Daily Current Affairs in BengaliCurrent Affairs

15th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

15th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৫ই এপ্রিল – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 15th April Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি TATA ডিজিটালের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন?

(A) রাজেশ গোপীনাথন
(B) এন চন্দ্রশেখরন
(C) বনমালী আগ্রাওয়ালা
(D) সৌরভ অগ্রবাল

উত্তর :
(B) এন চন্দ্রশেখরন

  • TATA Sons এর নির্বাহী চেয়ারম্যান এন চন্দ্রশেখরন আনুষ্ঠানিকভাবে TATA ডিজিটালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন।
  • Tata Digital শীঘ্রই তার সুপার অ্যাপ Tata Neu চালু করার ঘোষণা দিয়েছে।

২. India Pulses and Grains Association (IPGA)-এর নতুন চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) রবি ভার্মা
(B) রাম প্রকাশ
(C) বিমল কোঠারি
(D) আনন্দ রমেশ পান্ডে

উত্তর :
(C) বিমল কোঠারি

  • বর্তমান চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন জিতু ভেদা।
  • জিতু ভেদা ২৫শে এপ্রিল ২০১৮-এ IPGA-এর চেয়ারম্যান নিযুক্ত হন।
  • বিমল কোঠারি ২০১১ সাল থেকে IPGA এর ভাইস চেয়ারম্যান ছিলেন।
  • IPGA এর সদর দপ্তর মুম্বাইতে এবং চেয়ারম্যান প্রেমচাঁদ গোধা।

৩. ১৪ই এপ্রিল ২০২২-এ প্রকাশিত ‘The Boy Who Wrote a Constitution’ বইটির লেখক কে?

(A) রমেশ মীনা
(B) রবীন্দ্র ভারতী
(C) জিগনেশ মেভানি
(D) রাজেশ তলওয়ার

উত্তর :
(D) রাজেশ তলওয়ার

  • ডক্টর বিআর আম্বেদকরের ১৩১তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত একটি নতুন বই “The Boy Who Wrote a Constitution”, প্রখ্যাত নাট্যকার এবং লেখক রাজেশ তলওয়ার লিখেছেন।
  • বইটি বি আর আম্বেদকরের ছেলেবেলা এবং ক্রমে বেড়ে ওঠার কাহিনী সম্পর্কে অবহিত করে।
  • এটি প্রকাশ করেছে পনিটেল বুকস।

৪. যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধকরণ এবং মৃত্যুকে চিহ্নিত করার জন্য, ২০২২ সালের এপ্রিল মাসে কোন দিনটিকে গুড ফ্রাইডে হিসাবে পালন করা হল?

(A) ১২ই এপ্রিল
(B) ১৫ই এপ্রিল
(C) ১২ই এপ্রিল
(D) ১৪ই এপ্রিল

উত্তর :
(B) ১৫ই এপ্রিল

  • ১৫ই এপ্রিল ২০২২ এ গুড ফ্রাইডে পালন করা হল।
  • দিনটি যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধকরন এবং মৃত্যুকে চিহ্নিত করে।
  • বাইবেল অনুসারে, যীশুর একজন শিষ্য জুডাস বিশ্বাসঘাতকতা করে যীশুকে ইহুদিদের শাসক বলে দাবি করেছিল এবং তাকে বিচারের মুখোমুখি করা হয়েছিল।
  • বিচারে তাকে ক্রুশবিদ্ধ করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

৫. “Hear Yourself: How to Find Peace In A Noisy World” বইটির লেখক কে?

(A) সতপাল মহারাজ
(B) প্রেম রাওয়াত
(C) মদন কৌশিক
(D) হরক সিং রাওয়াত

উত্তর :
(B) প্রেম রাওয়াত

  • বইটি ১৩ই এপ্রিল ২০২২ এ মুম্বাইয়ের ন্যাশনাল সেন্টার অফ পারফর্মিং আর্টস (NCPA)-এ HarperCollins দ্বারা TimelessToday-এর সহযোগিতায় লঞ্চ করা হয়েছিল।

৬. কে সম্প্রতি মর্যাদাপূর্ণ Reykjavik ওপেন দাবা টুর্নামেন্ট জিতেছে?

(A) রিয়া জাদন
(B) বিশ্বনাথ সুরেশ
(C) মিঠুন মঞ্জুনাথ
(D) আর প্রজ্ঞানন্ধা

উত্তর :
(D) আর প্রজ্ঞানন্ধা

  • তরুণ ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্ধা মর্যাদাপূর্ণ রেকজাভিক ওপেন দাবা টুর্নামেন্ট জিতেছিলেন।
  • ১৬ বছর বয়সী প্রজ্ঞানন্ধা চূড়ান্ত রাউন্ডে গ্র্যান্ডমাস্টার ডি গুকেশকে পরাজিত করে এককভাবে বিজয়ী হন।
  • তিনি ২০১৬ সালে ১০ বছর, ১০ মাস এবং ১৯ দিন বয়সে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন।

৭. পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে ১০,০০০ রান পূর্ণ করার দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান কে হলেন?

(A) মায়াঙ্ক আগরওয়াল
(B) বিরাট কোহলি
(C) রোহিত শর্মা
(D) শিখর ধাওয়ান

উত্তর :
(C) রোহিত শর্মা

  • ১৩ই এপ্রিল ২০২২ এ পুনেতে পাঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে ম্যাচের সময় তিনি এই ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছিলেন।
  • বিরাট কোহলি ২০২১ সালে প্রথম ভারতীয় ব্যাটার যিনি ১০,০০০ টি-টোয়েন্টি রান করেছিলেন।

৮. World Art Day পালন করা হয়?

(A) ১২ই এপ্রিল
(B) ১৫ই এপ্রিল
(C) ১৩ই এপ্রিল
(D) ১৪ই এপ্রিল

উত্তর :
(B) ১৫ই এপ্রিল

  • সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিল্পী ইতালীয় পলিম্যাথ লিওনার্দো দা ভিঞ্চির জন্মদিনকে চিহ্নিত করার জন্য, ২০১২ সালে UNESCO এর সাধারণ সম্মেলন ১৫ই এপ্রিল World Art Day ঘোষণা করে।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button