সাম্প্রতিকী – ২০১৮ সেপ্টেম্বর মাস

১০১. সম্প্রতি প্রকাশিত জাতীয় ডিজিটাল কমিউনিকেশনস নীতি ২০১৮ অনুযায়ী ব্রডব্যান্ড সংযোগের গতি কত mbps প্রস্তাব করা হয়েছে ?
(A) ১০০
(B) ৫০
(C) ২০০
(D) ৫০০
১০২. বিশ্ব পর্যটন দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?
(A) সেপ্টেম্বর ২১
(B) সেপ্টেম্বর ২৩
(C) সেপ্টেবের ২৭
(D) সেপ্টেম্বর ৩০
২০১৮ সালের থিম ছিল – Tourism and the Digital Transformation
১০৩. ভারতের প্রথম ভূট্টা উৎসব কোন শহরে সম্প্রতি অনুষ্ঠিত হল ?
(A) রায়পুর
(B) ছিন্দওয়ারা
(C) গোরখপুর
(D) কোটা
১০৪. Times Higher Education (THE) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী শিক্ষা ক্ষেত্রে ভারতের সেরা ইনস্টিটিউট কোনটি ?
(A) IISC ব্যাঙ্গালুরু
(B) IIT মাদ্রাজ
(C) IIT রুড়কি
(D) IIT ইন্দোর
১০৫. ভারতের প্রথম মিথানল ভিত্তিক বিকল্প রান্নার জ্বালানি কোন রাজ্যে শুরু হবে ?
(A) তামিলনাড়ু
(B) রাজস্থান
(C) গুজরাট
(D) আসাম
১০৬. বিশ্ব রেবিস দিবস প্রতিবছর কবে পালন করা হয় ?
(A) সেপ্টেম্বর ২১
(B) সেপ্টেম্বর ২৯
(C) অক্টোবর ১২
(D) সেপ্টেম্বর ২৮
২০১৮ সালে থিম ছিল – Rabies: Share the message. Save a life!
১০৭. অষ্টম এশিয়ান যোগ স্পোর্টস চ্যাম্পিয়নশিপ সম্প্রতি কোন শহরে শুরু হয়েছে ?
(A) নিউ দিল্লি
(B) তিরুবনন্তপুরম
(C) হায়দ্রাবাদ
(D) পুনে
১০৮. বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)- এর নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে কে নিযুক্ত হয়েছেন ?
(A) কে. কে. শর্মা
(B) রজনী কান্ত মিশ্র
(C) এস. এস. দেশওয়াল
(D) পি. এস. মুন্সি
To download September, 2018 Current Affairs Capsule in Begnali Click below
সাম্প্রতিকী – সেপ্টেম্বর, ২০১৮ , PDF ফরম্যাটে পেতে এখানে ক্লিক করুন
To check our latest Posts - Click Here