Current AffairsMonthly Current Affairs

কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২১ pdf । সাম্প্রতিকী

Current Affairs - March 2021 - PDF

৮১. কোভিড -১৯ এর কারণে কোনো সাংবাদিকদের মৃত্যুর হলে সরকার কত টাকার আর্থিক সহায়তার অনুমোদন দেবার কথা ঘোষণা করেছে ?

(A) ৭ লক্ষ টাকা
(B) ৫ লক্ষ টাকা
(C) ৪ লক্ষ টাকা
(D) ৮ লক্ষ টাকা

উত্তর :
(B) ৫ লক্ষ টাকা

তথ্য ও সম্প্রচার মন্ত্রক সাংবাদিক কল্যাণ প্রকল্পের আওতায় সম্প্রতি এই ঘোষণা করেছে ।


৮২. ২০২১ সালের মার্চ মাসে, কোন হাইকোর্ট একটি তৃতীয় লিঙ্গের মহিলাকে জাতীয় ক্যাডেট কর্পসে ভর্তি হওয়ার অনুমতি দিয়েছে ?

(A) বোম্বাই হাইকোর্ট
(B) কেরালা হাইকোর্ট
(C) এলাহাবাদ হাইকোর্ট
(D) কলকাতা হাইকোর্ট

উত্তর :
(B) কেরালা হাইকোর্ট

হিনা হানিফা NCC act -এর একটি অংশকে চ্যালেঞ্জ জানিয়ে কেরালা হাইকোর্টে মামলা করেন। এই অংশে উল্লেখছিলো যে শুধুমাত্র পুরুষ ও মহিলারাই ক্যাডেট কর্পস-এ ভর্তির অনুমতি পাবে।  এই মামলার ভিত্তিতে ১৫ই মার্চ ২০২১ সালে কেরালা হাইকোর্ট তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জাতীয় ক্যাডেট কর্পসে ভর্তি হওয়ার অনুমতি দিয়েছে।


৮৩. ২০২১ সালের মার্চ মাসে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের মহাপরিচালক (Director-General ) পদে কে নিযুক্ত হয়েছেন ?

(A) সুবোধ কুমার জয়সওয়াল
(B) এস এস দেশওয়াল
(C) এম এ গণপতি
(D) কুলদীপ সিং

উত্তর :
(C) এম এ গণপতি

২০২১ সালের ১৬ই মার্চ সিনিয়র IPS অফিসার এম এ গণপতি এবং কুলদীপ সিং যথাক্রমে National Security Guard এবং Central Reserve Police Force  -এর মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন।


৮৪. ২০২১ সালের মার্চ মাসে রাম স্বরূপ শর্মা প্রয়াত হয়েছেন। তিনি কোন রাজ্যের বিজেপি সাংসদ ছিলেন?

(A) পাঞ্জাব
(B) বিহার
(C) উত্তর প্রদেশ
(D) হিমাচল প্রদেশ

উত্তর :
(D) হিমাচল প্রদেশ

হিমাচল প্রদেশের মণ্ডির বিজেপি সাংসদ, রাম স্বরূপ শর্মা ২০২১ সালের মার্চ মাসে প্রয়াত হয়েছেন।  তাঁকে তাঁর ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।


৮৫. ইস্টার্ন এবং ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট করিডোরগুলি কোন বছরে শুরু হতে চলেছে ?

(A) ২০২৩
(B) ২০২২
(C) ২০২১
(D) ২০২৪

উত্তর :
(B) ২০২২

রেলমন্ত্রী পীযূষ গোয়েল সম্প্রতি ঘোষণা করেছেন যে ২০২২ থেকে ইস্টার্ন এবং ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট করিডোরগুলি  কাজ করতে শুরু করবে ।


৮৬. ঋতিকা ফোগাট নিচের কোন খেলার সাথে সম্পর্কিত?

(A) কাবাডি
(B) ব্যাডমিন্টন
(C) কুস্তি
(D) হকি

উত্তর :
(C) কুস্তি

১৭ মার্চ ১৭ বছরের উজ্জ্বল কিশোরী ঋতিকা ফোগাট (Ritika Phogat) আত্মহত্যার পথ বেছে নেন।   ভরতপুরে কুস্তি টুর্নামেন্টের ফাইনালে হেরে আত্মহত্যা করেন তিনি।


৮৭. শাপূর্জি পল্লঞ্জি রিয়েল এস্টেট কোন শহরে প্রায় ৪৪০ টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট তৈরি করতে ৩০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে ?

