Monthly Current AffairsCurrent Affairs

কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২১ pdf । সাম্প্রতিকী

Current Affairs - February 2021 - PDF

১৪১. কোন রাজ্য জেওয়ার বিমানবন্দরকে এশিয়ার বৃহত্তম বিমানবন্দর হিসাবে গড়ে তোলার পরিকল্পনা করেছে?

(A) বিহার
(B) উত্তর প্রদেশ
(C) গুজরাট
(D) মধ্য প্রদেশ

উত্তর :
(B) উত্তর প্রদেশ

উত্তর প্রদেশ সরকার জেওয়ার বিমানবন্দরকে এশিয়ার বৃহত্তম বিমানবন্দর হিসাবে গড়ে তোলার পরিকল্পনা করেছে।

উত্তর প্রদেশ:

  •     মুখ্যমন্ত্রী – যোগী আদিত্যনাথ
  •     রাজ্যপাল – আনন্দীবেন প্যাটেল
  •     জেলার সংখ্যা – ৭৫

১৪২. লন টেনিসে, নিম্নলিখিত কোন খেলোয়াড় ২০২১ সালের ফেব্রুয়ারিতে মেলবোর্ন পার্কে নবম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতলেন ?

(A) নোভাক জোকোভিচ
(B) অ্যান্ডি মারে
(C) রজার ফেদেরার
(D) সোমদেব দেববর্মণ

উত্তর :
(A) নোভাক জোকোভিচ

নোভাক জোকোভিচ ফাইনালে ড্যানিল মেদভেদেভকে ৭-৫, ৬-২, ৬-২ স্কোরে হারিয়ে তার নবম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতে নিলেন।


১৪৩. ২০২১ সালের ফেব্রুয়ারিতে, নিম্নলিখিত কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী আস্থা ভোটে পরাজিত হয়ে পদত্যাগ করলেন ?

(A) ওড়িশা
(B) পুদুচেরি
(C) কর্ণাটক
(D) দিল্লি

উত্তর :
(B) পুদুচেরি

পুডুচেরির মুখ্যমন্ত্রী ভি. নারায়ণাসামি তার দ্বারা পরিচালিত আস্থা প্রস্তাব ভোটে ব্যর্থ হওয়ার পরে ২০২১ সালের ২২ শে ফেব্রুয়ারি পদত্যাগ করেছেন ।


১৪৪. আগামী তিন বছরের মধ্যে কোন রাজ্যে রেলওয়ের  সম্পূর্ণ বিদ্যুতায়ন হয়ে যাবে বলে সম্প্রতি রেলমন্ত্রক ঘোষণা করেছে ?

(A) মধ্য প্রদেশ
(B) বিহার
(C) পশ্চিমবঙ্গ
(D) পাঞ্জাব

উত্তর :
(C) পশ্চিমবঙ্গ

সম্প্রতি  রেলমন্ত্রী পীযূষ গোয়েল এই ঘোষণা করেছেন।

পশ্চিমবঙ্গ:

  •     মুখ্যমন্ত্রী – মমতা বন্দ্যোপাধ্যায়।
  •     রাজ্যপাল – জগদীপ ধানখার।
  •     লোকসভা আসন – ৪২ ।
  •     রাজ্যসভার আসন – ১৬ ।

১৪৫. সম্প্রতি এই ফেব্রুয়ারি মাসে আরব সাগরে ভারতের সাথে কোন দেশের নৌবাহিনী যৌথ সামরিক মহড়া ‘PASSEX’ এ অংশ নিল?

