Current AffairsMonthly Current Affairs

কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২১ pdf । সাম্প্রতিকী

Current Affairs - March 2021 - PDF

১২১. ২০২১ সালের মার্চ মাসে এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগানটি নিম্নলিখিত কোন শহরে উদ্বোধিত হয়েছে ?

(A) শিবমোগা
(B) শ্রীনগর
(C) অমরাবতী
(D) যোধপুর

উত্তর :
(B) শ্রীনগর
এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান “বাদাম ওয়ারী বাগান” শ্রীনগরে ২৫শে মার্চ ২০২১ থেকে সাধারণ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।

১২২. ভারতের বর্তমান প্রধান বিচারপতি এস এ বোবদে তাঁর উত্তরসূরি হিসেবে কার নাম সুপারিশ করেছেন?

(A) বিচারপতি উদয় ইউ ললিত
(B) বিচারপতি এন ভি রামানা
(C) বিচারপতি রোহিন্তন ফালি নারিমন
(D) বিচারপতি অজয় ​​মানিকরাও খানওয়িলকার

উত্তর :
(B) বিচারপতি এন ভি রামানা
ভারতের বর্তমান প্রধান বিচারপতি এস এ বোবদে তাঁর উত্তরসূরি হিসেবে বিচারপতি এন ভি রামানার নাম সুপারিশ করেছেন। ২৩ এপ্রিল অবসর নিচ্ছেন বোবদে। তার আগে তিনি আইনমন্ত্রককে চিঠি দিয়ে উত্তরসূরী হিসেবে বিচারপতি রামানার নাম সুপারিশ করলেন।

১২৩. ২০২১ সালের মার্চ মাসে নতুন দিল্লিতে ISSF বিশ্বকাপের মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে স্বর্ণ পদক জিতে নিলেন কে ?

(A) রহি সার্নাবত
(B) অপূর্ব চন্দেলা
(C) যশস্বিনী সিং দেশওয়াল
(D) চিনকি যাদব

উত্তর :
(D) চিনকি যাদব
রহি সার্নাবতকে হারিয়ে ISSF বিশ্বকাপের মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে স্বর্ণ পদক জিতে নিলেন চিনকি যাদব। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতে নিলেন মানু ভাকের ।

১২৪. ২০২১ সালের মার্চ মাসে নির্বাচন কমিশন কোন রাজ্যের বিধানসভা নির্বাচনের পর্যবেক্ষক হিসাবে মোতায়েন করা নরেন্দ্র প্রসাদ পান্ডেকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে?

(A) বিহার
(B) ওড়িশা
(C) পশ্চিমবঙ্গ
(D) গুজরাট

উত্তর :
(C) পশ্চিমবঙ্গ
জেলা কর্মকর্তাদের সাথে দুর্ব্যবহার এবং তার সরকারী ক্ষমতার অবস্থানের অপব্যবহারের কারণে নরেন্দ্র প্রসাদ পান্ডেকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন।

পশ্চিমবঙ্গ:
মুখ্যমন্ত্রী – মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যপাল – জগদীপ ধানখার।
লোকসভা আসন – ৪২।
রাজ্যসভার আসন – ১৬ ।


১২৫. ২০২১ সালের মার্চ মাসে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ রাজেন্দ্র বাদামিকর এবং সুশ্রী খাজী জয়াবুননিসা মহিউদ্দিনকে নিম্নোক্ত কোন উচ্চ আদালতে ২ বছরের জন্য অতিরিক্ত বিচারক হিসেবে নিযুক্ত করেছেন?

(A) এলাহাবাদ হাইকোর্ট
(B) কর্ণাটক হাইকোর্ট
(C) অন্ধ্র প্রদেশ হাইকোর্ট
(D) কেরালা হাইকোর্ট

উত্তর :
(B) কর্ণাটক হাইকোর্ট

১২৬. কে সি চক্রবর্তী ২০২১ সালের মার্চ মাসে প্রয়াত হয়েছেন। তিনি কোন বছরে RBI এর ডেপুটি গভর্নর হিসাবে যোগ দিয়েছিলেন?

