Monthly Current AffairsCurrent Affairs

কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২১ pdf । সাম্প্রতিকী

Current Affairs - February 2021 - PDF

১৬১. ২০২১ সালের ফেব্রুয়ারিতে, কে পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন?

(A) সৈয়দ আলী শাহ গিলানী
(B) মেহবুবা মুফতি
(C) ভূপেশ বাঘেল
(D) ফারুক আবদুল্লাহ

উত্তর :
(B) মেহবুবা মুফতি

তিনি টানা সপ্তমবারের জন্য এই পোস্টে নির্বাচিত হলেন ।


১৬২. Levi’s তার গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে সম্প্রতি কাকে  নিযুক্ত করেছে ?

(A) অনুষ্কা শর্মা
(B) দীপিকা পাড়ুকোন
(C) প্রিয়ঙ্কা চোপড়া
(D) কঙ্গনা রানাউত

উত্তর :
(B) দীপিকা পাড়ুকোন

Levi’s এর প্রথম ভারতীয় মহিলা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন দীপিকা পাড়ুকোন ।


১৬৩. ২০২১ সালের ২৩ শে ফেব্রুয়ারি ভারতের সিরাম ইনস্টিটিউট (SII) কোন দেশে ২০ লক্ষ COVID 19 টীকার ডোজ সরবরাহ করলো ?

(A) ভুটান
(B) শ্রীলংকা
(C) লাওস
(D) বাংলাদেশ

উত্তর :
(D) বাংলাদেশ

বাংলাদেশ:

  •     রাজধানী –  ঢাকা ।
  •     মুদ্রা – বাংলাদেশি টাকা।
  •     রাষ্ট্রপতি – আবদুল হামিদ।
  •     প্রধানমন্ত্রী- শেখ হাসিনা।
  •     জাতীয় ক্রীড়া – কাবাডি।

১৬৪. ব্রাজিলের উপগ্রহ অ্যামাজনিয়া -1 (Amazonia-1 ) উৎক্ষেপণ করলো নিচের কোন সংস্থা ?

(A) ISRO
(B) Roscosmos
(C) JAXA
(D) ESA

উত্তর :
(A) ISRO

২৮ শে ফেব্রুয়ারী  ইসরো ব্রাজিলিয়ান উপগ্রহ অ্যামাজনিয়া -১ উৎক্ষেপণ করলো  অন্ধ্রপ্রদেশের শ্রীহারিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে।

দেখে নাও ভারতীয় ,মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সপর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য – Click Here 


১৬৫. সাহিত্য অ্যাকাডেমির honorary fellow  হিসেবে সম্প্রতি কে নির্বাচিত হয়েছেন?

(A) এ কে রামানুজন
(B) ডেভিড ডিন শুলমান
(C) ভেলাছেরি নারায়ণ রাও
(D) আল্লাসানী পেদনা

উত্তর :
(C) ভেলাছেরি নারায়ণ রাও

তেলেগু সাহিত্যে তাঁর অবদানের জন্য ভেলাছেরি নারায়ণ রাও সাহিত্য অ্যাকাডেমির honorary fellow  হিসেবে সম্প্রতি  নির্বাচিত হয়েছেন।


১৬৬. দীপক কুমার কোন খেলার সাথে সম্পর্কিত?

(A) টেনিস
(B) বক্সিং
(C) ব্যাডমিন্টন
(D) ক্রিকেট

উত্তর :
(B) বক্সিং

২০২১ সালের ২৭শে ফেব্রুয়ারি বুলগেরিয়ার সোফিয়ায় ৭২তম স্ট্রান্ডজা মেমোরিয়াল টুর্নামেন্টে বক্সিংয়ের দীপক কুমার (৫২ কেজি) পুরুষদের ফ্লাইওয়েটে রৌপ্য পদক জিতেছেন ।


১৬৭. প্রতি বছর জাতীয় বিজ্ঞান দিবস কোন দিনটিতে পালিত হয়?

(A) ২৩শে ফেব্রুয়ারি
(B) ২৫শে ফেব্রুয়ারি
(C) ২৭শে ফেব্রুয়ারি
(D) ২৮শে ফেব্রুয়ারি

উত্তর :
(D) ২৮শে ফেব্রুয়ারি

জাতীয় বিজ্ঞান দিবস প্রতি বছরে ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ দিনটিকে প্রখ্যাত ভারতীয় পদার্থ বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামন-এর রামন এফেক্ট-এর আবিষ্কারের সম্মানে ভারতে পালন করা হয়। ১৯২৮ সালের ২৮ ফেব্রুয়ারিতে রামন এই পরিঘটনা আবিষ্কার করেছিলেন।

এই আবিষ্কারের জন্য ১৯৩০ সালে রামন পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করে ।


১৬৮. ২০২১ সালের ফেব্রুয়ারিতে নাগাল্যান্ডে প্রায় ৩০ একর ব্যাপী মন মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কে ?

