Current AffairsMonthly Current Affairs

কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২১ pdf । সাম্প্রতিকী

Current Affairs - March 2021 - PDF

৬১. স্যামসাং ইলেকট্রনিক্স কোন শহরে সম্প্রতি একটি  একটি উদ্ভাবনী ল্যাব ( innovation lab ) স্থাপন করেছে?

(A) হায়দ্রাবাদ
(B) চেন্নাই
(C) দিল্লি
(D) সুরাট

উত্তর :
(C) দিল্লি

দিল্লিতে স্যামসাং ইলেকট্রনিক্স  একটি ইনোভেশন ল্যাব প্রতিষ্ঠা করেছে ।


৬২. আমেরিকান টাওয়ার কর্পোরেশন কাকে এশিয়া প্যাসিফিকের নতুন প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত করেছে ?

(A) অমিত শর্মা
(B) সঞ্জয় গোয়েল
(C) ওম বিরলা
(D) তুষার মেহতা

উত্তর :
(B) সঞ্জয় গোয়েল

সঞ্জয় গোয়েল ১৬ই মার্চ এই দায়িত্ব নিতে চলেছে। তিনি অমিত শর্মার স্থলাভিষিক্ত হলেন ।


৬৩. ভারতের কোন রাজ্য প্রতিদিন এক লক্ষ প্রবীণ নাগরিককে টিকা দেওয়ার লক্ষ্য নিয়েছে?

(A) কর্ণাটক
(B) ওড়িশা
(C) মহারাষ্ট্র
(D) গোয়া

উত্তর :
(B) ওড়িশা

ওড়িশা

  • রাজধানী: ভুবনেশ্বর
  • মুখ্যমন্ত্রী: নবীন পট্টনায়েক
  • রাজ্যপাল: গণেশজি লাল

৬৪. ১২ই মার্চ ২০২১ সালে প্রধানমন্ত্রী মোদী কোন মহান সমাজসেবীর জন্মবার্ষিকীর প্রাক্কালে তাঁকে শ্রদ্ধা নিবেদন করলেন ?

(A) আইয়া বৈকুন্দর স্বামীকাল
(B) রাধাকমল মুখোপাধ্যায়
(C) জি.এস ঘুরিয়ে
(D) এ আর দেশাই

উত্তর :
(A) আইয়া বৈকুন্দর স্বামীকাল

আইয়া বৈকুন্দর,  শিব নারায়ণ বা বৈকুন্দ স্বামী নামেও পরিচিত।


৬৫. প্রধান নির্বাহী কর্মকর্তাদের একটি বৈশ্বিক সমীক্ষা অনুসারে, সবচেয়ে আকর্ষণীয় বৃদ্ধির গন্তব্যস্থান (most attractive growth destination ) হিসেবে ভারতের র‌্যাঙ্ক কত ?

(A)
(B)
(C)
(D) ১১

উত্তর :
(C)

শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় স্থানে রয়েছে চীন । ভারত রয়েছে ষষ্ঠ স্থানে ।


৬৬. বিশ্ব বিখ্যাত স্বর্ণিম আন্তর্জাতিক শিবরাত্রি মেলা ভারতের কোন রাজ্যে ১২ই মার্চ শুরু হয়েছিল?

(A) উত্তর প্রদেশ
(B) মধ্য প্রদেশ
(C) মহারাষ্ট্র
(D) হিমাচল প্রদেশ

উত্তর :
(D) হিমাচল প্রদেশ

হিমাচল প্রদেশ

  • রাজধানী: সিমলা
  • মুখ্যমন্ত্রী: এল নারায়ণ স্বামী
  • রাজ্যপাল: বান্দারু দত্তাত্রেয়

৬৭. রাওয়ালপিন্ডির বিখ্যাত KRL স্টেডিয়ামটির নাম বদলে নতুন নাম রাখা হয়েছে বিখ্যাত ক্রিকেটারের নামে ?