(A) ২০০৭
(B) ২০০৯
(C) ২০১১
(D) ২০১৩

উত্তর :
(B) ২০০৯
২০০৯ সালে তিনি RBI এর ডেপুটি গভর্নর হিসাবে যোগ দিয়েছিলেন।

১২৭. ২০২১ সালের মার্চে প্রকাশিত আইসিসি পুরুষদের T20I প্লেয়ার র‌্যাঙ্কিংয়ে বিরাট কোহলির র‌্যাঙ্ক কত?

(A)
(B)
(C)
(D)

উত্তর :
(B)
কোহলি রয়েছেন চতুর্থ স্থানে। রোহিত শর্মা রয়েছেন ১৪তম স্থানে ।

১২৮. ২০২০ সালের টোকিও অলিম্পিকের টর্চ রিলে ২০২১ সালের মার্চ মাসে জাপানের কোন শহর থেকে শুরু হলো ?

(A) সাপ্পোরো
(B) ফুকুশিমা
(C) হিরোশিমা
(D) নাগোয়া

উত্তর :
(B) ফুকুশিমা
অলিম্পিক টর্চ রিলে শুরু হলো জাপানি ফুটবলার লওয়াশিমিজু আজুসার হাত থেকে।
জাপান:
রাজধানী – টোকিও।
মুদ্রা – জাপানি ইয়েন
প্রধানমন্ত্রী – ইয়োশিহিদে সুগা।
জাতীয় ক্রীড়া – সুমো কুস্তি।

১২৯. ২০২১ সালের মার্চ মাসে ISSF বিশ্বকাপে মহিলাদের ২৫ মিটার পিস্তল দলের ইভেন্টে স্বর্ণ জিতেছে কোন দেশ?

(A) পাকিস্তান
(B) পোল্যান্ড
(C) বাংলাদেশ
(D) ভারত

উত্তর :
(D) ভারত
পোলান্ডকে হারিয়ে ভারত এই ইভেন্টে সোনা জিতে নিয়েছে ।

১৩০. অধ্যাপক শারদ পাগরে নিচের কোন উপন্যাসের জন্য ২০২০ সালের ব্যাস সম্মান সম্মানিত হতে চলেছেন ?

(A) Patliputru Ki Samragi
(B) Nirmala
(C) Ashadh Ka Ek Din
(D) A Fine Balance

উত্তর :
(A) Patliputru Ki Samragi
অধ্যাপক শারদ পাগরে তাঁর ” Patliputru Ki Samragi ” উপন্যাসের জন্য ২০২০ সালের ব্যাস সম্মান সম্মানিত হতে চলেছেন। ব্যাস সম্মান ১৯৯১ সালে শুরু হয়েছিল, কে কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা।

১৩১. ২০২১ সালের মার্চে উত্তর কোরিয়া জাপানের সাগরে কতগুলি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ?

(A)
(B)
(C)
(D)

উত্তর :
(B)
উত্তর কোরিয়া:
মূলধন – পিয়ংইয়াং।
মুদ্রা – উত্তর কোরিয়ান ওণ ।

১৩২. শেখ মুজিবুর রহমানের কততম জন্মবার্ষিকী উপলক্ষে ভারত ও বাংলাদেশ যৌথভাবে ‘বঙ্গবন্ধু’ নামক একটি চলচ্চিত্র নির্মাণ করতে চলেছে ?

(A) ৭৫
(B) ১০০
(C) ১১০
(D) ১২০

উত্তর :
(B) ১০০
এই চলচ্চিত্রটি পরিচালনা করতে চলেছেন বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল ।

১৩৩. ২০২১ সালের মার্চ মাসে অনিল ধরকার প্রয়াত হয়েছেন। তিনি নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত ছিলেন?

(A) সাংবাদিকতা
(B) রাজনীতি
(C) ক্রিকেট
(D) ক্লাসিকাল নৃত্য

উত্তর :
(A) সাংবাদিকতা
অনিল ধরকার Mumbai International Literary Festival এর প্রতিষ্ঠাতা ।

১৩৪. ২০২১ সালের মার্চ মাসে, দিল্লি পুলিশের প্রথম কোন মহিলা কর্মী সেন্ট্রাল দিল্লিতে একটি এনকাউন্টারে অংশগ্রহণ করলেন ?