(A) নরেন্দ্র মোদী
(B) হর্ষ বর্ধন
(C) অভিনব গুপ্ত
(D) আগম মিত্তল

উত্তর :
(B) হর্ষ বর্ধন

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন ২৬শে ফেব্রুয়ারী, ২০২১ সালে মন জেলা হাসপাতালে ০ একর জমি জুড়ে মন মেডিকেল কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন ।


১৬৯. ২০২১ সালের ফেব্রুয়ারিতে কোন রাজ্যে, আত্তুকাল পোঙ্গল উৎসব অনুষ্ঠিত হল ?

(A) গুজরাট
(B) মহারাষ্ট্র
(C) তামিলনাড়ু
(D) কেরালা

উত্তর :
(D) কেরালা

আত্তুকাল পোঙ্গল হল তিরুবনন্তপুরমের আত্তুকাল ভগবতী মন্দিরের বার্ষিক অনুষ্ঠান এবং এটি মহিলাদের বৃহত্তম সমাবেশ হিসাবে গিনেস বিশ্ব রেকর্ড-এ নাম করে নিয়েছে।

কেরালা:

  •     মুখ্যমন্ত্রী – পিনারাই বিজয়ন।
  •     রাজ্যপাল – আরিফ মোহাম্মদ খান।
  •     জেলার সংখ্যা -১৪।

 


১৭০. ২০২১ সালের ফেব্রুয়ারিতে কততম আগরতলা আন্তর্জাতিক বইমেলার  শুরু হল ?

(A) ৩৩
(B) ৩৫
(C) ৩৯
(D) ৪১

উত্তর :
(C) ৩৯

এই বছরের থিম ছিল “Amader Tripura, Sresta Tripura” ( আমাদের ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা ) ।


১৭১. মার্কিন সেনা ২০২১ সালে কোন দেশে ইরান-সমর্থিত জঙ্গিদের লক্ষ্য করে একটি বিমান হামলা চালিয়েছে ?

(A) ইতালি
(B) সিরিয়া
(C) জর্ডন
(D) ইন্দোনেশিয়া

উত্তর :
(B) সিরিয়া

মার্কিন সেনা ২০২১ সালের ফেব্রুয়ারিতে সিরিয়ায় ইরান-সমর্থিত জঙ্গিদের লক্ষ্য করে একটি বিমান হামলা চালায়।

বাইডেন প্রশাসনের এটিই প্রথম সামরিক পদক্ষেপ।


১৭২. ২০২১ সালের ফেব্রুয়ারিতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভারত খেলনা মেলা (India Toy Fair ) কে উদ্বোধন করলেন ?

(A) রাজনাথ সিং
(B) অমিত শাহ
(C) নরেন্দ্র মোদী
(D) প্রকাশ জাভাদেকার

উত্তর :
(C) নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২১ সালের ফেব্রুয়ারিতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভারত খেলনা মেলা (India Toy Fair )  উদ্বোধন করলেন।


১৭৩. 2021 সালে কোন দিন সারা দেশে গুরু রবিদাস জয়ন্তী পালন করা হল ?

(A) ২৫ ফেব্রুয়ারি
(B) ২৬ ফেব্রুয়ারি
(C) ২৭ ফেব্রুয়ারি
(D) ২৮ ফেব্রুয়ারি

উত্তর :
(C) ২৭ ফেব্রুয়ারি

২০২১  সালের ২৭শে  ফেব্রুয়ারি দেশজুড়ে পালিত  হলো   গুরু রবিদাস জয়ন্তী। ভক্তি আন্দোলনের সাধক গুরু রবিদাস বর্ণবাদ এর বিরুদ্ধে তার প্রচেষ্টার জন্য সুপরিচিত ।


১৭৪. ২০২১ সালের ফেব্রুয়ারিতে কোন দেশ তার ঐতিহ্যবাহী ল্যান্টার্ন (Lantern ) উৎসব পালন করেছে ?

(A) চীন
(B) মঙ্গোলিয়া
(C) রাশিয়া
(D) ব্রুনেই

উত্তর :
(A) চীন

চীন:

  •     রাজধানী – বেইজিং
  •     মুদ্রা – চীনা ইউয়ান
  •     রাষ্ট্রপতি – শি জিনপিং।
  •     জাতীয় ক্রীড়া – টেবিল টেনিস

১৭৫. ২০২০-২১ এ টাটা ইনোভেশন ফেলোশিপের জন্য কে নির্বাচিত হয়েছেন?

