Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী – ২০১৮ সেপ্টেম্বর মাস

৬১. ভারতের প্রথম কুকুর পার্কটি কোন শহরে খুলতে চলেছে ? 

(A) নয়া দিল্লী
(B) লক্ষ্ণৌ
(C) জয়পুর
(D) হায়দ্রাবাদ

উত্তর :
(D) হায়দ্রাবাদ

৬২. ২০১৮ সালে রাজস্থান সাহিত্য একাডেমী মীরা পুরস্কারে কাকে সম্মানিত করা হবে ?

(A) সাওয়াই সিং শেখাওয়াত
(B) ব্রিজ ভূষণ কোবরা
(C) মনিশা গুয়লানি
(D) মান সিং রাঠোর

উত্তর :
(A) সাওয়াই সিং শেখাওয়াত

৬৩. সুদানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে শপথ নিতে চলেছেন  ?

(A) বাকরী হাসান সালেহ
(B) মৌতাজ মৌসা আব্দুল্লাহ
(C) জন গারং
(D) ওমর আল-বশির

উত্তর :
(B) মৌতাজ মৌসা আব্দুল্লাহ

৬৪. ২০১৮ সালের দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (South Asian Football Federation) কাপ কোন দেশ জয় করলো ?

(A) ভুটান
(B) ভারত
(C) মালদ্বীপ
(D) বাংলাদেশ

উত্তর :
(C) মালদ্বীপ

ভারতে ফাইনালে হারিয়ে এই কাপটি জিতেছে মালদ্বীপ


৬৫. কোন সীমান্তে ভারতের প্রথম স্মার্ট ফেন্স (Smart Fence ) পাইলট প্রকল্প চালু করা হয়েছে ?

(A) পাকিস্তান সীমান্ত
(B) বাংলাদেশ সীমান্ত
(C) চীন সীমান্ত
(D) মায়ানমার সীমান্ত

উত্তর :
(A) পাকিস্তান সীমান্ত

৬৬. পৃথিবীর প্রথম হাইড্রোজেন-চালিত ট্রেনটি কোন দেশে সম্প্রতি চালু হল ?

(A) ইতালি
(B) চীন
(C) জার্মানি
(D) ডেনমার্ক

উত্তর :
(C) জার্মানি

৬৭. “Kashi: Secret of the Black Temple” বইটির লেখক কে ?

(A) নবীন চাওলা
(B) নিতা গুপ্ত
(C) গৌরব ভাটিয়া
(D) ভিনীত বাজপেয়ী

উত্তর :
(D) ভিনীত বাজপেয়ী

৬৮. মাউন্ট এভারেস্ট ফ্রেন্ডশিপ সামরিক মহড়াটি কোন কোন দেশের মধ্যে সম্প্রতি সম্পন্ন হল ?

(A) ভারত ও নেপাল
(B) নেপাল ও চীন
(C) ভারত ও চীন
(D) ভারত, নেপাল ও চীন

উত্তর :
(B) নেপাল ও চীন

৬৯. স্কিল ইন্ডিয়া প্রচারাভিযানের অ্যাম্বাসেডর হিসেবে স্বাক্ষরিত করা হয়েছে কাদের ?

(A) অমিতাভ বচ্চন এবং আমির খান
(B) বরুন ধাওয়ান এবং অনুষ্কা শর্মা
(C) অজয় দেবগন ও কাজল
(D) অক্ষয় কুমার ও দীপিকা পাডুকোন

উত্তর :
(B) বরুন ধাওয়ান এবং অনুষ্কা শর্মা 

৭০. সম্প্রতি প্রয়াত স্বাধীনতার পরবর্তী ভারতের প্রথম মহিলা IAS অফিসারের নাম কি ?

(A) মেরিন জোসেফ
(B) স্মিতা সাভারওয়াল
(C) রিজু বাফনা
(D) আন্না রাজম মালহোত্রা

উত্তর :
(D) আন্না রাজম মালহোত্রা 




৭১. ২০১৮ সালের স্মিতা পাটিল মেমোরিয়াল পুরস্কারে কোন বলিউড ব্যক্তিত্বকে ভূষিত করা হয়েছে ?

