Current AffairsMonthly Current Affairs

কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২১ pdf । সাম্প্রতিকী

Current Affairs - March 2021 - PDF

৪১. Apple Inc. শীঘ্রই মেড ইন ইন ইন্ডিয়া  iPhone 12 তৈরি করতে চলেছে । এই  iPhone 12 কোন রাজ্যের হুন হাই প্রিসিশন ইন্ডাস্ট্রি (Foxconn) ফেসিলিটিতে তৈরী করা হবে ?

(A) তামিলনাড়ু
(B) কর্ণাটক
(C) কেরালা
(D) মহারাষ্ট্র

উত্তর :
(A) তামিলনাড়ু

তামিলনাড়ুর হুন হাই প্রিসিশন ইন্ডাস্ট্রি (Foxconn) ফেসিলিটিতে মেড ইন ইন ইন্ডিয়া  iPhone 12 তৈরি করা হবে।


৪২. আন্তর্জাতিক মহিলা দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ১০ই মার্চ
(B) ৮ই মার্চ
(C) ২৩শে জানুয়ারি
(D) ৮ই এপ্রিল

উত্তর :
(B) ৮ই মার্চ

আন্তর্জাতিক নারী দিবস ( পূর্বনাম আন্তর্জাতিক কর্মজীবী নারী দিবস) প্রতি বছর মার্চ মাসের ৮ তারিখে পালিত হয়।


৪৩. আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে কোন রাজ্য এক লক্ষ নারীকে করোনা ভাইরাস  টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে?

(A) উত্তরাখণ্ড
(B) বিহার
(C) ঝাড়খণ্ড
(D) হিমাচল প্রদেশ

উত্তর :
(B) বিহার

বিহার সরকার আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে  এক লক্ষ নারীকে করোনা ভাইরাস টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।


৪৪. কে ২০২১ সালের মার্চ মাসে বেসেলে BWF Swiss Open Super 300  এ মহিলা একক আসরের ফাইনালে রৌপ্য পদক অর্জন করেছেন ?

(A) অস্মিতা চালিহা
(B) পিভি সিন্ধু
(C) সাইনা নেহওয়াল
(D) ঋতুপর্ণা দাস

উত্তর :
(B) পিভি সিন্ধু

ক্যারোলিনা মার্লিন কে হারিয়ে পিভি সিন্ধু এই টুর্নামেন্টে রৌপ্য পদক অর্জন করেছেন ।


৪৫. নেপালের প্রধানমন্ত্রীর ২০২১ সালের মার্চ মাসে ভারত-নির্মিত কোভিড -19 ভ্যাকসিন Covishield এর প্রথম ডোজ নিয়েছেন।  নেপালের বর্তমান প্রধানমন্ত্রী কে?

(A) বাবুরাম ভট্টরাই
(B) রাধিকা শাক্য
(C) বিদ্যা দেবী ভান্ডারী
(D) কেপি শর্মা অলি

উত্তর :
(D) কেপি শর্মা অলি

নেপাল:

  •     রাজধানী – কাঠমান্ডু।
  •     মুদ্রা – নেপালি রুপী।
  •     রাষ্ট্রপতি – বিদ্যা দেবী ভান্ডারী।
  •     প্রধানমন্ত্রী – কেপি শর্মা অলি।

৪৬. বিশ্বের সবচেয়ে দামি ওষুধ জোলজেনসমা  (Zolgensma ) এর প্রতিটি ডোজের মূল্য কত ?

(A) ১৮ কোটি টাকা
(B) ১৬ কোটি টাকা
(C) ১৪ কোটি টাকা
(D) ২০ কোটি টাকা

উত্তর :
(A) ১৮ কোটি টাকা

মেরুদণ্ডের পেশী অ্যাট্রফির চিকিত্সার জন্য ব্যবহৃত ওষুধ হল জোলজেনসমা।


৪৭. কোন রাজ্যের বাজেটে জেন্ডার বাজেট ধারণাটি সর্বপ্রথম নিয়ে আসা হলো ?

