজ আলম
(D) নাভিদ রেজওয়ান

উত্তর :
(A) রিজ আহমেদ
প্রথম মুসলিম অভিনেতা হিসেবে অস্কারের জন্য নমিনেটেড হলেন রিজ আহমেদ | রিজওয়ান আহমেদ একজন ইংরেজ অভিনেতা, রাপার এবং পাকিস্তানি বংশোদ্ভূত কর্মী।

১১৩. সম্প্রতি পদত্যাগ করেছেন সিজার সেনগুপ্ত। তিনি কোন সংস্থার ভাইস প্রেসিডেন্ট ছিলেন ?

(A) Microsoft
(B) Google
(C) Adobe
(D) Infosys

উত্তর :
(B) Google
১৫ বছর পরে গুগল থেকে পদত্যাগ করলেন সিজার সেনগুপ্ত । তিনি গুগল -এর ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

১১৪. ২০২১ সালের ২১শে মার্চ সংযুক্ত আরব আমিরাতের আল আইনতে প্যারা শ্যুটিং বিশ্বকাপে কে স্বর্ণপদক জিতলেন ?

(A) মুরলিকান্ত পেটকার
(B) সিংরাজ
(C) ভীমরাও কেশারকর
(D) গিরিশা নাগারাজেগৌদা

উত্তর :
(B) সিংরাজ
প্যারা শ্যুটিং বিশ্বকাপে সোনা জিতলেন ভারতের সিংরাজ। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল এসএইচওয়ান ফাইনালে প্রথম হন তিনি।

১১৫. অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ পুরুষদের খেতাব কে জিতলেন ?

(A) লিউ ড্যারেন
(B) লি জি জিয়া
(C) চেইম জুন ওয়েই
(D) সুং জু ভেন

উত্তর :
(B) লি জি জিয়া
ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসনকে ফাইনালে ৩০-২৯, ২০-২২ ও ২১-৯ সেটে পরাজিত করেন লি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন ট্যুইটে ‘জাতীয় নায়ক’-এর আখ্যা দেন লি-কে।

১১৬. ২০২১ সালের মার্চ মাসে মার্কিন সেনেট প্রেসিডেন্ট বাইডেনের সার্জন জেনারেল হিসেবে কাকে ভোট দিয়েছে ?

(A) আব্বাস আখিল
(B) বিবেক মূর্তি
(C) অ্যালিস চেন
(D) জেরোম অ্যাডামস

উত্তর :
(B) বিবেক মূর্তি
জনস্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্তার পদে এক ভারতীয় চিকিৎসককে নিয়োগ করল আমেরিকার জো-বাইডেন প্রশাসন। আমেরিকা নিবাসী ভারতীয় বংশোদ্ভূত ওই চিকিৎসকের নাম বিবেক মূর্তি। এর আগে ওবামা প্রশাসনেও জনস্বাস্থ্য বিভাগের শীর্ষ আধিকারিক ছিলেন তিনি।

১১৭. সম্প্রতি কবে মুক্তিযোদ্ধা ও সমাজতান্ত্রিক নেতা ডঃ রাম মনোহর লোহিয়ার জন্মবার্ষিকী পালন করা হলো ?

(A) ২৫ মার্চ
(B) ২৯ মার্চ
(C) ২১ মার্চ
(D) ২৩ মার্চ

উত্তর :
(D) ২৩ মার্চ
১৯১০ সালের ২৩শে মার্চ মুক্তিযোদ্ধা ও সমাজতান্ত্রিক নেতা ডঃ রাম মনোহর লোহিয়া জন্মগ্রহণ করেছিলেন ।

১১৮. কোন দিনটিতে সম্প্রতি মহান কর্ণাটকি সংগীতশিল্পী মুথুস্বামী দীক্ষিতার -এর জন্মবার্ষিকী পালন করা হলো ?

(A) ২১ মার্চ
(B) ২৪ মার্চ
(C) ২৩ মার্চ
(D) ২৮ মার্চ

উত্তর :
(B) ২৪ মার্চ
১৭৭৫ সালের ২৪শে মার্চ তামিলনাড়ুর থাঞ্জাভুরে জন্মগ্রহণ করেছিলেন মুথুস্বামী দীক্ষিতার।

১১৯. বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে কে ‘মৈত্রী’ নামক একটি নতুন রাগ রচনা করেছেন?

(A) বিক্রম ঘোষ
(B) জ্ঞান প্রকাশ ঘোষ
(C) অজয় চক্রবর্তী
(D) সুলতান খান

উত্তর :
(C) অজয় চক্রবর্তী
অজয় চক্রবর্তী এই রাগটি রচনা করেছেন ।

১২০. ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত কোন দেশে কোভিড -১৯ এ মোট মৃত্যুর সংখ্যা ৩ লক্ষ অতিক্রম করলো এবং সেই দেশ কোভিড -১৯ এর কারণে মৃতের সংখ্যার ভিত্তিতে দ্বিতীয় স্থানে চলে এলো ?

(A) ব্রাজিল
(B) মেক্সিকো
(C) কানাডা
(D) রাশিয়া

উত্তর :
(A) ব্রাজিল
এর আগে আমেরিকাতে কোভিড -১৯ এর কারণে মৃতের সংখ্যা ৩ লক্ষ ছড়িয়েছিলো ২০২০ সালের ডিসেম্বর মাসে।
ব্রাজিল:
রাজধানী – ব্রাসিলিয়া।
মুদ্রা – ব্রাজিলিয়ান রিয়াল ।
রাষ্ট্রপতি – জায়ের বলসোনারো।
জাতীয় ক্রীড়া – ফুটবল

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8Next page
Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button