(A) জাহির আব্বাস
(B) শোয়েব আখতার
(C) ওয়াসিম রাজা
(D) আনোয়ার হুসেন

উত্তর :
(B) শোয়েব আখতার

শোয়েব আখতার রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে পরিচিত ।


৬৮. MGNREGA এর  অধীনে কোন রাজ্য কর্মসংস্থান দেওয়ার ক্ষেত্রে দেশে প্রথম স্থান অর্জন করেছে?

(A) মহারাষ্ট্র
(B) ছত্তিসগড়
(C) মধ্য প্রদেশ
(D) উত্তর প্রদেশ

উত্তর :
(B) ছত্তিসগড়

শীর্ষে রয়েছে ছত্তিসগড় । পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে । আসাম ও বিহার যুগ্ম ভাবে দ্বিতীয় স্থানে রয়েছে ।


৬৯. ভারতের কোন রাজ্য WHO-এর “ডাক্তার-জনসংখ্যা অনুপাত (doctor-population ratio ) প্রায় পূরণ করে ফেলেছে ?

(A) মধ্য প্রদেশ
(B) ছত্তিসগড়
(C) বিহার
(D) উত্তর প্রদেশ

উত্তর :
(C) বিহার

WHO এর  নিয়মাবলী অনুসারে, প্রতি এক হাজার লোকের জন্য একজন করে ডাক্তার থাকা উচিত।

এই মানদণ্ডটি পূরণের জন্য বিহার রাজ্যে ১.২০ লক্ষ ডাক্তার থাকা উচিত। বিহারে মোট ডাক্তারের সংখ্যা প্রায় ১.১৯ লক্ষ ।


৭০. কোন IIT ইনস্টিটিউট শিক্ষার্থী এবং তাদের পরিবারের কাছ থেকে সম্প্রতি ২.২৫ কোটি টাকা অনুদান পেয়েছে?

(A) IIT কানপুর
(B) IIT খড়গপুর
(C) IIT মাদ্রাজ
(D) IIT বোম্বাই

উত্তর :
(B) IIT খড়গপুর

এই সাহায্যগুলি বিভিন্ন বিভাগের স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের সহায়তা করার জন্য ব্যবহৃত হবে।


৭১. ভারতের প্রথম সেন্ট্রালাইজড AC রেল টার্মিনালটি শীঘ্রই কোন শহরে শুরু হতে চলেছে ?

(A) ভোপাল
(B) বেঙ্গালুরু
(C) মুম্বাই
(D) চেন্নাই

উত্তর :
(B) বেঙ্গালুরু

প্রায় ৩১৪ কোটি টাকা ব্যয়ে বেঙ্গালুরুতে দেশের প্রথম  সেন্ট্রালাইজড AC রেল টার্মিনালটি তৈরী করা হবে ।


৭২. ২০২১ সালের মধ্যে কোন দেশ তার জনসংখ্যার ৮০% কে টিকা দেওয়ার লক্ষ্য নিয়েছে?

(A) ভারত
(B) আমেরিকা
(C) রাশিয়া
(D) চীন

উত্তর :
(D) চীন

৭৩. গ্র্যামি পুরষ্কারে ২৮ বার সম্মানিত হয়ে গ্র্যামি ইতিহাসে সর্বাধিক সম্মানিত মহিলা শিল্পী হিসেবে কে নিজের স্থান করে নিলেন ?

(A) কেলি রোল্যান্ড
(B) বিয়োন্সি
(C) লেডি গাগা
(D) টিনা নোলস

উত্তর :
(B) বিয়োন্সি

বিয়োন্সি তার ২৮তম জয়ের সাথে গ্র্যামি ইতিহাসের সর্বাধিক সম্মানিত মহিলা শিল্পী হয়ে উঠেছেন। এই বছর তিনি ‘Savage’ এবং ‘Black Parade’ এর জন্য সম্মানিত হয়েছেন।

দেখে নাও গ্রামী পুরস্কার ২০২১ সম্পর্কিত বিস্তারিত তথ্য – Click Here 


৭৪. ৬৩তম গ্র্যামি পুরষ্কারে, তাঁর লকডাউন অ্যালবাম ‘Folklore’ এর জন্য কে ‘বছরের সেরা অ্যালবাম’ পুরস্কার জিতে নিলেন ?

(A) জিগি হাদিদ
(B) বিলি এলিশ
(C) লেডি গাগা
(D) টেইলর সুইফ্ট

উত্তর :
(D) টেইলর সুইফ্ট

টেইলর সুইফ্ট তাঁর লকডাউন অ্যালবাম ‘Folklore’ এর জন্য ৬৩তম গ্র্যামি পুরষ্কারে ‘বছরের সেরা অ্যালবাম’ পুরস্কার জিতে নিলেন ।

দেখে নাও গ্রামী পুরস্কার ২০২১ সম্পর্কিত বিস্তারিত তথ্য – Click Here 


৭৫. ২০২১ সালে বিশ্ব উপভোক্তা অধিকার দিবস (World Consumer Rights Day ) এর থিম কি ছিল ?

