Monthly Current AffairsCurrent Affairs

কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২১ pdf । সাম্প্রতিকী

Current Affairs - February 2021 - PDF

৬১. বিশ্বের প্রাচীনতম প্রাণীর একমাত্র জীবাশ্ম “ডিকিনসোনিয়া” ভারতের কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছে?

(A) মধ্য প্রদেশ
(B) বিহার
(C) গুজরাট
(D) পাঞ্জাব

উত্তর :
(A) মধ্য প্রদেশ

মধ্যপ্রদেশের ভীমবেটকা শিলা আশ্রয়কেন্দ্রে বিশ্বের প্রাচীনতম প্রাণীর একমাত্র জীবাশ্ম ডিকিনসোনিয়া আবিষ্কৃত হয়েছে।


৬২. ২০২১ সালের ফেব্রুয়ারিতে মানসা বারাণসী VLCC Femina Miss India World 2020  শিরোপা জিতে নিলে।  তিনি নিম্নলিখিত কোন রাজ্যের বাসিন্দা ?

(A) ওড়িশা
(B) তেলেঙ্গানা
(C) গুজরাট
(D) বিহার

উত্তর :
(B) তেলেঙ্গানা

তেলেঙ্গানার ইঞ্জিনিয়ার মানসা বারাণসীর মাথায় উঠল VLCC ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২০-এর মুকুট।হরিয়ানার মেয়ে মনিকা শেওকান্দ-এর মাথায় উঠেছে VLCC ফেমিনা মিস গ্র্যান্ড ইন্ডিয়া ২০২০-র তাজ, অপরদিকে উত্তর প্রদেশের মান্যা সিংয়ের ঝুলিতে গিয়েছে VLCC ফেমিনা মিস ইন্ডিয়ার রানার-আপের খেতাব।


৬৩. ২০২১ সালের ফেব্রুয়ারিতে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি GIFT  (Guaranteed Income for Tomorrow ) স্কিম চালু করছে ?

(A) ICICI Prudential Life Insurance
(B) HDFC Life Insurance
(C) Life Insurance Corporation
(D) Bajaj Allianz General Insurance

উত্তর :
(A) ICICI Prudential Life Insurance

৬৪. চীন ২০২১ সালে চন্দ্র নববর্ষ ( Lunar New Year ) উদযাপন করেছে কোন দিনে?

(A) ১১ ফেব্রুয়ারি
(B) ১২ ফেব্রুয়ারি
(C) ১৩ ফেব্রুয়ারি
(D) ১৪ ফেব্রুয়ারি

উত্তর :
(B) ১২ ফেব্রুয়ারি

চীনের নববর্ষ Spring Festival নামেও পরিচিত । এবারের চীনের নতুন বর্ষের থিম হলো Year of the Ox.


৬৫. কোন রাজ্যের মন্ত্রিপরিষদ অলিম্পিক গেমসের জন্য যোগ্যতা অর্জনকারী সেই রাজ্যের খেলোয়াড়দের  ৫ লক্ষ টাকা করে প্রস্তুতি অর্থ (‘preparations money’ ) দেওয়ার কথা ঘোষণা করেছে ?

(A) পাঞ্জাব
(B) গুজরাট
(C) রাজস্থান
(D) হরিয়ানা

উত্তর :
(D) হরিয়ানা

হরিয়ানা মন্ত্রিপরিষদ অলিম্পিক গেমসের জন্য যোগ্যতা অর্জনকারী সেই রাজ্যের খেলোয়াড়দের  ৫ লক্ষ টাকা করে প্রস্তুতি অর্থ (‘preparations money’ ) দেওয়ার কথা ঘোষণা করেছে  ।

হরিয়ানা:

  •     মুখ্যমন্ত্রী – মনোহর লাল খট্টর।
  •     রাজ্যপাল – সত্যদেব নারায়ণ আর্য।

৬৬. ভারতে ‘সমর্পন দিবস’ কোন দিনটিতে  পালন করা হয়?

(A) ১০ ফেব্রুয়ারি
(B) ১১ ফেব্রুয়ারি
(C) ১২ ফেব্রুয়ারি
(D) ১৩ ফেব্রুয়ারি

উত্তর :
(B) ১১ ফেব্রুয়ারি

১১ ই ফেব্রুয়ারি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে ‘সমর্পন দিবস’ পালন করা হয়।  ১৯৬৮ সালের ১১ই ফেব্রুয়ারি তিনি প্রয়াত হয়েছিলেন।


৬৭. আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স ( International Solar Alliance) এর পরবর্তী মহাপরিচালক (DG) কে হতে চলেছেন ?

