Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী ২০১৯ – অক্টোবর মাস

১২১. কোন পেশাদার ফুটবল ক্লাবটি সম্প্রতি নোবেল বিজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সদস্যপদ প্রদান করেছে ? 

(A) বেঙ্গালুরু এফসি
(B) মোহন বাগান
(C) ইউনাইটেড সিকিম
(D) ইস্ট বেঙ্গল

উত্তর :
(B) মোহন বাগান

১২২. শিশুদের যৌন নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এবং বক্তব্য রাখতে কোন অভিনেতা ইউনিসেফ এবং মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের সাথে হাত মিলিয়েছেন ?

(A) আয়ুষ্মান খুরানা
(B) ঋত্বিক রোশন
(C) রাজকুমার রাও
(D) ভিকি কৌশল

উত্তর :
(A) আয়ুষ্মান খুরানা

১২৩. কোন ভারতীয় শহর একসাথে ৪ লক্ষ প্রদীপ জ্বালিয়ে গিনেস বিশ্ব রেকর্ড করলো ?

(A) লক্ষ্নৌ
(B) অযোধ্যা
(C) ভোপাল
(D) জয়পুর

উত্তর :
(B) অযোধ্যা

১২৪. ২০১৯ সালের অক্টোবর মাসে কোন দুটি সংস্থা মহরত্নের মর্যাদা পেয়েছে ? 

(A) BHEL এবং পাওয়ার গ্রিড কর্পোরেশন
(B) HPCL এবং পাওয়ার গ্রিড কর্পোরেশন
(C) BHEL এবং HPCL
(D) GAIL এবং BHEL

উত্তর :
(B) HPCL এবং পাওয়ার গ্রিড কর্পোরেশন

১২৫. ইরাকে নতুন ভারতীয় রাষ্ট্রদূত হিসাবে কে নিযুক্ত হলেন ?

(A) পি এস চাওয়লা
(B) পীযূষ আগারওয়াল
(C) বীরেন্দ্র সিং যাদব
(D) মুক্তেশ কুমার পরদেশী

উত্তর :
(C) বীরেন্দ্র সিং যাদব

১২৬. ভারতের ৪৭তম প্রধান বিচারপতি কে নিযুক্ত হয়েছেন ?

(A) অনিরুদ্ধ বোস
(B) মদন লোকুর
(C) শরদ অরবিন্দ বোবডে
(D) রঞ্জন গগৈ

উত্তর :
(C) শরদ অরবিন্দ বোবডে

দেশের ৪৭তম প্রধান বিচারপতি হলেন বিচারপতি শরদ অরবিন্দ বোবডে। আগামী ১৭ নভেম্বর অবসর নেবেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তার পরদিন নতুন প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠান। বোবডেকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি। বোবডেকে তাঁর উত্তরসূরি হিসেবে মনোনীত করেছেন গগৈ নিজেই।


ডাউনলোড করুন :

২০১৯, অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্স MCQ – Download

২০১৯, অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্স One Liners – Download

২০১৯, অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্স – Exam Link

আরো দেখুন :

সাম্প্রতিকী ২০১৯ – সেপ্টেম্বর মাস

সাম্প্রতিকী ২০১৯ – আগস্ট মাস

সাম্প্রতিকী ২০১৯ – জুলাই মাস

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7
Telegram

Related Articles

15 Comments

    1. অক্টোবর আগে শেষ হোক নাহলে সমস্ত মাসের সাম্প্রতিকী কি করে থাকবে 🙂 এখনো শেষ 5 দিনের সাম্প্রতিকী আপডেট হবে

Back to top button