Current AffairsMonthly Current Affairs

কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২১ pdf । সাম্প্রতিকী

Current Affairs - March 2021 - PDF

২১. নতুন সমস্ত গাড়িতে সামনের সিটের যাত্রীদের জন্য এয়ার ব্যাগ বাধ্যতামূলক করা হবে। সরকার কোন তারিখ থেকে নির্মিত সমস্ত নতুন মডেলের গাড়িগুলির জন্য এই নির্দেশটি বাস্তবায়নের পরিকল্পনা করেছে?

(A) ২০২১, জুন
(B) ২০২১, জুলাই
(C) ২০২১, এপ্রিল
(D) ২০২১, আগস্ট

উত্তর :
(C) ২০২১, এপ্রিল

এপ্রিল ২০২১ থেকে নির্মিত সকল গাড়িতে সামনের সিটের যাত্রীদের জন্য এয়ার ব্যাগ বাধ্যতামূলক করা হবে।


২২. ২০২১ সালের ৬ই মার্চ ওড়িশা সরকার কিংবদন্তি নেতা বিজু পট্টনায়েককে তাঁর কততম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করলো ?

(A) ১০৫
(B) ১০৩
(C) ১০০
(D) ১০৭

উত্তর :
(A) ১০৫

বিজু পট্টনায়েক দুবার ওড়িশার মুখ্যমন্ত্রী হয়েছিলেন ।


২৩. সম্প্রতি নিম্নোক্ত কোন গ্রুপের চেয়ারম্যান প্রয়াত হয়েছেন ?

(A) Senco Gold Group
(B) Tata Group
(C) ISKON Group
(D) Muthoot Group

উত্তর :
(D) Muthoot Group

মুথুট গ্রুপের চেয়ারম্যান এম জি জর্জ মুথুট ২০২১ সালের ৫ই মার্চ প্রয়াত হয়েছেন ।


২৪.  সম্প্রতি কোন দেশে গবেষকরা ১৪০মিলিয়ন বছরের পুরনো ডাইনোসরের ফসিলস পেয়েছেন?

(A) কলম্বিয়া
(B) আর্জেন্টিনা
(C) ব্রাজিল
(D) চিলি

উত্তর :
(B) আর্জেন্টিনা

  • গবেষক দের একটি দল সম্প্রতি ঘোষণা করেছেন যে তাঁরা  আর্জেন্টিনা তে ১৪০মিলিয়ন বছরের পুরনো ডাইনোসরের ফসিলস পেয়েছেন।
  • আর্জেন্টিনার রাজধানী- বুয়েনস আইরেস
  • রাষ্ট্রপতি- আলবার্তো ফার্নান্ডেজ

২৫. সম্প্রতি রাজ্যসভা টিভি এবং লোকসভা টিভি চ্যানেল দুটি সংযুক্ত হওয়ার ফলে নতুন চ্যানেল টির নাম কি রাখা হয়েছে?

(A) পার্লামেন্ট টিভি
(B) সংবিধান

(C) সংসদ টিভি
(D) চর্চা

উত্তর :
(C) সংসদ টিভি

সম্প্রতি রাজ্যসভা টিভি এবং লোকসভা টিভি চ্যানেল দুটি সংযুক্ত হয়েছে। এখন থেকে তাঁর নতুন নাম ‘সংসদ টিভি’।


২৬.  ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন এর ‘চ্যাম্পিয়ন্স এন্ড ভেটেরান্স’ কমিটির চেয়ারপার্সন নিযুক্ত হলেন কে?

(A) উমর ক্রেমলেভ
(B) অজয় সিং
(C) মেরি কম
(D) বিজেন্দর সিং

উত্তর :
(C) মেরি কম

  • ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন এর ‘চ্যাম্পিয়ন্স এন্ড ভেটেরান্স’ কমিটির চেয়ারপার্সন নিযুক্ত হয়েছেন ভারতীয় বক্সার মেরি কম।
  • বর্তমানে ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট হলেন উমর ক্রেমলেভ।

২৭. সম্প্রতি কে ‘প্রেস ইনফরমেশন ব্যুরো’ এর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল হলেন কে?

(A) অজয় কুমার
(B) প্রদীপ যোশী
(C) জয়দীপ ভাটনগর
(D) বীরেন্দ্র সিং

উত্তর :
(C) জয়দীপ ভাটনগর

  • সম্প্রতি ‘প্রেস ইনফরমেশন ব্যুরো’ এর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল হয়েছেন জয়দীপ ভাটনগর।
  • প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া র চেয়ারম্যান হলেন অভীক সরকার।

২৮. কোন দিনটি ‘World Hearing Day’ হিসাবে পালন করা হয়?

