Daily Current Affairs in BengaliCurrent Affairs

2nd March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

2nd March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২রা মার্চ  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 2nd March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি দিল্লি ভিত্তিক ‘ওয়েস্টার্ন এয়ার কমান্ড’ (WAC) এর কমান্ড-এর দায়িত্ব গ্রহণ করেছেন?

(A) এয়ার মার্শাল শ্রীকুমার প্রভাকরণ
(B) এয়ার মার্শাল বিক্রম সিং
(C) এয়ার মার্শাল সন্দীপ সিং
(D) ACM বিবেক রাম চৌধুরী

[spoiler title=”উত্তর : “] (A) এয়ার মার্শাল শ্রীকুমার প্রভাকরণ

  • এয়ার মার্শাল শ্রীকুমার প্রভাকরণ ১লা মার্চ ২০২২-এ দিল্লি ভিত্তিক ওয়েস্টার্ন এয়ার কমান্ডের (WAC) কমান্ড গ্রহণ করেন।
  • তিনি ‘বায়ুসেনা পদক’ এবং ‘অতি বিশেষ সেবা মেডেল’-এর প্রাপক।
  • তিনি এয়ার মার্শাল অমিত দেবের স্থলাভিষিক্ত হন।
  • বর্তমান নিয়োগের দায়িত্ব নেওয়ার আগে তিনি হায়দ্রাবাদের এয়ার ফোর্স একাডেমির কমান্ড্যান্ট ছিলেন।
[/spoiler]

২. নিম্নোক্তদের মধ্যে কাকে সম্প্রতি ‘ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল’ (NAAC)-এর কার্যনির্বাহী কমিটির নতুন চেয়ারপারসন মনোনীত করা হয়েছে?

(A) বিজয় গোখলে
(B) cসতীশ চন্দ্র
(C) ডাঃ ভূষণ পট্টবর্ধন
(D) অধ্যাপক হর্ষ ভি. পন্ত

[spoiler title=”উত্তর : “] (C) ডাঃ ভূষণ পট্টবর্ধন

  • ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিলের (NAAC) নির্বাহী কমিটির নতুন চেয়ারপারসন হিসেবে মনোনীত হয়েছেন ডঃ ভূষণ পট্টবর্ধন।
  • তিনি বর্তমানে আন্তঃবিভাগীয় interdisciplinary AYUSH R & D -এর টাস্ক ফোর্সের চেয়ারম্যান।
  • তিনি NITI আয়োগ সহ একাধিক একাডেমিক গবেষণা এবং নীতি কমিটির সদস্য ছিলেন।
[/spoiler]

৩. নিম্নোক্ত নেতাদের মধ্যে কাকে সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কর্তৃক ‘অলিম্পিক অর্ডার পুরস্কার’ হইতে বঞ্চিত করা হয়েছে?

(A) কিম জং উন
(B) জো বাইডেন
(C) ইমানুয়েল ম্যাক্রন
(D) ভ্লাদিমির পুতিন

[spoiler title=”উত্তর : “] (D) ভ্লাদিমির পুতিন

  • আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ইউক্রেন আক্রমণের প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অলিম্পিক অর্ডার পুরস্কার কেড়ে নিয়েছে।
  • আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর সুইজারল্যান্ডের লুসানে।
[/spoiler]

৪. কিংবদন্তি ক্রিকেটার, সনি রামাদিন সম্প্রতি প্রয়াত হলেন। তিনি কোন দেশের খেলোয়াড় ছিলেন?

(A) ওয়েস্ট ইন্ডিজ
(B) জিম্বাবুয়ে
(C) শ্রীলংকা
(D) বাংলাদেশ

[spoiler title=”উত্তর : “] (A) ওয়েস্ট ইন্ডিজ

  • ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্পিনার, সনি রামাদিন সম্প্রতি প্রয়াত হলেন।
  • তিনি ৪৩টি টেস্ট খেলেছেন, ২৮.৯৮ গড়ে ১৫৮ উইকেট নিয়েছেন।
[/spoiler]

৫. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি পুরুষদের ATP টেনিস র‍্যাঙ্কিং এ প্রথম স্থান অধিকারকারী ২৭ তম খেলোয়াড় হয়েছেন?

