Mixed MCQ

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – সেট ৩১৮

General Knowledge in Bangla Practice Set – 318

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর

বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো আজকের ২০ টি বাছাই করা সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তরজেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর। সাথে দেওয়া রইলো প্রতিটি প্রশ্নের সাথে বর্ণনা যা প্রশ্নগুলি বুঝতে আরো সাহায্য করবে ।


Bangla General Knowledge Question and Answer – All Set Together – Click Here

এরকম আরো সাধারণ জ্ঞান মাল্টিপল চয়েস পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।


General Knowledge Mock Test – বাংলায় দিতে চাইলে এখানে ক্লিক করোBangla Quiz Mock Tests  

Bangla General Knowledge Questions and Answers

৪৬৮১. কোন সময় জৈন ধর্ম শ্বেতাম্বর ও দীগম্বর সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায়? 

(A) চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে
(B) অশোকের আমলে
(C) কণিষ্কের আমলে
(D) কোনোটিই নয়

[spoiler title=”উত্তর : “] (A) চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে

দেখে নাও চন্দ্রগুপ্ত মৌর্য ও মৌর্য সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কিত বিস্তারিত তথ্য – Click Here 

[/spoiler]

৪৬৮২. কোন নদীতে তেহরি হাইড্রোইলেকট্রিক কমপ্লেক্স অবস্থিত? 

(A) অলকানন্দা
(B) ভাগীরথী
(C) ধোলিগঙ্গা
(D) মন্দাকিনী 

[spoiler title=”উত্তর : “] (B) ভাগীরথী

দেখে নাও ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাঁধ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য – Click Here 

[/spoiler]

৪৬৮৩. কবে ভারতে ‘বিলগ্নীকৃত কমিটি’ তৈরী করা হয় ?

(A) ১৯৯২ সালের আগস্টে
(B) ১৯৯৫ সালের আগস্টে
(C) ১৯৯৬ সালের আগস্টে
(D) ১৯৯৮ সালের আগস্টে 

[spoiler title=”উত্তর : “] (C) ১৯৯৬ সালের আগস্টে

জি ভি রামকৃষ্ণনের নেতৃত্বে ১৯৯৬ সালের আগস্ট মাসে বিলগ্নীকৃত কমিটি গঠন করা হয় ।

[/spoiler]

৪৬৮৪. BRICS -এ B  দ্বারা চিহ্নিত কোন দেশ?

(A) বাংলাদেশ
(B) বেলজিয়াম
(C) ব্রাজিল
(D) বাহরাইন

[spoiler title=”উত্তর : “] (C) ব্রাজিল

BRICS  হলো পাঁচটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা, আদ্যক্ষরের সমন্বয়ে নামকরণকৃত উদীয়মান জাতীয় অর্থনীতির একটি সঙ্ঘ।মূলত ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা অর্ন্তভূক্ত হবার পূর্বে এই সঙ্ঘটি “ব্রিক” নামে পরিচিত ছিল।

[/spoiler]

৪৬৮৫. মহারাণা প্রতাপের ঘোড়ার নাম কী ছিল?

(A) বুলবুল
(B) চেতক
(C) হায়গ্রীব
(D) বাদল

[spoiler title=”উত্তর : “] (B) চেতক

মহারাণা প্রতাপের ঘোড়ার নাম চেতক ।

দেখে নাও বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্বের বিখ্যাত ঘোড়ার নামের তালিকা – Click Here 

[/spoiler]

৪৬৮৬. ধমনী সাধারণত ____ যুক্ত রক্ত ​​পরিবহন করে।  

(A) অক্সিজেন
(B) কার্বন – ডাই – অক্সাইড
(C) টক্সিন
(D) লিপিড

[spoiler title=”উত্তর : “] (A) অক্সিজেন

ধমনী সাধারণত অক্সিজেন যুক্ত রক্ত ​​পরিবহন করে।  ধমনী বলতে সেই সমস্ত রক্তনালী বোঝায় যেগুলি হৃদপিন্ড থেকে অক্সিজেনযুক্ত রক্ত সারাদেহে পরিবহন করে ।

[/spoiler]

৪৬৮৭. হলুদ ও নীল রং একসাথে মিশ্রিত করলে কি রং পাওয়া যায় ?

(A) সাদা
(B) সবুজ
(C) লাল
(D) কমলা 

[spoiler title=”উত্তর : “] (B) সবুজ  [/spoiler]

৪৬৮৮. ‘Beatrice’ নামক চরিত্রটিকে শেক্সপীয়রের কোন গ্রন্থে পাওয়া যায় ?

