Monthly Current AffairsCurrent Affairs

কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২১ pdf । সাম্প্রতিকী

Current Affairs - February 2021 - PDF

৪১. ইসরো কবে মনুষ্যবিহীন মহাকাশযান লঞ্চ করবে বলে জানিয়েছে?

(A) ডিসেম্বর ২০২১
(B) জানুয়ারি ২০২২
(C) সেপ্টেম্বর ২০২১
(D) অক্টোবর ২০২১

উত্তর :
(A) ডিসেম্বর ২০২১

৪২. ত্রয়োদশ অ্যারো ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এয়ার শো কোথায় অনুষ্ঠিত হল?

(A) কলকাতা
(B) নতুন দিল্লী
(C) ব্যাঙ্গালুরু
(D) হায়দ্রাবাদ

উত্তর :
(C) ব্যাঙ্গালুরু

৪৩. ভারতের প্রথম জলাভূমি সংরক্ষণ কেন্দ্র কোন শহরে  স্থাপন করা হল?

(A) কোচি
(B) ব্যাঙ্গালুরু
(C) পানাজি
(D) চেন্নাই

উত্তর :
(D) চেন্নাই

৪৪. সম্প্রতি ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট দ্বারা প্রকাশিত ‘ডেমোক্রেসি ইনডেক্স’ রিপোর্টে ভারতের স্থান কত?

(A) ৪০
(B) ৫১
(C) ৫৩
(D) ৭২

উত্তর :
(C) ৫৩

এই রিপোর্টে শীর্ষে রয়েছে নরওয়ে ।


৪৫. ভারতের প্রথম কোন কেন্দ্রশাসিত অঞ্চলে করোনামুক্ত হিসেবে ঘোষিত হলো ?

(A) লাদাখ
(B) দমন ও দিউ
(C) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
(D) লাক্ষাদ্বীপ

উত্তর :
(C) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

৪৬. সম্প্রতি কোন রাজ্য সেই রাজ্যের প্রথম Human Milk Bank শুরু করেছে ?

(A) হরিয়ানা
(B) মহারাষ্ট্র
(C) কেরালা
(D) কর্নাটক

উত্তর :
(C) কেরালা

কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজার উদ্যোগে কোচির এর্নাকুলাম জেনারেল হাসপাতালে মাতৃদুগ্ধের ব্যাঙ্ক শুরু হলো ফেব্রুয়ারিতে।


৪৭. ‘Beautiful Things’-শিরোনামে স্মৃতিকথামূলক গ্রন্থ প্রকাশ করলেন কে ?

(A) রবার্ট বাইডেন
(B) হান্টার বাইডেন
(C) সি বাইডেন
(D) জন বাইডেন

উত্তর :
(B) হান্টার বাইডেন

আমেরিকার বর্তমান এবং ৪৬তম রাষ্ট্রপতি জো বাইডেনের পুত্র হান্টার বাইডেন এই বইটি প্রকাশ করেছেন ।


৪৮. বিশ্বের সবথেকে উঁচু নাগরদোলা ‘Bollywood Skyflyer’ তৈরী হলো কোথায়?

(A) ভারত
(B) দুবাই
(C) শ্রীলঙ্কা
(D) ইরান

উত্তর :
(B) দুবাই

৪৯. ভারতীয় সেনাবাহিনী নীচের কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলে সবচেয়ে দীর্ঘ ‘Iconic National Flag’ এর ভিত্তি প্রস্তর স্থাপন করেছে?

(A) লাদাখ
(B) জম্মু ও কাশ্মীর
(C) বিহার
(D) আসাম

উত্তর :
(B) জম্মু ও কাশ্মীর

জম্মু ও কাশ্মীরের গুলমার্গের বিখ্যাত স্কি-রিসর্টে ভারতীয় সেনাবাহিনী সবচেয়ে উঁচু ‘আইকনিক জাতীয় পতাকা’ এর ভিত্তি প্রস্তর স্থাপন করেছে। এর উচ্চতা হবে ১০০ ফুট।


৫০.  ‘Covid Crusader Award-2020’ – এ সম্প্রতি কে ভূষিত হলেন ?

(A) রাজীব কাপুর
(B) আদিত্য পুরী
(C) ইকবাল সিং চাহাল
(D) অতুল কুমার গোয়েল

উত্তর :
(C) ইকবাল সিং চাহাল

বৃহন্নুম্বাই পৌর কর্পোরেশন -এর কমিশনার ইকবাল সিং চাহালকে  ‘Covid Crusader Award-2020’ এ ভূষিত করা হয়েছে।


৫১. ২০২১ সালের ফেব্রুয়ারিতে কোন রাজ্যে মান্ডু উৎসব পালিত হলো ?

