Monthly Current AffairsCurrent Affairs

কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২০ pdf । সাম্প্রতিকী

Current Affairs - November 2020 - PDF

কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২০ – MCQ

১২১. “Covid -19: Sabhyata ka Sankat aur Samadhan” বইটি কার লেখা?

(A) জগদীশ রাজ
(B) চেতন ভগত
(C) কৈলাশ সত্যার্থি
(D) গিরিরাজ কিশোর

উত্তর :
(C) কৈলাশ সত্যার্থি

১২২. কোন দিনটি জাতীয় উপভোক্তা দিবস হিসাবে পালিত হয়?

(A) ২২শে ডিসেম্বর
(B) ২৩শে ডিসেম্বর
(C) ২৪শে ডিসেম্বর
(D) ২৫শে ডিসেম্বর

উত্তর :
(C) ২৪শে ডিসেম্বর

১২৩. ASSOCHAM এর নবনিযুক্ত সভাপতির নাম কি?

(A) বিনীত আগরওয়াল
(B) অমর্ত্য সেন
(C) এস পি কোঠারি
(D) নন্দন কুলকার্নি

উত্তর :
(A) বিনীত আগরওয়াল

১২৪. মাত্র ১ টাকায় ভোজন সরবরাহ করতে পূর্ব দিল্লিতে কোন বিখ্যাত ব্যক্তিত্ব “জন রোসোই (Jan Rasoi )” যোজনা শুরু করলো ?

(A) নরেন্দ্র মোদী
(B) গৌতম গম্ভীর
(C) রোহিত শর্মা
(D) সোনু সুদ

উত্তর :
(B) গৌতম গম্ভীর

১২৫. ২০২০ সালের “UN Population Award ” জিতলো কোন ভারতীয় NGO ?

(A) Old Age India
(B) Goonj
(C) GiveIndia
(D) HelpAge India

উত্তর :
(D) HelpAge India

১২৬. নিম্নলিখিত কোন রেলওয়ে স্টেশনটি সম্প্রতি  ‘Best Clean Station’ পুরস্কার পেলো ?

(A) বিশাখাপত্তনম
(B) মুম্বাই
(C) হায়দ্রাবাদ
(D) চেন্নাই

উত্তর :
(A) বিশাখাপত্তনম

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন সম্প্রতি এই পুরস্কার জিতে নিয়েছে ।


১২৭. রিলায়েন্স কোম্পানী ভারতের কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা তৈরী করতে চলেছে ?

(A) মহারাষ্ট্র
(B) কর্নাটক
(C) গুজরাট
(D) আসাম

উত্তর :
(C) গুজরাট

গুজরাটের জামনগরে তৈরী করতে চলেছে ।


১২৮. ভারতের প্রথম চালকবিহীন মেট্রোট্রেন পরিষেবা শুরু হতে চলেছে কোথায়?

(A) মুম্বাই
(B) দিল্লি
(C) হায়দ্রাবাদ
(D) বিশাখাপত্তনম

উত্তর :
(B) দিল্লি

১২৯. .‘In Pursuit Of Justice: An Autobiography’-কার আত্মজীবনী ?

(A) অরুণ জেটলি
(B) রাজিন্দার সাচার
(C) কিংশুক শর্মা
(D) পিযুষ পাদ্নেকার

উত্তর :
(B) রাজিন্দার সাচার

দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রাজিন্দার সাচার -এর আত্মজীবনী – .‘In Pursuit Of Justice: An Autobiography’


১৩০. সম্প্রতি ‘DRDO Scientist of the Year Award’ জিতলেন কোন বৈজ্ঞানিক?