(A) রােমিও অ্যান্ড জুলিয়েট
(B) কিং লিয়ার
(C) ম্যাকবেথ
(D) মাচ অ্যাডাে অ্যাবাউট নাথিং 

[spoiler title=”উত্তর : “] (D) মাচ অ্যাডাে অ্যাবাউট নাথিং

মাচ অ্যাডাে অ্যাবাউট নাথিং – এর কিছু বিখ্যাত চরিত্র 

  • বেনেডিক – পাডুয়ার লর্ড ও সৈনিক, ডন পেড্রোর সঙ্গী
  • বিয়াট্রিচ – লেওনাটোর ভাগ্নী
  • ডন পেড্রো – অ্যারাগনের যুবরাজ
  • ডন জন – ডন পেড্রোর ভাই, অবৈধ যুবরাজ
  • ক্লাউডিও – ফ্লোরেন্সের কাউন্ট, ডন পেড্রোর সঙ্গী ও বেনেডিকের বন্ধু
  • লিওনাটো – মেসিনার গভর্নর, হিরোর পিতা
  • অ্যান্টোনিও – লিওনাটোর ভাই
  • বালথাজার – ডন পেড্রোর রাজদরবারের গায়ক
  • বোরাচিও – ডন জনের অনুসারী
  • কনরেড – ডন জনের অনুসারী
  • ইনোজেন – লিওনাটোর স্ত্রীর ভূমিকায় পেতাত্মা
  • হিরো – লিওনাটোর কন্যা
  • মার্গারেট – হিরোর অনুষ্ঠানের উপস্থিত ভদ্রমহিলা
[/spoiler]

৪৬৮৯. ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রানী-কি-ভাভ কোথায় অবস্থিত ?

(A) সিমলা, হিমাচল প্রদেশ
(B) পাটান, গুজরাট
(C) কোনারক, ওধিশা
(D) যোধপুর, রাজস্থান

[spoiler title=”উত্তর : “] (B) পাটান, গুজরাট

ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রানী-কি-ভাভ গুজরাটের পাটানাতে অবস্থিত। এটি ২০১৪ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর তকমা পায়।

দেখে নাও ভারতের বিভিন্ন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকা – Click Here 

প্রসঙ্গত উল্লেখ্য যে নতুন ১০০টাকার নোটে যে স্থাপত্য দেখতে পায় সেটি হলো রাণী কি ভাভ বা বাউ।

[/spoiler]

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

৪৬৯০. VLSI কথাটির পুরো অর্থ হলো –

(A) Very Large Scale Integration
(B) Village Level Systems Integration
(C) Virtual Light System Information
(D) Verified Large System Integration

[spoiler title=”উত্তর : “] (A) Very Large Scale Integration [/spoiler]

৪৬৯১. নিম্নলিখিত কোন সংস্থা ২০২০ সালের নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছে ?

(A) বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO)
(B) ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (WFP)
(C) রেড ক্রস
(D) ওয়ার্ড ওয়াইল্ডলাইফ ফান্ড

[spoiler title=”উত্তর : “] (B) ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (WFP)

WFP এর সদর দফতর ইতালির রোমে অবস্থিত। বর্তমানে, এটি ক্ষুধার বিরুদ্ধে লড়াই করা বিশ্বের বৃহত্তম মানবিক সংস্থা।

[/spoiler]

৪৬৯২. রেডিয়েশন পরিমাপ করতে নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয়?

(A) ডোসিমিটার
(B) ফ্যাদোমিটার
(C) ব্যারোমিটার
(D) পোলারিমিটার

[spoiler title=”উত্তর : “] (A) ডোসিমিটার

দেখে নাও বিভিন্ন পরিমাপক যন্ত্র সমূহের নাম ও কাজের তালিকা – Click Here 

[/spoiler]

৪৬৯৩. রাজীব গান্ধীকে কোন সালে হত্যা করা হয়েছিল?

(A) ১৯৯১
(B) ১৯৯৩
(C) ১৯৯০
(D) ১৯৯৭

[spoiler title=”উত্তর : “] (A) ১৯৯১

  • ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে LTTE (Liberation Tigers of Tamil Eelam ) জঙ্গীরা এক আত্মঘাতী বোমা হামলায় ১৯৯১ সালের ২১ শে মে হত্যা করেছিল।
  • ১৯৯১ সালে তিনি মরণোত্তর ভারতরত্ন ভূষিত হন।
[/spoiler]

৪৬৯৪. নিম্নলিখিত কোন ভাষাটি দ্রাবিড় সাহিত্যের অংশ নয়?

(A) তামিল
(B) তেলেগু
(C) কন্নড়
(D) সংস্কৃত

[spoiler title=”উত্তর : “] (D) সংস্কৃত

দ্রাবিড় সাহিত্যে চারটি ভাষা রয়েছ। এগুলি হলো –

  • তামিল
  • তেলেগু
  • কন্নড়
  • মালয়ালাম
[/spoiler]

৪৬৯৫. নিম্নোক্ত কোন দেশগুলি G-7 এর অন্তর্ভুক্ত?

(A) ফ্রান্স, আমেরিকা যুক্তরাষ্ট্র, জার্মানি, স্পেন
(B) কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি
(C) যুক্তরাজ্য, অষ্ট্রিয়া, জার্মানি, ইতালি
(D) আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, চিন

[spoiler title=”উত্তর : “] (B) কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি

G-7 এর অন্তর্ভুক্ত দেশগুলি হল :  – কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

[/spoiler]

জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর

৪৬৯৬. “হুসেন সাগর হ্রদ” নিম্নলিখিত কোন স্থানে রয়েছে ?

