Monthly Current AffairsCurrent Affairs

কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২১ pdf । সাম্প্রতিকী

Current Affairs - February 2021 - PDF

১২১. ২০২১ ফেব্রুয়ারিতে কোন রাজ্যে Covid-19 টিকা দেওয়ার জন্য আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে?

(A) ওড়িশা
(B) বিহার
(C) উত্তর প্রদেশ
(D) পাঞ্জাব

উত্তর :
(B) বিহার

বিহার:

  •     লোকসভা আসন সংখ্যা  – ৪০।
  •     রাজ্যসভার আসন সংখ্যা – ১৬।
  •     রাষ্ট্রীয় প্রাণী – গৌর।
  •     রাজ্য পাখি – চড়ুই পাখি।

১২২. প্রধানমন্ত্রী মোদী ২০২১ সালের ফেব্রুয়ারিতে কোন রাজ্যে চিত্তৌরা হ্রদে মহারাজা সুহেলদেব স্মৃতি ও উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ?

(A) উত্তর প্রদেশ
(B) বিহার
(C) গোয়া
(D) মধ্য প্রদেশ

উত্তর :
(A) উত্তর প্রদেশ

১৬ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী মোদী ২০২১ সালের ফেব্রুয়ারিতে উত্তরপ্রদেশে  চিত্তৌরা হ্রদে মহারাজা সুহেলদেব স্মৃতি ও উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ।

উত্তর প্রদেশ:

  •     মুখ্যমন্ত্রী – যোগী আদিত্যনাথ।
  •     রাজ্যপাল – আনন্দীবেন প্যাটেল।
  •     জেলার সংখ্যা – ৭৫।

১২৩. বসন্তের প্রথম দিনটিতে নিম্নলিখিত কোন শহরে সম্প্রতি ‘পহেলা ফাগুন’ উৎসব পালিত হলো ?

(A) ঢাকা
(B) করাচি
(C) কাঠমান্ডু
(D) পোখরান

উত্তর :
(A) ঢাকা

জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ ঢাকাতে এই অনুষ্ঠানের আয়োজন করেছে।


১২৪. কোন দিনটিতে দিল্লি পুলিশের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় ?

(A) ১৪ ফেব্রুয়ারি
(B) ১৫ ফেব্রুয়ারি
(C) ১৬ ফেব্রুয়ারি
(D) ১৭ ফেব্রুয়ারি

উত্তর :
(C) ১৬ ফেব্রুয়ারি

  • ১৬ই ফেব্রুয়ারি দিল্লি পুলিশের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।
  • ২০২১ সালে দিল্লি পুলিশের ৭৪তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে।   স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে, অমিত শাহ দিল্লি পুলিশের দায়িত্বে আছেন।

১২৫. ২০২১ সালের ফেব্রুয়ারিতে কে নিখরচায় ইন্টারনেট পরিষেবা  KFON (কেরল ফাইবার অপটিক নেটওয়ার্ক) চালু করেছে?

(A) কোদিয়ারী বালাকৃষ্ণন
(B) কে কে শায়লাজা
(C) পিনারাই বিজয়ন
(D) আরিফ মহম্মদ খান

উত্তর :
(C) পিনারাই বিজয়ন

কেরালার ১৪টি জেলার প্রায় ২০ লক্ষ বিপিএল পরিবারকে এই পরিষেবা দেওয়া হবে।

কেরালা:

  •  মুখ্যমন্ত্রী – পিনারাই বিজয়ন।
  •  রাজ্যপাল – আরিফ মোহাম্মদ খান।
  •  জেলার সংখ্যা – ১৪।

১২৬. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মাত্র ৫ টাকায় দরিদ্রদের খাবার সরবরাহের জন্য ‘মা’ নামে একটি প্রকল্প চালু করেছেন ?

(A) ওড়িশা
(B) পশ্চিমবঙ্গ
(C) গুজরাট
(D) পাঞ্জাব

উত্তর :
(B) পশ্চিমবঙ্গ

এই প্রকল্পের আওতায় স্বনির্ভর গোষ্ঠীগুলি প্রতিদিন বিকাল ১ টা থেকে ৩ টের মধ্যে রান্নাঘর পরিচালনা করবে এবং চাল, ডাল, একটি সব্জি এবং ডিমের তরকারি সরবরাহ করবে। এই প্রকল্পের জন্য, রাজ্য সরকার প্লেট প্রতি ১৫ টাকা ভর্তুকি বহন করবে।

পশ্চিমবঙ্গ:

  •     মুখ্যমন্ত্রী – মমতা বন্দ্যোপাধ্যায়।
  •     রাজ্যপাল – জগদীপ ধানখার।
  •     লোকসভা আসন – ৪২।
  •     রাজ্যসভার আসন – ১৬।

১২৭. ২০২১ সালের ফেব্রুয়ারিতে কোন দেশ কাজাকস্থান থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে “Progress 77 ” নামক একটি মালবাহী কার্গো মহাকাশযান প্রেরণ করেছে ?