(A) অক্ষয় মাইতি
(B) হেমন্ত কুমার পান্ডে
(C) কে সিভান
(D) সলমন খাদি

উত্তর :
(B) হেমন্ত কুমার পান্ডে

১৩১. BCCI-এর সিলেকশন কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন  – 

(A) সৌরভ গাঙ্গুলী
(B) চেতন শর্মা
(C) চেতন ভগৎ
(D) কিঙ্কর যাদব

উত্তর :
(B) চেতন শর্মা

BCCI-এর বর্তমান প্রেসিডেন্ট – সৌরভ গাঙ্গুলী


১৩২. গাড়ির ওপরে কোনো প্রকার জাতি উল্লিখিত স্টিকার-এর ওপরে নিষেধাজ্ঞা জারি করলো কোন রাজ্য সরকার ?

(A) পশ্চিমবঙ্গ
(B) উত্তরপ্রদেশ
(C) দিল্লি
(D) গুজরাট

উত্তর :
(B) উত্তরপ্রদেশ

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি এই নিষেধাজ্ঞা জারি করেছে ।


১৩৩. .‘Captain of ICC Men’s T20I and ODI teams of the decade’ সম্মান পেলেন কোন ভারতীয় ক্রিকেটার?

(A) বিরাট কোহলী
(B) মহেন্দ্র সিং ধোনী
(C) শচীন তেন্ডুলকার
(D) রোহিত শর্মা

উত্তর :
(B) মহেন্দ্র সিং ধোনী

দেখে নাও ICC দশকের সেরা ক্রিকেটার পুরস্কারের পূর্ণ তালিকা – Click Here 


১৩৪. আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসাবে কে নিযুক্ত হলেন ?

(A) সঞ্চারী মুখার্জী
(B) মহেন্দ্রনাথ রায়
(C) গুরুশিখর রায়
(D) এ কে বন্দোপাধ্যায়

উত্তর :
(B) মহেন্দ্রনাথ রায়

১৩৫. কোন দেশ চাঁদে পারমানবিক চুল্লি স্থাপন করার পরিকল্পনা করছে ?

(A) রাশিয়া
(B) আমেরিকা যুক্তরাষ্ট্র
(C) ইজরায়েল
(D) চীন

উত্তর :
(B) আমেরিকা যুক্তরাষ্ট্র

১৩৬. ২০২০ সালের  “ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড’ জিতলো কোন রাজ্য?

(A) কর্নাটক
(B) বিহার
(C) দিল্লি
(D) মহারাষ্ট্র

উত্তর :
(B) বিহার

Bihar Parvasi Sahayta Mobile App – এর জন্য


১৩৭. সম্প্রতি ‘Player of the Century’ সম্মানে সম্মানিত হলেন কোন  ফুটবলার?

(A) লিওনেল মেসি
(B) ক্রিস্টিয়ানো রোনাল্ডো
(C) নেইমার
(D) দিয়েগো মারাদোনা

উত্তর :
(B) ক্রিস্টিয়ানো রোনাল্ডো

১৩৮. কোন মহাকাশ প্রযুক্তি সংস্থা সম্প্রতি ‘Kalam-5 ‘ নামক একটি রকেটের সফল পরীক্ষা করেছে ?

(A) ISRO
(B) NASA
(C) JAXA
(D) Skyroot Aerospace

উত্তর :
(D) Skyroot Aerospace

ভারতিয় মহাকাশ সংস্থা Skyroot Aerospace সম্প্রতি  ‘Kalam-5 ‘ নামক একটি রকেটের সফল পরীক্ষা করেছে ।


১৩৯. ‘PASSEX-2020’ নামক যৌথ নৌ-সামরিক মহড়াটি কোন দুটি দেশের মধ্যে সম্পন্ন হলো ?

(A) চীন ও পাকিস্তান
(B) ভারত ও ভিয়েতনাম
(C) শ্রীলংকা ও ভারত
(D) ভারত ও ইন্দোনেশিয়া

উত্তর :
(B) ভারত ও ভিয়েতনাম

১৪০. রিমোট সেন্সিং স্যাটেলাইট ‘Yaogan-33’ লঞ্চ করলো কোন দেশ ?

(A) জাপান
(B) চীন
(C) রাশিয়া
(D) ভারত

উত্তর :
(B) চীন

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8Next page
Telegram

Related Articles

Back to top button