Monthly Current AffairsCurrent Affairs

কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২১ pdf । সাম্প্রতিকী

Current Affairs - February 2021 - PDF

৮১. “Whereabouts” বইটি কার লেখা?

(A) অমিতাভ ঘোষ
(B) শশী থারুর
(C) ঝুম্পা লাহিড়ি
(D) অরবিন্দ অডিগা

উত্তর :
(C) ঝুম্পা লাহিড়ি

পুলিৎজার পুরষ্কার বিজেতা লেখিকা ঝুম্পা লাহিড়ি র নতুন উপন্যাস “Whereabouts”।


৮২.  রাজ্যসভা তে নতুন বিরোধী দলনেতা হলেন কে?

(A) মল্লিকার্জুন খড়গে
(B) আনন্দ শর্মা
(C) কপিল সিব্বল
(D) পি চিদাম্বরম

উত্তর :
(A) মল্লিকার্জুন খড়গে

কিছুদিন আগেই গুলাম নবি আজাদ এর কার্যকাল শেষ হয়।তিনি ই ছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা।তাঁর জায়গায় নতুন বিরোধী দলনেতা হয়েছেন মল্লিকার্জুন খড়গে।


৮৩. বিশ্ব রেডিও দিবস কবে পালন করা হয়?

(A) ১১ই ফেব্রুয়ারি
(B) ১২ই ফেব্রুয়ারি
(C) ১৩ই ফেব্রুয়ারি
(D) ১৪ই ফেব্রুয়ারি

উত্তর :
(C) ১৩ই ফেব্রুয়ারি

  • প্রতিবছর ১৩ই ফেব্রুয়ারি দিনটি বিশ্ব রেডিও দিবস হিসাবে পালন করা হয়।
  • এবছরের থিমঃ New World, New Radio

৮৪. সম্প্রতি কোন ছবির জন্য রবার্ট আরউইন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২০ পুরস্কার পেলেন?

(A) Close Encounter
(B) Covid In Jungle
(C) Bushfire
(D) The Last Leaf

উত্তর :
(C) Bushfire

৮৫. প্রথমবারের জন্যও আই.সি.সি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ স্বীকৃতি পেলেন কে?

(A) জো রুট
(B) পল স্টারলিং
(C) কেন উইলিয়ামসন

(D) রিষভ পন্থ

[spoiler title="উত্তর : "] (D) রিষভ পন্থ

এই প্রথম এই স্বীকৃতি দেওয়া হল আই.সি.সি র তরফে এবং প্রথমবার সেই স্বীকৃতি পেলেন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ।


৮৬. কাকে সম্প্রতি CBI এর কার্যনির্বাহী প্রধান করা হয়েছে?

(A) অজিত দোভাল
(B) ঋষি কুমার শুক্লা
(C) প্রবীণ সিনহা
(D) অলোক বর্মা

উত্তর :
(C) প্রবীণ সিনহা

সম্প্রতি CBI এর কার্যনির্বাহী প্রধান হয়েছেন প্রবীণ সিনহা।। তিনি ঋষি কুমার শুক্লার জায়গায় দায়িত্ব নিলেন।

CBI – Central Bureau of Investigation


৮৭. রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিচারপতি পুলিগোরু ভেঙ্কটা সঞ্জয় কুমারকে নিম্নলিখিত কোন হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত করেছেন?

