Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী – ২০১৮ জুন মাস

৬১. কোন রাজ্য পুলিশ একটি মোবাইল ভিত্তিক মেসেঞ্জার অ্যাপ্লিকেশন “কপ কানেক্ট” চালু করেছে  রাজ্যের পুলিশ কর্মকর্তাদের রিয়েল টাইম তথ্য জানাতে ?

(A) কর্ণাটক
(B) তামিলনাড়ু
(C) কেরালা
(D) তেলঙ্গানা

উত্তর :
(D) তেলঙ্গানা

৬২. সিকিম সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কোন প্রখ্যাত ব্যক্তিকে নিযুক্ত করা হয়েছে ?

(A) অক্ষয় কুমার
(B) শচীন টেন্ডুলকার
(C) বিরাট কোহলি
(D) এ. আর. রহমান

উত্তর :
(D) এ. আর. রহমান

৬৩. ২০১৮ সালের আন্তর্জাতিক যোগা দিবসে কোন শহরে একসঙ্গে একই সাথে সব থেকে বেশি সংখ্যক লোক যোগা করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড  স্থাপন করেছে ?

(A) কলকাতা
(B) মাইশোর
(C) কোটা
(D)  নতুন দিল্লি

উত্তর :
(C) কোটা

কোটাতে (রাজস্থান ) যোগব্যায়াম অনুষ্ঠানের সময় প্রায় এক লক্ষ 60 হাজার লোক একই সময়ে 21 শে জুন এক জায়গায় যোগা করেন


৬৪. কোন দেশ সম্প্রতি জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (UNHR) থেকে নাম প্রত্যাহার করেছে ?

(A) অস্ট্রেলিয়া
(B) মেক্সিকো
(C) রোমানিয়া
(D) মার্কিন যুক্তরাষ্ট্র

উত্তর :
(D) মার্কিন যুক্তরাষ্ট্র

৬৫. স্মার্ট শহর মিশনের অধীনে কোন রাজধানীটিকে ( রাজ্যের )  ১০০ তম স্মার্ট সিটি হিসাবে নির্বাচিত করা হয়েছে ?

(A) গুয়াহাটি
(B) ডিসপুর
(C) আগরতলা
(D) শিলং

উত্তর :
(D) শিলং

৬৬. রাজ্য জুড়ে সবুজ আচ্ছাদন বাড়ানোর জন্য কোন রাজ্য সরকার একটি স্মার্টফোন অ্যাপ্লিকেশন ‘i-Hariyali’ চালু করেছে?

(A) পাঞ্জাব
(B) কেরালা
(C) মণিপুর
(D) রাজস্থান

উত্তর :
(A) পাঞ্জাব

৬৭. ২০১৮ সালের যোগা দিবসের থিম কি ছিল ?

(A) Yoga for Peace
(B) Yoga for Health
(C) Yoga for Harmony and Peace
(D) Yoga for Peaceful Mind

উত্তর :
(A) Yoga for Peace

৬৮. ২০১৭ সালের জন্য Sports Illustrated’s Sportsperson Of The Year award কোন খেলোয়াড় পেলেন ?

(A) কিদাম্বি শ্রীকান্ত
(B) মান্ভ ঠাক্কার
(C) জিতু রায়
(D) শুভঙ্কর শর্মা

উত্তর :
(A) কিদাম্বি শ্রীকান্ত

৬৯. ২০১৮ সালের অম্বুবাচি মেলা কোন রাজ্যে শুরু হয়েছে ?

(A) মণিপুর
(B) মিজোরাম
(C) অরুণাচল প্রদেশ
(D) আসাম

উত্তর :
(D) আসাম

৭০. কোন দেশের গবেষকরা বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম কম্পিউটার “মিশিগান মাইক্রো মোটে” তৈরি করেছেন ?

