Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী – ২০১৮ জুন মাস

৪১. রেলওয়ে মন্ত্রণালয় সম্প্রতি যাত্রীদের অভিযোগ দ্রুত নিস্পত্তি করার জন্য কম মোবাইল অ্যাপটি চালু করলো ?

(A) রেল সাথী
(B) রেল দোস্ত
(C) রেল মদদ
(D) রেল নি

উত্তর :
(C) রেল মদদ 

৪২. কোন রাজ্য সরকার কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা কর্মসূচী “সংস্কার” চালু করলো ?

(A) উত্তর প্রদেশ
(B) পশ্চিমবঙ্গ
(C) অসম
(D) কেরল

উত্তর :
(C) অসম

৪৩. কর্মক্ষেত্রে নারীদের যোগব্যায়ামের সুবিধা সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য কেন্দ্রীয় সরকার কোন প্রতিযোগিতার আয়োজন করেছিলেন ?

(A)  #YogaFor10to6
(B)  #YogaFor9to5
(C)  #YogaFor10to5
(D)  #YogaFor9to6

উত্তর :
(B)  #YogaFor9to5

৪৪. ২০১৮ সালের উমাখানোভ মেমোরিয়াল টুর্নামেন্টে স্বর্ণপদক জয়ী  সোয়েটি বুরা কোন খেলার সাথে জড়িত ?

(A) দাবা
(B) কুস্তি
(C) সাঁতার
(D) বক্সিং

উত্তর :
(D) বক্সিং

৪৫. ২০১৮ সালের  International Conference on Information and Communication Technology (ICT)  কোন দেশ আয়োজন করবে ?

(A) ব্রাজিল
(B) ভারত
(C) নেপাল
(D) দক্ষিণ আফ্রিকা

উত্তর :
(C) নেপাল

৪৬. নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনগুলি  ২৩ তম ফিফা বিশ্বকাপ ২০২৬ – এর আয়োজন করবে ?

(A) মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো
(B) ব্রাজিল, চিলি এবং আর্জেন্টিনা
(C) ব্রাজিল, মেক্সিকো এবং স্পেন
(D) থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং ভিয়েতনাম

উত্তর :
(A) মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো

৪৭. জাপান এর মর্যাদাপূর্ণ “নিক্কেই এশিয়া পুরস্কার”-এর  ‘সংস্কৃতি ও কমিউনিটি’ বিভাগে কোন ভারতীয় ব্যক্তিত্বকে সম্মানিত করা হয়েছে ?

(A) বিন্দেশ্বর পাঠক
(B) নারায়ণ মূর্তি
(C) রবি শংকর প্রসাদ
(D) নরেন্দ্র মোদি

উত্তর :
(A) বিন্দেশ্বর পাঠক

৪৮. কয়লা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব কে গ্রহণ করেছেন ?

(A) সুশিল কুমার
(B) ইন্দের জিৎ সিং
(C) অনিল জি মুকিম
(D) কৃষ্ণ কে মূর্তি

উত্তর :
(B) ইন্দের জিৎ সিং

৪৯. কোন রাজ্য সরকার জল সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতন করার জন্য ‘water literacy’ অভিযান শুরু করেছে ?

(A) গুজরাট
(B) রাজস্থান
(C) কেরালা
(D) ওড়িশা

উত্তর :
(C) কেরালা

৫০. “Down To Earth ” ম্যাগাজিন অনুযায়ী ২০১৮  সালের “গ্লোবাল এনভায়রনমেন্ট পারফরমেন্স ইনডেক্স” -এ   ভারতের স্থান কততম ?

(A) ১৬৫ তম
(B) ১৭৭ তম
(C) ১৩৮ তম
(D) ১২৬ তম

উত্তর :
(B) ১৭৭ তম




৫১. ১০৬ তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস (ISC-2019) এর আয়োজন করলো কোন শহর ?

(A) ভোপাল
(B) জয়পুর
(C) পাটনা
(D) জলন্ধর

উত্তর :
(D) জলন্ধর

৫২. পুদুচেরির প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (DGP)  হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে ?

(A) গীতা শ্রীবাস্তব
(B) মৃনালী শর্মা
(C) এস. সুন্দরী নন্দা
(D) কোয়েল মেহতা

উত্তর :
(C) এস. সুন্দরী নন্দা

৫৩. ইংল্যান্ডের কিয়া সুপার লিগে ভারতের প্রথম কোন ক্রিকেটের খেলতে চলেছে ?

(A) স্মৃতি মান্ধানা
(B) হারমানপ্রীত কৌর
(C) মিথালি রাজ্
(D) ঝুলান গোস্বামী

উত্তর :
(A) স্মৃতি মান্ধানা

৫৪. দক্ষিণ ভারত থেকে প্রথম মহিলা যিনি ইন্ডিয়ান এয়ার ফোর্স (IAF)  এর যোদ্ধা পাইলট হয়েছেন – 

(A) অশিষ্টা সিংহ
(B) ভানুপ্রিয়া
(C) ভাবনা কাঁথ
(D) মেঘনা সাংবফ

উত্তর :
(D) মেঘনা সাংবফ 

৫৫. বন্যা পূর্বাভাসের জন্য কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রণালয় কোন কোম্পনির  সাথে কাজ করছে – 

(A) ফেসবুক
(B) গুগল
(C) মাইক্রোসফট
(D) উইপ্রো

উত্তর :
(B) গুগল

৫৬. কোন প্রযুক্তি দৈত্য সম্প্রতি ভারতে সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচী চালু করার কথা ঘোষণা করেছে ?

(A) গুগল
(B) ফেসবুক
(C) টুইটার
(D) ইনফোসিস

উত্তর :
(A) গুগল

৫৭. ফেমিনা মিস ইন্ডিয়া ইন্ডিয়া  ২০১৮  এর শিরোপা জিতেছেন 

(A) শ্রেয়া  রাও
(B) অনুকৃতি ভাস
(C) মীনাক্ষী চৌধুরী
(D) নীলম খুররানা

উত্তর :
(B) অনুকৃতি ভাস 

৫৮. “Assumption Island ”  সম্প্রতি খবর আসে |  এটি কোন দেশে অবস্থিত ?

(A) সিচিলিস
(B) দক্ষিণ আফ্রিকা
(C) জিম্বাবুয়ে
(D) বোতসওয়ানা

উত্তর :
(A) সিচিলিস

এটি সম্প্রতি একটি সংবাদে এসেছে কারণ দ্বীপের একটি ভারতীয় সামরিক বেসের চুক্তি ‘মৃত’ হিসাবে ঘোষণা করা করেছেন সিচিলিসের প্রেসিডেন্ট ড্যানি ফাউর।


৫৯. কলম্বিয়ার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন কে ?

(A)  এনরিক গিল বোটারো
(B) জুয়ান ম্যানুয়েল সান্তোস
(C) ইভান ডুক মারকুজ
(D) গুস্তাভো পেট্রো

উত্তর :
(C) ইভান ডুক মারকুজ

৬০. কোন G7 দেশটি সম্প্রতি মারিজুয়ানার  বিনোদনমূলক ব্যবহার দেশব্যাপী  বৈধ করলো ?

(A) ফ্রান্স
(B) জার্মানি
(C) কানাডা
(D) ইউনাইটেড কিংডম

উত্তর :
(C) কানাডা

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5Next page
Telegram

Related Articles

3 Comments

Back to top button