Daily Current Affairs in BengaliCurrent Affairs

14th & 15th December Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৪ ও ১৫ই ডিসেম্বর – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (14th & 15th December Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 12th & 13th December Current Affairs Quiz 2023 –  Bengali


১. কার অসামান্য সাহিত্যকর্ম “Yaadein, Yaadein aur Yaadein” এর জন্য তাঁকে ২০২৩ সালে ৩৩তম ব্যাস সম্মান পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে ?

(A) রাসকিন বন্ড
(B) বিক্রম শেঠ
(C) রামজি তিওয়ারি
(D) পুষ্পা ভারতী

[spoiler title=’উত্তর ‘ ] (D) পুষ্পা ভারতী
২০২৩ সালের ৩৩তম ব্যাস সম্মান পুরস্কার পুষ্পা ভারতীকে তার স্মৃতিকথা “ইয়াদেইন, ইয়াদেইন অর ইয়াদেইন” এর জন্য দেওয়া হয়েছে। [/spoiler]

২. রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন –

(A) বসুন্ধরা রাজ
(B) ভজনলাল শর্মা
(C) দিয়া কুমারী
(D) কিরোদি লাল মীনা

[spoiler title=’উত্তর ‘ ] (B) ভজনলাল শর্মা

  • রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ভজনলাল শর্মা।
  • প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়েই মুখ্যমন্ত্রী হলেন তিনি।
  • এদিন জয়পুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রাজ্যপালের কাছে শপথ বাক্য পাঠ করেন রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী।
[/spoiler]

৩. কোন দেশ বিশ্বের গভীরতম এবং বৃহত্তম ভূগর্ভস্থ গবেষণাগার চালু করেছে?

(A) চীন
(B) রাশিয়া
(C) ভারত
(D) যুক্তরাষ্ট্র

[spoiler title=’উত্তর ‘ ] (A) চীন

  • ডার্ক ম্যাটার অধ্যয়নের জন্য গভীর ভূগর্ভে একটি উন্নত গবেষণাগার তৈরি করেছে চীন।
  • পৃথিবীর পৃষ্ঠের ২ হাজার ৪শ’ মিটার নীচে এ স্থাপনাটিকে ডিপ আন্ডারগ্রাউন্ড এবং আল্ট্রা লো রেডিয়েশন ব্যাগ গ্রাউন্ড ফ্যাসিলিটি ফর ফ্রন্টিয়ার ফিজিক্স এক্সপেরিমেন্টস (ডিইউআরএফ) বলা হয় যা বিশ্বের গভীরতম ভূগর্ভস্থ গবেষণাগার।
[/spoiler]

৪. কে সম্প্রতি ইতালির বেসামরিক সম্মান ‘অর্ডার অফ মেরিট’-এ ভূষিত হয়েছেন?

(A) কবির বেদী
(B) পারমিন্দর নাগরা
(C) সেন্ধিল রামমূর্তি
(D) নওরিন ডিউলফ

[spoiler title=’উত্তর ‘ ] (A) কবির বেদী
প্রবীণ অভিনেতা কবির বেদীকে ইতালীয় প্রজাতন্ত্রের অর্ডার অফ মেরিটে সম্প্রতি ভূষিত করা হয়েছে। [/spoiler]

৫. নাহিদা আক্তার ICC উইমেনস প্লেয়ার অফ দ্য মান্থ (নভেম্বর) পুরস্কার জিতেছেন। তিনি কোন দেশের ক্রিকেটার ?

(A) বাংলাদেশ
(B) ভারত
(C) পাকিস্তান
(D) আফগানিস্তান

[spoiler title=’উত্তর ‘ ] (A) বাংলাদেশ

  • নভেম্বরের সেরা ক্রিকেটার হিসাবে জায়গা করে নিলেন বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের তারকা স্পিনার নাহিদা আক্তার।
  • এই খেতাব জিতে খুশি নাহিদা সহ তাঁর পরিবার এবং গোটা বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।
  • পাশাপাশি, তিনি প্রথম বাংলাদেশি মহিলা ক্রিকেটার খেতাব জিতলেন
[/spoiler]

৬. কোন ব্যাঙ্ক সম্প্রতি ‘নারী শক্তি সেভিংস একাউন্ট’ চালু করেছে?

(A) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(B) ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(C) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
(D) ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক

[spoiler title=’উত্তর ‘ ] (B) ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

  • আর্থিকভাবে মহিলাদের স্বনির্ভর করে তুলতে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (বিওআই) বড় উদ্যোগ।
  • নারী শক্তি সেভিংস অ্যাকাউন্ট পরিষেবা চালু করল এই রাষ্ট্রায়ত্ত অর্থকরী সংস্থা।
  • ১৮ বা ১৮ ঊর্ধ্ব যে কোনও মহিলা খুলতে পারবেন এই অ্যাকাউন্ট। মিলবে দুর্ঘটনা বিমা, স্বাস্থ্য বিমা ও ঋণের সুবিধা ।
[/spoiler]

৭. জাতিসংঘের মতে, কোন দেশ বিশ্বের সবচেয়ে বড় আফিমের উৎস হয়ে উঠেছে?

