Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী ২০১৯ – অক্টোবর মাস

৮১. দেবায়ন সাহা, যিনি বায়ু দূষণ রোধে PM 2.5 ডিভাইস আবিষ্কার করেছেন, তিনি কোন IIT থেকে স্নাতক ?

(A) IIT খড়গপুর
(B) IIT বোম্বাই
(C) IIT দিল্লি
(D) IIT ইন্দোর

উত্তর :
(A) IIT খড়গপুর

৮২. ২০১৯ সালের  ওয়ার্ল্ড গিভিং ইনডেক্স (World Giving Index )-এ  ভারতের র‌্যাঙ্ক কত ?

(A) ১১২
(B) ১০১
(C) ৮২
(D) ৯৭

উত্তর :
(C) ৮২

১- আমেরিকা , ২ – মায়ানমার, ৩ – নিউজিল্যান্ড, ৮২ – ভারত


৮৩. ন্যাশনাল সিকিউরিটি  গার্ডের (NSG) ডিরেক্টর জেনারেল পদে কাকে নিয়োগ দেওয়া হয়েছে ?

(A) অনুপ সিং
(B) কে এল ধিলন
(C) ভেঙ্কটেশ প্রসাদ
(D) প্রাণজাল কুমার

উত্তর :
(A) অনুপ সিং

৮৪. ভারত কোন সালে ৯১তম ইন্টারপোল জেনারেল অ্যাসেমব্লির আয়োজন করবে ?

(A) ২০২০
(B) ২০২১
(C) ২০২২
(D) ২০২৩

উত্তর :
(C) ২০২২

৮৫. বালিয়াত্রা কোন রাজ্যের বৃহত্তম বাণিজ্য মেলা ?

(A) ওড়িশা
(B) কর্ণাটক
(C) তামিলনাড়ু
(D) ঝাড়খণ্ড

উত্তর :
(A) ওড়িশা 

৮৬. ২০১৯ সালের নিউক্লিয়ার এনার্জি কনক্লেভ কোন শহরে অনুষ্ঠিত হলো ?

(A) কোচি
(B) লাদাখ
(C) বেঙ্গালুরু
(D) নতুন দিল্লি

উত্তর :
(D) নতুন দিল্লি

৮৭. “Mind Master: Winning Lessons from a Champion’s Life” – বইটির লেখক কে ?

(A) অভিনব বিন্দ্রা
(B) অঞ্জু ববি জর্জ
(C) বিশ্বনাথন আনন্দ
(D) মিলখা সিং

উত্তর :
(C) বিশ্বনাথন আনন্দ

৮৮. রাজনাথ সিং সম্প্রতি চেয়াঙ রিনচেন সেতু কোন শহরে উদ্বোধন করলেন ?

(A) শিলং
(B) গ্যাংটক
(C) লাদাখ
(D) দার্জিলিং

উত্তর :
(C) লাদাখ

এই সেতুটি তৈরী করা হয়েছে কর্নেল চেয়াঙ রিনচেন – এর নাম । চেয়াঙ রিনচেন ছিলেন ভারতীয় সেনার একজন অফিসার । তিনি দুবার মহাবীর চক্র পেয়েছেন ।


৮৯. কে ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন ?

(A) সুসিলো যুধিওনো
(B) ইউসুফ কল্লা
(C) মারুফ আমিন
(D) জোকো উইদোডো

উত্তর :
(D) জোকো উইদোডো

৯০. কোন রাজ্য সমস্ত সরকারী বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণিতে NCERT কোর্স গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে ?

(A) হিমাচল প্রদেশ
(B) মধ্য প্রদেশ
(C) রাজস্থান
(D) হরিয়ানা

উত্তর :
(B) মধ্য প্রদেশ

৯১. ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের নতুন চেয়ারম্যান পদে কাকে নিয়োগ দেওয়া হয়েছে ?

(A) রজনীশ কুমার
(B) এস এস মল্লিকার্জুনা রাও
(C) মাধব কল্যাণ
(D) ছন্দা কুমার

উত্তর :
(A) রজনীশ কুমার

৯২. ২০১৯ সালের প্রো কবাডি লিগের খেতাব অর্জন করেছে কোন দল ?