(A) ৩রা মার্চ
(B) ২রা মার্চ
(C) ১লা মার্চ
(D) ৪ঠা মার্চ

উত্তর :
(A) ৩রা মার্চ

প্রতি বছর ৩রা মে ‘World Hearing Day’ হিসাবে পালন করা হয়।


২৯. ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি কোন বছরকে ‘International Year of Millets’ হিসাবে পালন করার কথা জানিয়েছে?

(A) ২০২৩
(B) ২০২২
(C) ২০২১
(D) ২০২৪

উত্তর :
(A) ২০২৩

  • ভারতের রেজ্যুলেশন অনুযায়ী ২০২৩ সাল কে ‘International Year of Millets’ হিসাবে আখ্যা দেওয়ার কথা জানিয়েছে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি।
  • ভারতে ২০১৮ সাল টি ‘Natiional Year of Millets’ হিসাবে পালন করা হয়েছে।

৩০. আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় ক্রিকেটার হিসাবে ওভারের ছয়টি বলে ছয়টি ৬ মারার রেকর্ড করলেন কে?

(A) মার্টিন গাপতিল
(B) কাইরন পোলার্ড
(C) ক্রিস গেইল
(D) হেনরি নিকোলস

উত্তর :
(B) কাইরন পোলার্ড

  • ওয়েস্টইন্ডিজ এর সীমিত ওভারের ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক কাইরন পোলার্ড আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় ক্রিকেটার হিসাবে ওভারের ছয়টি বলে ছয়টি ৬ মারার রেকর্ড করলেন।
  • এর আগে ভারতের যুবরাজ সিংহ এবং দক্ষিণ আফ্রিকার হার্সেল গিবস এই কীর্তি স্থাপন করেছেন।

৩১. কোন দিনটি জাতীয় নিরাপত্তা দিবস হিসাবে পালন করা হয়?

(A) ৩রা মার্চ
(B) ২রা মার্চ
(C) ১লা মার্চ
(D) ৪ঠা মার্চ

উত্তর :
(D) ৪ঠা মার্চ

  • প্রতিবছর ৪ঠা মার্চ জাতীয় নিরাপত্তা দিবস(National Safety Day) হিসাবে পালন করা হয়
  • এবছরের থিম- “Learn from Disaster and Prepare for a Safer Future”
  • ১৯৭২ সালের ৪ঠা মার্চ প্রথম জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয়।

৩২. Ministry of Housing & Urban Affairs প্রকাশিত Ease of Living Index এ মিলিয়ন  প্লাস সিটি র ক্যাটেগরি তে প্রথম স্থানে রয়েছে কোন শহর?

(A) দিল্লী
(B) কলকাতা

(C) পুনে
(D) ব্যাঙ্গালুরু

উত্তর :
(D) ব্যাঙ্গালুরু

  • Ministry of Housing & Urban Affairs প্রকাশিত Ease of Living Index এ মিলিয়ন  প্লাস সিটি র ক্যাটেগরি তে প্রথম স্থানে রয়েছে কর্ণাটকের ব্যাঙ্গালুরু।
  • কর্ণাটকের রাজধানী- ব্যাঙ্গালুরু
  • মুখ্যমন্ত্রী- বি এস ইয়েদুরাপ্পা   রাজ্যপাল- ভাজুভাই ভালা
  • দ্বিতীয়- পুনে       তৃতীয়- আহমেদাবাদ
  • Central Minister of Housing & Urban Affairs- হরদীপ সিং পুরী

৩৩. Ministry of Housing & Urban Affairs প্রকাশিত Ease of Living Index(less than a Million category) তে প্রথম স্থানে রয়েছে কোন শহর?

(A) চণ্ডীগড়
(B) আসানসোল
(C) সিমলা
(D) বেনারস

উত্তর :
(C) সিমলা

  • Ministry of Housing & Urban Affairs প্রকাশিত Ease of Living Index(less than a Million category) তে প্রথম স্থানে রয়েছে হিমাচলপ্রদেশের সিমলা।
  • হিমাচলপ্রদেশঃ
  • রাজধানী- সিমলা(গ্রীষ্মকালীন)  ধরমশালা(শীতকালীন)
  • মুখ্যমন্ত্রী- জয়রাম ঠাকুর     রাজ্যপাল- বন্দারু দত্তাত্রেয়

৩৪. Ministry of Housing & Urban Affairs প্রকাশিত মিউনিসিপাল পারফরম্যান্স ইনডেক্স এ প্রথম স্থানে রয়েছে কোন শহর?

(A) ভোপাল
(B) পুনে
(C) ব্যাঙ্গালুরু
(D) ইন্দোর

উত্তর :
(D) ইন্দোর

  • Ministry of Housing & Urban Affairs প্রকাশিত মিউনিসিপাল পারফরম্যান্স ইনডেক্স এ প্রথম স্থানে রয়েছে মধ্যপ্রদেশের ইন্দোর
  • মধ্যপ্রদেশের রাজধানী- ভোপাল
  • মুখ্যমন্ত্রী- শিবরাজ সিং চৌহান  রাজ্যপাল- আনন্দীবেন প্যাটেল(অতিরিক্ত দায়িত্ব)

৩৫. শিলিগুড়ি-ঢাকা প্যাসেঞ্জার ট্রেন সার্ভিস চালু হতে চলেছে কবে থেকে?