(A) বিজয়পুর
(B) ম্যাঙ্গালোর
(C) বেঙ্গালুরু
(D) বিদার

উত্তর :
(C) বেঙ্গালুরু

৮৮. বর্তমানে পেট্রোল প্রায় ৮.৫ শতাংশ ইথানল মিশ্রণ করা হয়।  এই সীমা ২০২৫ সালের মধ্যে বাড়িয়ে কত করা হবে ?

(A) ৩০
(B) ২০
(C) ১০
(D) ৪০

উত্তর :
(B) ২০

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সম্প্রতি জানিয়েছেন যে পেট্রলে ২০ শতাংশ ইথানল মিশ্রণের লক্ষ্য বর্ষ যা প্রাথমিকভাবে ২০৩০ হিসাবে রাখা হয়েছিল তা আরও ৫ বছর কমিয়ে আনা হয়েছে।


৮৯. জম্মু ও কাশ্মীরে, “আওয়াম কি বাত” নামক রেডিও প্রোগ্রামটির সূচনা কে করলেন ? 

(A) তামিলিসই সৌন্দরারাজন
(B) মনোজ সিনহা
(C) প্রফুল প্যাটেল
(D) অনিল বাইজাল

উত্তর :
(B) মনোজ সিনহা

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ২০২১ সালের ১৭ই মার্চ জম্মুর রাজভবনে  “আওম কি বাত” রেডিও প্রকল্পটির সূচনা করলেন ও সাথে সাথে এর একটি ওয়েবসাইটও লঞ্চ করলেন।


৯০. আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন (ISSF) এর শুটিং বিশ্বকাপ ২০২১ – কোন শহরে শুরু হলো ?

(A) চেন্নাই
(B) দিল্লি
(C) শিলং
(D) কলকাতা

উত্তর :
(B) দিল্লি

আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন (ISSF) এর শুটিং বিশ্বকাপ ২০২১ – দিল্লিতে শুরু হলো । ২৯শে মার্চ পর্যন্ত চলবে ।


৯১. ২০১৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ম্যাচ ফিক্স করার চেষ্টা করার জন্য UAE ক্রিকেটার মোহাম্মদ নাভেদ এবং শায়মান আনোয়ার বাটকে কত বছর নিষিদ্ধ ঘোষণা করেছে ICC ?

(A)
(B)
(C)
(D)

উত্তর :
(D)

৮ বছরের জন্য মোহাম্মদ নাভেদ এবং শায়মান আনোয়ার বাটকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে । যদিও এর শুরু ধরা হবে ২০১৯ সালের ১৬ই অক্টোবর থেকে ।


৯২. ২০২১ সালের মার্চ মাসে জন মাগুফুলির আকস্মিক মৃত্যুর পরে কে তানজানিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করলেন ?

(A) জয়েস এনডালিচাকো
(B) সামিয়া সুলুহু হাসান
(C) উম্মি মাওয়ালিমু
(D) জেনিস্তা মহাগামা

উত্তর :
(B) সামিয়া সুলুহু হাসান

সামিয়া সুলুহু হাসান জন মাগুফুলির আকস্মিক মৃত্যুর পরে ২০২১ সালের ১৯ মার্চ তানজানিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করলেন ।

 

তানজানিয়া:

  •     রাজধানী – ডোডোমা।
  •     মুদ্রা – তানজানিয়ান শিলিং
  •     রাষ্ট্রপতি – সামিয়া সুলুহু হাসান।
  •     প্রধানমন্ত্রী – কাসিম মাজালিওয়া।

৯৩. ২০২১ সালের মার্চ মাসে কোন দেশ তার সবচেয়ে উন্নতমানের পরীক্ষামূলক COVID-19 ভ্যাকসিন “সোবারানা (Sovereignty) 2” এর ট্রায়াল শুরু করলো ?

