Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী ২০১৯ – অক্টোবর মাস

৪১. ভারতের প্রথম ই-ওয়েস্ট  ক্লিনিকটি কোন শহরে শুরু হলো ?

(A) ভোপাল
(B) নতুন দিল্লি
(C) জয়পুর
(D) নাগপুর

উত্তর :
(A) ভোপাল

৪২. ইন্দো-মঙ্গোলিয় যৌথ অনুশীলন -“Nomadic Elephant 2019” – কোন রাজ্যে শুরু হয়েছে ?

(A) হিমাচল প্রদেশ
(B) ঝাড়খণ্ড
(C) অরুণাচল প্রদেশ
(D) সিকিম

উত্তর :
(A) হিমাচল প্রদেশ

৪৩. UNEP এর এশিয়া এনভায়রনমেন্টাল এনফোর্সমেন্ট অ্যাওয়ার্ডের জন্য কে নির্বাচিত হয়েছেন ?

(A) বিবেক কুন্দ্রা
(B) এস এইচ খান
(C) সুবোধ কুমার
(D) রমেশ পান্ডে

উত্তর :
(D) রমেশ পান্ডে

৪৪. বিশ্ব পোস্ট দিবস কোন দিনটিতে পালন করা হয় ?

(A) অক্টোবর ৭
(B) অক্টোবর ৯
(C) অক্টোবর ৮
(D) অক্টোবর ১১

উত্তর :
(B) অক্টোবর ৯

৪৫. কোন কোম্পানির মিউচুয়াল ফান্ডের নতুন নামকরণ করা হয়েছে নিপ্পন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড ?

(A) আদিত্য বিড়লা
(B) উইপ্রো
(C) টাটা
(D) রিলায়েন্স

উত্তর :
(D) রিলায়েন্স 

৪৬. আন্তর্জাতিক ক্রিকেটের সাথে ২০ বছর যুক্ত প্রথম মহিলা খেলোয়াড় কে ? 

(A) মিতালি রাজ
(B) ঝুলন গোস্বামী
(C) বেদ কৃষ্ণমূর্তি
(D) লিসা স্থলেকর

উত্তর :
(A) মিতালি রাজ

৪৭. বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) অক্টোবর ১০
(B) অক্টোবর ১২
(C) অক্টোবর ১৫
(D) অক্টোবর ১৮

উত্তর :
(A) অক্টোবর ১০

এই বছরের থিম ছিল – Mental Health Promotion and Suicide Prevention


৪৮. ফিজিওলজি বা মেডিসিনে ২০১৯ সালের নোবেল পুরষ্কারটি কোন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয়েছে ?

(A) সেলুলার রেসপিরেশন
(B) ক্যান্সার থেরাপি
(C) সার্কেডিয়ান রিদম
(D) অটোফ্যাগি


৪৯. ২০১৯ সালের WEF গ্লোবাল কম্পিটিটিভনেস ইনডেক্সে ভারতের র‌্যাঙ্ক কত ?  

(A) ৫৪
(B) ৫৬
(C) ৭৭
(D) ৬৮

উত্তর :
(D) ৬৮

১- সিঙ্গাপুর, ২ – আমেরিকা , ৬৮ – ভারত


৫০. ডোপিংয়ের জন্য ৪ বছরের জন্য নিষিদ্ধ ঘোষিত নির্মলা শেওরান কোন খেলার সাথে জড়িত ? 

(A) দৌড়
(B) বক্সিং
(C) রেসলিং
(D) ব্যাডমিন্টন

উত্তর :
(A) দৌড় 

Check – ২০১৯ আগস্ট মাসের সাম্প্রতিকী

৫১. প্রথম জাতীয় হিন্দি বিজ্ঞান লেখক সম্মেলন কোন শহরে শুরু হয়েছে ?

(A) জবলপুর
(B) লক্ষ্নৌ
(C) নতুন দিল্লি
(D) সিমলা

উত্তর :
(B) লক্ষ্নৌ 

৫২. “A Sorrow Beyond Dreams” – বইটির লেখক কে ?

(A) কাজুও ইশিগুরো
(B) পিটার হ্যান্ডকে
(C) ওলগা টোকারজুক
(D) বব ডিলান

উত্তর :
(B) পিটার হ্যান্ডকে

পিটার হ্যান্ডকে ২০১৯ সালে  সাহিত্যে নোবেল পেয়েছেন । তার দুটি বিখ্যাত বই হলো – “A Sorrow Beyond Dreams”  এবং “Short Letter, Long Farewell”


৫৩. সম্প্রতি প্রয়াত পদ্মশ্রী বিজেতা কাদ্রি গোপালনাথ কোন বাদ্য যন্ত্রের সাথে সম্পর্কিত ?

(A) বাঁশি
(B) সাক্সওফোন
(C) ভায়োলিন
(D) তবলা

উত্তর :
(B) সাক্সওফোন 

৫৪. ২০১৯ সালে শান্তিতে নোবেল জয়ী আবি আহমেদ কোন দেশের প্রধানমন্ত্রী ?

(A) তানজানিয়া
(B) ইথিওপিয়া
(C) কেনিয়া
(D) সুদান

উত্তর :
(B) ইথিওপিয়া 

৫৫. “Ex Dharma Guardian” সামরিক মহড়াটি ভারত ও কোন দেশের মধ্যে সম্প্রতি সম্পন্ন হলো ?

(A) আফগানিস্তান
(B) শ্রীলংকা
(C) নেপাল
(D) জাপান

উত্তর :
(D) জাপান 

৫৬.  “How to Avoid a Climate Disaster” – বইটির লেখক হলেন 

(A) সত্য নাদেলা
(B) সুন্দর পিল্লাই
(C) বিল গেটস
(D) মার্ক জুকেরবার্গ

উত্তর :
(C) বিল গেটস 

৫৭. জাতীয় সংহতির জন্য কাকে ২০১৮ সালের ইন্দিরা গান্ধী পুরষ্কার দেওয়া হয়েছে ?

(A) বন্দনা শিব
(B) চাঁদি প্রসাদ ভট্ট
(C) সুনিতা নারায়ণ
(D) মমতা ব্যানার্জী

উত্তর :
(B) চাঁদি প্রসাদ ভট্ট

৫৮. ২০১৯ সালের ভারতীয় স্পোর্টস অনার্স – এ কাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হলো ?

(A) কপিল দেব
(B) মিলখা সিং
(C) পুল্লেলা গোপীচাঁদ
(D) কর্ণম মালেশ্বরী

উত্তর :
(B) মিলখা সিং

৫৯. কোন ভারতীয় ব্যক্তিত্বকে কমোরসের সর্বোচ্চ বেসামরিক সম্মান দেওয়া হয়েছে ?

(A) রাজনাথ সিংহ
(B) নরেন্দ্র মোদী
(C) রাম নাথ কোবিন্দ
(D) এম ভেঙ্কাইয়া নাইডু

উত্তর :
(D) এম ভেঙ্কাইয়া নাইডু

৬০. কোন রাজ্য সরকার মেয়েদের ক্ষমতায়নের জন্য কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে ?

(A) কর্ণাটক
(B) পশ্চিমবঙ্গ
(C) উড়িষ্যায়
(D) আসাম

উত্তর :
(B) পশ্চিমবঙ্গ

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7Next page
Telegram

Related Articles

15 Comments

    1. অক্টোবর আগে শেষ হোক নাহলে সমস্ত মাসের সাম্প্রতিকী কি করে থাকবে 🙂 এখনো শেষ 5 দিনের সাম্প্রতিকী আপডেট হবে

Back to top button