Monthly Current AffairsCurrent Affairs

কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২১ pdf । সাম্প্রতিকী

Current Affairs - February 2021 - PDF

১০১. কোন অ্যাপ/ওয়েব পোর্টালটিকে ‘আরোগ্য সেতু’ অ্যাপ এর সাথে যুক্ত করা হল?

(A) e-Sampada App
(B) Jeevan Seva App
(C) Co-Win portal
(D) NariShakti App

উত্তর :
(C) Co-Win portal

কোভিড-19 ট্রেসিং অ্যাপ ‘Aarogya Setu’ এবং কোভিড-19 ভ্যাকসিন রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম ‘Co-Win portal’ কে একসাথে জুড়ে দিয়েছে কেন্দ্র সরকার।

এই সংযুক্তিকরণের ফলে ব্যবহারকারী যারা কমপক্ষে ভ্যাকসিন এর প্রথম ডোজ নিয়েছেন, তারা ভ্যাক্সিনেশন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।


১০২. ‘ন্যাশনাল হর্টিকালচার ফেয়ার’ ২০২১ কোথায় অনুষ্ঠিত হল?

(A) মুম্বাই
(B) ব্যাঙ্গালুরু
(C) নতুন দিল্লী
(D) ভোপাল

উত্তর :
(B) ব্যাঙ্গালুরু

  • কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে সম্প্রতি ৫দিনের ‘ন্যাশনাল হর্টিকালচার ফেয়ার’ অনুষ্ঠিত হল।
  • থিম- “হর্টিকালচার ফর স্টার্ট আপ অ্যান্ড স্ট্যান্ড আপ ইন্ডিয়া”।
  • কর্ণাটকঃ (আগের নাম মহীশূর)
  • রাজধানী- ব্যাঙ্গালুরু (ব্যাঙ্গালোর এর নাম বদলে ব্যাঙ্গালুরু হয় ২০১৪ সালে)।
  • মুখ্যমন্ত্রী- বি এস ইয়েদুরাপ্পা            রাজ্যপাল- ভাজুভাই ভালা

১০৩. তিন দিনের ‘Kanchoth Festival’ কোথায় পালিত হল?

(A) মহারাষ্ট্র
(B) গুজরাত
(C) উত্তরপ্রদেশ
(D) জম্মু ও কাশ্মীর

উত্তর :
(D) জম্মু ও কাশ্মীর

  • সম্প্রতি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে অনুষ্ঠিত হল ‘Kanchoth Festival’।
  • প্রতি বছর মাঘ মাসের শুক্লা পক্ষে প্রাচীন নাগ সংস্কৃতির একটি অন্যতম নিদর্শন এই ‘Kanchoth Festival’ অনুষ্ঠিত হয় চন্দ্রভাগা নদীর উপত্যকায়।
  •  জম্মু ও কাশ্মীরের বর্তমান উপ-রাজ্যপাল হলেন মনোজ সিনহা।

১০৪. তিন দিনের ‘মান্দু উৎসব’ কোন রাজ্যে পালন করা হল?

(A) গুজরাত
(B) মধ্যপ্রদেশ
(C) কর্ণাটক
(D) অন্ধ্রপ্রদেশ

উত্তর :
(B) মধ্যপ্রদেশ

  •  মধ্যপ্রদেশ এর ধর জেলার মান্দু তে তিনদিন ব্যাপি এই উৎসব পালিত হল।
  • এর থিম ছিল- “Khojne Mein Kho Jao(Feel Lost in Discovering)”
  • মধ্যপ্রদেশঃ     রাজধানী- ভোপাল
  • মুখ্যমন্ত্রী- শিবরাজ সিং চৌহান    রাজ্যপাল- আনন্দীবেন প্যাটেল(অতিরিক্ত দায়িত্ব)

১০৫. Dr. Ngozi Okonjo Iweala নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার ডিরেক্টর জেনারেল নিযুক্ত হতে চলেছেন?

(A) ওয়ার্ল্ড ব্যাঙ্ক
(B) ইউনেস্কো
(C) ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন
(D) আই.এম.এফ

উত্তর :
(C) ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন

  • প্রথম মহিলা এবং প্রথম আফ্রিকান হিসাবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর প্রধান হতে চলেছেন নাইজেরিয়ার Dr. Ngozi Okonjo Iweala ।
  • আগামী ১লা মার্চ তিনি দায়িত্বভার গ্রহণ করবেন।
  • ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর রয়েছে সুইজারল্যান্ড এর জেনেভা তে।

১০৬. বছরের সেরা মুখ্যমন্ত্রী হিসাবে ‘স্কচ চ্যালেঞ্জার অ্যাওয়ার্ড’ পেলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

(A) তামিলনাড়ু
(B) অন্ধ্রপ্রদেশ
(C) মধ্যপ্রদেশ
(D) রাজস্থান

উত্তর :
(B) অন্ধ্রপ্রদেশ

এবছর সেরা সেরা মুখ্যমন্ত্রী হিসাবে ‘স্কচ চ্যালেঞ্জার অ্যাওয়ার্ড’ পেলেন অন্ধ্রপ্রদেশ এর মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি।


১০৭. সম্প্রতি পুদুচেরি র উপ-রাজ্যপাল এর দায়িত্ব পেলেন কে?