(A) Tackle Plastic Pollution
(B) Trusted Smart Products
(C) The Sustainable Consumer
(D) Making digital marketplaces fairer

উত্তর :
(A) Tackle Plastic Pollution

১৯৮৩ সাল থেকে প্রতিবছর ১৫ই মার্চ বিশ্ব উপভোক্তা অধিকার দিবস (World Consumer Rights Day ) পালন করা হয় ।


৭৬. মার্ভেলাস মার্ভিন হাগলার ২০২১ সালের মার্চ মাসে প্রয়াত হয়েছেন। তিনি নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত ছিলেন?

(A) দাবা
(B) বক্সিং
(C) ক্রিকেট
(D) টেনিস

উত্তর :
(B) বক্সিং

কিংবদন্তি বক্সার মার্ভেলিয়াস মার্ভিন হাগলার ২০২১ সালের ১৩ই মার্চ, ৬৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন । বক্সিং ক্যারিয়ারে মার্ভেলিয়াস মার্ভিন হাগলার ৬২ জয়, দুটি ড্র ও ৩টি খেলায় পরাজিত হন।


৭৭. টি-টোয়েন্টি ইন্টারন্যাশনালে তিন হাজার রান করা প্রথম ব্যাটসম্যান কে?

(A) অজিঙ্কা রাহানে
(B) রবীন্দ্র জাদেজা
(C) ঋষভ পান্ত
(D) বিরাট কোহলি

উত্তর :
(D) বিরাট কোহলি

৮৭ টি-টোয়েন্টি ইন্টারন্যাশনালে ম্যাচ খেলে কোহলি ৩০০১ রান করেছেন। ২০২১ সালের ১৪ই মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি-আন্তর্জাতিক চলাকালীন কোহলি এই মাইলফলক অর্জন করেছেন ।


৭৮. ২০২১ সালের মার্চে নিম্নলিখিত কোন রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলে চিনার দিবস উদযাপিত হলো ?

(A) পাঞ্জাব
(B) জম্মু ও কাশ্মীর
(C) বিহার
(D) লাদাখ

উত্তর :
(B) জম্মু ও কাশ্মীর

শ্রীনগরের বনবিভাগ শের-ই-কাশ্মীর কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- এর শুহামা ক্যাম্পাসে চিনার চারা রোপনের মাধ্যমে এই উৎসব শুরু করেছে।


৭৯. ২০২১ সালের মার্চ মাসে কোন দেশ সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা করোনাভাইরাস ভ্যাকসিন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে ?

(A) জাপান
(B) নেদারল্যান্ড
(C) ইন্দোনেশিয়া
(D) ফিনল্যান্ড

উত্তর :
(B) নেদারল্যান্ড

ডেনমার্ক, নরওয়ে, বুলগেরিয়া, আইসল্যান্ড এবং থাইল্যান্ড ইতিমধ্যে তাদের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন ব্যবহার বন্ধ করে দিয়েছে।

নেদারল্যান্ড:

  •     রাজধানী – আমস্টারডাম
  •     মুদ্রা – নেদারল্যান্ডস অ্যান্টিলিয়ান গিল্ডার।
  •     প্রধানমন্ত্রী – মার্ক রুট।

৮০. জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির সরকার (সংশোধনী) বিল ২০২১ (National Capital Territory of Delhi (Amendment) Bill 2021 )  লোকসভায় কে উত্থাপন করলেন ?

(A) কে টি রমা রাও
(B) নিত্যানন্দ রায়
(C) সঞ্জয় কুমার
(D) জি. কিশান রেড্ডি

উত্তর :
(D) জি. কিশান রেড্ডি

জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির সরকার (সংশোধনী) বিল ১৫ই  মার্চ লোকসভায় উপস্থাপিত হয়েছিল।  স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, জি কিশান রেড্ডি বিলটি লোকসভায় উত্থাপন  করেছিলেন যা ১৯৯১ সালের জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি আইনকে সংশোধন করার কথা উল্লেখ করেছে ।


To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8Next page
Telegram

Related Articles

Back to top button