(A) জাপান
(B) রাশিয়া
(C) চীন
(D) আমেরিকা

উত্তর :
(B) রাশিয়া

রাশিয়া:

  •     রাজধানী – মস্কো
  •     মুদ্রা – রাশিয়ান রুবেল
  •     রাষ্ট্রপতি – ভ্লাদিমির পুতিন।
  •     প্রধানমন্ত্রী- মিখাইল মিশুস্তিন।

১২৮. হোন্ডা মোটর কোম্পানির এর প্রধান নির্বাহী কর্মকর্তা তাকাহিরো হাচিগো পদত্যাগ করতে চলেছেন। তাঁর জায়গায় নতুন CEO হিসেবে কে আসতে চলেছেন ?

(A) কার্লোস ঘোসন
(B) তোশিহিরো মিবে
(C) হিরোটো সাইকাওয়া
(D) মৌনা সেপেহরি

উত্তর :
(B) তোশিহিরো মিবে 

১২৯. ২০২১ সালের ১৯শে ফেব্রুয়ারি ছত্রপতি শিবাজি মহারাজের কততম জন্মবার্ষিকী পালন করা হলো ?

(A) ৩৮৭ তম
(B) ৩৮৯ তম
(C) ৩৯১ তম
(D) ৩৯৩ তম

উত্তর :
(C) ৩৯১ তম

শিবাজী ভোঁসলে অথবা ছত্রপতি শিবাজী রাজে ভোঁসলে (১৯ ফেব্রুয়ারি, ১৬৩০)হলেন মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। শিবাজি ১৬৩০ খ্রিষ্টাব্দে শিবনেরি পার্বত্য দুর্গে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন শাহজী ভোঁসলে ও মাতা জীজাবাঈ।


১৩০. ২০২১ সালের ১লা এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নিন্নলিখিত কোন শহরে কুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে ?

(A) বৃন্দাবন
(B) মথুরা
(C) হরিদ্বার
(D) উজ্জয়ন

উত্তর :
(C) হরিদ্বার

এবারে দর্শনার্থীদের COVID-19 নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে ।


১৩১. সম্প্রতি ফেসবুক কোন দেশের সংবাদপত্রকে ফেসবুকে নিষিদ্ধ ঘোষণা করেছে ?

(A) জাপান
(B) অস্ট্রেলিয়া
(C) আমেরিকা
(D) কানাডা

উত্তর :
(B) অস্ট্রেলিয়া

ফেসবুক ব্যবহারকারীরা আর অস্ট্রেলিয়ার সংপাদপত্র ফেসবুকে পড়তে ও শেয়ার করতে পারবেন না ।

অস্ট্রেলিয়ার মন্ত্রিসভায় একটি বিল উথ্থাপন করা হয়েছে যেটি পাস্ হয়ে গেলে সমস্ত টেক প্লাটফর্মকে অস্ট্রেলিয়ার সংবাদপত্র প্রকাশকদের অর্থ প্রদান করতে হবে তাদের কোনো খবর সেই প্লাটফর্মে প্রকাশ করার জন্য । এরই প্রতিবাদে ফেসবুক এই সিদ্ধান্ত নিয়েছে ।

অস্ট্রেলিয়া:

  •     রাজধানী – ক্যানবেরা।
  •     মুদ্রা – অস্ট্রেলিয়ান ডলার
  •     প্রধানমন্ত্রী – স্কট মরিসন।
  •     জাতীয় ক্রীড়া – অস্ট্রেলিয়ান ফুটবল।

১৩২. ২০২১ সালের দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে  ‘Most Versatile Actor’  সম্মানে কোন অভিনেতা সম্মানিত হয়েছে ?