(A) রাজস্থান হাইকোর্ট
(B) মণিপুর হাইকোর্ট
(C) সিকিম হাইকোর্ট
(D) ত্রিপুরা হাইকোর্ট

উত্তর :
(B) মণিপুর হাইকোর্ট

বিচারপতি পুলিগোরু ভেঙ্কটা সঞ্জয় কুমার বর্তমানে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারক।  তিনি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দ্বারা মণিপুর হাইকোর্ট -এর প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন ।


৮৮. আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতীর জন্মবার্ষিকী কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ১০ই ফেব্রুয়ারি
(B) ১১ই ফেব্রুয়ারি
(C) ১২ই ফেব্রুয়ারি
(D) ১৩ই ফেব্রুয়ারি

উত্তর :
(C) ১২ই ফেব্রুয়ারি

দয়ানন্দ সরস্বতী (১২ ফেব্রুয়ারি ১৮২৪) একজন গুরুত্বপূর্ণ হিন্দু ধর্ম গুরু ও সমাজ সংস্কারক এবং আর্যসমাজের প্রতিষ্ঠাতা ছিলেন । পশ্চিম ভারতের কাথিয়াওয়াড়ের মোরভি শহরে এক ধনাঢ্য নিষ্ঠাবান সামবেদী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন ।


৮৯. রেলপথ মন্ত্রক নীচের কোন ট্রেনের রেকগুলিকে  উন্নত মানের তেজাস স্লিপার কোচ দিয়ে প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে?

(A) ডিব্রুগড় টাউন রাজধানী এক্সপ্রেস
(B) নয়াদিল্লি- ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস
(C) আগরতলা – আনন্দ বিহার টার্মিনাল স্পেশাল রাজধানী এক্সপ্রেস
(D) স্বর্ণ জয়ন্তী রাজধানী এক্সপ্রেস

উত্তর :
(C) আগরতলা – আনন্দ বিহার টার্মিনাল স্পেশাল রাজধানী এক্সপ্রেস

৯০. নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটিতে  ভারতের প্রথম ডলফিন গবেষণা কেন্দ্র  শুরু হতে চলেছে ?

(A) পুনে
(B) পাটনা
(C) বেঙ্গালুরু
(D) দিল্লি

উত্তর :
(B) পাটনা

পাটনাতে ভারতের প্রথম ডলফিন গবেষণা কেন্দ্র  শুরু হতে চলেছে ।


৯১. প্রথম কোন ভারতীয় মহিলা অক্সফোর্ড ছাত্র ইউনিয়নের সভাপতি হলেন ?

(A) রশ্মী সামন্ত
(B) অনুকৃতি মিশ্র
(C) সাক্ষী গার্গ
(D) আয়ুশি সিংহল

উত্তর :
(A) রশ্মী সামন্ত

তিনি কর্ণাটকের মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রাক্তন ছাত্রী ।


৯২. ২০২১ সালের ফেব্রুয়ারিতে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের প্রসিকিউটর হিসাবে কে নির্বাচিত হয়েছেন?

(A) এসা এম ফাল
(B) কাই অম্বোস
(C) কিম্বারলি প্রোস্ট
(D) করিম খান

উত্তর :
(D) করিম খান

ব্রিটেনের করিম খান আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর নির্বাচিত হয়েছেন। ২০২১ সালের ১৬ই জুন থেকে তিনি নয় বছরের মেয়াদে নির্বাচিত হয়েছেন।


৯৩. ২০২১ সালের ফেব্রুয়ারিতে মারিও দ্রাঘি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করলেন ?

(A) ফ্রান্স
(B) স্পেন
(C) জার্মানি
(D) ইতালি

উত্তর :
(D) ইতালি

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রাক্তন চিফ মারিও দ্রাঘি ২০২১ সালের ১৩ই ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ইতালির নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন।


৯৪. কোনো জেলা পরিষদের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান ২১ বছর বয়সী মুসকান হিমাচল প্রদেশের কোন জেলা থেকে নির্বাচিত হয়েছেন ?

