Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী – ২০১৮ সেপ্টেম্বর মাস

৪১. ভারতের দীর্ঘতম  রেল-সহ-সড়ক সেতু “বোগিবিল” কোন নদীতে তৈরী হবে ?

(A) গঙ্গা
(B) যমুনা
(C) ব্রহ্মপুত্র
(D) গোদাবরী

উত্তর :
(C) ব্রহ্মপুত্র

৪২. ২০১৮ সালে ব্যাংককে অনুষ্ঠিত ৬৭তম মিস ইউনিভার্স প্যাজেণ্ট  প্রতিযোগিতায় ভারতের হয়ে কে অংশগ্রহণ করবে ?

(A) অদিতি হুন্দিয়া
(B) হান্না রেজি কোশি
(C) নেহাল চুদাসামা
(D) রোশনী শেওরান

উত্তর :
(C) নেহাল চুদাসামা

৪৩. প্রথম কোন ভারতীয় সম্প্রতি  “IAAF Continental ” কাপে পদক জিতে ইতিহাস তৈরী করলেন ?

(A) হীনা সিধু
(B) অর্পিন্দর  সিং
(C) রাহি স্বর্ণাবত
(D) নিরাজ চোপড়া

উত্তর :
(B) অর্পিন্দর  সিং

৪৪. ২০১৮ সালের আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ( International Literacy Day ) – এর থিম কি ছিল ?

(A) Literacy and Sustainable Societies
(B) Reading the Past, Writing the Future
(C) Literacy in a digital world
(D) Literacy and skills development

উত্তর :
(D) Literacy and skills development

৪৫. এশিয়াতে প্রথম কোন বিমানবন্দরটি ফেস রিকোগনিশনের মাধ্যমে বোর্ডিং পাশ দেবার ব্যবস্থা করেছে ?

(A) সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর
(B) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর
(C) কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর
(D) নেতাজী সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর

উত্তর :
(C) কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর

৪৬. প্রথম বিমসটেক (BIMSTEC ) সামরিক অভিযান “MILEX-18” এর আয়োজন করছে কোন শহরটি ?

(A) হায়দ্রাবাদ
(B) পুণে
(C) চেন্নাই
(D) ভুবনেশ্বর

উত্তর :
(B) পুণে

৪৭. কোন বলিউড ব্যক্তিত্বকে সম্প্রতি আমেরিকার ম্যারিল স্ট্রিপ অ্যাওয়ার্ডস ফর এক্সসিলেন্স (Meryl Streep Award for Excellence ) পুরস্কার প্রদান করা হয়েছে ?

(A) মাধুরী দীক্ষিত
(B) বিদ্যা বালান
(C) দীপিকা পাড়ুকোন
(D) ঐশ্বর্যা রাই বচ্চন

উত্তর :
(D) ঐশ্বর্যা রাই বচ্চন

৪৮. কোন পারমাণবিক চুল্লীর একটি উন্নত সংস্করণ সম্প্রতি BARC (Bhabha Atomic Research Centre ) পুনরায় চালু করেছে ?

(A) ধ্রুব
(B) অপ্সরা
(C) পূর্ণিমা
(D) জেরলিনা

উত্তর :
(B) অপ্সরা  

৪৯. “Nomadic Elephant ” – ভারত এবং কোন দেশের মধ্যে একটি সামরিক মহড়া ?

(A) নাইজেরিয়া
(B) সেনেগাল
(C) মঙ্গোলিয়া
(D) ঘানা

উত্তর :
(C) মঙ্গোলিয়া 

৫০. ভারতের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয় “National Rail and Transportation Institute (NRTI)” কোন শহরে অবস্থিত ?

(A) আহমেদাবাদ
(B) কানপুর
(C) পটনা
(D) ভদোদরা

উত্তর :
(D) ভদোদরা 




৫১. কোন রাজ্য সরকার সম্প্রতি ই-সিগারেটের উৎপাদন, বিক্রয় ও দখল নিষিদ্ধ করেছে ?

(A) ওড়িশা
(B) অসম
(C) তামিলনাড়ু
(D) কর্ণাটক

উত্তর :
(C) তামিলনাড়ু 

৫২. রেল মন্ত্রক কোন সালের মধ্যে সমস্ত ট্রেনে বিদ্যুৎকরণের পরিকল্পনা করেছে ?

(A) ২০২০
(B) ২০১৯
(C) ২০২২
(D) ২০২৫

উত্তর :
(C) ২০২২ 

৫৩. হিন্দী দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) সেপ্টেম্বর ১১
(B) সেপ্টেম্বর ৯
(C) সেপ্টেম্বর ১২
(D) সেপ্টেম্বর ১৪

উত্তর :
(D) সেপ্টেম্বর ১৪ 

৫৪. “নুয়াখাই”  কৃষি উৎসব সম্প্রতি কোন রাজ্যে শুরু হয়েছে ?

(A) নাগাল্যান্ড
(B) ওড়িশা
(C) পশ্চিমবঙ্গ
(D) আসাম

উত্তর :
(B) ওড়িশা

“নুয়া” শব্দটির অর্থ হল নতুন এবং “খাই” শব্দটির অর্থ হল খাবার |


৫৫. ২০১৮ সালের জাতিসংঘের মানব উন্নয়ন সূচক (Human Development Index ) রিপোর্টে ভারতের অবস্থান কততম ? 

(A) ১৩০
(B) ১৩২
(C) ১৩৪
(D) ১৩৬

উত্তর :
(A) ১৩০

১ নম্বরে রয়েছে – নরওয়ে


৫৬. ২০১৮ সালে  বিশ্ব শেফ কংগ্রেস (World chefs’ congress  )কোন দেশ আয়োজন করবে ?

(A) অস্ট্রেলিয়া
(B) ভারত
(C) চীন
(D) জাপান

উত্তর :
(B) ভারত

৫৭. ভারতের প্রথম জলের নিচে চলতে সক্ষম রোবোটিক্স ড্রোন কোনটি?

(A) BrainROV TUNA
(B) HeadROV TUNA
(C) EyeROV TUNA
(D) HandROV TUNA

উত্তর :
(C) EyeROV TUNA

৫৮. রাজস্থানের প্রথম সিংহ সাফারী নিম্নলিখিত পার্কগুলির মধ্যে কোনটি শুরু হয়েছে ?

(A) নাহারগড় বায়োলজিকাল পার্ক
(B) রণথম্বোর  জাতীয় উদ্যান
(C) কেওলার্দো  জাতীয় উদ্যান
(D) সারিস্কা জাতীয় উদ্যান

উত্তর :
(A) নাহারগড় বায়োলজিকাল পার্ক

৫৯. ভারতে জাতীয় ইঞ্জিনিয়ার দিবস কবে উদযাপিত হয় ?

(A) সেপ্টেম্বর ১৬
(B) সেপ্টেম্বর ১৫
(C) সেপ্টেম্বর ১৪
(D) সেপ্টেম্বর ১৭

উত্তর :
(B) সেপ্টেম্বর ১৫ 

৬০. প্রতি বছর আন্তর্জাতিক গণতন্ত্র (International Day of Democracy ) দিবস পালিত হয় কোন দিনটিতে ?

(A) সেপ্টেম্বর ১৪
(B) সেপ্টেম্বর ১৫
(C) সেপ্টেম্বর ১৬
(D) সেপ্টেম্বর ১৭

উত্তর :
(B) সেপ্টেম্বর ১৫

২০১৮ সালে থিম ছিল – “Democracy under Strain: Solutions for a Changing World ”




To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6Next page
Telegram

Related Articles

Back to top button