(A) আফগানিস্তান
(B) ফিলিপাইন
(C) মায়ানমার
(D) ইন্দোনেশিয়া

[spoiler title=’উত্তর ‘ ] (C) মায়ানমার

  • আফগানিস্তানে আফিম চাষ কমে যাওয়ার কারণে মায়ানমার এখন বিশ্বে আফিমের সবচেয়ে বড় উৎস হয়ে উঠেছে।
  • সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘ।
  • বিশ্বে আফিম উৎপাদনে শীর্ষ অবস্থানে ছিল আফগানিস্তান।
[/spoiler]

৮. কনজিউমার প্রাইস ইনডেক্স (CPI) অনুসারে নভেম্বরে মুদ্রাস্ফীতির (inflation ) এর হার কত ছিল?

(A) ৫.০৫%
(B) ৫.৫৫%
(C) ৬.৪৫%
(D) ৭.৫৫%

[spoiler title=’উত্তর ‘ ] (B) ৫.৫৫%
কনজিউমার প্রাইস ইনডেক্স (CPI) নভেম্বরে তিন মাসের উচ্চ মূল্যস্ফীতির হার ৫.৫৫% রেকর্ড করেছে, যা অক্টোবরে ৪.৮৭% থেকে বেড়েছে। [/spoiler]

৯. অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) দ্বারা কে মর্যাদাপূর্ণ ‘Elite 3-star’ রেটিং পেয়েছে?

(A) জিঙ্ক ফুটবল একাডেমি
(B) অরুণ মিশ্র
(C) দিলীপ সিং শেখাওয়াত
(D) মৈত্রেয়ী শঙ্খলা

[spoiler title=’উত্তর ‘ ] (A) জিঙ্ক ফুটবল একাডেমি
জিঙ্ক ফুটবল অ্যাকাডেমি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) দ্বারা সম্মানিত ‘এলিট 3-স্টার’ রেটিং দিয়ে সম্মানিত হয়েছে। [/spoiler]

১০. হায়দ্রাবাদের নতুন পুলিশ কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন ?

(A) অবিনাশ মোহান্তি
(B) সন্দীপ শাণ্ডিল্য
(C) সুধীর বাবু
(D) কোঠাকোটা শ্রীনিবাস রেড্ডি

[spoiler title=’উত্তর ‘ ] (D) কোঠাকোটা শ্রীনিবাস রেড্ডি

  • কোঠাকোটা শ্রীনিবাস রেড্ডি হায়দ্রাবাদের নতুন পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন।
  • তিনি সন্দীপ শান্ডিল্যের স্থলাভিষিক্ত হবেন।
[/spoiler]

১১. কে ২০২৩ সালের খেলো ইন্ডিয়া ন্যাশনাল প্যারা গেমসে প্যারালিফটিং এলিট ৪৫কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছেন?

(A) গুজরাট থেকে স্বপ্না শাহ
(B) মহারাষ্ট্রের সোনম পাতিল
(C) পাঞ্জাবের জসপ্রীত কৌর
(D) উত্তরপ্রদেশের নেহাল গুপ্তা

[spoiler title=’উত্তর ‘ ] (C) পাঞ্জাবের জসপ্রীত কৌর
জসপ্রীত কৌর খেলো ইন্ডিয়া ন্যাশনাল প্যারা গেমসে প্যারালিফটিং এলিট ৪৫ কেজি বিভাগে ৮৫ কেজির চিত্তাকর্ষক উত্তোলন করে স্বর্ণপদক অর্জন করেছেন । [/spoiler]

১২. একদিনের ক্রিকেট বিশ্বকাপে অসামান্য পারফরম্যান্সের জন্য এই বছর কাকে অর্জুন পুরস্কারের জন্য সুপারিশ করা হয়েছে?

(A) মহম্মদ শামি
(B) জাসপ্রিত বুমরাহ
(C) রোহিত শর্মা
(D) বিরাট কোহলি

[spoiler title=’উত্তর ‘ ] (A) মহম্মদ শামি

  • অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হলেন তারকা ফাস্ট বোলার মহম্মদ শামি ।
  • শামির নাম প্রাথমিক তালিকায় না থাকলেও, বোর্ডের তরফে তাঁর নাম মনোনয়নের জন্য অনুরোধ করা হয় বলে খবর।
  • সদ্য সমাপ্ত বিশ্বকাপে বল হাতে আগুন ঝরিয়েছিলেন ভারতের তারকা ফাস্ট বোলার মহম্মদ শামি।
  • এর জেরেই বিশেষ সম্মান পাওয়ার হাতছানি শামির সামনে। অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি।
[/spoiler]

১৩. সম্প্রতি চীন এবং মিশর দ্বারা যৌথভাবে উৎক্ষেপিত স্যাটেলাইটটির নাম কী?

