List of State Legislative Councils of India – ভারতের বিভিন্ন রাজ্যের বিধান পরিষদ তালিকা
List of State Legislative Councils of India
ভারতের বিভিন্ন রাজ্যের বিধান পরিষদ তালিকা
আজকে আমরা আলোচনা করবো ভারতের বিভিন্ন রাজ্যের বিধান পরিষদ তালিকা (List of State Legislative Councils of India ) ।
ভারতে আইনসভার দ্বিকক্ষীয় ব্যবস্থা রয়েছে। রাজ্যগুলিতেও কেন্দ্র স্তরে লোকসভা এবং রাজ্যসভার মতো বিধানসভা এবং বিধান পরিষদ নামে দুটি কক্ষ থাকতে পারে। কেন্দ্রের রাজ্যসভার মতোই রাজ্যে থাকে বিধান পরিষদ।
বর্তমানে ভারতে মোট ৬টি বিধান পরিষদ রয়েছে। এগুলো হল অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র ও কর্ণাটক। এর আগে জম্মু কাশ্মীরেরও বিধান পরিষদ ছিল, কিন্তু ২০১৯ সালে জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হলে এর বিধান পরিষদ বিলুপ্ত হয়।
দেখে নিন : ভারতীয় সংবিধানের জরুরি অবস্থা সংক্রান্ত ব্যবস্থাদি – PDF
বিধান পরিষদের তালিকা
ভারতের ৬টি রাজ্যের বিধান পরিষদ সম্পর্কিত বিভিন্ন তথ্য নিচে দেওয়া রইলো।
দেখে নিন : ভারতের রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা | Veto Powers of President of India
বিধান পরিষদ | নির্বাচিত সদস্য | মনোনীত সদস্য | মোট সদস্য |
---|---|---|---|
অন্ধ্রপ্রদেশ | ৫০ | ৮ | ৫৮ |
তেলেঙ্গানা | ৩৪ | ৬ | ৪০ |
উত্তরপ্রদেশ | ৯০ | ১০ | ১০০ |
বিহার | ৬৩ | ১২ | ৭৫ |
মহারাষ্ট্র | ৬৬ | ১২ | ৭৮ |
কর্ণাটক | ৬৪ | ১১ | ৭৫ |
বিভিন্ন বিধান পরিষদ সম্পর্কিত কিছু তথ্য
অন্ধ্র প্রদেশ বিধান পরিষদ
- ৫ই ডিসেম্বর ১৯৫৬ তে অন্ধ্র প্রদেশ বিধানসভা একটি প্রস্তাব পাস করে যা একটি উচ্চকক্ষ, বিধান পরিষদ গঠনের আহ্বান জানায়।
- এর ফলে ১৯৫৮ সালে অন্ধ্র প্রদেশে বিধান পরিষদ গঠিত হয়। পরবর্তীকালে ১৯৮৫ সালে এটি বিলোপ হয়।
- ২০০৭ সালে আবার অন্ধ্রপ্রদেশে বিধান পরিষদ গঠিত হয়।
বিহার বিধান পরিষদ
- বিহারের আইন পরিষদ গঠিত হয়েছিল ১৯১২ সালে মোট ৪৩ জন সদস্য নিয়ে।
কর্ণাটক বিধান পরিষদ
- ১৯০৭ সালে কর্ণাটক বিধান পরিষদ গঠিত হয়েছিল মহীশূর বিধান পরিষদ হিসেবে।
- মোট সদস্যসংখ্যা ৭৫ জন।
মহারাষ্ট্র বিধান পরিষদ
- দক্ষিণ মুম্বাইয়ের নরিমান পয়েন্ট এলাকায় বিধান পরিষদের আসনটি অবস্থিত।
- মোট সদস্য সংখ্যা ৭৮ ।
তেলেঙ্গানা বিধান পরিষদ
- ২০১৪ সালের জুন মাসে গঠিত হয়েছিল এবং তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি থেকেই রয়েছে।
- মোট সদস্য সংখ্যা ৪০।
উত্তরপ্রদেশ বিধান পরিষদ
- বিধান পরিষদ গুলির মধ্যে মোট সদস্যের বিচার বৃহত্তম বিধান পরিষদ হল উত্তরপ্রদেশ বিধান পরিষদ।
- মোট সদস্য সংখ্যা ১০০ জন।
- ১৯৩৫ সালের ভারত সরকার আইন দ্বারা এই বিধান পরিষদ সৃষ্টি হয়েছিল।
- উত্তরপ্রদেশ বিধান পরিষদ -এর প্রথম মিটিং হয়েছিল ১৯৩৭ সালের ২৯শে জুলাই।
এরকম আরও কিছু পোস্ট :
To check our latest Posts - Click Here