Monthly Current AffairsCurrent Affairs

কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২০ pdf । সাম্প্রতিকী

Current Affairs - November 2020 - PDF

কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২০ – MCQ

১০১. ভারতে ‘জাতীয় গণিত দিবস’ প্রতিবছর কেন দিনটিতে পালন করা হয় ?

(A) ২২ জানুয়ারী
(B) ২২ ডিসেম্বর
(C) ১৯ ডিসেম্বর
(D) ২৮ ফেব্রুয়ারি

উত্তর :
(B) ২২ ডিসেম্বর

দেখে নাও জাতীয় গণিত দিবস সম্পর্কিত বিস্তারিত তথ্য – Click here 


১০২. ২০০ ফুট উঁচু কাঁচের ব্রিজ তৈরী হতে চলেছে বিহারের কোন জেলায়?

(A) বেগুসরাই
(B) রাজগির
(C) ভাগলপুর
(D) দারভাঙ্গা

উত্তর :
(B) রাজগির

২০২১ সালের মার্চ মাসের মধ্যে বিহারের রাজগীরে এই কাঁচের সেতু তৈরি  হবে বলে ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ।


১০৩. ষষ্ঠ Human Freedom Index 2020 অনুযায়ী ভারতের র‍্যাঙ্ক কত?

(A) ৯৪
(B) ১১১
(C) ১৫০
(D) ১৩২

উত্তর :
(B) ১১১

১০৪. ‘Reporting India: My Seventy-Year Journey as a Journalist ‘- বইটি লিখেছেন 

(A) কৌস্তব রায়
(B) প্রেম প্রকাশ
(C) সত্যেন্দ্র শর্মা
(D) প্রকাশ জাভেদকার

উত্তর :
(B) প্রেম প্রকাশ

Asian News International-এর চেয়ারম্যান প্রেম প্রকাশ ‘Reporting India: My Seventy-Year Journey as a Journalist ‘- বইটি লিখেছেন ।


১০৫.  ইংরেজি কবিতার গ্রন্থ ‘Oh Mizoram’ এর রচয়িতা কে?

(A) কলরাজ মিশ্র
(B) জোরামথাঙ্গা
(C) পি এস শ্রীধরন পিল্লাই
(D) জগদীশ মুখী

উত্তর :
(C) পি এস শ্রীধরন পিল্লাই

মিজোরামের ১৫তম রাজ্যপাল পি এস শ্রীধরন পিল্লাই ‘Oh Mizoram’  নামক গ্রন্থটি লিখেছেন ।


১০৬. Ease of Doing Business 2020 রিপোর্ট অনুযায়ী ভারতের র‍্যাঙ্ক কত?

(A) ৪৫
(B) ৫০
(C) ৬০
(D) ৬৩

উত্তর :
(D) ৬৩

১০৭.  সম্প্রতি ১৭ই ডিসেম্বর থেকে ২৫শে ডিসেম্বর কোথায় আন্তর্জাতিক গীতা মহোৎসব ২০২০ অনুষ্ঠিত হল?

(A) বারানসী
(B) কুরুক্ষেত্র
(C) গুরুগ্রাম
(D) প্রয়াগরাজ

উত্তর :
(B) কুরুক্ষেত্র

১০৮. কোন দিনটি ভারতের জাতীয় কৃষক দিবস / কিষান দিবস হিসাবে পালন করা হয়?

(A) ২২শে ডিসেম্বর
(B) ২৩শে ডিসেম্বর
(C) ২৪শে ডিসেম্বর
(D) ২৫শে ডিসেম্বর

উত্তর :
(B) ২৩শে ডিসেম্বর

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং-এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে ২০০১ সাল থেকে প্রতিবছর ২৩শে ডিসেম্বর ভারতে “কিষান দিবস” পালন করা হয় ।


১০৯. ২০২০ সালের ‘BBC Sports Personality of the Year’ পুরস্কার কে জিতলেন ?