(A) কর্ণাটক
(B) অন্ধ্র প্রদেশ
(C) তেলেঙ্গানা
(D) কেরালা

উত্তর :
(B) অন্ধ্র প্রদেশ

অন্ধ্র প্রদেশ:

  •     মুখ্যমন্ত্রী – ওয়াই এস জগমনমোহন রেড্ডি।
  •     রাজ্যপাল – বিশ্বভূষণ হরিচন্দন।
  •     জেলার সংখ্যা – ১৩ টি।

৪৮. ২০২১ সালের ৮ই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আশা ও অঙ্গনওয়াড়ি স্বেচ্ছাসেবীদের জন্য ১০,০০০ টাকা করে  দেবার কথা ঘোষণা করেছেন ?

(A) হরিয়ানা
(B) উত্তরাখণ্ড
(C) হিমাচল প্রদেশ
(D) রাজস্থান

উত্তর :
(B) উত্তরাখণ্ড

২০২১ সালের ৮ ই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াত আশা ও অঙ্গনবাদী স্বেচ্ছাসেবীদের জন্য প্রত্যেককে ১০,০০০ টাকা দেওয়ার ঘোষণা করেছেন ।


৪৯. উদ্ভিদ ভিত্তিক পুষ্টি ব্র্যান্ড OZiva এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কে সম্প্রতি নিযুক্ত হয়েছেন ?

(A) অনুষ্কা শর্মা
(B) ক্যাটরিনা কাইফ
(C) প্রিয়ঙ্কা চোপড়া
(D) দীপিকা পাড়ুকোন

উত্তর :
(D) দীপিকা পাড়ুকোন

 দেখে নাও বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তালিকা  – Click Here 


৫০. কোন রাজ্য, রাজ্য জুড়ে আয়ুষ্মান ভারত প্রকল্পের সোনার কার্ড বিতরণের একটি ক্যাম্পেইন  শুরু করেছে?

(A) গুজরাট
(B) পাঞ্জাব
(C) বিহার
(D) উত্তর প্রদেশ

উত্তর :
(D) উত্তর প্রদেশ

১০ থেজে ২৪শে মার্চ পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে ।

উত্তর প্রদেশ:

  •     মুখ্যমন্ত্রী – যোগী আদিত্যনাথ।
  •     রাজ্যপাল – আনন্দীবেন প্যাটেল।
  •     জেলার সংখ্যা – ৭৫।

৫১. ২০২১ সালের মার্চ মাসে উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত হলেন ?

(A) বিজয় বহুগুনা
(B) তীরথ সিং রাওয়াত
(C) নারায়ণ দত্ত তিওয়ারি
(D) ধন সিং নেগি

উত্তর :
(B) তীরথ সিং রাওয়াত

তীরথ সিং রাওয়াত হবেন উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন। ২০০০ সালে উত্তরাখণ্ড রাজ্য গঠনের সময় তিনি উত্তরাখণ্ডের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন।

দেখে নাও ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের তালিকা – Click Here 


৫২. পাবলিক ভোটার ভিত্তিতে কে ২০২০ সালের জন্য বিবিসি ইন্ডিয়ান স্পোর্টসওম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড (ISWOTY) জিতেছেন ?

(A) সৌম্য স্বামীনাথন
(B) কোনেরু হাম্পি
(C) হরিকা দ্রোণভল্লী
(D) তানিয়া সচদেব

উত্তর :
(B) কোনেরু হাম্পি

অন্ধ্রপ্রদেশের দাবা খেলোয়াড় কোনেরু হাম্পি এই সম্মান জিতে নিয়েছেন।  ২০১৯ সালে ওয়ার্ল্ড র‌্যাপিড দাবা চ্যাম্পিয়ন শিরোপা জিতে নিয়েছিলেন এই দাবার গ্রান্ড মাস্টার। তিনি ২০০৩ সালে ভারতের অন্যতম শীর্ষ ক্রীড়া সম্মান অর্জুন পুরষ্কার এবং ২০০৭  সালে পদ্মশ্রী পেয়েছিলেন।


৫৩. সরকারের এক বিবৃতি অনুসারে, তিনটি পর্যায়ে Centrally Sponsored Scheme (CSS) এর অধীনে কতগুলি নতুন মেডিকেল কলেজ অনুমোদিত হয়েছে?

(A) ১৪৫
(B) ১৩৯
(C) ১২১
(D) ১৫৭

উত্তর :
(D) ১৫৭

১৫৭টি নতুন মেডিকেল কলেজ অনুমোদিত হয়েছে।


৫৪. এর মধ্যে কোন সংস্থা ভারতে ৬,০০,০০০ এর বেশি লোকের করোনা টিকা দেওয়ার ব্যয় বহন করবে?

