Daily Current Affairs in BengaliCurrent Affairs

20th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

20th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২০শে আগস্ট – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 20th August Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. কেরালার প্রথম আদিবাসী ঔপন্যাসিক এবং ছোট গল্পকার, _________ সম্প্রতি প্রয়াত হলেন।

(A) এলিস এক্কা
(B) সুন্দরেশান
(C) নারায়ণ
(D) এম টি বাসুদেবন নায়ার

উত্তর :
(C) নারায়ণ

  • কেরালার প্রথম উপজাতীয় ঔপন্যাসিক এবং ছোট গল্পকার, নারায়ণ, ১৬ই আগস্ট ২০২২-এ ৮২ বছর বয়সে মারা গেলেন।
  • নারায়ণ তার প্রথম উপন্যাস ‘কোচারেঠি’-এর জন্য ১৯৯৯ সালে কেরালা সাহিত্য আকাদেমি পুরস্কার পান।
  • ‘Kocharethi: The Araya Woman’ শিরোনামের এই উপন্যাসের ইংরেজি অনুবাদ ২০১১ সালে ক্রসওয়ার্ড পুরস্কার জিতেছিল।

২. কোন শহরে ২০২৩ সালে ১৭ তম ‘প্রবাসী ভারতীয় দিবস’ আয়োজিত হবে?

(A) ভোপাল
(B) ইন্দোর
(C) নাগপুর
(D) লখনউ

উত্তর :
(B) ইন্দোর

  • ভারতের উন্নয়নে বিদেশী ভারতীয় সম্প্রদায়ের অবদানকে চিহ্নিত করতে প্রতি বছর ৯ই জানুয়ারী এই দিবসটি পালিত হয়।
  • এটি ৯ জানুয়ারী ১৯১৫ সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে মহাত্মা গান্ধীর প্রত্যাবর্তনের স্মরণেও পালিত হয়।

৩. কোন রাজ্য সরকার ঘোষণা করেছে যে ‘দহি-হান্ডি’ এবার থেকে রাজ্যের একটি সরকারী খেলা হিসাবে স্বীকৃত হবে?

(A) মধ্য প্রদেশ
(B) মহারাষ্ট্র
(C) গুজরাট
(D) উত্তর প্রদেশ

উত্তর :
(B) মহারাষ্ট্র

  • মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ঘোষণা করেছেন যে ‘দহি-হান্ডি’ এখন রাজ্যের একটি সরকারী খেলা হিসাবে স্বীকৃত হবে।
  • সরকার রাজ্যে “Pro-Dahi-Handi” প্রতিযোগিতা চালু করবে।
  • “দহি হান্ডি” রাজ্যের একটি জনপ্রিয় অনুষ্ঠান, যা ভগবান কৃষ্ণের জন্মদিন, জন্মাষ্টমীর সাথে যুক্ত।

৪. কোন দিনটিকে প্রতিবছর বিশ্ব মশা দিবস হিসেবে পালন করা হয়?

(A) ১১ই আগস্ট
(B) ২০শে আগস্ট
(C) ১৯শে আগস্ট
(D) ১৩ই আগস্ট

উত্তর :
(B) ২০শে আগস্ট

  • প্রতি বছর ২০শে আগস্ট বিশ্ব মশা দিবস পালন করা হয়।
  • ১৮৯৭ সালে ব্রিটিশ ডাক্তার স্যার রোনাল্ড রসের ঐতিহাসিক আবিষ্কারকে (ম্যালেরিয়া নারী অ্যানোফিলিন মশা দ্বারা মানুষের মধ্যে সংক্রামিত হয়) চিহ্নিত করার জন্য এই দিনটি পালন করা হয়।
  • ১৯০২ সালে ম্যালেরিয়া নিয়ে কাজ করার জন্য তিনি মেডিসিনে নোবেল পুরস্কার লাভ করেন।
  • ২০২২ সালের থিম : “Harness innovation to reduce the malaria disease burden and save lives.”।

৫. UEFA ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে খেলা প্রথম ভারতীয় ফুটবলার কে হয়ে উঠলেন?

(A) অদিতি চৌহান
(B) অঞ্জু তামাং
(C) ডালিমা ছিব্বর
(D) মনীষা কল্যাণ

উত্তর :
(D) মনীষা কল্যাণ

  • মনীষা কল্যাণ UEFA মহিলা চ্যাম্পিয়ন্স লিগে খেলা প্রথম ভারতীয় ফুটবলার হয়ে উঠেছেন।
  • সাইপ্রাসের এনগোমিতে ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় Apollon Ladies FC এর হয়ে তার অভিষেক হয়।
  • তিনি ২০২১-২২ মরসুমের জন্য AIFF মহিলা ফুটবলারের বর্ষসেরা পুরস্কার পেয়েছেন।

৬. নিম্নোক্ত কোনটি ভারতের ১০৬তম ইউনিকর্ন হয়ে উঠেছে?

(A) Upstox
(B) Shiprocket
(C) Atomico
(D) Pristyn Care

উত্তর :
(B) Shiprocket

  • Shiprocket ভারতের ১০৬তম ইউনিকর্নে পরিণত হয়েছে।
  • ইউনিকর্ন বলতে ১ বিলিয়ন ডলারের বেশি মূল্যের একটি স্টার্টআপ কোম্পানিকে বোঝায়।
  • সম্প্রতি মে মাসে, নিওব্যাঙ্ক স্টার্টআপ ভারতের ১০০ তম ইউনিকর্ন হয়ে উঠেছিল।

৭. সম্প্রতি কাকে Bajaj Electricals এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসাবে নিযুক্ত করা হয়েছে?

(A) অনুজ পোদ্দার
(B) গোপাল ভিট্টল
(C) অলকেশ কুমার শর্মা
(D) আর কে ত্যাগী

উত্তর :
(A) অনুজ পোদ্দার

  • বাজাজ ইলেকট্রিক্যালস তার নির্বাহী পরিচালক অনুজ পোদ্দারকে ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) পদে উন্নীত করেছে।
  • Bajaj Electricals এর সদর দপ্তর মুম্বাইয়ে।

৮. কোন শহরে ‘FIBA U-18 ওমেন’স এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ’ আয়োজিত হবে?

(A) বেঙ্গালুরু
(B) ভেলোর
(C) হায়দ্রবাদ
(D) ম্যাঙ্গালোর

উত্তর :
(A) বেঙ্গালুরু

FIBA :

  • সদর দপ্তর: সুইজারল্যান্ডের মিসে
  • রাষ্ট্রপতি: হামানে নিয়াং
  • প্রতিষ্ঠা : ১৮ই জুন ১৯৩২

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button