(A) কিরণ বেদী
(B) ডঃ তথাগত রায়
(C) আনন্দীবেন প্যাটেল
(D) তামিলিসাই সৌন্দরারাজন

উত্তর :
(D) তামিলিসাই সৌন্দরারাজন

  • তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দরারাজনকে পুদুচেরি র উপ-রাজ্যপাল হিসাবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল।
  • পুদুচেরি র উপ-রাজ্যপাল হিসাবে তিনি কিরণ বেদীর স্থলাভিষিক্ত হলেন।

১০৮. International Childhood Cancer Day প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয়?

(A) ফেব্রুয়ারি ১২
(B) ফেব্রুয়ারি ১৩
(C) ফেব্রুয়ারি ১৪
(D) ফেব্রুয়ারি ১৫

উত্তর :
(D) ফেব্রুয়ারি ১৫

  • প্রতিবছর ১৫ই ফেব্রুয়ারি International Childhood Cancer Day পালন করা হয়।
  • এবছর ২০তম International Childhood Cancer Day পালন করা হল।

১০৯.  সম্প্রতি প্রধানমন্ত্রী কোথায় ‘Mahabahu Brahmaputra’ প্রকল্প  লঞ্চ করলেন?

(A) অরুণাচল প্রদেশ
(B) আসাম
(C) ত্রিপুরা
(D) মেঘালয়

উত্তর :
(B) আসাম

  • সম্প্রতি প্রধানমন্ত্রী আসামে ‘Mahabahu Brahmaputra’ প্রকল্প লঞ্চ করলেন।
  • আসামঃ
  • রাজধানী- দিসপুর
  • মুখ্যমন্ত্রী- সর্বানন্দ সোনোয়াল                 রাজ্যপাল- জগদীশ মুখী

১১০. কোন সংস্থা ‘ওয়ার্ল্ড সোলার ব্যাঙ্ক’ লঞ্চ করার পরিকল্পনা করেছে?

(A) ইউনাইটেড নেশনস
(B) ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স
(C) সার্ক
(D) ওয়ার্ল্ড ব্যাঙ্ক

উত্তর :
(B) ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স

  • ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ‘ওয়ার্ল্ড সোলার ব্যাঙ্ক’ লঞ্চ করার পরিকল্পনা করেছে।
  • ২০২১ এর নভেম্বরে গ্লাসগো তে যে ইউনাইটেড নেশনস জলবায়ু পরিবর্তন সম্মেলন অনুষ্ঠিত হবে সেখানে এই ঘোষণা টি করা হবে বলে মনে করা হচ্ছে।
  • ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট যথাক্রমে ভারত এবং ফ্রান্স।

১১১. সম্প্রতি Mario Draghi কোন দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন?

(A) জার্মানি
(B) ব্রিটেন
(C) জাপান
(D) ইটালি

উত্তর :
(D) ইটালি

  • Mario Draghi সম্প্রতি ইটালির প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন।
  • ইটালির বর্তমান রাষ্ট্রপতি হলেন- Sargio Mattarella

১১২. কোন রাজ্য সরকার সম্প্রতি ‘COVID-19 Warrior Memorial’ স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে?

(A) ওড়িশা
(B) অন্ধ্রপ্রদেশ
(C)  হিমাচলপ্রদেশ
(D) কেরালা

উত্তর :
(A) ওড়িশা

  • কোভিড যোদ্ধাদের অবদান কে সম্মান জানিয়ে ওড়িশার রাজধানী ভুবনেশ্বর এ গড়ে তোলা হবে ‘COVID-19 Warrior Memorial’
  • ওড়িশার বর্তমান মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক    ওড়িশার বর্তমান রাজ্যপাল গণেশী লাল

১১৩. কোথায় ভারতের প্রথম জিওথার্মাল পাওয়ার প্রোজেক্ট গড়ে উঠতে চলেছে?

(A) জম্মু ও কাশ্মীর
(B) লাদাখ
(C) পুডুচেরি
(D) চণ্ডীগড়

উত্তর :
(B) লাদাখ

পূর্ব লাদাখের পুগা গ্রামে ভারতের প্রথম জিওথার্মাল পাওয়ার প্রোজেক্ট গড়ে উঠতে চলেছে। এটি ২০২২ এর শেষ দিক থেকে কাজ করা শুরু করবে বলে মনে করা হচ্ছে।


১১৪.  টেস্ট ক্রিকেটে তৃতীয় ভারতীয় পেসার হিসাবে কে ৩০০ উইকেটের অধিকারী হলেন?