(A) ইন্দোনেশিয়া
(B) দক্ষিণ কোরিয়া
(C) ভিয়েতনাম
(D) রাশিয়া

উত্তর :
(A) ইন্দোনেশিয়া

  • সম্প্রতি ভারতীয় নৌবাহিনী ইন্দোনেশিয়ার নৌবাহিনীর সাথে যৌথ সামরিক মহড়া তে অংশ নিয়েছে।
  • PASSEX – Passage Exercise
  • গত ডিসেম্বরে পূর্ব ভারত মহাসাগর এলাকায় রাশিয়ার নৌবাহিনী এবং দক্ষিণ চিন সাগরে ভিয়েতনামের নৌবাহিনীর সাথে PASSEX যৌথ সামরিক মহড়া তে অংশগ্রহণ করেছিল ভারত।
  • বর্তমানে ভারতীয় নৌবাহিনীর প্রধান- অ্যাডমিরাল করমবীর সিং।

১৪৬. “Star Struck: Confessions of a TV Executive” বইটি কার লেখা?

(A) শিনা বোরা
(B) পিটার মুখার্জি
(C) সঞ্জয় গুপ্ত
(D) ইন্দ্রাণী মুখার্জি

উত্তর :
(B) পিটার মুখার্জি

  • স্টার ইন্ডিয়া নেটওয়ার্কের প্রাক্তন সি.ই.ও পিটার মুখার্জি “Star Struck: Confessions of a TV Executive” নামে এই জীবনীমূলক গ্রন্থটি লিখেছেন।
  • পিটার মুখার্জি, শিনা বোরা হত্যাকাণ্ডে বিচারাধীন।

১৪৭. ৪৭তম খাজুরাহো নৃত্য উৎসব কোথায় অনুষ্ঠিত হল?

(A) গুজরাত
(B) অন্ধ্রপ্রদেশ
(C) মধ্যপ্রদেশ
(D) কর্ণাটক

উত্তর :
(C) মধ্যপ্রদেশ

  • সম্প্রতি মধ্যপ্রদেশে শুরু হয়েছে ৪৭তম খাজুরাহো নৃত্য উৎসব।
  • ইউনেস্কো হেরিটেজ সাইট গুলির মধ্যে অন্যতম খাজুরাহো।
  • খাজুরাহো র মন্দির গুলি নির্মিত হয়েছে চান্দেলা বংশের রাজত্বকালে।
  • মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী- শিবরাজ সিং চৌহান
  • মধ্যপ্রদেশের বর্তমান রাজ্যপাল- আনন্দিবেন প্যাটেল

১৪৮. ভারতের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয় কোথায় উদ্বোধন করা হল?

(A) গোয়া
(B) নতুন দিল্লী
(C) কেরালা
(D) মেঘালয়

উত্তর :
(C) কেরালা

  • সম্প্রতি কেরালা রাজ্য সরকার ভারতের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেছে।
  • ভারতের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয় এর উদ্বোধন করেন কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদ খান।
  • কেরালার রাজধানী- তিরুবনন্তপুরম
  • রাজ্যফল হল- কাঁঠাল
  • বর্তমান মুখ্যমন্ত্রী- পিনারাই বিজয়ন

১৪৯. ২০২১ সালে দ্বিতীয় খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস কোথায় আয়োজন করার পরিকল্পনা করা হয়েছে?

(A) লেহ
(B) দেরাদুন
(C) কলকাতা
(D) ব্যাঙ্গালুরু

উত্তর :
(D) ব্যাঙ্গালুরু

  • দ্বিতীয় খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস এর আয়োজন হতে চলেছে ব্যাঙ্গালুরু তে।
  • প্রথম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস এর আয়োজন করা হয়েছিল ওড়িশা তে।
  • প্রথম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস এর চ্যাম্পিয়ন হয়েছিল পাঞ্জাব বিশ্ববিদ্যালয়।

১৫০. আফ্রিকার প্রথম দেশ কোনটি যার সাথে ভারত Free Trade Agreement স্বাক্ষর করল?

(A) মিশর
(B) কঙ্গো
(C) দক্ষিণ আফ্রিকা
(D) মরিশাস

উত্তর :
(D) মরিশাস

  • মরিশাস প্রথম আফ্রিকার দেশ যার সাথে Free Trade Agreement স্বাক্ষর করল ভারত।
  • মরিশাসের বর্তমান প্রধানমন্ত্রী হলেন প্রবীণ যুগনাউথ।

১৫১.  পূর্ণরাজ্য হিসাবে আত্মপ্রকাশের পর কোন রাজ্যের বিধানসভায় এই প্রথম জাতীয় সঙ্গীত বাজলো?