(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) চীন
(C) জাপান
(D) জার্মানি

উত্তর :
(A) মার্কিন যুক্তরাষ্ট্র




৭১. কোন রাজ্য সরকার কৃষকদের জন্য সূর্যশক্তি কৃষক যোজনা (SKY) চালু করেছে ?

(A) মধ্য প্রদেশ
(B) গুজরাট
(C) রাজস্থান
(D) উত্তর প্রদেশ

উত্তর :
(B) গুজরাট

৭২. জম্মু ও কাশ্মীরের কোন শহর “সিন্ধু দর্শন উত্সব”- এর ২২ তম সংস্করণ শুরু করেছে  ?

(A) অনন্তনাগ
(B) বারামুল্লা
(C) লেহ
(D) শ্রীনগর

উত্তর :
(C) লেহ

৭৩. ২০১৮ সালের ৫২ তম স্কচ সামিটে কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ‘বছরের সেরা মুখ্যমন্ত্রী’ পদে ভূষিত করা হয়েছে ?

(A) রাজস্থান
(B) তামিলনাড়ু
(C) অসম
(D) পাঞ্জাব

উত্তর :
(A) রাজস্থান

৭৪. কোন চলচ্চিত্রটি ২০১৮ সালের আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমি (IIFA) পুরস্কারে সেরা ছবির পুরস্কার জিতেছে ?

(A) তুমহারী সুলু
(B) হিন্দী মিডিয়াম
(C) মম
(D) নিউটন

উত্তর :
(A) তুমহারী সুলু

৭৫. হরিয়ানার কোন গ্রাম পঞ্চায়েত ঠিক করেছে যে বাড়িতে টয়লেট না থাকলে মেয়ের বিয়ে দেবে না (  “No Toilet, No Bride” ) ?

(A) বিষানগড়
(B) নিমরিয়ালি
(C) গোদিকান
(D) ইশাপুর খেরি

উত্তর :
(C) গোদিকান  

৭৬. ভারত ও কোন প্রতিবেশী দেশের প্রথম নৌবাহিনীর মহড়া “Coordinated Patrol (CORPAT)” সম্পন্ন হল  ?

(A) শ্রীলংকা
(B) চীন
(C) নেপাল
(D) বাংলাদেশ

উত্তর :
(D) বাংলাদেশ

৭৭. কোন রাজ্য সরকার ভূগর্ভস্থ জলের ব্যবহার কমানোর জন্য একটি নতুন প্রকল্প ‘পানি বাঁচাও, প্যায়সে কামাও ‘ চালু করেছে ?

(A) রাজস্থান
(B) মধ্য প্রদেশ
(C) উত্তর প্রদেশ
(D) পাঞ্জাব

উত্তর :
(D) পাঞ্জাব

৭৮. ২০১৮ সালের  “ICC Women’s World T20 tournament ”  আয়োজন করবে কোন দেশ ?

(A) ইংল্যান্ড
(B) নিউজিল্যান্ড
(C) ওয়েস্ট ইন্ডিজ
(D) দক্ষিণ আফ্রিকা

উত্তর :
(C) ওয়েস্ট ইন্ডিজ

৭৯. ভারতের প্রথম ” Tribal Queen ” শিরোপা কে পেয়েছেন ?

(A) পঞ্চমী  মাঝি
(B) রশ্মিরেখা  হাঁসদাহ
(C) তুলসী  মুন্ডা
(D) পল্লবী  দুরুয়া

উত্তর :
(D) পল্লবী  দুরুয়া

৮০. কোন বলিউড ব্যক্তিত্বকে “French distinction of Knight of the Order of Arts and Letters ” সম্মান দেওয়া হয়েছে ?

(A) দীপিকা পাড়ুকোন
(B) কালকি কোয়েচলিন
(C) প্রিয়াঙ্কা চোপড়া
(D) কারিনা কাপুর

উত্তর :
(B) কালকি কোয়েচলিন 

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5Next page
Telegram

Related Articles

3 Comments

Back to top button