(A) ক্যাটরিনা কাইফ
(B) ঐশ্বর্য রাই বচ্চন
(C) প্রিয়াঙ্কা চোপড়া
(D) অনুষ্কা শর্মা

উত্তর :
(D) অনুষ্কা শর্মা 

৭২. ২০১৮ সালে “Aviaindra” সামরিক মহড়াটি কোন দুটি দেশের মধ্যে সম্পন্ন হল ?

(A) জাপান ও ভারত
(B) রাশিয়া ও জাপান
(C) চীন ও পাকিস্তান
(D) ভারত ও রাশিয়া

উত্তর :
(D) ভারত ও রাশিয়া 

৭৩. ২০১৮ সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কারা জিতলেন ?

(A) সর্দার সিংহ ও দেবেন্দ্র ঝাঝারিয়া
(B) বিরাট কোহলি ও মীরাবাঈ চানু
(C) সাক্ষী মালিক ও জিতু রাই
(D) দীপা কর্মকার ও পি. ভি. সিন্ধু

উত্তর :
(B) বিরাট কোহলি ও মীরাবাঈ চানু  

৭৪. ভারতের প্রথম জেন্ডার নিউট্রাল হোস্টেল ( gender neutral hostel ) কোথায় চালু হল ?

(A) চেন্নাই
(B) কলকাতা
(C) মুম্বাই
(D) নিউ দিল্লী

উত্তর :
(C) মুম্বাই
Tata Institute of Social Sciences (TISS), Mumbai

৭৫. ভারতীয় বিমান বাহিনী সম্প্রতি কোন রাজ্যে একটি ড্রোন উৎপাদন কেন্দ্র তৈরী করার প্রস্তাবনা দিয়েছে ?

(A) ঝাড়খন্ড
(B) অন্ধ্রপ্রদেশ
(C) ওড়িশা
(D) মধ্যপ্রদেশ

উত্তর :
(B) অন্ধ্রপ্রদেশ 

৭৬. ইন্ডিয়া পোস্ট পেমেন্টস্ ব্যাংক কোন বীমা কোম্পানির সাথে চুক্তি করলো বীমা সরবরাহ করার জন্য ?

(A) New India Assurance
(B) Birla Sun Life Insurance
(C) Bajaj Allianz Life Insurance
(D) ICICI Prudential Life Insurance

উত্তর :
(C) Bajaj Allianz Life Insurance 

৭৭. কোন ভারতীয় ব্যক্তিত্ব সম্প্রতি মেক্সিকোর “Civilian Honour ” -এ সম্মানিত হয়েছেন ?

(A) রতন টাটা
(B) মুকেশ আম্বানি
(C) অজিত দোভাল
(D) রঘুপতি সিংহানিয়া

উত্তর :
(D) রঘুপতি সিংহানিয়া 

৭৮. ২০১৯ সালে অস্কার পুরস্কারের জন্য ভারতের কোন সিনেমাটি অংশগ্রহণ করবে ?

(A) কাদভি হাওয়া
(B) রাজি
(C) ভিলেজ রকস্টার
(D) হিচকি

উত্তর :
(C) ভিলেজ রকস্টার 

৭৯. সম্প্রতি প্রয়াত “ট্রান ডাই কুয়াং” কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন ?

(A) ইন্দোনেশিয়া
(B) লাওস
(C) থাইল্যান্ড
(D) ভিয়েতনাম

উত্তর :
(D) ভিয়েতনাম

৮০. তৃতীয় আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন  “MahaBiz 2018” কোন দেশ আয়োজন করছে ?

(A) কুয়েত
(B) বাহরাইন
(C) সংযুক্ত আরব আমিরাত
(D) কাতার

উত্তর :
(C) সংযুক্ত আরব আমিরাত



To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6Next page
Telegram

Related Articles

Back to top button