(A) দীনেশ পালিওয়াল
(B) পবন মুঞ্জাল
(C) বরুণ বেরি
(D) অজয় মাথুর

উত্তর :
(D) অজয় মাথুর

আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স ( International Solar Alliance) এর পরবর্তী মহাপরিচালক (DG) হতে চলেছেন অজয় মাথুর ।


৬৮. আসন্ন ৪৫তম কলকাতা বইমেলার ফোকাল থিম কি?

(A) কোস্টারিকা
(B) বাংলাদেশ
(C) নেপাল
(D) ব্রিটেন

উত্তর :
(B) বাংলাদেশ

  • এবছর আগামী জুলাই মাসে সল্টলেক এ অনুষ্ঠিত হতে চলেছে ৪৫ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা।
  • এবছরের বইমেলার ফোকাল থিম কান্ট্রি হচ্ছে বাংলাদেশ।
  • এবছর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর উদযাপন চলছে।

৬৯. ভারতের প্রথম Children’s Boat Library কোথায় চালু হল?

(A) গুজরাত
(B) উত্তরপ্রদেশ
(C) কেরালা
(D) পশ্চিমবঙ্গ

উত্তর :
(D) পশ্চিমবঙ্গ

ভারতের প্রথম চিলড্রেন্স বোট লাইব্রেরি চালু হল পশ্চিমবঙ্গে।শিশুদের জন্য সেখানে ইংরাজি বাংলা মিলিয়ে প্রায় ৫০০ বই রাখা হয়েছে।

পশ্চিমবঙ্গঃ

  •          রাজধানী- কলকাতা (১৯১১ পর্যন্ত ভারতের রাজধানী)
  •          মুখ্যমন্ত্রী – মমতা ব্যানার্জি,  রাজ্যপাল – জগদীপ ধনখড়

৭০.  “By Many a Happy Accident: Recollections of a Life” বইটি কে লিখেছেন?

(A) বেঙ্কাইয়া নাইডু
(B) হামিদ আনসারি
(C) প্রতিভা পাটিল
(D) রামনাথ কোবিন্দ

উত্তর :
(B) হামিদ আনসারি

প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি র লেখা বই “By Many a Happy Accident: Recollections of a Life”।

তাঁর লেখা আরও কয়েকটি বই-

  • Travelling Through Conflict: Essays on the Politics of West Asia
  • Citizen And Society
  • Dare I Question?

৭১. সম্প্রতি ভারতের সাথে কোন দেশের যৌথ সামরিক মহড়া ‘Yudh Abhyas 20’ শুরু হয়েছে?

(A) আমেরিকা
(B) ব্রিটেন
(C) ফ্রান্স
(D) বাংলাদেশ

উত্তর :
(A) আমেরিকা

ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে ষোড়শ যৌথ সামরিক মহড়া ‘Yudh Abhyas 20’ শুরু হয়েছে রাজস্থানে।


৭২. সম্প্রতি কোন রাজ্য সরকার ‘বিজয়নগর’ নামে একটি নতুন জেলা তৈরি করেছে?

(A) অন্ধ্রপ্রদেশ
(B) তেলেঙ্গানা
(C) কর্ণাটক
(D) কেরালা

উত্তর :
(C) কর্ণাটক

কর্ণাটকের বেল্লারি জেলার কিছু অংশ নিয়ে রাজ্যের ৩১তম জেলা হিসাবে এই জেলা টি তৈরি করা হল।

কর্ণাটকঃ

  • রাজধানী- ব্যাঙ্গালুরু
  • মুখ্যমন্ত্রী – বি এস ইয়েদুরাপ্পা
  • রাজ্যপাল – ভাজুভাই ভালা

৭৩.  সম্প্রতি ভারত সরকার কোন দেশের লালন্দর(শহতুত) ড্যাম এর শিলান্যাস করেছে?

(A) নেপাল
(B) ভুটান
(C) মায়ানমার
(D) আফগানিস্তান

উত্তর :
(D) আফগানিস্তান

এটি আফগানিস্তানে ভারতের তৈরি দ্বিতীয় জলাধার।

আফগানিস্তানঃ

  • রাজধানী – কাবুল
  • মুদ্রা – আফগানী
  • রাষ্ট্রপতি – আশরাফ ঘানি

৭৪. সম্প্রতি ভূমি থেকে ভূমি ব্যালিস্টিক মিসাইল “Babur” এর সফল উৎক্ষেপণ করল কোন দেশ?

