Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী ২০১৯ – অক্টোবর মাস

২১. “কাউন বানেগা ক্রোড়পতি ( Kaun Banega Crorepati )” থেকে সম্প্রতি কে ১ কোটি টাকা জিতলেন ?

(A) হর্ষবর্ধন নাওয়াটে
(B) ববিতা তাডে
(C) সেলভান কুমার
(D) অনুরাজ মুরুগান

উত্তর :
(B) ববিতা তাডে

মহারাষ্টের ববিতা তাডে


২২. ২০১৯ সালের স্বচ্ছ ভারত দিবস কোন শহরে উদ্বোধিত হয়েছে ?

(A) গান্ধীনগর
(B) নতুন দিল্লি
(C) আহমেদাবাদ
(D) সুরাট

উত্তর :
(C) আহমেদাবাদ 

২৩. কোন রাজ্যে প্রত্নতত্ববিদরা খনন করে একটি প্রাচীন নদীর হদিস পেয়েছেন যেটি গঙ্গা ও যমুনার মধ্যে প্রাচীন সময়ে সংযোগ রক্ষা করেছিল ?

(A) উত্তরপ্রদেশ
(B) উত্তরাখন্ড
(C) পশ্চিমবঙ্গ
(D) হিমাচল প্রদেশ

উত্তর :
(A) উত্তরপ্রদেশ 

২৪. ভারতের প্রথম ভাসমান বাস্কেটবল কোর্ট কোন শহরে উদ্বোধিত হলো ?

(A) কলকাতা
(B) কোচি
(C) হুগলী
(D) মুম্বাই

উত্তর :
(D) মুম্বাই

মুম্বাইতে বান্দ্রা বড়লি সিলিংকের কাছে আরবসাগরে এই বাস্কেটবল কোর্টটি খোলা হয়েছে ।


২৫. কোন রাজ্য/কেন্দ্র শাসিত অঞ্চলের মন্ত্রিসভা ভারতের প্রথম ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে ?

(A) পাঞ্জাব
(B) উত্তর প্রদেশ
(C) দিল্লি
(D) মধ্য প্রদেশ

উত্তর :
(C) দিল্লি

২৬. ২০১৯ সালের বিশ্ব মহাকাশ সপ্তাহের থিম কি ছিল ?

(A) Mysteries of the Cosmos
(B) Remote Sensing: Enabling our Future
(C) The Moon: Gateway to the Stars
(D) Exploring New Worlds In Space

উত্তর :
(C) The Moon: Gateway to the Stars

বিশ্ব মহাকাশ সপ্তাহ ২০১৯ সালে অক্টোবর ৪ থেকে অক্টোবর ১০ পর্যন্ত পালন করা হয়েছে


২৭. বিশ্ব প্রাণী দিবস (World Animal Day  ) প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) অক্টোবর ১
(B) অক্টোবর ৪
(C) অক্টোবর ৬
(D) মার্চ ৩

উত্তর :
(B) অক্টোবর ৪

২৮. “Express FD” নামক স্বল্প সময়ের ফিক্সড ডিপোজিট কোন ব্যাঙ্ক  শুরু করলো ?

(A) SBI
(B) AXIS
(C) ICICI
(D) HDFC

উত্তর :
(B) AXIS 

২৯. কোন রাজ্য সরকার বিদ্যুৎ চুরি বন্ধ করার জন্য উর্জাগিরি অভিযান শুরু করেছে ?

(A) উত্তরাখন্ড
(B) ঝাড়খণ্ড
(C) বিহার
(D) পাঞ্জাব

উত্তর :
(A) উত্তরাখন্ড

৩০. আন্তর্জাতিক শিক্ষক দিবস প্রতিবছর কোনদিনটিতে পালন করা হয় ?

(A) সেপ্টেম্বর ৫
(B) অক্টোবর ৫
(C) নভেম্বর ৫
(D) ডিসেম্বর ৫

উত্তর :
(B) অক্টোবর ৫

২০১৯ সালের থিম ছিল – Young Teachers: The Future of the Profession




৩১. “PCA Player of the Year 2019” সম্মান কোন ক্রিকেটের পেলেন ?

