Monthly Current AffairsCurrent Affairs

কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২১ pdf । সাম্প্রতিকী

Current Affairs - February 2021 - PDF

১৮১. এশিয়ার সবথেকে বড়ো গবাদি পশুর পার্ক (Cattle Park ) কোন রাজ্যে শুরু হলো ?

(A) কেরালা
(B) তামিলনাড়ু
(C) উত্তরপ্রদেশ
(D) আসাম

উত্তর :
(B) তামিলনাড়ু

তামিলনাড়ুর  সালেম জেলায় এই পার্কটির উদ্বোধন করা হলো ।

তামিলনাড়ু

  •     মুখ্যমন্ত্রী – ই কে.পালানীস্বামী।
  •     রাজ্যপাল – বানওয়ারিলাল পুরোহিত।
  •     লোকসভা আসন – ৩৯টি ।
  •     রাজ্যসভার আসন – ১৮টি।

১৮২. আমেরিকার  International Anti-Corruption Champions Award-এ সম্মানিত হলেন কোন ভারতের মহিলা?

(A) রেখা শর্মা
(B) অঞ্জলী ভরদ্বাজ
(C) কিরণ ভরদ্বাজ
(D) ঐশী মজুমদার

উত্তর :
(B) অঞ্জলী ভরদ্বাজ

মোট ১২ জন এই পুরস্কার পেয়েছেন । তার মধ্যে একমাত্র ভারতীয় অঞ্জলী ভরদ্বাজ ।


১৮৩. ভারত কোন রাজ্যের বিদ্যালয় শিক্ষার উন্নতির জন্য ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে ৬৮ মিলিয়ন ডলারের চুক্তি করেছে ?

(A) মনিপুর
(B) নাগাল্যান্ড
(C) হিমাচল প্রদেশ
(D) মেঘালয়

উত্তর :
(B) নাগাল্যান্ড

নাগাল্যান্ড

  • রাজধানী- কোহিমা
  • মুখ্যমন্ত্রী- নেইফিউ রিও
  • রাজ্যপাল- আর. এন. রবি

১৮৪. National Commission for Scheduled Castes(NCSC) -এর নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন ?

(A) অধীর গুপ্ত
(B) বিজয় সামপ্লা
(C) জগদীশ কুমার
(D) প্রশান্ত বিহারী

উত্তর :
(B) বিজয় সামপ্লা

National Commission for Scheduled Castes(NCSC)-এর নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন বিজয় সামপ্লা ।


১৮৫. সম্প্রতি সশস্ত্র বাহিনীতে মহিলাদের যোগদানের অধিকার দিল কোন দেশ?

(A) দুবাই
(B) ইজিপ্ট
(C) সৌদি আরব
(D) সংযুক্ত আরব আমিরশাহী

উত্তর :
(C) সৌদি আরব

সৌদি আরব

  • রাজধানী- রিয়াধ
  • মুদ্রার নাম- রিয়াল

১৮৬. মধ্যপ্রদেশের হোসংগাবাদ শহরের নাম পরিবর্তন করে নতুন নাম কি রাখা হবে?

(A) স্বরাজ নগর
(B) নর্মদা পুরম
(C) অটল পুরম
(D) কোনটিই নয়

উত্তর :
(B) নর্মদা পুরম

মধ্যপ্রদেশের হোসংগাবাদ শহরের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হতে চলেছে নর্মদা পুরম ।


১৮৭. সম্প্রতি Paris Climate Agreement-এ পুনরায় যোগদান করলো কোন দেশ?

(A) জাপান
(B) চীন
(C) আমেরিকা যুক্তরাষ্ট্র
(D) ব্রিটেন

উত্তর :
(C) আমেরিকা যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র Paris Climate Agreement থেকে বেরিয়ে গিয়ে পুনরায় যোগদান করেছে ।


Download Current Affairs MCQ for February 2021 – Click Here 


Download Current Affairs One Liners for February 2021 Click Here 

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10
Telegram

Related Articles

Back to top button