(A) চম্বা
(B) কুল্লু
(C) বিলাসপুর
(D) সিরমৌর

উত্তর :
(C) বিলাসপুর

হিমাচল প্রদেশের বিলাসপুর জেলা থেকে ২১ বছর বয়সী মুসকান জেলা পরিষদের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ।


৯৫. ভারতে জাতীয় মহিলা দিবস কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ১১ই ফেব্রুয়ারি
(B) ১২ই ফেব্রুয়ারি
(C) ১৩ই ফেব্রুয়ারি
(D) ১৪ই ফেব্রুয়ারি

উত্তর :
(C) ১৩ই ফেব্রুয়ারি

ভারতে জাতীয় মহিলা দিবস প্রতি বছর ১৩ই ফেব্রুয়ারি পালিত হয়। এটি ভারতের নাইটিংগেল, সরোজিনী নাইডুর জন্মবার্ষিকী উপলক্ষে উদযাপিত হয়।

দেখে নাও জাতীয় মহিলা দিবস সম্পর্কিত বিস্তারিত তথ্য – Click Here . 


৯৬. বাইকের টায়ারের  ‘Puncture Safe ” ক্যাম্পেইন এর প্রচারের জন্য নিম্নোক্ত কোন কোম্পানি রানা দাগ্গুবাতিকে তাদের ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে বেছে নিয়েছে ?

(A) MRF
(B) Michelin
(C) JK Tyre
(D) CEAT

উত্তর :
(D) CEAT

CEAT টায়ারের  ‘Puncture Safe ” ক্যাম্পেইন এর প্রচারের জন্য রানা দাগ্গুবাতিকে তাদের ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে বেছে নিয়েছে । বাহুবলী চলচ্চিত্রে রানা দাগ্গুবাতিকে অভিনয় করতে দেখা গিয়েছে ।

 


৯৭. ‘Unfinished: A Memoir’ শিরোনামে কে তাঁর স্মৃতিমূলক বই প্রকাশ করলেন ?

(A) করিনা কাপুর
(B) প্রিয়াঙ্কা চোপড়া জোনাস
(C) বিদ্যা বালান
(D) পরিনীতি চোপড়া

উত্তর :
(B) প্রিয়াঙ্কা চোপড়া জোনাস

৯৮. সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের (UAE) কোন মঙ্গল মিশনের অধীনে একটি মহাকাশযান মঙ্গল গ্রহের কক্ষপথে সফলভাবে প্রবেশ করলো ?

(A) Mars-11
(B) Hope
(C) Will
(D) Yuang-X

উত্তর :
(B) Hope

UAE-এর রাজধানী- আবু ধাবি, মুদ্রা – দিরহাম

রাষ্ট্রপতি- খলিফা বিন জায়েদ আল নাহিয়ান


৯৯. ভারতের প্রথম বজ্র গবেষণা কেন্দ্র ওড়িশার কোন জেলায় শুরু হতে চলেছে ?

(A) কটক
(B) রৌরকেল্লা
(C) বালাসোর
(D) ময়ুরভঞ্জ

উত্তর :
(C) বালাসোর

ওড়িশার

  • রাজধানী- ভুবনেশ্বর
  • মুখ্যমন্ত্রী- নবীনপট্টনায়ক
  • রাজ্যপাল- গনেশী লাল

১০০. প্রথম ‘ICC Women’s Player of the Month’ পুরস্কার জিতলেন শবনিম ইসমাইল। তিনি কোন দেশের খেলোয়াড়?

(A) অস্ট্রেলিয়া
(B) শ্রীলঙ্কা
(C) পাকিস্তান
(D) দক্ষিন আফ্রিকা

উত্তর :
(D) দক্ষিন আফ্রিকা

শবনিম ইসমাইল (জন্ম: ৫ অক্টোবর ১৯৮৮) একজন দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক নারী ক্রিকেটার। বিশ্বের সবচেয়ে দ্রুততম নালী বোলারদের মধ্যে একজন হিসেবে মর্যাদা পান, ২০১৬ সালের জানুয়ারিতে তার একটি ডেলিভারির রেকর্ড ১২৮ কিলোমিটার প্রতি ঘণ্টা (৮০ মা/ঘ) হয়েছিল


কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২১ – MCQ – Page 6

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page
Telegram

Related Articles

Back to top button