(A) রুচি শর্মা
(B) অনুকৃতি মিশ্র
(C) প্রাচী পান্ডে
(D) প্রিয়াঙ্কা

উত্তর :
(D) প্রিয়াঙ্কা
তিনি প্রথম মহিলা পুলিশ কর্মী যিনি সরাসরি একটি এনকাউন্টারে অংশগ্রহণ করেছেন । নয়াদিল্লির প্রগতি ময়দানে একটি কুখ্যাত গ্যাংষ্টার এবং তার সহযোগীদের অ্যারেস্ট করতে যে এনকাউন্টার হয়েছিল তাতে অংশগ্রহণ করেছিলেন।

১৩৫. নয়াদিল্লি এবং কাঠমান্ডুর মধ্যে বন্ধুত্ব এবংআরও দৃঢ় করতে ভারত নেপাল সেনাবাহিনীর জন্য কত ডোজ COVID-19 টিকা পাঠিয়েছে?

(A) ১ লক্ষ
(B) ২ লক্ষ
(C) ৩ লক্ষ
(D) ৫ লক্ষ

উত্তর :
(A) ১ লক্ষ

১৩৬. ২০২১ সালের মার্চ মাসে ISSF বিশ্বকাপে মহিলা এবং পুরুষ উভয়ের ট্র্যাপ দলের ইভেন্টে স্বর্ণ পদক জিতেছে কোন দেশ?

(A) পাকিস্তান
(B) চীন
(C) ভারত
(D) মালয়েশিয়া

উত্তর :
(C) ভারত
শ্রেয়াসি সিং, মণীষা কীর এবং রাজেশ্বরী কুমারী এই ভারতীয় ত্রয়ী মহিলাদের ট্র্যাপ টিম ইভেন্টে স্বর্ণপদক জিতেছে।

পুরুষদের ট্র্যাপ টিম ইভেন্টে কিনান চেনাই, পৃথ্বীরাজ টনডাইমন এবং লক্ষ্য ট্র্যাপ টিম ইভেন্টে স্বর্ণপদক জিতেছে।


১৩৭. ২০২১ সালের মার্চ মাসে ইরান কোন দেশের সাথে ২৫ বছরের একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে?

(A) চীন
(B) পাকিস্তান
(C) ইয়ামেন
(D) ওমান

উত্তর :
(A) চীন
এই চুক্তিটি ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ এবং তার চীনা সমকক্ষ ওয়াং ইয়ের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।

১৩৮. ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (NASA) সম্প্রতি কোন গ্রহের হিমশীতল স্যান্ড ডিউন এর চিত্র শেয়ার করেছে ?

(A) শুক্র
(B) মঙ্গল
(C) বৃহস্পতি
(D) শনি

উত্তর :
(B) মঙ্গল
Mars Reconnaissance Orbiter এই ছবিগুলি তুলেছে ।

১৩৯. ২০২১ সালের মার্চ মাসে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে আট নম্বর ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোরের রেকর্ডটি ছুঁয়ে ফেললেন কোন ব্যাটসম্যান ?

(A) জোফরা আর্চার
(B) জেসন রয়
(C) স্যাম কুরান
(D) আদিল রশিদ

উত্তর :
(C) স্যাম কুরান
২২ বছর বয়সী এই খেলোয়াড় ৯ টি বাউন্ডারি এবং ৩ টি ছক্কাসহ ৮৩ টি বলে অপরাজিত ৯৫ রান করেছেন ।

১৪০. সংরক্ষণের ক্ষেত্রে তাঁর অবদানের জন্য এশিয়ার একমাত্র কোন রেঞ্জার International Ranger Award -এ সম্মানিত হলেন ?

(A) হরি সিং
(B) পি শ্রিনিবাস
(C) সঞ্জীব চতুর্বেদী
(D) মহিন্দর গিরি

উত্তর :
(D) মহিন্দর গিরি
তিনি উত্তরাখণ্ডের রাজাজি টাইগার রিজার্ভের মতিচুর রেঞ্জের রেঞ্জ অফিসার হিসাবে মোতায়েন রয়েছেন।

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8Next page
Telegram

Related Articles

Back to top button