(A) Infobeans
(B) TCS
(C) Wipro
(D) Cognizant

উত্তর :
(D) Cognizant

Cognizant তার ২,০০,০০০ এর বেশি কর্মচারী এবং তাদের পরিবার সহ ৬,০০,০০০ এরও বেশি লোকের করোনা টিকা দেওয়ার ব্যয় বহন করবে।


৫৫. মহা শিবরাত্রির দিন ভারতের কোন রাজ্যে / কেন্দ্রশাসিত অঞ্চলে ‘হেরাথ’ উৎসব পালন করা হয় ? 

(A) আসাম
(B) গুজরাট
(C) কেরালা
(D) জম্মু ও কাশ্মীর

উত্তর :
(D) জম্মু ও কাশ্মীর

তিন দিনের এই উৎসবটি ১১  থেকে ১৩ই  মার্চ পর্যন্ত পালিত হলো।  কাশ্মীরি পন্ডিতদের মধ্যে এই উৎসব অত্যন্ত জনপ্রিয়।

দেখে নাও ভারতের বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ উৎসবের তালিকা – Click Here 


৫৬. ভারতের নিম্নলিখিত রাজ্যের মধ্যে কোনটিতে ভিক্ষুকের সংখ্যা সবচেয়ে বেশি?

(A) মধ্য প্রদেশ
(B) রাজস্থান
(C) অন্ধ্র প্রদেশ
(D) পশ্চিমবঙ্গ

উত্তর :
(D) পশ্চিমবঙ্গ

ভারতে মোট প্রায় ৪ লক্ষ ভিক্ষুক রয়েছে।  এর মধ্যে  পশ্চিমবঙ্গে রয়েছে ৮১,২৪৪ জন ভিক্ষুক যা দেশের রাজ্যগুলির মধ্যে সর্বাধিক।


৫৭. ২০২১ সালের মার্চ মাসে কোন দেশের প্রধানমন্ত্রী হামেদ বাকায়োকো প্রয়াত হয়েছেন ?

(A) আইভরি কোস্ট
(B) কিউবা
(C) আলবেনিয়া
(D) গিয়ানা

উত্তর :
(A) আইভরি কোস্ট

আইভরি কোস্ট -এর প্রধানমন্ত্রী  হামেদ বাকায়োকো সপ্রতি প্রয়াত হয়েছেন ।


৫৮. কোন ঐতিহাসিক ঘটনার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২১ সালের ১২ই মার্চ গুজরাটের সবরমতি আশ্রম থেকে একটি পদযাত্রা শুরু করলেন ?

(A) নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী
(B) একাত্তরের বাংলাদেশের ৫০ বছর মুক্তিযুদ্ধ
(C) আন্তর্জাতিক নারী দিবস
(D) ভারতের স্বাধীনতার ৭৫ বছর

উত্তর :
(D) ভারতের স্বাধীনতার ৭৫ বছর

২৪১ মাইলের এই পদযাত্রায় ৮১ জন অংশগ্রহণ করেছেন । পদযাত্রাটি শেষ হবে এপ্রিল ৫ তারিখে।


৫৯. ২০২১ সালের মার্চ মাসে  ডাচ ইঞ্জিনিয়ার লু ওটেনস প্রয়াত হয়েছেন।  নিচের কোন আবিষ্কারের জন্য তিনি সুপরিচিত?

(A) মাইক্রোস্কোপ
(B) মাইক্রোফোন
(C) অডিও ক্যাসেট টেপ
(D) ডিজেল ইঞ্জিন

উত্তর :
(C) অডিও ক্যাসেট টেপ

১৯৬০ সালে তিনি অডিও ক্যাসেট টেপ আবিষ্কার করেছিলেন।


৬০. ২০২১ সালের ১১ই মার্চ এর মধ্যে কোন সংস্থা তার ৩৬ তম উদ্বোধনী দিবস উদযাপন করেছে?

(A) National Crime Records Bureau
(B) Central Industrial Security Force
(C) Central Bureau of Investigation
(D) National Human Rights Commission

উত্তর :
(A) National Crime Records Bureau

National Crime Records Bureau প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৮৬ সালে এবং এর সদর দপ্তর রয়েছে নতুন দিল্লিতে।


To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8Next page
Telegram

Related Articles

Back to top button