(A) ৪ঠা এপ্রিল, ২০২১
(B) ২৬শে মার্চ, ২০২১
(C) ১লা এপ্রিল, ২০২১
(D) ১৫ই আগস্ট, ২০২১

উত্তর :
(B) ২৬শে মার্চ, ২০২১

বাংলাদেশের স্বাদীনতাদিবস উপলক্ষে ২৬শে মার্চ থেকে শিলিগুড়ি-ঢাকা প্যাসেঞ্জার ট্রেন সার্ভিস চালু হতে চলেছে ।


৩৬. ভারতের প্রথম সমুদ্রের নীচ দিয়ে টানেল কোন শহরে তৈরী হতে চলেছে ?

(A) চেন্নাই
(B) মুম্বাই
(C) দিল্লি
(D) বিশাখাপত্তনম

উত্তর :
(B) মুম্বাই

মুম্বাই-এ ভারতের প্রথম সমুদ্রের নীচ দিয়ে টানেল  তৈরী হতে চলেছে । ২০২৩ এর মধ্যে এই টানেল তৈরী করা লক্ষ্য নেওয়া হয়েছে এবং এর জন্য মোট ১২,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ।


৩৭. প্রতিবছর ‘শূন্য বৈষম্য দিবস’ (Zero Discrimination Day) পালন করা হয় কোন দিনটিতে ?

(A) ৩ মার্চ
(B) ২ মার্চ
(C) ১ মার্চ
(D) ৪ মার্চ

উত্তর :
(C) ১ মার্চ

১ মার্চ সারা বিশ্বে শূন্য বৈষম্য দিবস ( Zero Discrimination Day ) পালন করা হয়ে থাকে। ২০১৪ সালের ১ মার্চ UNAIDS-এর পক্ষ থেকে সংস্থার তৎকালীন পরিচালক মিশেল সিডিবি সর্বপ্রথম এই দিবস পালন করা শুরু করেন।


৩৮. নিম্নলিখিত কে সম্প্রতি ‘Energy and Environment Leadership Award’ পেলেন ?

(A) মমতা ব্যানার্জি
(B) নরেন্দ্র মোদী
(C) ভেঙ্কাইয়া নাইডু
(D) নির্মলা সিথারামন

উত্তর :
(B) নরেন্দ্র মোদী

৫ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘Energy and Environment Leadership Award’  পেলেন। এই সম্মানটি নরেন্দ্র মোদিকে প্রদান করেছে Cambridge Energy Research Associates (CERA) ।


৩৯. ইউক্রেনে ৫৩ কেজি বিভাগে স্বর্ণ পদক জিতে নিলেন কোন ভারতীয় মহিলা কুস্তিগীর ?

(A) ববিতা কুমারী
(B) ভিনেশ ফোগাট
(C) সাক্ষী মালিক
(D) কবিতা দেবী

উত্তর :
(B) ভিনেশ ফোগাট

ভিনেশ ফোগাট একজন ভারতীয় মহিলা ফ্রিস্টাইল কুস্তিগীর। যিনি ২০১৪ সালে ও ২০১৮ সালে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক এবং ২০১৮ জাকার্তা পেলবঙ্গ, এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছেন।


৪০. কোন মহাসাগরীয় অঞ্চলে নজরদারির জন্য জন্য ‘সিন্ধু নেত্র’ স্যাটেলাইট লঞ্চ করলো DRDO?

(A) বঙ্গোপসাগর
(B) ভারত মহাসাগর
(C) আরব সাগর
(D) ভূমধ্যসাগর

উত্তর :
(B) ভারত মহাসাগর

ভারত মহাসাগরীয় অঞ্চলে নজরদারির জন্য জন্য ‘সিন্ধু নেত্র’ স্যাটেলাইট লঞ্চ করলো DRDO ।

DRDO

  • Defence Research and Development Organisation
  • হেডকোয়ার্টার- নতুন দিল্লি
  • প্রতিষ্ঠা সাল- ১৯৫৮

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8Next page
Telegram

Related Articles

Back to top button