Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী ২০১৯ – অক্টোবর মাস

৬১. ২০১৯ সালের জাতীয় সংস্কৃতি উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হলো ?

(A) রাজস্থান
(B) হিমাচল প্রদেশ
(C) মধ্য প্রদেশ
(D) উত্তর প্রদেশ

উত্তর :
(C) মধ্য প্রদেশ

৬২. “বজ্র প্রহর” সামরিক মহড়াটি ভারত ও কোন দেশের মধ্যে সম্পন্ন হলো ?

(A) জাপান
(B) আমেরিকা
(C) জার্মানি
(D) শ্রীলঙ্কা

উত্তর :
(B) আমেরিকা 

৬৩. ২০১৮-১৯ সালের জাতীয় কিশোর কুমার সম্মান কে পেলেন ?

(A) ওয়াহিদা রহমান
(B) অমিতাভ বচ্চন
(C) প্রিয়দর্শন
(D) শাহরুখ খান

উত্তর :
(C) প্রিয়দর্শন 

৬৪. ম্যান বুকার পুরস্কার অর্জনকারী প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা কে ?

(A) এলেনোর ক্যাটন
(B) মার্গারেট অ্যাটউড
(C) অ্যান এনরাট
(D) বার্নার্ডাইন এভারিস্টো

উত্তর :
(D) বার্নার্ডাইন এভারিস্টো

বার্নার্ডাইন এভারিস্টো ও মার্গারেট অ্যাটউড যৌথভাবে ২০১৯ সালের ম্যান বুকার পুরস্কার পেয়েছেন ।

মার্গারেট অ্যাটউড পেয়েছেন তার লেখা বই  ‘The Testament’, এবং বার্নার্ডাইন এভারিস্টো  পেয়েছেন তার লেখা বই ‘Girl, Woman, Other’ -এর জন্য ।


৬৫. ২০১৯ সালের বাহরাইন আন্তর্জাতিক সিরিজ ব্যাডমিন্টনে কোন ভারতীয় শাটলার পুরুষদের একক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ?

(A) লক্ষ্য সেন
(B) প্রিয়াংশু রাজাওয়াত
(C) ভেঙ্কট গৌরব প্রসাদ
(D) কিদাম্বি শ্রীকান্ত

উত্তর :
(B) প্রিয়াংশু রাজাওয়াত

৬৬. মহাকাশে হাঁটা প্রথম ব্যক্তি সম্প্রতি প্রয়াত হয়েছে । ইনি হলেন – 

(A) নীল আর্মস্ট্রং
(B) আলেক্সি লিওনভ
(C) ইউরি গ্যাগারিন
(D) রাকেশ শর্মা

উত্তর :
(B) আলেক্সি লিওনভ 

৬৭. দারিদ্র্য নিয়ে পড়াশুনার জন্য কোন অর্থনীতিবিদ ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ?

(A) অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
(B) অরবিন্দ শুভ্রমানিয়াম
(C) প্রণব বর্ধন
(D) শ্রীজিৎ মুখার্জি

উত্তর :
(A) অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

৬৮. কে তিউনিসিয়ার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ?

(A) কাইস সাঈদ
(B) নাবিল করুই
(C) ইউসুফ ছাহেদ
(D) মোহাম্মদ এনেসেসর

উত্তর :
(A) কাইস সাঈদ 

৬৯. ২০১৯ সালের বিশ্ব ক্ষুধা সূচক (Global Hunger Index ) -এ ভারতের স্থান কততম ?

(A) ১২২
(B) ১০২
(C) ৮৪
(D) ১১২

উত্তর :
(B) ১০২

১১৭টি দেশের মধ্যে ভারতের স্থান ১০২তম ।


৭০. বিশ্ব খাদ্য দিবস ( World Food Day ) প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয়ে থাকে ?

(A) অক্টোবর ১৪
(B) অক্টোবর ৯
(C) অক্টোবর ২১
(D) অক্টোবর ১৬

উত্তর :
(D) অক্টোবর ১৬ 



৭১. ২০১৯ সালের বিশ্ব খাদ্য দিবসের থিম কি ছিল ?

