Science MCQ

বিজ্ঞান MCQ – সেট ৮২

Physics MCQ - Set 82

বিজ্ঞান MCQ – সেট ৮২

১. নিচের কোন পদার্থটির উর্ধ্বপাতন হয়না-

(A) ন্যাপথলিন
(B) কপূর সোডিয়াম
(C) ক্লোরাইড
(D) সোডিয়াম সালফেট

উত্তর :
(D) সোডিয়াম সালফেট

২.  ধাতুর ভেজাল সূত্র কে আবিষ্কার করেন-

(A) ডেমোক্রিটাস
(B) আর্কিমিডিস
(C) নিউটন
(D) রাদারফোর্ড

উত্তর :
(B) আর্কিমিডিস

৩. কোন পদার্থের ঘনত্ব 8000 কেজি/ মিটার3  হলে আপেক্ষিক গুরুত্ব কত?

(A) 400
(B) 40
(C) 16
(D) 8

উত্তর :
(D) 8

আপেক্ষিক গুরুত্ব
=পদার্থের ঘনত্ব /জলের ঘনত্ব
=8000/1000
=8


৪. একটি তড়িৎ চুম্বকে শক্তি বাড়ানো যেতে পারে

(A) কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে
(B) কুণ্ডলীর প্রবাহ মাত্রা বাড়িয়ে
(C) কাঁচা লোহার মজ্জা ব্যবহার করে
(D) উপরের সবগুলোই

উত্তর :
(D) উপরের সবগুলোই

৫. 16 টি 4 ওহম রোধের  শ্রেণি সমবায়ের তুল্যরোধ ও সমান্তরাল সমবায়ের তুল্যরোধের অনুপাত-

(A) 16:1
(B) 1:16
(C) 64 :1
(D) 1:64

উত্তর :
(A) 16:1

শ্রেণী সমবায়ে তুল্যরোধ
=16×4 ওহম
সমান্তরাল সমবায়ে তুল্যরোধ
= 16/4 ওহম
শ্রেণি ও সমান্তরাল সমবায়ের তুল্যরোধের অনুপাত =16×4:16/4=16:1


৬. পৃষ্ঠটান হল একপ্রকার-

(A) বল
(B) শক্তি
(C) তাপ
(D) বেগ

উত্তর :
(A) বল

৭. আদর্শ তরলের সান্দ্রতাঙ্ক এর মান কত?

(A) 0
(B) 1
(C) অসীম
(D) 2

উত্তর :
(A) 0

৮. বডি স্প্রে জন্য ব্যবহৃত অটোমাইজারে প্রয়োগ করা হয়-

(A) আর্কিমিডিসের সূত্র
(B) বার্নোলির সূত্র
(C)  স্টোকসের সূত্র
(D) হুকের সূত্র

উত্তর :
(B) বার্নোলির সূত্র


৯. আমরা আমাদের চারপাশের বিভিন্ন বস্তু দেখতে পাই যে প্রক্রিয়ার মাধ্যমে তা হল –

(A) নিয়মিত প্রতিফলন
(B) বিক্ষিপ্ত প্রতিফলন
(C) প্রতিসরণ
(D) বিচ্ছুরণ

উত্তর :
(B) বিক্ষিপ্ত প্রতিফলন

১০. নিউটনের কোন গতি সূত্র কে প্রকৃত সূত্র বলা হয়?

(A) প্রথম গতিসূত্র
(B) দ্বিতীয় গতিসূত্র
(C) তৃতীয় গতিসূত্র
(D) কোনোটিই নয়

উত্তর :
(B) দ্বিতীয় গতিসূত্র

১১. কোন ধাতব বস্তুকে উত্তপ্ত করলে তার থেকে বেরিয়ে আসে 

(A) পজিট্রন
(B) ইলেকট্রন
(C) প্রোটন
(D) নিউট্রন

উত্তর :
(B) ইলেকট্রন

১২. D. C মোটরে  A.C. পাঠালে –

(A) আর্মেচার পুড়ে যাবে
(B) আর্মেচারের ঘূর্ণন হবে না
(C) আর্মেচার জোরে ঘুরবে
(D) আর্মেচার কম ঘুরবে

উত্তর :
(B) আর্মেচারের ঘূর্ণন হবে না 

১৩. 36 কিমি/ঘন্টা বেগে ধাবমান একটি গাড়ি ব্রেক কষে 2 মি/সে² মন্দন সৃষ্টি করলে গাড়িটি কতক্ষণ পরে থামবে ?

(A) 5 সেকেন্ড
(B) 3 সেকেন্ড
(C) 4 সেকেন্ড
(D) 2.5 সেকেন্ড 

উত্তর :
(A) 5 সেকেন্ড

গাড়ির গতিবেগ
=36 km/h
=10 m/s
V=u-at
0=10-2×t
2t=10
t=5


১৪. এককের দিক থেকে কোন জোড়াটি আলাদা –

(A) ত্বরণ, মন্দন
(B) বেগ, দ্রুতি
(C) কার্য, শক্তি
(D) ক্ষেত্রফল, আয়তন

উত্তর :
(D) ক্ষেত্রফল, আয়তন

১৫. গোলীয় দর্পণের মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্বকে বলে –

(A) কেন্দ্র বিন্দু
(B) প্রধান অক্ষ
(C) ব্যাসার্ধ
(D) ফোকাস দৈর্ঘ্য

উত্তর :
(D) ফোকাস দৈর্ঘ্য

আরো দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Tapan Dalui

BanglaQuiz Telegram Group Quiz Master. Author of Physics section of BanglaQuiz Website.

Related Articles

দেখে নাও
Close
Back to top button