(A) রাফায়েল নাদাল
(B) ড্যানিল মেদভেদেভ
(C) রজার ফেদারার
(D) নোভাক জোকোভিচ

[spoiler title=”উত্তর : “] (B) ড্যানিল মেদভেদেভ

  • রাশিয়ার ড্যানিল মেদভেদেভ ২৭ তম খেলোয়াড় যিনি পুরুষদের ATP টেনিস র‍্যাঙ্কিং এ প্রথম স্থানে পৌঁছেছেন।
  • মেদভেদেভ ২০-বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন সার্বিয়ার নোভাক জোকোভিচকে ছাড়িয়ে গেছেন, যিনি মোট ৩৬১ সপ্তাহ ধরে রেকর্ডের শীর্ষস্থান ধরে রেখেছিলেন।
  • তিনি এই কৃতিত্ব অর্জনকারী তৃতীয় রাশিয়ান।
[/spoiler]

৬. কাকে সম্প্রতি নতুন মুম্বাই পুলিশ কমিশনার হিসাবে নিযুক্ত করা হয়েছে?

(A) সঞ্জয় পান্ডে
(B) পবন চৌধুরী
(C) রমেশ সিং
(D) রোশন আগরওয়াল

[spoiler title=”উত্তর : “] (A) সঞ্জয় পান্ডে

  • মহারাষ্ট্র পুলিশের প্রাক্তন ভারপ্রাপ্ত মহাপরিচালক সঞ্জয় পান্ডেকে নতুন মুম্বাই পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে।
  • তিনি দায়িত্বপ্রাপ্ত হেমন্ত নাগরালের স্থলাভিষিক্ত হলেন।
  • হেমন্ত নাগরালে মহারাষ্ট্র রাজ্য নিরাপত্তা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেবেন।
[/spoiler]

৭. আশনির গ্রোভার সম্প্রতি কোন কোম্পানি এবং এর বোর্ড থেকে পদত্যাগ করলেন?

(A) Mobikwik
(B) Amazon Pay
(C) PhonePe
(D) BharatPe

[spoiler title=”উত্তর : “] (D) BharatPe

  • BharatPe-এর সহ-প্রতিষ্ঠাতা Ashneer Grover ১লা মার্চ ২০২২-এ কোম্পানি এবং এর বোর্ড থেকে পদত্যাগ করেন।
  • BharatPe হল একটি ভারতীয় ফিনটেক কোম্পানি।
  • BharatPe এর CEO সুহেল সমীর।
[/spoiler]

৮. FIFA এবং UEFA কোন দেশের জাতীয় দল এবং ক্লাবগুলিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা থেকে স্থগিত করেছে?

(A) রাশিয়া
(B) ফ্রান্স
(C) জার্মানি
(D) ইউক্রেন

[spoiler title=”উত্তর : “] (A) রাশিয়া

  • FIFA এবং UEFA রাশিয়ার জাতীয় দল এবং ক্লাবগুলিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা থেকে স্থগিত করেছে।

FIFA :

  • সদর দপ্তর : সুইজারল্যান্ডের জুরিকে
  • প্রেসিডেন্ট : জান্নি ইনফান্তিনো
[/spoiler]

৯. WHO-এর Covax সুবিধার মাধ্যমে বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রের দান করা কোভিড ভ্যাকসিনের সবচেয়ে বেশি প্রাপক হয়ে উঠেছে কোন দেশ?

(A) ভুটান
(B) পাকিস্তান
(C) শ্রীলংকা
(D) বাংলাদেশ

[spoiler title=”উত্তর : “] (D) বাংলাদেশ

  • সর্বশেষ ফাইজার ভ্যাকসিনের ১০ মিলিয়ন ডোজ চালানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মোট ৬১ মিলিয়ন ডোজ ভ্যাকসিন দান করেছে।
  • মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে ৯,০০০ এরও বেশি স্বাস্থ্যসেবক এবং স্বেচ্ছাসেবকদের যথাযথ টিকা ব্যবস্থাপনার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে।
[/spoiler]

১০. সম্প্রতি কে ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া’ (SEBI)-এর প্রথম মহিলা চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন?

(A) মাধবী পুরী বাচ
(B) জয়শ্রী উল্লাল
(C) রেখা শর্মা
(D) সুনন্দা দাশ গুপ্ত

[spoiler title=”উত্তর : “] (A) মাধবী পুরী বাচ

SEBI :

  • সদর দপ্তর : মুম্বাই
  • প্রতিষ্ঠা : ১৯৯২ এর ১২ই এপ্রিল
  • সেক্টর : সিকিউরিটিস মার্কেট
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button