(A) উদয়পুর
(B) মাউন্ট আবু
(C) হায়দ্রাবাদ
(D) উপরের কোনওটি নয়

[spoiler title=”উত্তর : “] (C) হায়দ্রাবাদ

তেলেঙ্গানার হায়দ্রাবাদে অবস্থিত হুসেন সাগর হ্রদ। এই হ্রদটি মুসি নদীর জলে পুষ্ট।
১৫৬২ খ্রিষ্টাব্দে এই হ্রদটি ইব্রাহিম কুলি কুতুব শাহের আমলে হুসেন শাহ আলি খনন করেছিলেন।

[/spoiler]

৪৬৯৭. নিম্নলিখত কোন শাসক বিহারের বোধগয়াতে প্রসিদ্ধ মহাবোধি মন্দির নির্মাণ করেছিলেন ?

(A) অজাতশত্রু
(B) অশোক
(C) দেবপাল
(D) ধর্মপাল

[spoiler title=”উত্তর : “] (B) অশোক

২৬০ খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোক মহাবোধি মন্দির নির্মাণ করেছিলেন।

[/spoiler]

৪৬৯৮. তৈমুর লঙ কত সালে ভারত আক্রমণ করেছিলেন?

(A) ১২১০ খ্রিষ্টাব্দ
(B) ১৩৯৮ খ্রিষ্টাব্দ
(C) ১৩৩২ খ্রিষ্টাব্দ
(D) ১৪৫০ খ্রিষ্টাব্দ

[spoiler title=”উত্তর : “] (B) ১৩৯৮ খ্রিষ্টাব্দ

১৩৯৮ খ্রিস্টাব্দে তৈমুর লঙ ভারত আক্রমণ করেছিলেন। গণহত্যার পাশাপাশি বহু গ্রাম ও শহরকে ধ্বংস করা হয়েছিল এই আক্রমণের সময়।১৩৯৯ খ্রিষ্টাব্দে তিনি ভারত ত্যাগ করেন এবং খিজির খাঁ-কে লাহোর, মুলতান এবং দীপালপুরের দায়িত্ব সঁপে দেন।

[/spoiler]

৪৬৯৯. মহাত্মা গান্ধীর শিল্প শ্রমিকদের সাথে নিম্নলিখিত কোন আন্দোলনটি করেছিলেন ?

(A) চম্পারণ সত্যাগ্রহ
(B) আমেদাবাদ আন্দোলন
(C) খেদা সত্যাগ্রহ
(D) উপরের কোনওটি নয়

[spoiler title=”উত্তর : “] (B) আমেদাবাদ আন্দোলন

আমেদাবাদ মিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অনুসূয়া সারাভাই গান্ধীজীকে অনুরোধ জানালে তিনি ১৯১৮ খ্রিস্টাব্দে আমেদাবাদ মিল ধর্মঘটের নেতৃত্ব দেন। শান্তিপূর্ণ ধর্মঘট পালনের মাঝে গান্ধীজী অনশন শুরু করেছিলেন।

[/spoiler]

৪৭০০. ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে তথ্য রয়েছে ?

(A) ১২ থেকে ১৫ নং ধারা
(B) ১২ থেকে ৩৫ নং ধারা
(C) ২২৬ থেকে ২৩৫ নং ধারা
(D) উপরের কোনোটিই নয়

[spoiler title=”উত্তর : “] (B) ১২ থেকে ৩৫ নং ধারা

মৌলিক অধিকারগুলি ভারতীয় সংবিধানের ১২ থেকে ৩৫নং ধারাতে রয়েছে:

  • সমতার অধিকার (১৪ থেকে ১৮ নং ধারা)
  • স্বাধীনতার অধিকার (১৯ থেকে ২২ নং ধারা)
  • শোষণের বিরুদ্ধে অধিকার (২৩ থেকে ২৪ নং ধারা)
  • স্বাধীন ধর্মচারণের অধিকার (২৫ থেকে ২৮ নং ধারা)
  • সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার (২৯ থেকে ৩০ নং ধারা)
  • সাংবিধানিক প্রতিকারের অধিকার (৩২ নং ধারা)

দেখে নাও সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা তালিকা  – Click Here 

[/spoiler]

আরো দেখে নাও : 

Bangla General Knowledge Questions and Answers – সেট ৩১৭

Bengali GK Capsule । সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর – সেট ৩১৫

কারেন্ট অ্যাফেয়ার্স ২০২০ । PDF -৫০০ প্রশ্ন-উত্তর

বিখ্যাত ভারতীয় ব্যাক্তিত্বগণের আত্মজীবনী তালিকা – PDF

কেন্দ্র সরকারের কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প । Government Schemes – PDF

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প – PDF

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

2 Comments

Back to top button