(A) ইউ মুম্বা
(B) পাটনা পাইরেটস
(C) বেঙ্গল ওয়ারিয়র্স
(D) দাবাং দিল্লি

উত্তর :
(C) বেঙ্গল ওয়ারিয়র্স

বেঙ্গল ওয়ারিয়র্স দাবাং দিল্লিকে হারিয়ে এই খেতাব জিতে নিয়েছে


৯৩. ‘Bridgital Nation’ গ্রন্থটির রচয়িতা এন চন্দ্রশেখরণ  কোন কোম্পানির চেয়ারম্যান? 

(A) ইনফোসিস
(B) টাটা সন্স
(C) উইপ্রো
(D) বিড়লা

উত্তর :
(B) টাটা সন্স

৯৪. “EKUVERIN” ভারত ও কোন দেশের একটি সামরিক মহড়া ?

(A) মালয়েশিয়া
(B) মায়ানমার
(C) মালদ্বীপ
(D) ইন্দোনেশিয়া

উত্তর :
(C) মালদ্বীপ

EKUVERIN ২০১৯ সম্প্রতি পুনেতে সম্পন্ন হলো


৯৫. বিশ্বের প্রাচীনতম প্রাকৃতিক মুক্তোটি সম্প্রতি কোন দ্বীপে আবিষ্কৃত হয়েছে ?

(A) রাস আল খাইমাহ
(B) উম্মে আল কাইওয়াইন
(C) শারজাহ
(D) আবু ধাবি

উত্তর :
(D) আবু ধাবি

৯৬. কোন তারিখে, বিশ্ব আয়োডিন ঘাটতি দিবস পালন করা হয়ে থাকে ?

(A) অক্টোবর ২১
(B) অক্টোবর ২৪
(C) অক্টোবর ১৮
(D) অক্টোবর ২৫

উত্তর :
(A) অক্টোবর ২১

৯৭. “Vogue’s Sportsperson of the Year 2019” শিরোপা জিতলেন কোন ভারতীয় খেলোয়াড় ?

(A) দ্যুতি চাঁদ
(B) পি ভি সিন্ধু
(C) মেরি কম
(D) মিতালি রাজ

উত্তর :
(A) দ্যুতি চাঁদ

৯৮. ধানের খড়কে সংকুচিত বায়োগ্যাসে রূপান্তর করার প্রথম কারখানাটি ভারতের কোন শহরে শুরু হতে চলেছে ?

(A) উদয়পুর
(B) কার্নাল
(C) জবলপুর
(D) নাগপুর

উত্তর :
(B) কার্নাল

৯৯. বিশ্ব অস্টিওপোরোসিস দিবস কোন দিনটিতে পালন করা হয়ে থাকে ?

(A) অক্টোবর ২৪
(B) অক্টোবর ২১
(C) অক্টোবর ২০
(D) অক্টোবর ২৩

উত্তর :
(C) অক্টোবর ২০

অস্টিওপরোসিস রোগের প্রতিরোধ,  নির্ণয় ও চিকিৎসা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা গড়তে প্রতি বছর ২০ অক্টোবর সারা বিশ্বব্যাপী বিশ্ব অস্টিওপোরোসিস দিবস পালন করা হয়। এ বছরের থিম হল “আপনার হাড়কে ভালবাসুন: আপনার ভবিষ্যত সুরক্ষিত করুন (Love your bones and Protect your future )”। সর্বসাধারণকে হাড় ও পেশীর স্বাস্থ্য রক্ষায় আগাম ব্যবস্থা গ্রহণে এবং স্বাস্থ্য-কর্তৃপক্ষ ও চিকিৎসকদেরকে অন্যদের হাড়ের স্বাস্থ্য রক্ষার দায়িত্বে উদ্বুদ্ধ করতে এই দিনটির উদযাপন।


১০০. কোন রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ২০২১ সালের পরে যাদের দুটোর বেশি সন্তান হবে তারা সরকারি চাকরি করতে পারবেন না ?

(A) রাজস্থান
(B) পাঞ্জাব
(C) আসাম
(D) পশ্চিমবঙ্গ

উত্তর :
(C) আসাম 

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7Next page
Telegram

Related Articles

15 Comments

    1. অক্টোবর আগে শেষ হোক নাহলে সমস্ত মাসের সাম্প্রতিকী কি করে থাকবে 🙂 এখনো শেষ 5 দিনের সাম্প্রতিকী আপডেট হবে

Back to top button