(A) ব্রহ্মা চেল্লানি
(B) অবিনাশ দীক্ষিত
(C) ব্রিজ কোঠারি
(D) উত্তমা লাহিড়ী

উত্তর :
(D) উত্তমা লাহিড়ী

গুজরাতে, IIT গান্ধিনগরের ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং  বিভাগের সহযোগী অধ্যাপক উত্তমা লাহিড়ি ২০২০-২১ এর জন্য টাটা ইনোভেশন ফেলোশিপের জন্য নির্বাচিত করা হয়েছে।


১৭৬. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে রাজ্য সরকারী কর্মচারীদের অবসরকালীন বয়স ৫৯ থেকে বাড়িয়ে ৬০ করা হয়েছে ?

(A) কেরালা
(B) তামিলনাড়ু
(C) তেলঙ্গানা
(D) গুজরাট

উত্তর :
(B) তামিলনাড়ু

তামিলনাড়ুর, মুখ্যমন্ত্রী ই পালানানিস্বামী ঘোষণা করেছেন যে রাজ্য সরকারী কর্মচারীদের অবসরকালীন বয়স ৫৯ থেকে বাড়িয়ে ৬০ বছর করা হয়েছে।

তামিলনাড়ু:

  •     মুখ্যমন্ত্রী – এদাপদী কে.পালানীস্বামী
  •     রাজ্যপাল – বানওয়ারিলাল পুরোহিত
  •     লোকসভা আসন – ৩৯
  •     রাজ্যসভার আসন – ১৮

১৭৭. ২০২১ সালের ফেব্রুয়ারিতে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন অফিস অফ পার্সোনাল ম্যানেজমেন্টের নেতৃত্বের জন্য কাকে মনোনীত করেছেন?

(A) ডিম্পল আজমেরা
(B) কিরণ আহুজা
(C) প্রীতা ডি বানসাল
(D) মোনা দাস

উত্তর :
(B) কিরণ আহুজা

মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ভারতীয়-আমেরিকান আইনজীবী কিরণ আহুজাকে অফিস অফ পার্সোনাল ম্যানেজমেন্টের প্রধান হিসাবে মনোনীত করেছেন। তিনি প্রথম ভারতীয়-আমেরিকান যিনি এই দায়িত্ব পেলেন।


১৭৮. কোন রাজ্যের গভর্নর ২৭ শে ফেব্রুয়ারী, ২০২১ সাল থেকে ৬ মাসের জন্য পুরো রাজ্যকে একটি ‘অশান্ত অঞ্চল (disturbed area’ )’ হিসাবে ঘোষণা করেছেন ?

(A) অরুণাচল প্রদেশ
(B) আসাম
(C) মণিপুর
(D) নাগাল্যান্ড

উত্তর :
(B) আসাম

আসামের রাজ্যপাল জগদীশ মুখী ২৭ শে ফেব্রুয়ারী, ২০২১ সাল থেকে ৬ মাসের জন্য পুরো রাজ্যকে একটি ‘অশান্ত অঞ্চল (disturbed area’ )’ হিসাবে ঘোষণা করেছেন । আসামকে  Armed Forces (Special Powers) Act (AFSPA), 1958 অনুসারে  ‘অশান্ত অঞ্চল (disturbed area)’ হিসেবে ঘোষণা করা হয়েছে ।

আসাম:

  •     মুখ্যমন্ত্রী – সর্বানন্দ সোনোয়াল।
  •     রাজ্যপাল – জগদীশ মুখী।
  •     জেলার সংখ্যা – ৩৩
  •     লোকসভা আসন – ১৪

১৭৯. সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতের কোন প্রাক্তন অলরাউন্ডার?

(A) কপিল দেব
(B) শচীন তেন্ডুলকর
(C) ইউসুফ পাঠান
(D) এম. এস. ধোনী

উত্তর :
(C) ইউসুফ পাঠান

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ইউসুফ পাঠান।


১৮০. কুশীনগর বিমানবন্দর উত্তরপ্রদেশের কততম আন্তর্জাতিক বিমানবন্দর ?

(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) তৃতীয়
(D) পঞ্চম

উত্তর :
(C) তৃতীয়

দেখে নাও ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরের তালিকা – Click Here 

উত্তর প্রদেশ : 

  • মুখ্যমন্ত্রী- যোগী আদিত্যানাথ
  • রাজ্যপাল- আনন্দিবেন প্যাটেল

কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২১ – MCQ – Page 9

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page
Telegram

Related Articles

Back to top button