(A) উত্তর প্রদেশ
(B) বিহার
(C) মধ্য প্রদেশ
(D) পাঞ্জাব

উত্তর :
(C) মধ্য প্রদেশ

২০২১ সালের ১৩ই ও ১৪ই ফেব্রুয়ারি মধ্য প্রদেশের ঐতিহাসিক শহর মান্ডুতে মান্ডু উত্সব পালিত হলো ।

মধ্য প্রদেশ:

মুখ্যমন্ত্রী – শিবরাজ সিং চৌহান।

রাজ্যপাল – আনন্দীবেন প্যাটেল।


৫২. কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক প্রকাশিত তথ্যানুযায়ী, কোন রাজ্য ৭৬.৬% Covid -19  টিকা প্রদান করে দেশে শীর্ষ স্থান করে নিলো ?

(A) বিহার
(B) উত্তর প্রদেশ
(C) তামিলনাড়ু
(D) কেরালা

উত্তর :
(A) বিহার

শীর্ষে রয়েছে বিহার (৭৬.৬%), দ্বিতীয় স্থানে রয়েছে (৭৬.১%) এবং তৃতীয় স্থানে রয়েছে ত্রিপুরা (৭৬%) ।


৫৩. ভারতের প্রথম জিওথার্মাল পাওয়ার প্রজেক্ট কোথায় স্থাপন করা হল ?

(A) মাথু গ্রাম
(B) পুগা গ্রাম
(C) খারডং গ্রাম
(D) হুন্ডার গ্রাম

উত্তর :
(B) পুগা গ্রাম

পূর্ব লাদাখের পুগা গ্রামে ভারতের প্রথম  জিওথার্মাল পাওয়ার প্রজেক্ট প্রতিষ্ঠিত হল।


৫৪. ২০২১ সালের ফেব্রুয়ারিতে  ১৩তম CEC Ice Hockey Cup কোথায় অনুষ্ঠিত হল ?

(A) অমৃতসর
(B) লাদাখ
(C) শ্রীনগর
(D) জম্মু

উত্তর :
(B) লাদাখ

৭ই ফেব্রুয়ারি লাদাখের কার্গিলে অনুষ্ঠিত হল ।


৫৫. ২০২১ সালের ব্রুয়ারি মাসে ভারত থেকে কোন দেশে AstraZeneca’s COVID-19 ভ্যাকসিনের ৫০০,০০০ টি ডোজ পৌঁছলো ?

(A) জাপান
(B) আফগানিস্তান
(C) জর্জিয়া
(D) আর্মেনিয়া

উত্তর :
(B) আফগানিস্তান

আফগানিস্তান:

  •     রাজধানী – কাবুল
  •     মুদ্রা – আফগানি
  •     রাষ্ট্রপতি – আশরাফ গনি
  •     জাতীয় ক্রীড়া – বুজকাশি

৫৬. নিচের সংস্থা “The India Energy Outlook 2021” রিপোর্ট প্রকাশ করলো ?

(A) World Bank
(B) International Monetary Fund
(C) International Energy Agency
(D) World Economic Forum

উত্তর :
(C) International Energy Agency

International Energy Agency (IEA) এই রিপোর্টি প্রকাশ করেছে ।


৫৭. ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডাঃ জাকির হুসেনের জন্মবার্ষিকী কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ৮ ফেব্রুয়ারি
(B) ৯ ফেব্রুয়ারি
(C) ১০ ফেব্রুয়ারি
(D) ১১ ফেব্রুয়ারি

উত্তর :
(A) ৮ ফেব্রুয়ারি

১৮৯৭ সালের ৮ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ তিনি।

১৯৬৭ সালের ১৩ই মে থেকে ১৯৬৯ সালের ৩ মে  পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন।


৫৮. US Chamber of Commerce এর প্রথম মহিলা CEO কে হতে চলেছেন ?

(A) লিসা মারকোভস্কি
(B) সুজান ক্লার্ক
(C) কন্ডোলিজা রাইস
(D) গ্যাব্রিয়েল গিফর্ডস

উত্তর :
(B) সুজান ক্লার্ক

ক্লার্ক, যিনি বর্তমানে US চেম্বার -এর প্রেসিডেন্ট ছিলেন, তিনি  টমাস জে ডোনহুয়ের স্থলাভিষিক্ত হবেন।


৫৯. ভারতীয় রেলওয়ে তার প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত ত্রি-স্তরের অর্থনীতি শ্রেণির কোচ  (air-conditioned three-tier economy class coach ) চালু করেছে। এই কোচ গুলিতে ৭২টির পরিবর্তে কতগুলি বার্থ থাকবে ?

(A) ৭৯
(B) ৮১
(C) ৮৩
(D) ৮৫

উত্তর :
(C) ৮৩

৬০. ২০২১ ফেব্রুয়ারিতে, কে নতুন চীন টাস্কফোর্স (China task force )  চালু করার কথা ঘোষণা করেছেন ?

(A) জাস্টিন ট্রুডো
(B) জো বাইডেন
(C) ভ্লাদিমির পুতিন
(D) বার্নি স্যান্ডার্স

উত্তর :
(B) জো বাইডেন

বেইজিংয়ের দ্বারা উত্থাপিত ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি নতুন চীন টাস্কফোর্স (China task force )  চালু করার কথা ঘোষণা করেছেন ।


কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২১ – MCQ – Page 4

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page
Telegram

Related Articles

Back to top button