সাম্প্রতিকী – ২০১৮ জুন মাস

৮১. ২০১৮ সালের ফর্মুলা ওয়ান ফরাসি গ্র্যান্ড প্রিক্স টুর্নামেন্ট কে জিতেছেন ?
(A) ভালত্তেরি বোট্টাস
(B) লুইস হ্যামিলটন
(C) ম্যাক্স ভারস্ট্যাপেন
(D) কিমি রিক্কনেন
৮২. বিশ্বের বৃহত্তম বহুপাক্ষিক নৌবাহিনীর মহড়া “RIMPAC – ২০১৮” এর ২৬ তম সংস্করণে কোন ভারতীয় নৌ জাহাজটি অংশগ্রহণ করছে ?
(A) INS সাতপুরা
(B) INS সাহ্যাদ্রি
(C) INS বিক্রমাদিত্য
(D) INS কামোরতা
৮৩. ভারত সরকার (GoI) সম্প্রতি ১লা জুলাই ২০১৮ থেকে গার্হস্থ্য ব্যবহারের ( Domestic Use ) জন্য কোন ধরণের ওষুধটিকে নিষিদ্ধ করেছেন ?
(A) অক্সিটোসিন
(B) প্রোলাক্টিন
(C) ফেনসেটিন
(D) নীলামাইড
৮৪. ২০১১ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী ভারতীয়রা সবথেকে বেশি কোন ভাষায় কথা বলেন ?
(A) মারাঠি
(B) বাংলা
(C) তেলেগু
(D) হিন্দি
৮৫. পাকিস্তানের প্রথম অন্ধ বিচারপতি হিসেবে শপথ নিলেন কে ?
(A) সানা আফজাল
(B) ইয়াহার আলী
(C) ইউসুফ সালীম
(D) জুবায়ের সাবির
৮৬. ২০১৮ সালের ৫৮ তম জাতীয় অন্তরাজ্য সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের কিংবদন্তী শ্রীরাম সিংয়ের চার দশকের পুরোনো ৮০০ মিটারের জাতীয় রেকর্ডটি কে ভেঙেছেন ?
(A) সংগ্রাম সিং
(B) জিনসন জনসন
(C) অর্ক ভট্টাচার্য
(D) মোহাম্মদ আফজল
৮৭. সার্ভিকাল ক্যান্সার সনাক্ত করতে, কোন রাজ্যটি নতুন পদ্ধতি “লিকুইড বেসড সাইটোলজি” চালু করেছে ?
(A) তামিলনাড়ু
(B) কর্ণাটক
(C) হরিয়ানা
(D) পাঞ্জাব
৮৮. কোন রাজ্য সরকার নতুন পরিকল্পনা ‘কন্যা বন সমৃদ্ধি যোজনা’ ঘোষণা করেছে ?
(A) পাঞ্জাব
(B) মিজোরাম
(C) মধ্য প্রদেশ
(D) মহারাষ্ট্র
কৃষক পরিবারগুলিতে মেয়েদের জন্ম হলে, সেখানে বপনের জন্য চারা গাছ দেওয়া হবে। স্কিমের উদ্দেশ্য হল নারীকে ক্ষমতায়ন করা এবং বৃক্ষরোপণকে উৎসাহিত করা।
৮৯. সন্ত কবিরের ৫০০তম মৃত্যুবার্ষিকীতে কোন রাজ্য সরকার কবির মহোৎসবের আয়োজন করেছিলেন ?
(A) মধ্য প্রদেশ
(B) রাজস্থান
(C) উত্তর প্রদেশ
(D) গুজরাট
৯০. লন্ডনে ২০১৮ সালের মহিলা হকি বিশ্বকাপের প্রতিযোগিতায় ভারতের মহিলা দলের নেতৃত্ব দেবেন কে ?
(A) সুনিতা লাকরা
(B) রানী রামপাল
(C) নিকি প্রধান
(D) গুরজিৎ কৌর
৯১. বার্ষিক খরচের হিসাব অনুযায়ী, ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি ?
(A) মুম্বাই
(B) বেঙ্গালুরু
(C) চেন্নাই
(D) নতুন দিল্লি
জুন মাসের কিছু গুরুত্বপূর্ণ দিবস
Day | Declared As | Details |
03-Jun | World Bicycle Day | |
05-Jun | World Environment Day | Theme : Beat Plastic Pollution |
08-Jun | World Ocean Day | |
12-Jun | World Day Against Child Labour | |
14-Jun | World Blood Donors Day | Theme : Be there for someone else. Give blood. Share life |
21-Jun | 4th International Yoga Day | Theme : Yoga for Peace |
21-Jun | World Music Day | |
23-Jun | United Nations Public Service Day | Theme : Transforming governance to realize the Sustainable Development Goals |
23-Jun | International Widows’ Day | |
29-Jun | National Statistics Day | Quality Assurance in Official Statistics |
To check our latest Posts - Click Here
পুরো মাসের কবে বেরোবে ?
nice
Thank you