(A) মণিপুর
(B) নাগাল্যান্ড
(C) ত্রিপুরা
(D) অরুণাচলপ্রদেশ

উত্তর :
(B) নাগাল্যান্ড

  • ১৯৬৩ সালের ১লা ডিসেম্বর পূর্ণরাজ্য হিসাবে আত্মপ্রকাশের পর প্রথমবারের জন্য নাগাল্যান্ড বিধানসভায় জাতীয় সঙ্গীত বাজলো।
  • রাজধানি-কোহিমা
  • বর্তমান মুখ্যমন্ত্রী- নেফিউ রিও
  • বর্তমান রাজ্যপাল- আর এন রবি

১৫২. ২০২০ তে ভারতের সর্বোচ্চ Trading Partner হল কোন দেশ?

(A) আমেরিকা
(B) চিন
(C) জার্মানি
(D) বাংলাদেশ

উত্তর :
(B) চিন

  • আমেরিকা কে সরিয়ে ২০২০ তে ভারতের সর্বোচ্চ Trading Partner হল চিন।
  • করোনা সংকট থাকা সত্ত্বেও ভারতের রপ্তানি ১১ শতাংশ বেড়েছে চিনে।

১৫৩. সম্প্রতি Unacademy র ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর করা হয়েছে কাকে?

(A) বিরাট কোহলি
(B) সচিন তেন্ডুলকর
(C) রাহুল দ্রাবিড়
(D) রবিচন্দ্রন আশ্বিন

উত্তর :
(B) সচিন তেন্ডুলকর

  • সম্প্রতি ভারতের সবচেয়ে বড় অনলাইন শিক্ষা বিষয়ক অ্যাপ Unacademy র ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর করা হয়েছে ভারতরত্ন তথা ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী সচিন তেন্ডুলকর কে।
  • ২০১৪ সালে ভারতরত্ন সম্মান পান সচিন তেন্ডুলকর।
  • সেই বছরেই এই সম্মান পান বেনারস হিন্দু ইউনিভার্সিটি র অন্যতম প্রতিষ্ঠাতা মদন মোহন মালব্য এবং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি।

১৫৪. কোথায় সম্প্রতি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার ২০২১ অনুষ্ঠিত হল?

(A) পশ্চিমবঙ্গ
(B) কেরালা
(C) ওড়িশা
(D) তেলেঙ্গানা

উত্তর :
(C) ওড়িশা

  • সম্প্রতি ওড়িশার ভুবনেশ্বর এ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার ২০২১ শুরু হল।
  • এবছরের পার্টনার কান্ট্রি- বাংলাদেশ
  • এবছরের ফোকাস কান্ট্রি- আফগানিস্তান এবং ইরান
  • ওড়িশার বর্তমান মুখ্যমন্ত্রী- নবিন পট্টনায়ক
  • ওড়িশার বর্তমান রাজ্যপাল- গনেশি লাল

১৫৫.  ভারতের কোথায় বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম অবস্থিত?

(A) উত্তরপ্রদেশ
(B) গুজরাত
(C) পশ্চিমবঙ্গ
(D) রাজস্থান

উত্তর :
(B) গুজরাত

  • গুজরাত এর মোতেরা তে সম্প্রতি বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম ‘নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম’ এর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
  • গুজরাত এর মুখ্যমন্ত্রী থাকাকালীন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্টেডিয়ামটির রূপরেখা তৈরি করেছিলেন, তিনি তৎকালীন গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েসন এর সভাপতি ছিলেন।
  • গুজরাতের বর্তমান মুখ্যমন্ত্রী- বিজয় রুপানী
  • গুজরাতের বর্তমান রাজ্যপাল- আচার্য দেবব্রত

১৫৬. বিশ্ববিজেতা স্প্রিন্টার হিমা দাস সম্প্রতি কোন রাজ্যের ডি.এস.পি পদে নিযুক্ত হলেন?