(A) বাংলাদেশ
(B) ইরান
(C) পাকিস্তান
(D) ইজরায়েল

উত্তর :
(C) পাকিস্তান

পাকিস্তানঃ

  •           রাজধানী – ইসলামাবাদ    মুদ্রা – পাকিস্তানি রুপি
  •           প্রধানমন্ত্রী – ইমরান খান

৭৫. কোন দিনটি বিশ্ব ডাল দিবস হিসাবে পালন করা হয়?

(A) ৯ই ফেব্রুয়ারি
(B) ১০ই ফেব্রুয়ারি
(C) ১১ই ফেব্রুয়ারি
(D) ১২ই ফেব্রুয়ারি

উত্তর :
(B) ১০ই ফেব্রুয়ারি

প্রথম বিশ্ব ডাল দিবস(World Pulses Day) পালন করা হয় ২০১৯ সালের ১০ই ফেব্রুয়ারি। সেই থেকে এই দিনটি প্রতি বছর পালন করা হচ্ছে।


৭৬.  আই.সি.সি ২০২১-২০২৩ পর্যন্ত তাদের গ্লোবাল পার্টনার হিসাবে কার নাম ঘোষণা করেছে?

(A) Reliance
(B) Paytm
(C) Sahara
(D) BYJU’s

উত্তর :
(D) BYJU’s

  • তিনবছরের চুক্তি অনুযায়ী ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সব আই.সি.সি ইভেন্টের পার্টনার হিসাবে থাকবে BYJU’s।
  • BYJU’s এর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর শাহরুখ খান।

৭৭. প্রতিবছর কোন দিনটি বিশ্ব ইউনানি দিবস হিসাবে পালন করা হয়?

(A) ৯ই ফেব্রুয়ারি
(B) ১০ই ফেব্রুয়ারি
(C) ১১ই ফেব্রুয়ারি
(D) ১২ই ফেব্রুয়ারি

উত্তর :
(C) ১১ই ফেব্রুয়ারি

  • বিখ্যাত ইউনানি গবেষক এবং সমাজসেবী হাকিম আজমল খান এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই দিনটি প্রতিবছর বিশ্ব ইউনানি দিবস হিসাবে পালন করা হয়।
  • এবছরের থিম- Unani Medicine: Opourtunities and Challenges in times os COVID-19

৭৮. কোন রাজ্যের শ্রিভিল্লিপুথুর-মেঘমালাই কে সম্প্রতি কেন্দ্র সরকার ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের স্বীকৃতি দিয়েছে?

(A) তামিলনাড়ু
(B) অন্ধ্রপ্রদেশ
(C) তেলেঙ্গানা
(D) কেরালা

উত্তর :
(A) তামিলনাড়ু

এটি ভারতের ৫১তম এবং তামিলনাড়ু র ৫ম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র।

তামিলনাড়ুঃ

  • রাজধানী- চেন্নাই
  • মুখ্যমন্ত্রী – ই কে পালানিস্বামি
  • রাজ্যপাল – বানওয়ারিলাল পুরোহিত

৭৯. বিশ্বের প্রথম Energy Island গড়ে উঠছে কোন দেশে?

(A) সুইজারল্যান্ড
(B) ডেনমার্ক
(C) নরওয়ে
(D) ইজরায়েল

উত্তর :
(B) ডেনমার্ক

রূপরেখা অনুযায়ী আগামী ২০৩৩ থেকে এই Energy Island  কাজ শুরু করবে।গ্রিন এনার্জি তৈরি এবং গ্রিনহাউস গ্যাস কমিয়ে আনতে এটি একটি উল্লেখযোগ্য ভুমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

ডেনমার্কঃ

  • রাজধানী – কোপেনহেগেন
  • মুদ্রা – ড্যানিশ ক্রোন
  • প্রধানমন্ত্রী – মেট ফ্রেডরিকসন

৮০. কোন দিনটি International Day of Women and Girls in Science হিসাবে পালন করা হয়?

(A) ১১ই ফেব্রুয়ারি
(B) ১২ই ফেব্রুয়ারি
(C) ১৩ই ফেব্রুয়ারি
(D) ১৪ই ফেব্রুয়ারি

উত্তর :
(A) ১১ই ফেব্রুয়ারি

বিজ্ঞান শাখায় মহিলাদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করা লক্ষ্যে এবং বিজ্ঞান বিভাগে যে সকল মহিলা বিভিন্ন ভাবে যোগদান রেখেছেন এবং বর্তমানে কাজ করে চলেছেন তাদের সম্মান জানিয়েই প্রতিবছর ১১ই ফেব্রুয়ারি International Day of Women and Girls in Science হিসাবে পালন করা হয়।


কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২১ – MCQ – Page 5

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page
Telegram

Related Articles

Back to top button