Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী ২০১৯ – অক্টোবর মাস

১০১. কোন রাজ্য সরকার ধনতেরসে মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনা চালু করেছে ?

(A) পাঞ্জাব
(B) উত্তর প্রদেশ
(C) রাজস্থান
(D) মধ্য প্রদেশ

উত্তর :
(B) উত্তর প্রদেশ

১০২. ইনস্টিটিউট অফ ইকোনমিক স্টাডিজের  উদ্যোগ রতন ২০১৯ পুরস্কার কে পেলেন ? 

(A) কিশন কুমার
(B) প্রদীপ জৈন
(C) ঠাকুর অনুপ সিং
(D) কুলদীপ যাদব

উত্তর :
(C) ঠাকুর অনুপ সিং

১০৩. ভারত কারতারপুর সাহেব করিডোর চুক্তি স্বাক্ষর করেছে কোন দেশের সাথে ?

(A) নেপাল
(B) বাংলাদেশ
(C) আফগানিস্তান
(D) পাকিস্তান

উত্তর :
(D) পাকিস্তান

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই কারতারপুর করিডরে এক হতে যাচ্ছে দেশ দুটি। ২৪শে অক্টোবর ২০১৯, ভারত ও পাকিস্তানের মধ্যে কারতারপুর করিডর নিয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হল । এর ফলে ভারত থেকে তীর্থযাত্রীরা নির্দিষ্ট অর্থের বিনিময়ে পাকিস্তান সীমান্তে তাদের তীর্থস্থানে যেতে পারবেন।


১০৪. বিশ্ব ব্যাংকের ইজ অফ ডুিং বিজনেস (Ease of Doing Business ) ২০২০ প্রতিবেদনে ভারতের র‌্যাঙ্ক কত ?

(A) ৫৩
(B) ৬৩
(C) ৫৯
(D) ৫৬

উত্তর :
(B) ৬৩

১ – নিউজিল্যান্ড, ২ – সিঙ্গাপুর, ৬৩ – ভারত , ১০৮ – পাকিস্তান


১০৫. উশু (Wushu ) ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী প্রথম ভারতীয় ব্যক্তি কে ?

(A) রাজভীর সিং
(B) সন্তোষ কুমার
(C) নরেন্দ্র গ্রেওয়াল
(D) প্রবীন কুমার

উত্তর :
(D) প্রবীন কুমার

১০৬. স্টাফ সিলেকশন কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন ?

(A) ব্রজ রাজ শর্মা
(B) পঙ্কজ কুমার
(C) বিনোদ কুমার যাদব
(D) অশ্বিনী লোহানী

উত্তর :
(A) ব্রজ রাজ শর্মা

১০৭. ২০২০  QS ভারত বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে কোন ইনস্টিটিউট শীর্ষে রয়েছে ?

(A) IIT বোম্বে
(B) IIT মাদ্রাজ
(C) IIT খড়গপুর
(D) IIT রুড়কি

উত্তর :
(A) IIT বোম্বে 

১০৮.  বিশ্ব পোলিও দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) অক্টোবর ২১
(B) অক্টোবর ২৮
(C) অক্টোবর ২২
(D) অক্টোবর ২৪

উত্তর :
(D) অক্টোবর ২৪

ডা. জোন্স সালকের জন্ম দিনকে (অক্টোবর ২৪ ) স্মরণে রেখে বিশ্ব জুড়ে বিশ্ব পোলিও দিবস পালন করা হয় ।


১০৯. প্রধানমন্ত্রী মোদীর ‘ভারত কি লক্ষ্মী’ উদ্যোগের জন্য কোন ভারতীয় ক্রীড়াবিদকে অ্যাম্বাসেডর মনোনীত করা হয়েছে ?

(A) সাইনা নেহওয়াল
(B) মেরি কম
(C) পিভি সিন্ধু
(D) মিতালি রাজ

উত্তর :
(C) পিভি সিন্ধু

১১০. UIDAI-এর নতুন CEO কে নিযুক্ত হয়েছেন ? 

(A) প্রকাশ শর্মা
(B) পঙ্কজ কুমার
(C) মায়াঙ্ক দত্ত
(D) বিজয় কুমার

উত্তর :
(B) পঙ্কজ কুমার

১১১. হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করলেন ?