(A) আসাম
(B) মণিপুর
(C) ত্রিপুরা
(D) মেঘালয়

উত্তর :
(A) আসাম

  • সম্প্রতি আসাম সরকার এই বিশ্ববিজেতা স্প্রিন্টার কে রাজ্য পুলিশের ডি.এস.পি পদে নিযুক্ত করেছে।
  • হিমা দাস ‘ধিং এক্সপ্রেস’ নামেও বিখ্যাত।
  • আসামের বর্তমান মুখ্যমন্ত্রী- সর্বানন্দ সোনোয়াল
  • আসামের বর্তমান রাজ্যপাল- জগদীশ মুখী
  • ইউনিসেফ ইন্ডিয়ার প্রথম ইউথ অ্যাম্বাস্যাডর হলেন হিমা দাস।

১৫৭. আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বিশ্বের দ্বিতীয় দ্রুততম ৪০০ উইকেট দখল করার কৃতিত্ব অর্জন করলেন কোন বোলার?

(A) জেমস অ্যান্ডারসন
(B) মইন আলী
(C) ইশান্ত শর্মা
(D) রবিচন্দ্রন আশ্বিন

উত্তর :
(D) রবিচন্দ্রন আশ্বিন

  • আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বিশ্বের দ্বিতীয় দ্রুততম ৪০০ উইকেট দখল করার কৃতিত্ব অর্জন করলেন রবিচন্দ্রন আশ্বিন।
  • তালিকায় প্রথমে রয়েছেন মুথাইয়া মুরলিধরন।
  • অনিল কুম্বলে, কপিল দেব এবং হরভজন সিং এর পর রবিচন্দ্রন আশ্বিন ভারতের চতুর্থ বোলার হিসাবে টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেট দখল করলেন।

১৫৮. ভারতে প্রথম কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল ‘কার্বন ওয়াচ’ লঞ্চ করল?

(A) লাদাখ
(B) চণ্ডীগড়
(C) মহারাষ্ট্র
(D) নতুন দিল্লী

উত্তর :
(B) চণ্ডীগড়

  • এটি একটি অ্যাপ, যেখানে নির্দিষ্ট কিছু তথ্য দেওয়ার পর ব্যাবহারকারী ব্যক্তি কে কার্বন নির্গত হওয়ার পরিমাণ সম্বন্ধে বেশ কিছু তথ্য দেবে এই অ্যাপ। সেখানে কিভাবে কার্বন নির্গত হওয়ার পরিমাণ কমানো যায় সেই বিষয়ে ও বলা থাকবে।
  • বর্তমানে চণ্ডীগড়ের প্রশাসক পদে রয়েছেন- ভি পি সিং বদনোরে।

১৫৯. ২০২১ সালের জন্য ব্রিকস এর সভাপতিত্ব গ্রহণ করল কোন দেশ?

(A) ভারত
(B) দক্ষিণ আফ্রিকা
(C) রাশিয়া
(D) চিন

উত্তর :
(A) ভারত

  • ২০২১ সালের জন্য ব্রিকস এর সভাপতিত্ব গ্রহণ করল ভারত। এই বছর ব্রিকস এর সম্মেলন ও ভারতে অনুষ্ঠিত হবে।
  • B- Brazil    R- Russia    I- India    C- China     S- South Africa

১৬০. দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস ২০২১ এ ‘বেস্ট ফিল্ম’ পুরষ্কার পেয়েছে কোন সিনেমা?

(A) Chhapak
(B) Laxmii
(C) Dil Bechara
(D) Tanhaji

উত্তর :
(D) Tanhaji

এবছর দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস এ ‘বেস্ট ফিল্ম’ পুরষ্কার পেয়েছে Tanhaji ।

দেখে নাও দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক পুরস্কার ২০২১ সম্পর্কিত বিস্তারিত তথ্য – Click Here 


কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২১ – MCQ – Page 8

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page
Telegram

Related Articles

Back to top button