(A) নীরজ পান্ডে
(B) করণ ট্যাকার
(C) মনোজ বাজপেয়ী
(D) কে কে মেনন

উত্তর :
(D) কে কে মেনন

২০২১ সালের দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে  ‘Most Versatile Actor’  সম্মানে সম্মানিত হয়েছেন অভিনেতা “কে কে মেনন” ।

কে কে মেনন (কৃষ্ণ কুমার মেনন, জন্ম ২ অক্টোবর ১৯৬৬) হলেন একজন ভারতীয় চলচ্চিত্র, মঞ্চ এবং টেলিভিশন অভিনেতা যিনি মূলত হিন্দি সিনেমা এবং গুজরাটি, তামিল, মারাঠি এবং তেলেগু সিনেমায় কাজ করেছেন ।


১৩৩. BBC World News চ্যানেলটিকে নিষিদ্ধ ঘোষণা করলো কোন দেশ?

(A) আমেরিকা
(B) চীন
(C) জাপান
(D) ভারত

উত্তর :
(B) চীন

চীনে সম্প্রতি BBC World News চ্যানেলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে । চীনের National Radio and Television Administration (NRTA) এর দাবি অনুযায়ী BBC World News চীনের ব্রডকাস্ট গাইডলাইন লঙ্ঘন করেছে ।


১৩৪. রাজ্যে অপুষ্টি দূর করতে সেই রাজ্যের ছাত্রীদের রোজ ২০০ মিলিলিটার দুধ বিনামূল্যে প্রদান করতে কোন রাজ্যসকার  ‘Free Gift Milk to Girl Students’ স্কিম শুরু করলো ?

(A) উত্তরপ্রদেশ
(B) সিকিম
(C) বিহার
(D) মনিপুর

উত্তর :
(B) সিকিম

সিকিম 

  • রাজধানী- গ্যাংটক
  • মুখ্যমন্ত্রী- প্রেম সিং তামাং
  • রাজ্যপাল- গঙ্গা প্রসাদ

১৩৫. সাপ সম্পর্কে রাজ্যবাসীর জ্ঞান বাড়ানোর উদ্দেশ্যে  “Snakepedia” মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্য ?

(A) পশ্চিমবঙ্গ
(B) কেরালা
(C) তামিলনাড়ু
(D) কর্ণাটক

উত্তর :
(B) কেরালা

কেরালা

  • রাজধানী- তিরুবন্তপূরম
  • মুখ্যমন্ত্রী- পিনারায়ী বিজয়ন
  • রাজ্যপাল- আরিফ মহম্মদ খান

১৩৬. .‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ২১শে ফেব্রুয়ারি
(B) ২২শে ফেব্রুয়ারি
(C) ২৩শে ফেব্রুয়ারি
(D) ২৪শে ফেব্রুয়ারি

উত্তর :
(A) ২১শে ফেব্রুয়ারি

২০১০ খ্রিষ্টাব্দে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

২০২১ সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের থিম ছিল – Fostering multilingualism for inclusion in education and society.


১৩৭. স্বাধীন ভারতের প্রথম মহিলা হিসাবে ফাঁসিতে মৃত্যুদন্ড পেতে চলেছে উত্তরপ্রদেশের মথুরার কোন মহিলা?

(A) আকিরা বেগম
(B) শবনম আলী
(C) জাহানারা খাতুন
(D) শবনম ফারিয়া

উত্তর :
(B) শবনম আলী

বাড়ির সাত সদস্যকে কুপিয়ে খুন করেন তিনি ।


১৩৮. ২০২১ সালের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জেনিফার ব্র্যাডিকে পরাজিত করে নাওমি ওসাকা তাঁর কততম গ্র্যান্ড স্ল্যাম খেতাব অর্জন করলেন ?

(A) তৃতীয়
(B) চতুর্থ
(C) পঞ্চম
(D) ষষ্ঠ

উত্তর :
(B) চতুর্থ 

১৩৯. ‘Maverick Messiah’’ শীর্ষক গ্রন্থটির রচয়িতা কে?

(A) শশী থারুর
(B) রোহিংটন মিস্ত্রি
(C) রমেশ কান্দুলা
(D) বিক্রম চন্দ্র

উত্তর :
(C) রমেশ কান্দুলা

‘Maverick Messiah’  হল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রয়াত শ্রী এন টি রামা রাওয়ের রাজনৈতিক জীবনী। বইটির রচয়িতা প্রবীণ সাংবাদিক রমেশ কান্দুলা।


১৪০. উত্তরপ্রদেশ কোন দেশে ২০টন বুদ্ধ চাল (Buddha Rice) যেটি “কালা নমক” নামে খ্যাত পাঠাতে চলেছে ?

(A) মালয়েশিয়া
(B) ইন্দোনেশিয়া
(C) ব্রুনেই
(D) সিঙ্গাপুর

উত্তর :
(D) সিঙ্গাপুর

সিঙ্গাপুর:

  •     রাজধানী – সিঙ্গাপুর শহর
  •     মুদ্রা – সিঙ্গাপুর ডলার
  •     রাষ্ট্রপতি – হালিমাহ ইয়াকুব
  •     জাতীয় ক্রীড়া – ফুটবল

কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২১ – MCQ – Page 8

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page
Telegram

Related Articles

Back to top button