(A) লুইস হ্যামিল্টন
(B) ভাল্টেরি বোলতাস
(C) ড্যানিয়েল রিকার্ডো
(D) ডোমিনিক থিম

উত্তর :
(A) লুইস হ্যামিল্টন 

১১০.  সম্প্রতি কোন ভারতীয় ‘লিজিয়ন অফ মেরিট’ সম্মান পেলেন?

(A) নরেন্দ্র মোদী
(B) রাজনাথ সিং
(C) বিপিন রাওয়াত
(D) মনোজ মুকুন্দ নারাভানে

উত্তর :
(A) নরেন্দ্র মোদী

১১১.  বিশ্বে প্রথম ‘Green Vaccine’ প্রস্তুতকারী কোম্পানি হতে চলেছে কোন কোম্পানি?

(A) Johnson & Johnson
(B) Serum Institute of India
(C) Cipla
(D) Biocon

উত্তর :
(B) Serum Institute of India

১১২. ২০২০ সালের শেষ হকি র‍্যাঙ্কিং অনুযায়ী ভারতীয় পুরুষ হকি দলের র‍্যাঙ্ক কত?

(A)
(B)
(C)
(D)

উত্তর :
(B)

১১৩. ভারতের প্রথম হাইপারসোনিক উইন্ড টানেল শুরু হলো কোথায় ?

(A) বেঙ্গালুরু
(B) মুম্বাই
(C) গুয়াহাটি
(D) হায়দ্রাবাদ

উত্তর :
(D) হায়দ্রাবাদ

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং হায়দ্রাবাদে ভারতের প্রথম হাইপারসোনিক উইন্ড টানেল উদ্বোধন করলেন ।


১১৪. রাজ্যের বস্তি বাসীদের জন্য ‘দীনদয়াল ক্লিনিক’ শুরু করতে চলছে কোন রাজ্য সরকার ?

(A) উত্তরপ্রদেশ
(B) গুজরাট
(C) মহারাষ্ট্র
(D) পাঞ্জাব

উত্তর :
(B) গুজরাট

১১৫. “The Light of Asia: The Poem that Defined the Buddha” বইটির লেখক কে?

(A) শশী থারুর
(B) জয়রাম রমেশ
(C) রমেশ পোখরিয়াল নিশাঙ্ক
(D) তমাল বন্দ্যোপাধ্যায়

উত্তর :
(B) জয়রাম রমেশ

১১৬. ২০২১ সালে ‘গ্লোবাল মিডিয়া অ্যান্ড ফিল্ম সামিট’ কোথায় অনুষ্ঠিত হবে?

(A) চিন
(B) ফ্রান্স
(C) দক্ষিণ কোরিয়া
(D) ভারত

উত্তর :
(D) ভারত

১১৭. সম্প্রতি Stefan Edberg Sportsmanship পুরস্কার পেলেন কে ?

(A) লুইস হ্যামিলটন
(B) রাফায়েল নাদাল
(C)  রজার ফেদেরার
(D) সানিয়া মির্জা

উত্তর :
(B) রাফায়েল নাদাল

১১৮. পশ্চিমবঙ্গের প্রথম তেল ও গ্যাস ভাণ্ডারটির নাম দেওয়া হয়েছে 

(A) Bengal Reserve
(B) WB Oil & Gas
(C) Bong Basin
(D) Bengal Basin

উত্তর :
(D) Bengal Basin

১১৯. লেটেস্ট ICC T20I Rankings-এ ভারতের বিরাট কোহলীর স্থান কত?

(A) অষ্টম
(B) সপ্তম
(C) ষষ্ঠ
(D) পঞ্চম

উত্তর :
(B) সপ্তম

১২০.  সম্প্রতি দক্ষিণ ভারতে আছড়ে পড়ে সাইক্লোন ‘বুরেভি’। এই নামটি দিয়েছে কোন দেশ?

(A) মালদ্বীপ
(B) পাকিস্তান
(C) ইরান
(D) শ্রীলঙ্কা

উত্তর :
(A) মালদ্বীপ

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8Next page
Telegram

Related Articles

Back to top button