(A) বিরাট কোহলি
(B) বেন স্টোকস
(C) জো ডেনলি
(D) রোহিত শর্মা

উত্তর :
(B) বেন স্টোকস

Professional Cricketers’ Association)  Player of the Year award ২০১৯ পুরস্কার পেলেন ইংল্যান্ডের  বেন স্টোকস


৩২. WTO  কোন শহরে প্রথম বিশ্ব তুলা দিবস উদ্বোধন করলো ?

(A) জেনেভা
(B) নতুন দিল্লি
(C) প্যারিস
(D) নিউ ইয়র্ক

উত্তর :
(A) জেনেভা

World Trade Organisation জেনেভাতে প্রথম বিশ্ব তুলা দিবস উদযাপন করলো ৭ই অক্টোবর ।


৩৩. ২০১৯ সালের জাপান ওপেন টেনিস শিরোপা কে জিতল ?

(A) অ্যান্ডি মারে
(B) রাফায়েল নাদাল
(C) নোভাক জোকোভিচ
(D) রজার ফেডেরার

উত্তর :
(C) নোভাক জোকোভিচ

নোভাক জোকোভিচ অস্ট্রেলিয়ার জন মিলম্যানকে হারিয়ে এই শিরোপা জিতে নিয়েছেন ।


৩৪. ভারতীয় সেনাবাহিনী ‘হিম বিজয়’ নামক পর্বত যুদ্ধের মহড়া কোন রাজ্যে শুরু করলো ?

(A) সিকিম
(B) হিমাচল প্রদেশ
(C) অরুণাচল প্রদেশ
(D) জম্মু ও কাশ্মীর

উত্তর :
(C) অরুণাচল প্রদেশ

৩৫. প্রধানমন্ত্রীর জন স্বাস্থ্য যোজনা – এর সর্বশেষ তথ্য অনুসারে, কোন রাজ্যে সর্বাধিক ক্যান্সার রোগীরা এই প্রকল্পের আওতায় চিকিৎসা গ্রহণ করেছে ?

(A) তামিলনাড়ু
(B) ছত্তিশগড়
(C) মধ্য প্রদেশ
(D) গুজরাট

উত্তর :
(A) তামিলনাড়ু

৩৬. সালোয়া ঈদ নাসের, যিনি এশিয়া থেকে ৪০০ মিটার দৌড়ে স্বর্ণ জয়ী প্রথম মহিলা অ্যাথলিট , তিনি কোন দেশের নাগরিক ?

(A) লেবানন
(B) বাহারিন
(C) মঙ্গোলিয়া
(D) ওমান

উত্তর :
(B) বাহারিন 

৩৭. ১০০টি আন্তর্জাতিক T20 ম্যাচ খেলা প্রথম ভারতীয় ক্রিকেটার কে ? 

(A) রোহিত শর্মা
(B) স্মৃতি মান্ধনা
(C) বিরাট কোহলি
(D) হারমানপ্রীত কৌর

উত্তর :
(D) হারমানপ্রীত কৌর

৩৮. ওপেনার হিসাবে নিজের প্রথম টেস্টে যমজ সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান কে ?

(A) শিখর ধাওয়ান
(B) রোহিত শর্মা
(C) বিরাট কোহলি
(D) কে এল রাহুল

উত্তর :
(B) রোহিত শর্মা

৩৯. আন্তর্জাতিক T20 ম্যাচে হ্যাটট্রিক করা কনিষ্ঠতম বোলার কে ?

(A) মোহাম্মদ হাসনাইন
(B) রাশিদ খান
(C) মার্ক উড
(D) মুস্তাফিজুর রহমান

উত্তর :
(A) মোহাম্মদ হাসনাইন

পাকিস্তানের মোহাম্মদ হাসনাইন


৪০. সম্প্রতি ধর্মচক্র প্রবর্তন দিবস কার স্মৃতিতে পালন করা হলো ?

(A) মহাত্মা গান্ধী
(B) বি আর আম্বেদকর
(C) লাল বাহাদুর শাস্ত্রী
(D) সর্দার বল্লভভাই প্যাটেল

উত্তর :
(B) বি আর আম্বেদকর

৯ই অক্টোবর বি আর আম্বেদকরের স্মৃতিতে পুনের দীক্ষাভূমিতে বৌদ্ধরা ধর্মচক্র প্রবর্তন দিবস পালন করলো । এই দিনটিতে আম্বেদকর বৌদ্ধ ধর্ম প্রহণ করেছিলেন ।


To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7Next page
Telegram

Related Articles

15 Comments

    1. অক্টোবর আগে শেষ হোক নাহলে সমস্ত মাসের সাম্প্রতিকী কি করে থাকবে 🙂 এখনো শেষ 5 দিনের সাম্প্রতিকী আপডেট হবে

Back to top button