(A) #FamilyFarming
(B) #ZeroHunger World
(C) #FeedingWorld
(D) #FoodPrices – from crisis to stability

উত্তর :
(B) #ZeroHunger World

৭২.  ‘FD Health’ নামক ফিক্সড ডিপোজিট স্কিমটি কোন ব্যাঙ্ক চালু করেছে ?

(A) SBI
(B) HDFC
(C) ICICI
(D) PNB

উত্তর :
(C) ICICI

৭৩. ইন্দো-জাপান এয়ার ড্রিল অনুশীলন “শিনয়ু মৈত্রী” কোন রাজ্যে শুরু হয়েছে ?

(A) রাজস্থান
(B) জম্মু ও কাশ্মীর
(C) পশ্চিমবঙ্গ
(D) টোকিও

উত্তর :
(C) পশ্চিমবঙ্গ 

৭৪. ২০১৯ সালের প্রাণিসম্পদ আদমশুমারি (Livestock Census ) অনুসারে কোন রাজ্যে সবচেয়ে বেশি প্রাণিসম্পদ (Livestock ) রয়েছে ?

(A) ঝাড়খণ্ড
(B) রাজস্থান
(C) উত্তর প্রদেশ
(D) মধ্য প্রদেশ

উত্তর :
(C) উত্তর প্রদেশ

৭৫. “Ex-Eastern Bridge-V” নামক বায়ুসেনা সামরিক মহড়াটি ভারত ও  কোন দেশের মধ্যে শুরু হল ?

(A) ইজরায়েল
(B) ওমান
(C) UAE
(D) কুয়েত

উত্তর :
(B) ওমান 

Check – ২০১৯ সেপ্টেম্বর মাসের সাম্প্রতিকী 

৭৬. কোন তারিখে আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস পালন করা হয় ?

(A) ১৫ অক্টোবর
(B) ১৮ অক্টোবর
(C) ১৭ অক্টোবর
(D) ১৬ অক্টোবর

উত্তর :
(C) ১৭ অক্টোবর

২০১৯ সালের থিম ছিল – “Acting Together to Empower Children, their Families and Communities to End Poverty”


৭৭. বিশ্ব ছাত্র দিবস (World Students’ Day ) কোন বিখ্যাত ব্যক্তিত্বের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয় ?

(A) বাল গঙ্গাধর তিলক
(B) মাদার টেরেজা
(C) এপিজে আবদুল কালাম
(D) লালা লাজপত রায়

উত্তর :
(C) এপিজে আবদুল কালাম

১৫ই অক্টোবর এপিজে আবদুল কালাম -এর জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর বিশ্ব ছাত্র দিবস পালন করা হয় ।


৭৮. NITI Aayog এর ভারত উদ্ভাবনী সূচক (India Innovation Index )-এ  শীর্ষে রয়েছে কোন রাজ্য ?

(A) মহারাষ্ট্র
(B) তেলেঙ্গানা
(C) কর্ণাটক
(D) তামিলনাড়ু

উত্তর :
(C) কর্ণাটক

৭৯. বেসরকারী শিক্ষাক্ষেত্রে প্রসূতি সুবিধা প্রদানকারী প্রথম ভারতীয় রাজ্য কোনটি ?

(A) কর্ণাটক
(B) কেরালা
(C) উত্তর প্রদেশ
(D) তামিলনাড়ু

উত্তর :
(B) কেরালা 

৮০. কোন ব্যাংক সম্প্রতি কনটাক্টলেস মোবাইল ফোন পেমেন্টের সুবিধা চালু করেছে ?

(A) SBI
(B) ICICI
(C) HDFC
(D) AXIS

উত্তর :
(A) SBI 

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7Next page
Telegram

Related Articles

15 Comments

    1. অক্টোবর আগে শেষ হোক নাহলে সমস্ত মাসের সাম্প্রতিকী কি করে থাকবে 🙂 এখনো শেষ 5 দিনের সাম্প্রতিকী আপডেট হবে

Back to top button