(A) কিউবা
(B) গুয়াতেমালা
(C) বেলিজ
(D) কোস্টারিকা

উত্তর :
(A) কিউবা

কিউবা:

  •     রাজধানী – হাভানা।
  •     মুদ্রা – কিউবান পেসো।
  •     রাষ্ট্রপতি – মিগুয়েল ডাজ-কানেল।

৯৪. ২০২১ সালের মার্চ মাসে প্রকাশিত কেয়ার্নি রিটেইল সূচক (Kearney retail index) – এ বেঙ্গালুরু র‌্যাঙ্ক কত?

(A)
(B)
(C)
(D)

উত্তর :
(B)

৯৫. ২০২১ সালের মার্চ মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় “আমার একুশে বইমেলা”- র উদ্বোধন করলেন ?

(A) রাজশাহী
(B) ঢাকা
(C) সিলেট
(D) বরিশাল

উত্তর :
(B) ঢাকা

২০২১ সালে মার্চ মাসে ঢাকায় আমার একুশে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ‘New China 1952’  বইটি প্রকাশ করেছিলেন যা বঙ্গবন্ধু শেখ মুজিবের বই ‘আমার দেখা নয়া চিন’ এর ইংরেজি অনুবাদ।

বাংলাদেশ:

  •     রাজধানী – ঢাকা।
  •     মুদ্রা – বাংলাদেশি টাকা।
  •     রাষ্ট্রপতি – আবদুল হামিদ।
  •     প্রধানমন্ত্রী- শেখ হাসিনা।
  •     জাতীয় ক্রীড়া – কাবাডি।

৯৬. ২০২১ সালের মার্চে মার্ক রুট নিম্নলিখিত কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন?

(A) বেলজিয়াম
(B) নেদারল্যান্ড
(C) ফ্রান্স
(D) জার্মানি

উত্তর :
(B) নেদারল্যান্ড

নেদারল্যান্ড:

  •     রাজধানী – আমস্টারডাম
  •     মুদ্রা – ইউরো
  •     প্রধানমন্ত্রী – মার্ক রুট

৯৭. ২০২১ সালের মার্চ মাসে মার্কিন প্রতিরক্ষা সচিব ভারতে এসেছিলেন। আমেরিকার প্রতিরক্ষা সচিব কে?

(A) কলিন পাওয়েল
(B) লয়েড জে অস্টিন
(C) কমলা হ্যারিস
(D) জেহ জনসন

উত্তর :
(B) লয়েড জে অস্টিন

আমেরিকা:

  •     রাজধানী – ওয়াশিংটন, ডিসি
  •     মুদ্রা – মার্কিন ডলার
  •     রাষ্ট্রপতি- জো বাইডেন

৯৮. বিশ্ব চড়ুই দিবস কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ১৮ মার্চ
(B) ২০ মার্চ
(C) ২২ মার্চ
(D) ২৪ মার্চ

উত্তর :
(B) ২০ মার্চ
পাখি সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর ২০ মার্চ বিশ্ব চড়ুই দিবস পালন করা হয়। এই উদ্যোগটি শুরু করেছিল ভারতের Nature Forever Society।

৯৯. বিশ্বব্যাংক সম্প্রতি কোন দেশকে ৫০০ মিলিয়ন ডলারের আর্থিক সাহায্য প্রদান করেছে সেই দেশের ৫৪ মিলিয়ন বাসিন্দার COVID 19 টিকাকরণের জন্য ?

(A) ইন্দোনেশিয়া
(B) মায়ানমার
(C) বাংলাদেশ
(D) মালয়েশিয়া

উত্তর :
(C) বাংলাদেশ
বাংলাদেশ: রাজধানী – ঢাকা, মুদ্রা – বাংলাদেশি টাকা , রাষ্ট্রপতি – আবদুল হামিদ, প্রধানমন্ত্রী- শেখ হাসিনা, জাতীয় ক্রীড়া – কাবাডি।

১০০. মহিলাদের প্রশিক্ষণ দিতে UN Women-এর সহযোগিতায় ‘টেক শিক্ষা’-র আয়োজন করেছে কোন রাজ্য?

(A) পশ্চিমবঙ্গ
(B) কর্নাটক
(C) পাঞ্জাব
(D) পশ্চিমবঙ্গ

উত্তর :
(C) পাঞ্জাব
UN Women-এর হেডকোয়ার্টার- নিউইয়র্ক

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8Next page
Telegram

Related Articles

Back to top button