(A) NileSat-1
(B) CairoSat-1
(C) ChinaSat-2
(D) MisrSat-2

[spoiler title=’উত্তর ‘ ] (D) MisrSat-2
চীন ও মিশর যৌথভাবে স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণ করেছে, স্যাটেলাইটের নাম ‘মিসরস্যাট-২’। [/spoiler]

১৪. বর্তমানে (ডিসেম্বর ২০২৩ অনুযায়ী) কে ICC পুরুষদের T20I ব্যাটার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে?

(A) সূর্যকুমার যাদব
(B) ট্র্যাভিস হেড
(C) বাবর আজম
(D) এইডেন মার্করাম

[spoiler title=’উত্তর ‘ ] (A) সূর্যকুমার যাদব

  • সাম্প্রতিক সময়ে বিশ্ব টি-২০ ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার সূর্যকুমার যাদব।
  • প্রাক্তন দক্ষিণ আফ্রিকার ব্যাটার এবি ডিভিলিয়ার্সের ভঙ্গিমায় ব্যাটিং করেন সূর্যকুমার যাদব।
  • আধুনিক যুগের ক্রিকেটে ডি’ভিলিয়ার্সের মতন তাঁকে মিস্টার ৩৬০ ও বলা হয় এই কারণে।
[/spoiler]

১৫. ২০২৩ সালের ডিসেম্বরে জাতীয় সমীক্ষা অনুসারে ভারতীয়দের মধ্যে কোন ধরণের সাইকোঅ্যাকটিভ পদার্থ ব্যবহারের প্রবণতা সর্বাধিক ?

(A) গাঁজা
(B) অ্যালকোহল
(C) ওপিওডস
(D) সেডাটিভস

[spoiler title=’উত্তর ‘ ] (B) অ্যালকোহল
জাতীয় সমীক্ষায় ভারতীয়দের মধ্যে সাইকোঅ্যাকটিভ পদার্থের ব্যবহারের প্রবণতা অ্যালকোহলে সবচেয়ে বেশি (১.৩% শিশু, ১৭.১% প্রাপ্তবয়স্ক)। [/spoiler]

১৬. ‘মিশন অ্যান্টার্কটিকা’ পরিচালনাকারী প্রতিষ্ঠানটি হল –

(A) হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, দার্জিলিং
(B) পোলার অ্যাডভেঞ্চার ইনস্টিটিউট
(C) এভারেস্ট ক্লাইম্বিং একাডেমি
(D) অ্যান্টার্কটিক এক্সপ্লোরেশন সেন্টার

[spoiler title=’উত্তর ‘ ] (A) হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, দার্জিলিং
অজয় ​​ভাট দার্জিলিং এর হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের একটি দলকে নির্বাচিত করেছেন যেটি ‘মিশন অ্যান্টার্কটিকা’ পরিচালনা করেছে। [/spoiler]

১৭. ব্যাডমিন্টনের ক্ষেত্রে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য কে/কারা মনোনীত হয়েছেন?

(A) সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি
(B) চিরাগ শেঠি
(C) শ্রীকান্ত কিদাম্বি
(D) সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেঠি দুজনেই

[spoiler title=’উত্তর ‘ ] (D) সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেঠি দুজনেই
মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কারের জন্য পুরুষদের ডাবল ব্যাডমিন্টন জুটি সাত্ত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি নির্বাচিত হয়েছেন। [/spoiler]

১৮. ২০২৩ সালের জন্য মার্সারের বিশ্বব্যাপী জীবনযাত্রার মানের তালিকায় (Mercer’s worldwide quality of living ranking ) হায়দ্রাবাদের স্থান কত?

(A) ১৫০
(B) ১৫৫
(C) ১৫৭
(D) ১৫৩

[spoiler title=’উত্তর ‘ ] (D) ১৫৩

Mercer’s worldwide quality of living ranking

ভারতীয় শহরগুলির মধ্যে শীর্ষে রয়েছে হায়দ্রাবাদ (১৫৩ তম ) । এর পরে রয়েছে – পুনে (১৫৪ ) এবং ব্যাঙ্গালুরু (১৫৬ ) ।

বিশ্বের মধ্যে সেরা – ভিয়েনা ( প্রথম ), জুরিখ (দ্বিতীয় ) , ভ্যানকুভার (তৃতীয় ) ।

[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button