Daily Current Affairs in BengaliCurrent Affairs

8th October Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৮ই অক্টোবর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 8th October Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 7th October Current Affairs Quiz 2023 – Bengali


১. Google ডুডল কোন দেশের লেখার সিস্টেমকে উৎসর্গ করে হ্যাঙ্গুল দিবস উদযাপন করেছে সম্প্রতি ?

(A) মার্কিন
(B) আফ্রিকান
(C) কোরিয়ান
(D) অস্ট্রেলিয়ান

উত্তর
(C) কোরিয়ান

  • গুগল সম্প্রতি হাঙ্গুল দিবস উদযাপন করেছে।
  • কোরিয়ার হাঙ্গুল লিখন পদ্ধতি একটি বর্ণমালাকে উৎসর্গ করে।
  • এই দিনটি সমগ্র কোরিয়া অঞ্চলে সাক্ষরতার হার বৃদ্ধিতে হাঙ্গুলের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে।

২. নিচের কোন দেশ IORA মন্ত্রী পরিষদের বৈঠকের আয়োজন করতে চলেছে ?

(A) শ্রীলংকা
(B) মালদ্বীপ
(C) ভারত
(D) বাংলাদেশ

উত্তর
(A) শ্রীলংকা

  • শ্রীলঙ্কা কলম্বোতে IORA মন্ত্রী পরিষদের বৈঠকের আয়োজন করতে চলেছে।
  • ভারত থেকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই বৈঠকে উপস্থিত থাকবেন।
  • IORA – Indian Ocean Rim Association
  • শ্রীলঙ্কা কলম্বোতে অনুষ্ঠিতব্য ২৩তম মন্ত্রী পরিষদের সভায় ২০২৩ থেকে ২০২৫ সময়ের জন্য IORA-এর সভাপতিত্ব গ্রহণ করবে।

৩. দক্ষিণ কোরিয়ার বুসানে আয়োজিত এশিয়া কন্টেন্ট অ্যাওয়ার্ডস এন্ড গ্লোবাল ওটিটি অ্যাওয়ার্ডস ২০২৩ (Asia Contents Awards and Global OTT Awards 2023)-এ নিচের কোন অভিনেত্রী সেরা প্রধান অভিনেত্রীর ট্রফি জিতেছেন?

(A) কারিশমা তান্না
(B) শোভিত ধুলিপালা
(C) সুস্মিতা সেন
(D) শ্বেতা ত্রিপাঠী

উত্তর
(A) কারিশমা তান্না
Netflix সিরিজ ‘Scoop’ এর কারিশমা তান্না এশিয়া কন্টেন্ট অ্যাওয়ার্ডস এবং গ্লোবাল OTT অ্যাওয়ার্ডস-এ বড় জয় পেয়েছেন ।

৪. ভারত কবে প্রথমবারের মতো গুড ম্যানুফ্যাকচারিং অনুশীলন দিবস (Good Manufacturing Practice Day) উদযাপন করা হবে ?

(A) অক্টোবর ৯
(B) অক্টোবর ১০
(C) অক্টোবর ১১
(D) অক্টোবর ১২

উত্তর
(B) অক্টোবর ১০
ইন্ডিয়ান ড্রাগস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (IDMA) এর সাথে ভারত সরকার ১০ই অক্টোবর প্রথম জাতীয় কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস ডে (cGMP দিবস ) উদযাপন করার পরিকল্পনা করেছে।

৫. উত্তর প্রদেশে সিনিয়র ন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপ ২০২৩ কোথায় অনুষ্ঠিত হবে?

(A) লখনউ
(B) আগ্রা
(C) অযোধ্যা
(D) মিরাট

উত্তর
(C) অযোধ্যা
চলমান হংঝো এশিয়ান গেমসে একটি সফল প্রদর্শনের পরে, ভারতের প্রায় সমস্ত শীর্ষ তীরন্দাজদের অযোধ্যায় ২৫ থেকে ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া সিনিয়র জাতীয় তীরন্দাজ চ্যাম্পিয়নশিপে অ্যাকশনে দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

৬. “The Book of Life: My dance with Buddha for Success ” বইটি লিখেছেন কোন পরিচালক ?

(A) রাজকুমার হিরানি
(B) বিবেক অগ্নিহোত্রী
(C) করণ জোহর
(D) সঞ্জয় লীলা বনসালি

উত্তর
(B) বিবেক অগ্নিহোত্রী
পরিচালক বিবেক অগ্নিহোত্রী লখনউতে তার বই “The Book of Life: My dance with Buddha for Success ” লঞ্চ করলেন।

৭. সম্প্রতি কোন দেশ অপারেশন আয়রন সোর্ডস (Operation Iron Swords) চালু করেছে?

(A) ইউক্রেন
(B) ইসরাইল
(C) রাশিয়া
(D) মার্কিন যুক্তরাষ্ট্র

উত্তর
(B) ইসরাইল

  • হামাসের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি ইজরায়লের।
  • শুধু তাই নয়, জঙ্গি সংগঠনের ইজরায়েলি ফোর্স Operation Iron Swords লঞ্চ করেছে।
  • আর এরপরেই ফিলিস্তানের গাজা উপত্যাকায় হামাসের ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করে ইজরায়েল এয়ারফোর্স।
  • একের পর এক ঘাঁটিতে চলছে এই হামলা।
  • যুদ্ধবিমানের পাশাপাশি একাধিক মিসাইল হামলাও চালানো হচ্ছে।

৮. প্রজেক্ট কুইপার কোন কোম্পানিকে দ্রুত, সাশ্রয়ী ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা প্রদান করতে চলেছে ?

(A) SpaceX
(B) Google
(C) Amazon
(D) BlueOrigin

উত্তর
(C) Amazon
প্রজেক্ট কুইপার হল অ্যামাজনের একটি সহযোগী প্রতিষ্ঠান যা ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
এটি আমাজনকে দ্রুত, সাশ্রয়ী ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা প্রদান করতে চলেছে।

৯. ISRO-এর ফ্লাইট টেস্ট ভেহিকেল অ্যাবর্ট মিশন-1 (TV-D1) কোন মিশনের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা?

(A) আদিত্য এল-১
(B) মঙ্গলযান
(C) চন্দ্রযান-৩
(D) গগনযান

উত্তর
(D) গগনযান

  • গগনযান মিশনের জন্য় মনুষ্যবিহীন মহাকাশযান পরীক্ষা শুরু করবে ইসরো।
  • স্ক্রু এস্কেপ সিস্টেমের কর্মক্ষমতা প্রদর্শনকারী ফ্লাইট টেস্ট ভেহিকল অ্যাবর্ট মিশন-১ (টিভি-ডি১) এর প্রস্তুতি চলছে।
  • গগনযান মিশনের মাধ্যমে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার উচ্চতায় মহাকাশযান পাঠাবে ইসরো।
  • ওই মহাকাশযানটিতে থাকবেন তিন মহাকাশচারী।
  • এই মিশন হবে তিন দিনের।
  • তারপর সেটি অবতরণ করবে ভারত মহাসাগরে।

১০. বিশ্ব হাইড্রোজেন ও ফুয়েল সেল দিবস কোন দিনটিতে পালন করা হয় ?

(A) অক্টোবর ৭
(B) সেপ্টেম্বর ৮
(C) অক্টোবর ৮
(D) অক্টোবর ৯

উত্তর
(C) অক্টোবর ৮
প্রতি বছর ৮ই অক্টোবর বিশ্ব হাইড্রোজেন ও ফুয়েল সেল দিবস পালিত হয়।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button