(A) জসপ্রীত বুমরা
(B) মহম্মদ সামি
(C) ইশান্ত শর্মা
(D) উমেশ যাদব

উত্তর :
(C) ইশান্ত শর্মা

কপিল দেব এবং জাহির খান এর পর তৃতীয় ভারতীয় পেসার হিসাবে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের অধিকারী হলেন ইশান্ত শর্মা।


১১৫. একাদশ ‘রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব’ কোথায় আয়োজন করা হল?

(A) পশ্চিমবঙ্গ
(B) আসাম
(C) বিহার
(D) উত্তরপ্রদেশ

উত্তর :
(A) পশ্চিমবঙ্গ

  • ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ কর্মসূচীর অধীনে একাদশ ‘রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব’ অনুষ্ঠিত হয়ে গেল পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার কোচবিহার প্যালেসে।
  • এই উৎসবের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়।

১১৬.  United Kingdom থেকে ভারতের কোন রাজ্যে সর্বাধিক Foreign Direct investment(FDI) এসেছে?

(A) মহারাষ্ট্
(B) কর্ণাটক
(C) উত্তরপ্রদেশ
(D) পাঞ্জাব

উত্তর :
(A) মহারাষ্ট্

  • Grant Thornton Bharat’s Britain Meets India রিপোর্ট অনুযায়ী United Kingdom থেকে সর্বাধিক Foreign Direct investment(FDI) এসেছে মহারাষ্ট্রে।
  • মহারাষ্ট্রের রাজধানী মুম্বই (বোম্বে থেকে মুম্বই নাম পরিবর্তন হয় ১৯৯৫ এ)
  • বর্তমান মুখ্যমন্ত্রী- উদ্ধব ঠাকরে
  • বর্তমান রাজ্যপাল- ভগত সিং কোশিয়ারী

১১৭. ভারতের কোন শহরকে 2020 Tree City of the World আখ্যা দেওয়া হল?

(A) মুম্বাই
(B) নতুন দিল্লী
(C) হায়দ্রাবাদ
(D) ব্যাঙ্গালুরু

উত্তর :
(C) হায়দ্রাবাদ

  • The Arbor Day Foundation এবং United Nations Food And Agriculture Organisation হায়দ্রাবাদ শহর কে 2020 Tree City of the World আখ্যা দিয়েছে।
  • United Nations Food And Agriculture Organisation এর সদরদপ্তর রয়েছে ইটালির রোমে।

১১৮. টেস্ট ইতিহাসে প্রথমবার কোন বোলার বাঁহাতি ক্রিকেটারদের ২০০বার আউট করার কৃতিত্ব অর্জন করলেন?

(A) কুলদীপ যাদব
(B) রবিচন্দ্রন আশ্বিন
(C) মইন আলী
(D) ইশান্ত শর্মা

উত্তর :
(B) রবিচন্দ্রন আশ্বিন

  • ভারতীয় অফ-স্পিনার রবিচন্দ্রন আশ্বিন টেস্ট ক্রিকেটের ইতিহাসে একমাত্র বোলার যিনি ২০০বার বাঁহাতি ক্রিকেটারদের আউট করার কৃতিত্ব অর্জন করলেন।
  • টেস্ট ইতিহাসে সর্বাধিক উইকেট দখল করেছেন- মুথাইয়া মুরলিধরন (ভারতীয়দের মধ্যে, অনিল কুম্বলে ) ।

১১৯. কোন দিনটি ‘বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস’ হিসাবে পালন করা হয়?

(A) ফেব্রুয়ারি ১৯
(B) ফেব্রুয়ারি ২০
(C) ফেব্রুয়ারি ২১
(D) ফেব্রুয়ারি ২২

উত্তর :
(B) ফেব্রুয়ারি ২০

  • প্রতিবছর ২০শে ফেব্রুয়ারি ‘বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস’ (World Day of Social Justice) হিসাবে পালন করা হয়।
  • এবছরের থিম- A Call for Social Justice in the Digital Economy

১২০. সম্প্রতি কোন দেশের নির্বাচন কমিশন সেই দেশের নির্বাচন নিরীক্ষণ করার জন্য ৫২টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে?

(A) সুদান
(B) কঙ্গো
(C) ইরান
(D) ইরাক

উত্তর :
(D) ইরাক

সম্প্রতি ইরাকের ‘ইনডিপেন্ডেন্ট হাই ইলেক্টরাল কমিশন (IHEC)’  সেই দেশের নির্বাচন নিরীক্ষণ করার জন্য ৫২টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে।


কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২১ – MCQ – Page 7

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page
Telegram

Related Articles

Back to top button