(A) ওম প্রকাশ চৌটালা
(B) মনোহর লাল খাট্টার
(C) ভূপিন্দর সিং হুদা
(D) ক্যাপ্টেন সিং সোলাঙ্কি

উত্তর :
(B) মনোহর লাল খাট্টার 

১১২. মর্যাদাপূর্ণ উইজডেন ইন্ডিয়া আলমান্যাক ক্রিকেটার অফ দ্য ইয়ার (Wisden India Almanack Cricketer of the Year award) পুরষ্কারের পাঁচজন বিজয়ীর মধ্যে দু’জন ভারতীয় হলেন ক্রিকেটার হলেন 

(A) যশপ্রীত বুমরাহ ও স্মৃতি মান্ধানা
(B) বিরাট কোহলি ও মিতালি রাজ্
(C) বিরাট কোহলি ও স্মৃতি মান্ধানা
(D) যশপ্রীত বুমরাহ ও মিতালি রাজ্

উত্তর :
(A) যশপ্রীত বুমরাহ ও স্মৃতি মান্ধানা 

১১৩. গিটারের মতন দেখতে পৃথিবীর প্রথম হোটেলটি হার্ড রক ব্র্যান্ড সম্প্রতি কোথায় শুরু করলো ?

(A) ফ্লোরিডা
(B) ক্যালিফর্নিয়া
(C) নিউ জার্সি
(D) নিউ ইয়র্ক

উত্তর :
(A) ফ্লোরিডা 

১১৪. লোনলি প্ল্যানেট রিপোর্ট অনুযায়ী “বেস্ট ভ্যালু ডেস্টিনেশন” – এর প্রথম তিনটি স্থানের মধ্যে ভারতের কোন রাজ্য তার জায়গা করে নিয়েছে ?

(A) উত্তরাখন্ড
(B) মধ্যপ্রদেশ
(C) গুজরাট
(D) কেরালা

উত্তর :
(B) মধ্যপ্রদেশ 

১১৫. ২০২০ সালের ICC পুরুষ Twenty20 বিশ্বকাপ কোন দেশ আয়োজন করবে ?

(A) ভারত
(B) ইংল্যান্ড
(C) জাপান
(D) অস্ট্রেলিয়া

উত্তর :
(D) অস্ট্রেলিয়া 

১১৬. সম্প্রতি  কোন সাইক্লোন মহারাষ্ট্র, কর্ণাটক ও গোয়া উপকূলে আছড়ে পরলো ?

(A) ভার্দাহ
(B) ভোলা
(C) ক্যারর
(D) অক্ষি

উত্তর :
(C) ক্যারর 

১১৭. সম্প্রতি প্রয়াত দিলীপ পারিখ কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন ?

(A) ওড়িশা
(B) মহারাষ্ট্র
(C) আসাম
(D) গুজরাট

উত্তর :
(D) গুজরাট 

১১৮. ২০১৯ সালের মেক্সিকান গ্রান্ড পিক্স কে জিতলেন ?

(A) সেবাস্তিয়ান ভেট্টেল
(B) লুইস হ্যামিলটন
(C) রজার ফেডেরার
(D) ফার্নান্ডো আলোনসো

উত্তর :
(B) লুইস হ্যামিলটন 

১১৯. ভারতের কোন শহরে অবস্থিত একটি স্কুল শিক্ষার্থীদের শক্তির দিক থেকে ‘বিশ্বের বৃহত্তম স্কুল’ -এর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড জিতেছে ?

(A) মুম্বাই
(B) হায়দ্রাবাদ
(C) লক্ষ্নৌ
(D) দেরাদুন

উত্তর :
(C) লক্ষ্নৌ 

১২০. ২০১৯ সালের গ্লোবাল হেলথ সিকিউরিটি ইনডেক্স -এ ভারতের র‌্যাঙ্ক কত ? 

(A) ৫৪
(B) ৫৭
(C) ৬৮
(D) ৭৫

উত্তর :
(B) ৫৭

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7Next page
Telegram

Related Articles

15 Comments

    1. অক্টোবর আগে শেষ হোক নাহলে সমস্ত মাসের সাম্প্রতিকী কি করে থাকবে 🙂 এখনো শেষ 5 দিনের সাম্প্রতিকী আপডেট হবে

Back to top button